Multiple Choice Questions
বায়ুমণ্ডল
Practice Questions with Answers
Total 213 questions available
Q. 1
কুমেরু অঞ্চল থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
A
পশ্চিম দিকB
উত্তর-পশ্চিম দিকC
দক্ষিণ-পূর্ব দিকD
পূর্ব দিকClick an option to check your answer
Q. 2
সীমান্ত বা বায়ু প্রাচীর কোথায় দেখা যায়?
A
শীতল বায়ু প্রবাহেB
নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতেC
পশ্চিমা বায়ুতেD
ট্রপিক্যাল স্টর্মেClick an option to check your answer
Q. 3
ফেরেলের সূত্রানুসারে বায়ুপ্রবাহ কোথায় বেঁকে যায়?
A
একদিকেB
কোনো দিকে বেঁকে নাC
উত্তর গোলার্ধে বামদিকে, দক্ষিণ গোলার্ধে ডানদিকেD
উত্তর গোলার্ধে ডানদিকে, দক্ষিণ গোলার্ধে বামদিকেClick an option to check your answer
Q. 4
কুমেরুতে প্রথম ওজোন গহ্বর আবিষ্কার করেন কে?
A
গ্যালিলিওB
স্কোনবিC
কোপেনD
ফারমেনClick an option to check your answer
Q. 5
পৃথিবীর উত্তাপের বৈষম্যের জন্য প্রধানত কী দায়ী?
A
প্রাকৃতিক বিপর্যয়B
সৌর উদ্ভাবনC
জলবায়ু পরিবর্তনD
O3 স্তর ধ্বংসClick an option to check your answer
Q. 6
গ্রিনহাউস গ্যাসের মূল প্রভাব কী?
A
আর্দ্রতার পরিমাণ বৃদ্ধিB
পৃথিবীর গড় তাপমাত্রা হ্রাসC
পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিD
বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধিClick an option to check your answer
Q. 7
ITCZ-এর পুরো নাম কি?
A
International Tropical Convergence ZoneB
Indo Tropical Convergence ZoneC
Inter Tropical Convergence ZoneD
Internal Tropical Convergence ZoneClick an option to check your answer
Q. 8
সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কী বলা হয়?
A
তাপমাত্রার পার্থক্যB
উষ্ণতার প্রসরC
তাপমাত্রার ভারসাম্যD
তাপমাত্রার সঞ্চালনClick an option to check your answer
Q. 9
কোন উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের ভরের অনুপাতকে কী বলা হয়?
A
মোট আর্দ্রতাB
আপেক্ষিক আর্দ্রতাC
স্থানীয় আর্দ্রতাD
বিশেষ আর্দ্রতাClick an option to check your answer
Q. 10
জলবায়ুগত মরূদ্যান' কাকে বলা হয়?
A
সুইটজারল্যান্ডB
মরু অঞ্চলC
নাতিশীতোষ্ণ অঞ্চলD
নিরক্ষীয় অঞ্চলClick an option to check your answer
Q. 11
ওজোন গ্যাসের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি যে অঞ্চলে তা কী?
A
ট্রপিক্যাল অঞ্চলB
নিরক্ষীয় অঞ্চলC
আর্কটিকD
মেরু অঞ্চলClick an option to check your answer
Q. 12
একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি?
A
ফনB
মিস্ট্রালC
টর্নেডোD
লুClick an option to check your answer
Q. 13
ট্রপোপজ' কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
A
স্যার নেপিয়ারB
স্যার আইজ্যাক নিউটনC
মাইকেল ফ্যারাডেD
গ্যালিলিও গ্যালিলিClick an option to check your answer
Q. 14
নট সূচক দ্বারা কী মাপা হয়?
A
বায়ুপ্রবাহের গতিশক্তিB
তাপমাত্রাC
বৃষ্টিপাতD
আর্দ্রতাClick an option to check your answer
Q. 15
ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম কোথায়?
A
আন্টার্কটিকB
আর্কটিকC
নিরক্ষীয় অঞ্চলেD
মেরু অঞ্চলেClick an option to check your answer
Q. 16
শীতকালীন বৃষ্টিপাত কোথায় দেখা যায়?
A
উষ্ণ অঞ্চলেB
ভূমধ্যসাগরীয়C
মরু অঞ্চলেD
সুমেরু অঞ্চলেClick an option to check your answer
Q. 17
বিমানে যে বায়ুর চাপমাপক যন্ত্র রাখা হয়, তাকে বলে?
A
অল্টিমিটারB
হাইড্রোমিটারC
ব্যারোমিটারD
অ্যানিমোমিটারClick an option to check your answer
Q. 18
বায়ুর চরম আর্দ্রতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা কী হয়?
A
একই থাকেB
অস্থির হয়C
বাড়েD
কমে যায়Click an option to check your answer
Q. 19
1840 খ্রিস্টাব্দে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন কে?
A
কোপেনB
গ্যালিলিওC
স্কোনবিD
ফারমেনClick an option to check your answer
Q. 20
শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এয়ার কন্ডিশনার) ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কী গ্যাস নির্গত হয়?
A
CFCB
CO2C
NO2D
CH4Click an option to check your answer
Q. 21
পাশে অণুর স্পর্শের মাধ্যমে উয়তার অপসারণ প্রক্রিয়াকে কী বলা হয়?
A
পরিবহণB
উত্তাপC
বিকিরণD
সঞ্চালনClick an option to check your answer
Q. 22
ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম কোথায় ধরা পড়ে?
A
নিরক্ষীয় অঞ্চলB
মেরু অঞ্চলC
আর্কটিকD
আন্টার্কটিকাClick an option to check your answer
Q. 23
বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে কী বলা হয়?
A
শান্তমণ্ডলB
কুয়াশা মণ্ডলC
উত্তপ্ত মণ্ডলD
বিক্ষিপ্ত মণ্ডলClick an option to check your answer
Q. 24
বায়ুমণ্ডলের ধূলিকণা উপাদানের প্রভাবে আকাশে কী লক্ষ করা যায়?
A
বৃষ্টিB
বর্ণবৈচিত্র্যC
তাপমাত্রাD
মেঘClick an option to check your answer
Q. 25
ওজোন গ্যাসের ঘনত্ব কোন ইউনিটে মাপা হয়?
A
মিটারB
ডবসন ইউনিটC
কিলোগ্রামD
সেন্টিমিটারClick an option to check your answer
Q. 26
দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা কখন পরিলক্ষিত হয়?
A
রাতের বেলাB
দুপুরেC
সন্ধ্যায়D
ভোরবেলায়Click an option to check your answer
Q. 27
দিনরাত্রে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি কোথায় দেখা যায়?
A
উষ্ণ মরু জলবায়ু অঞ্চলেB
শীতল মরু জলবায়ু অঞ্চলেC
সমুদ্র অঞ্চলেD
গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলেClick an option to check your answer
Q. 28
বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণ কোনটির?
A
নাইট্রোজেনB
হিলিয়ামC
মিথেনD
অক্সিজেনClick an option to check your answer
Q. 29
উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রতি একক দূরত্বে বায়ুর চাপের যে পার্থক্য হয়, তাকে কী বলে?
A
সমচাপ ঢালB
কোরিওলিস শক্তিC
চাপ ঢালD
বায়ুচাপ পার্থক্যClick an option to check your answer
Q. 30
আপেক্ষিক আর্দ্রতা কিভাবে প্রকাশ করা হয়?
A
কিলোগ্রামেB
গ্রামেC
শতাংশেD
মিলিমিটারেClick an option to check your answer
Q. 31
জেটবায়ুকে কী বলা হয়?
A
আয়ন বায়ুB
ক্রান্তীয় পুবালি বায়ুC
পশ্চিমা বায়ুD
মেরু বায়ুClick an option to check your answer
Q. 32
এল নিনোর প্রভাব কোথায় দেখা যায়?
A
ভারত মহাসাগরেB
আটলান্টিক মহাসাগরেC
আরctic মহাসাগরেD
প্রশান্ত মহাসাগরেClick an option to check your answer
Q. 33
সমোয়রেখাগুলিকে কোথায় কল্পনা করা হয়?
A
পৃথিবীর কেন্দ্রেB
মেরু অঞ্চলেC
আর্কটিক অঞ্চলেD
অক্ষরেখার সমান্তরালেClick an option to check your answer
Q. 34
বায়ুমণ্ডলে গড় জলীয় বাষ্পের পরিমাণ কত?
A
2%B
3%C
5%D
4%Click an option to check your answer
Q. 35
মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় কোন সালে?
A
1987B
1985C
1992D
1990Click an option to check your answer
Q. 36
আলপস পর্বতের সূর্যালোকিত ঢালকে কী বলা হয়?
A
রৌদ্রসেবিত পার্শ্বB
আর্দ্র পার্শ্বC
শীতল পার্শ্বD
ঝড়প্রবণ পার্শ্বClick an option to check your answer
Q. 37
ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রকৃতি কী?
A
মরুB
আর্দ্রC
শীতল নাতিশীতোষ্ণD
উষ্ণ নাতিশীতোষ্ণClick an option to check your answer
Q. 38
বায়ুমণ্ডলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ (পরিমাণগত) গ্যাস কোনটি?
A
হিলিয়ামB
মিথেনC
নাইট্রোজেনD
অক্সিজেনClick an option to check your answer
Q. 39
ঋতু পরিবর্তন দেখা যায় না কোন জলবায়ুতে?
A
মরু জলবায়ুB
সুমেরু জলবায়ুC
মেরু জলবায়ুD
নিরক্ষীয় জলবায়ুClick an option to check your answer
Q. 40
বায়ুমণ্ডলের ওজোন স্তরকে কী বলা হয়?
A
সূর্য পৃষ্ঠB
প্রাকৃতিক সৌরপর্দাC
স্বাভাবিক তাপমাত্রাD
প্রকৃতির চাদরClick an option to check your answer
Q. 41
বায়ুমণ্ডলের একেবারে বাইরের স্থানকে কী বলা হয়?
A
ভূপৃষ্ঠB
আকাশC
বায়ুমণ্ডলD
মহাশূন্যClick an option to check your answer
Q. 42
ছোটো ছোটো বরফকণার সঙ্গে বৃষ্টিপাত ঘটলে তাকে কী বলা হয়?
A
হেলিওসB
বৃষ্টিC
শিলাবৃষ্টিD
তুষারপাতClick an option to check your answer
Q. 43
কোরিওলিস বল ও বায়ুচাপের ঢালশক্তি পরস্পরমুখী প্রভাবে কোন বায়ু সৃষ্টি হয়?
A
পশ্চিমা বায়ুB
মেরু বায়ুC
জিওস্ট্রফিক বায়ুD
আয়ন বায়ুClick an option to check your answer
Q. 44
কোন দেশের বিজ্ঞানীরা সর্বপ্রথম বায়ুমণ্ডল নিয়ে গবেষণায় উৎসাহ প্রকাশ করেন?
A
ভারতB
গ্রিসC
যুক্তরাষ্ট্রD
ফ্রান্সClick an option to check your answer
Q. 45
বিশ্ব উষ্ণয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কোন গ্রিন হাউস গ্যাস?
A
জলীয় বাষ্পB
কার্বন ডাইঅক্সাইডC
নাইট্রাস অক্সাইডD
মিথেনClick an option to check your answer
Q. 46
বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি?
A
উপরের স্তরB
মধ্য স্তরC
নীচের স্তরD
সমতল স্তরClick an option to check your answer
Q. 47
বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, সেটি কী?
A
ট্রপোস্ফিয়ারB
মেসোস্ফিয়ারC
স্ট্র্যাটোস্ফিয়ারD
আয়নোস্ফিয়ারClick an option to check your answer
Q. 48
ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক চলাচলকে কী বলা হয়?
A
বাতাসB
গতিC
বায়ুপ্রবাহD
চাপClick an option to check your answer
Q. 49
কোন শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীকে বেষ্টন করে আছে?
A
বিদ্যুৎ শক্তিB
সৌর শক্তিC
তাপ শক্তিD
মাধ্যাকর্ষণ শক্তিClick an option to check your answer
Q. 50
বায়ুমণ্ডলের গ্যাসগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় গ্যাস কী?
A
মিথেনB
হিলিয়ামC
নাইট্রোজেনD
অক্সিজেনClick an option to check your answer
Q. 51
জানুয়ারি ও জুলাই মাসে বায়ুচাপের পার্থক্য সর্বাধিক পরিলক্ষিত হয়?
A
মৌসুমি মৌসুমB
শীতকালC
গ্রীষ্মকালD
বর্ষাকালClick an option to check your answer
Q. 52
সূর্যকিরণের যে অংশ পৃথিবীকে উত্তপ্ত করতে কাজে লাগে না, তাকে কী বলা হয়?
A
বৈদ্যুতিক রশ্মিB
বিকিরণC
অ্যালবেডোD
ভাস্কর্য রশ্মিClick an option to check your answer
Q. 53
বায়ুমণ্ডলের অক্সিজেন গ্যাসীয় উপাদানকে কী বলা হয়?
A
উত্তপ্ত গ্যাসB
জীবনদায়ী গ্যাসC
অমৃত গ্যাসD
জীবাণু গ্যাসClick an option to check your answer
Q. 54
নৈশদ্যুতি মেঘ কোথায় পরিলক্ষিত হয়?
A
মেসোস্ফিয়ারB
ট্রপোস্ফিয়ারC
আয়নোস্ফিয়ারD
স্ট্র্যাটোস্ফিয়ারClick an option to check your answer
Q. 55
পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কখনও কখনও উষ্ণতা কম হওয়ার কারণ কী?
A
সেন্ট্রাল হিমালয়াB
এল নিনোC
লা নিনাD
মাইক্রোক্লাইমেটClick an option to check your answer
Q. 56
ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারাবছর ধরে প্রবাহিত বায়ুকে কী বলে?
A
মেরু বায়ুB
সমুদ্রবায়ুC
পশ্চিমা বায়ুD
আয়ন বায়ুClick an option to check your answer
Q. 57
সারাবছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত দেখে আপনি কোন জলবায়ু শনাক্ত করবেন?
A
আর্দ্র নিরক্ষীয় জলবায়ুB
নাতিশীতোষ্ণ জলবায়ুC
মরু জলবায়ুD
সুমেরু জলবায়ুClick an option to check your answer
Q. 58
জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া কী?
A
বাষ্পীভবনB
মুক্তিC
সংকোচনD
ঘনীভবনClick an option to check your answer
Q. 59
ভারত মহাসাগর, বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি?
A
টাইফুনB
সাইক্লোনC
উইলি উইলিD
হ্যারিকেনClick an option to check your answer
Q. 60
মানচিত্রে সমান বৃষ্টিপাতযুক্ত রেখাকে কী বলা হয়?
A
সমবর্ষণ রেখাB
সমরেখাC
সমশীতল রেখাD
সমচাপ রেখাClick an option to check your answer
Q. 61
যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তা কোনটি?
A
আয়নোস্ফিয়ারB
ট্রপোস্ফিয়ারC
মেসোস্ফিয়ারD
স্ট্র্যাটোস্ফিয়ারClick an option to check your answer
Q. 62
বায়ুর চাপ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়?
A
ব্যারোমিটারB
সেকেন্ডারি সেন্সরC
অ্যানিমোমিটারD
থার্মোমিটারClick an option to check your answer
Q. 63
ব্যারোমিটারে পারদের সূচক হঠাৎ নেমে গেলে কী আশঙ্কা থাকে?
A
ভূমিকম্পB
তাপমাত্রা বৃদ্ধিC
বৃষ্টিD
ঘূর্ণবাতClick an option to check your answer
Q. 64
‘গ্রিনহাউস এফেক্ট' কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
A
রিচার্ড ফেনম্যানB
জে ফুরিয়ারC
হেনরি স্টিফেনD
স্যার আইজ্যাক নিউটনClick an option to check your answer
Q. 65
মেঘালয় রাজ্যের শিলং কোন ধরনের অঞ্চল?
A
আর্দ্র অঞ্চলB
বৃষ্টিচ্ছায় অঞ্চলC
মরু অঞ্চলD
শীতল অঞ্চলClick an option to check your answer
Q. 66
গ্রীষ্ম ঋতুতে বায়ুর চাপ কেমন হয়?
A
স্থিরB
বেশিC
কমD
অপরিবর্তিতClick an option to check your answer
Q. 67
সারাবছর ধরে উয়তা বেশি এবং সামান্য বৃষ্টিপাতের লেখচিত্র থেকে বোঝা যায় যে সেটি কোন জলবায়ু অঞ্চলের লেখচিত্র?
A
নাতিশীতোষ্ণ জলবায়ুB
আর্দ্র জলবায়ুC
মরু জলবায়ুD
উষ্ণ জলবায়ুClick an option to check your answer
Q. 68
ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমানা অঞ্চলকে কী বলা হয়?
A
ট্রপোপজB
স্ট্র্যাটোপজC
এক্সোপজD
আয়নোপজClick an option to check your answer
Q. 69
নিরক্ষরেখার ওপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত কিমি?
A
20-25 কিমিB
12-15 কিমিC
16-18 কিমিD
10-12 কিমিClick an option to check your answer
Q. 70
বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ কত?
A
0.50%B
0.01%C
0.10%D
0.03%Click an option to check your answer
Q. 71
যে যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয়, সেটি কী?
A
অ্যানিওমিটারB
বাতপতাকাC
বাতাস মাপার যন্ত্রD
বায়ু গেজClick an option to check your answer
Q. 72
সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌরশক্তির পরিমাণ কত?
A
40%B
50%C
75%D
66%Click an option to check your answer
Q. 73
Aerosol' শব্দের অর্থ কী?
A
মেঘ কণাB
বায়ুস্থিত কণাC
জলীয় কণাD
জমাট কণাClick an option to check your answer
Q. 74
আয়নোস্ফিয়ারে তড়িদাহত অণুর চৌম্বক বিক্ষেপে সৃষ্ট মৃদু আলোকপ্রভাকে কী বলা হয়?
A
কুমেরুপ্রভাB
উত্তরমেরুপ্রভাC
মেরুজ্যোতিD
সুমেরুপ্রভাClick an option to check your answer
Q. 75
মানচিত্রে সমান উষ্ণতা নির্দেশক কাল্পনিক রেখাকে কী বলা হয়?
A
সমতল রেখাB
সমোষ্ণরেখাC
অক্ষরেখাD
সমবায় রেখাClick an option to check your answer
Q. 76
আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে?
A
1 অক্টোবরB
16 সেপ্টেম্বরC
21 সেপ্টেম্বরD
23 সেপ্টেম্বরClick an option to check your answer
Q. 77
সমোষ্ণরেখাগুলি কোথায় বিস্তৃত থাকে?
A
দক্ষিণ-পূর্বেB
উত্তর-দক্ষিণেC
পূর্বে-পশ্চিমেD
পূর্ব-পশ্চিমেClick an option to check your answer
Q. 78
পৃথিবীতে অ্যালবেডোতে যে ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি সৌরশক্তি বিকিরিত হয়, তা কী?
A
মেঘB
মরুভূমিC
তুষারক্ষেত্রD
সমুদ্রClick an option to check your answer
Q. 79
বায়ুর চাপ সর্বাধিক কোথায়?
A
মেসোস্ফিয়ারB
আয়নোস্ফিয়ারC
স্ট্র্যাটোস্ফিয়ারD
ট্রপোস্ফিয়ারClick an option to check your answer
Q. 80
পার্বত্য চূড়া অঞ্চল থেকে রাত্রিবেলা পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা বায়ুকে কী বলা হয়?
A
পূর্ব বায়ুB
পশ্চিমা বায়ুC
ক্যাটাবেটিক বায়ুD
আয়ন বায়ুClick an option to check your answer
Q. 81
পৃথিবীর আবর্তন গতির ফলে প্রবাহিত বায়ুর উপর কাজ করে কী?
A
কোরিওলিস শক্তিB
চাপ শক্তিC
সেন্ট্রিপেটাল শক্তিD
গরম শক্তিClick an option to check your answer
Q. 82
উত্তর গোলার্ধে ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ু প্রবেশ করে কোন মুখে?
A
নিম্নমুখীB
ঘড়ির কাঁটার বিপরীতেC
উর্ধ্বমুখীD
ঘড়ির কাঁটার দিকেClick an option to check your answer
Q. 83
থার্মোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা বাড়লে ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা কীভাবে পরিবর্তিত হয়?
A
বাড়েB
স্থির থাকেC
কমেD
উর্ধ্বমুখী হয়Click an option to check your answer
Q. 84
অধঃক্ষেপণের অন্তর্গত নয় কোনটি?
A
তুষারপাতB
বৃষ্টিC
কুয়াশাD
শিশিরClick an option to check your answer
Q. 85
বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাসটির নাম কী?
A
অক্সিজেনB
নাইট্রোজেনC
মিথেনD
হাইড্রোজেনClick an option to check your answer
Q. 86
কার্বন ডাইঅক্সাইড গ্যাস উদ্ভিদের কোন প্রক্রিয়া ঘটাতে সাহায্য করে?
A
সালোকসংশ্লেষB
শ্বাসপ্রশ্বাসC
শোষণD
প্রজননClick an option to check your answer
Q. 87
বায়ুপ্রবাহের শক্তির মাত্রা নির্ণায়ক স্কেল কী?
A
রিখটার স্কেলB
সেন্টিগ্রেড স্কেলC
মেঘমালা স্কেলD
বিউফোর্ট স্কেলClick an option to check your answer
Q. 88
রাত্রিবেলা স্থলভাগ থেকে কোথায় বায়ু প্রবাহিত হয়?
A
মরুভূমির দিকেB
পর্বতের দিকেC
জলভাগের দিকেD
অরণ্যের দিকেClick an option to check your answer
Q. 89
হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের সীমারেখা কোথায়?
A
ট্রপোস্ফিয়ারB
স্ট্র্যাটোস্ফিয়ারC
টার্বোপজD
আয়নোস্ফিয়ারClick an option to check your answer
Q. 90
সূর্যের অতিবেগুনি রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয় কোন গ্যাস?
A
জলীয় বাষ্পB
মিথেনC
নাইট্রোজেনD
ওজোনClick an option to check your answer
Q. 91
হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি কী?
A
নাইট্রোজেন স্তরB
অক্সিজেন স্তরC
হাইড্রোজেন স্তরD
হিলিয়াম স্তরClick an option to check your answer
Q. 92
যখন ভূপৃষ্ঠের উপরিস্থিত কোনো শীতল বস্তুতে জলীয় বাষ্প ঘনীভূত হয়, তাকে কী বলা হয়?
A
শিশিরB
তুষারপাতC
বৃষ্টিD
কুয়াশাClick an option to check your answer
Q. 93
বৃষ্টিপাত সবচেয়ে কম কোথায় হয়?
A
প্রশান্ত মহাসাগরের উপকূলেB
মরু অঞ্চলেC
তুন্দ্রাD
বিক্ষিপ্ত বনাঞ্চলেClick an option to check your answer
Q. 94
উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কীভাবে পরিবর্তিত হয়?
A
বাড়েB
প্রথমে বাড়ে পরে কমেC
স্থির থাকেD
কমেClick an option to check your answer
Q. 95
ক্রান্তীয় ঘূর্ণবাত অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে কী নামে পরিচিত?
A
বাণিজ্য বায়ুB
টর্নেডোC
উইলি উইলিD
সাইক্লোনClick an option to check your answer
Q. 96
কোরিওলিস শক্তির প্রভাব সর্বাধিক দেখা যায় কোথায়?
A
সুমেরুতেB
নিরক্ষরেখায়C
ট্রপিক্সেD
মেরুতেClick an option to check your answer
Q. 97
আল্পস পার্বত্য অঞ্চলে যে উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু প্রবাহিত হয়, তার নাম কী?
A
ডেনিওB
ফনC
সিভেলাD
মিস্ট্রালClick an option to check your answer
Q. 98
সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতাযুক্ত ঋতু কোনটি?
A
বর্ষাকালB
গ্রীষ্ম ঋতুC
শীতকালD
শীত ঋতুClick an option to check your answer
Q. 99
ওজোন স্তর ধ্বংসকারী গ্যাস কোনটি?
A
CO2B
CFCC
H2OD
CH4Click an option to check your answer
Q. 100
বিষমমণ্ডলের নিম্নতম স্তরটি কী?
A
অক্সিজেনB
নাইট্রাস অক্সাইডC
আণবিক নাইট্রোজেনD
জলীয় বাষ্পClick an option to check your answer
Q. 101
ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে প্রতি 274 মিটার উচ্চতায় বায়ুর চাপ কত কমে?
A
100 মিলিবারB
34 মিলিবারC
50 মিলিবারD
20 মিলিবারClick an option to check your answer
Q. 102
CFC-এর পুরো নাম কী?
A
সলফিউরিক অ্যাসিডB
ক্লোরোফলুরোঅক্সাইডC
ক্লোরোফ্লুরোকার্বনD
ক্যালসিয়াম কার্বনেটClick an option to check your answer
Q. 103
ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার কত কিমি?
A
8,000 কিমিB
10,000 কিমিC
15,000 কিমিD
12,000 কিমিClick an option to check your answer
Q. 104
বায়ুর আর্দ্রতামাপক যন্ত্রের নাম কী?
A
হাইগ্রোমিটারB
বারোমিটারC
থার্মোমিটারD
আর্দ্রতা মিটারClick an option to check your answer
Q. 105
বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়?
A
মেসোস্ফিয়ার রেটB
স্ট্র্যাটোস্ফিয়ার রেটC
ট্রপোপজ রেটD
ল্যাপস রেটClick an option to check your answer
Q. 106
ইনসোলেশনে তাপের প্রভাব সবচেয়ে বেশি কোথায় পড়ে?
A
নাতিশীতোষ্ণ অঞ্চলেB
ক্রান্তীয় অঞ্চলেC
মেরু অঞ্চলেD
উপকূলীয় অঞ্চলেClick an option to check your answer
Q. 107
আয়ন বায়ুর আরেক নাম কী?
A
পশ্চিমা বায়ুB
বাণিজ্যবায়ুC
মৌসুমি বায়ুD
মেরু বায়ুClick an option to check your answer
Q. 108
বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি কী?
A
আয়নোস্ফিয়ারB
স্ট্র্যাটোস্ফিয়ারC
ট্রপোস্ফিয়ারD
মেসোস্ফিয়ারClick an option to check your answer
Q. 109
পর্বত আরোহীদের বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী?
A
রেডিওমিটারB
অ্যানিরয়েড ব্যারোমিটারC
টেম্পারেচার গেজD
হাইড্রোমিটারClick an option to check your answer
Q. 110
বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি কী?
A
মেসোস্ফিয়ারB
ট্রপোস্ফিয়ারC
স্ট্র্যাটোস্ফিয়ারD
আয়নোস্ফিয়ারClick an option to check your answer
Q. 111
সূর্যতাপ শোষণ করে ও ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দান করে কোন গ্যাস?
A
জলীয় বাষ্পB
মিথেনC
অক্সিজেনD
নাইট্রোজেনClick an option to check your answer
Q. 112
বায়ুর চাপ মাপার একক কি?
A
জুলB
পারদC
মিলিবারD
কিলোপাস্কালClick an option to check your answer
Q. 113
বায়ুচাপ ও বায়ুপ্রবাহের পারস্পরিক সম্পর্কের সূত্র আবিষ্কার করেন কে?
A
চার্লস ডারউইনB
আলফ্রেড ওয়েগনারC
বাইস ব্যালটD
মাইকেল ফ্যারাডেClick an option to check your answer
Q. 114
উচ্চতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে চাপের পরিবর্তন পরিমাপ করার যন্ত্র কী?
A
টেম্পারেচার গেজB
বারের ব্যারোমিটারC
হাইড্রোমিটারD
অ্যানিরয়েড ব্যারোমিটারClick an option to check your answer
Q. 115
তাপমাত্রা কোথায় স্থির থাকে?
A
আয়নোস্ফিয়ারB
স্ট্র্যাটোস্ফিয়ারC
ট্রপোস্ফিয়ারD
ট্রপোপজClick an option to check your answer
Q. 116
সমুদ্র উপকূলের জলবায়ু সাধারণত কী ধরনের?
A
মরুB
শীতলC
আর্দ্রD
সমভাবাপন্নClick an option to check your answer
Q. 117
আন্টার্কটিকায় ওজোন গহ্বর সৃষ্টির জন্য কোন মেঘ দায়ী?
A
কিউমুলোনিম্বাস মেঘB
মৌক্তিক মেঘC
স্ট্র্যাটোস্ফিয়ার মেঘD
আয়নোস্ফিয়ার মেঘClick an option to check your answer
Q. 118
গ্রিনহাউস গ্যাস উৎপাদনে বিশ্বে প্রথম দেশ কোনটি?
A
রাশিয়াB
চিনC
যুক্তরাষ্ট্রD
ভারতClick an option to check your answer
Q. 119
বায়ুমণ্ডলে পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান কোনটি?
A
মিথেনB
অক্সিজেনC
হিলিয়ামD
নাইট্রোজেনClick an option to check your answer
Q. 120
নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে প্রতি 1° অক্ষাংশের তফাতে উত্তাপ কমে কত?
A
0.5°CB
1°CC
0.1°CD
0.28°CClick an option to check your answer
Q. 121
বায়ুমণ্ডলের প্রায় 97% উপাদান কত কিমির মধ্যে অবস্থান করে?
A
25 কিমিB
35 কিমিC
20 কিমিD
29 কিমিClick an option to check your answer
Q. 122
বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান কোনটি?
A
নাইট্রোজেনB
হিলিয়ামC
মিথেনD
অক্সিজেনClick an option to check your answer
Q. 123
বায়ুপ্রবাহের সঙ্গে কোরিওলিস বল কোথায় কাজ করে?
A
সমকোণেB
উল্লম্বভাবেC
অনুভূমিকভাবেD
তির্যকভাবেClick an option to check your answer
Q. 124
আকাশ নীল দেখায়, কারণ বায়ুমণ্ডলে কী আছে?
A
ধূলিকণাB
বাষ্পC
জলীয় কণাD
মেঘClick an option to check your answer
Q. 125
বৈপরীত্য উত্তাপ কোথায় দেখা যায়?
A
বৃষ্টিপাত অঞ্চলেB
মরুভূমিতেC
পার্বত্য উপত্যকায়D
সমুদ্রের তলদেশেClick an option to check your answer
Q. 126
ভূপৃষ্ঠের সমান্তরালে তাপ সঞ্চালনের পদ্ধতিকে কী বলা হয়?
A
বিকিরণB
পরিবহণC
পরিচলনD
অ্যাডভেকশনClick an option to check your answer
Q. 127
পৃথিবীর আবর্তনের কারণে নিরক্ষরেখা থেকে বায়ু কোথায় ছিটকে যায়?
A
উত্তর গোলার্ধেB
পূর্ব ও পশ্চিম দিকেC
দক্ষিণ গোলার্ধেD
উত্তর ও দক্ষিণ দিকেClick an option to check your answer
Q. 128
গ্রীষ্মকালে সমোষ্ণরেখাগুলি কোথায় বেঁকে যায়?
A
উত্তর গোলার্ধে স্থলভাগের ওপরB
উত্তর মেরু অঞ্চলেC
দক্ষিণ মেরু অঞ্চলেD
দক্ষিণ গোলার্ধে সমুদ্রের ওপরClick an option to check your answer
Q. 129
কোরিওলিস শক্তির প্রভাব কোথায় শূন্য হয়?
A
ক্রান্তীয় অঞ্চলB
নিরক্ষরেখাC
দক্ষিণ মেরুD
উত্তর মেরুClick an option to check your answer
Q. 130
আফ্রিকার সাহারা মরুভূমি কী প্রভাবে সৃষ্টি হয়েছে?
A
ক্রান্তীয় বায়ুB
আয়ন বায়ুC
পশ্চিমা বায়ুD
আর্কটিক বায়ুClick an option to check your answer
Q. 131
জীবের প্রোটিন জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে কোন গ্যাস?
A
জলীয় বাষ্পB
অক্সিজেনC
নাইট্রোজেনD
হিলিয়ামClick an option to check your answer
Q. 132
উপকূলীয় অঞ্চলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবাহিত বায়ুটি কী নামে পরিচিত?
A
আর্দ্র বায়ুB
শুকনো বায়ুC
স্থলবায়ুD
সামুদ্রিক বায়ুClick an option to check your answer
Q. 133
বায়ুচাপ মানচিত্রে সমচাপ রেখাগুলি যত কাছাকাছি আসে, বায়ুচাপ ঢাল তত কী হয়?
A
স্থির থাকেB
বাড়ে যায়C
কমে যায়D
অনিশ্চিতClick an option to check your answer
Q. 134
জিওস্ট্রফিক বায়ু কোথায় প্রবাহিত হয়?
A
ট্রপোস্ফিয়ারেB
স্ট্র্যাটোস্ফিয়ারেC
আয়নোস্ফিয়ারেD
মেসোস্ফিয়ারেClick an option to check your answer
Q. 135
সারাবছর রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া থাকে কোথায়?
A
নাতিশীতোষ্ণ অঞ্চলেB
মরু অঞ্চলেC
শীতল অঞ্চলেD
ভূমধ্যসাগরীয়Click an option to check your answer
Q. 136
পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের কোথায় প্রভাব বেশি হয়?
A
উত্তরB
দক্ষিণC
পূর্বD
পশ্চিমClick an option to check your answer
Q. 137
শিশির, ঝড়, বৃষ্টিপাত ঘটার জন্য বায়ুমণ্ডলের কোন উপাদানটি সবচেয়ে বেশি প্রয়োজন?
A
অক্সিজেনB
মিথেনC
নাইট্রোজেনD
জলীয় বাষ্পClick an option to check your answer
Q. 138
ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 90 কিমি পর্যন্ত সমমণ্ডল বিস্তৃত থাকে?
A
স্ট্র্যাটোস্ফিয়ারB
এক্সোস্ফিয়ারC
আয়নোস্ফিয়ারD
মেসোস্ফিয়ারClick an option to check your answer
Q. 139
চরম বা নিরপেক্ষ আর্দ্রতা পরিমাপের একক কী?
A
মিলি প্রতি ঘনমিটারB
কিলোগ্রাম প্রতি ঘনমিটারC
গ্রাম প্রতি ঘনমিটারD
মিটার প্রতি ঘনমিটারClick an option to check your answer
Q. 140
সমচাপ রেখাগুলি কাছাকাছি চক্রাকারে অবস্থান করলে কী প্রকাশ পায়?
A
বৃষ্টিপাতB
চাপের পার্থক্যC
ঘূর্ণাবর্তের অবস্থাD
তাপমাত্রার পার্থক্যClick an option to check your answer
Q. 141
বায়ুমণ্ডলের কোন স্তরে ‘মাদার অফ পার্ল ক্লাউড’ দেখা যায়?
A
আয়নোস্ফিয়ারB
মেসোস্ফিয়ারC
ট্রপোস্ফিয়ারD
স্ট্র্যাটোস্ফিয়ারClick an option to check your answer
Q. 142
বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে কোথায়?
A
মরুভূমিতেB
সমুদ্রের তীরেC
মেরু অঞ্চলেD
নিরক্ষীয় অঞ্চলেClick an option to check your answer
Q. 143
ভূপৃষ্ঠের মেরু অঞ্চলের ওপর বায়ুমণ্ডলে প্রথম কোথায় ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে?
A
আর্কটিকB
ইউরোপC
দক্ষিণ মেরুD
অ্যান্টার্কটিকাClick an option to check your answer
Q. 144
ম্যাগনেটোস্ফিয়ার স্তরে প্রোটন ও ইলেকট্রনের স্থায়ী চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয়?
A
স্ট্র্যাটোস্ফিয়ারB
আয়নোস্ফিয়ারC
ট্রপোস্ফিয়ারD
ম্যাগনেটোস্ফিয়ারClick an option to check your answer
Q. 145
গ্রীষ্মকালে আফ্রিকার কোন মরুভূমি থেকে ধূলিপূর্ণ বায়ু ভূমধ্যসাগরের দিকে প্রবাহিত হয়?
A
লিবিয়াB
সাহারাC
কালাহারিD
কুবিতClick an option to check your answer
Q. 146
সূর্যরশ্মির পতন কোণ সবচেয়ে বেশি কোথায় হয়?
A
উচ্চ অক্ষাংশেB
মেরু অঞ্চলেC
মহাসাগরেD
নিম্ন অক্ষাংশেClick an option to check your answer
Q. 147
বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান কী?
A
মিথেনB
জলীয় বাষ্পC
লবণকণাD
অক্সিজেনClick an option to check your answer
Q. 148
লা নিনার প্রভাব কোথায় দেখা যায়?
A
ভারত মহাসাগরেB
প্রশান্ত মহাসাগরেC
আটলান্টিক মহাসাগরেD
আরctic মহাসাগরেClick an option to check your answer
Q. 149
বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রভা তৈরি হয় তা কী?
A
মেসোস্ফিয়ারB
ট্রপোস্ফিয়ারC
স্ট্র্যাটোস্ফিয়ারD
আয়নোস্ফিয়ারClick an option to check your answer
Q. 150
ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কী বলা হয়?
A
গ্যালেB
ফনC
ট্র্যাডিD
মিস্ট্রালClick an option to check your answer
Q. 151
দিনরাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি কোথায় দেখা যায়?
A
আর্দ্র অঞ্চলেB
উষ্ণ মরুC
নিরক্ষীয় অঞ্চলেD
নাতিশীতোষ্ণ অঞ্চলেClick an option to check your answer
Q. 152
অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি কোথায়?
A
সমুদ্রের তলদেশেB
মরুভূমিতেC
তুষারক্ষেত্রেD
অরণ্যেClick an option to check your answer
Q. 153
পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে কোন মেঘ?
A
সিরাসB
কিউমুলাসC
মিষ্ট্রালD
স্ট্র্যাটোস্ফিয়ারClick an option to check your answer
Q. 154
মকরীয় উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত একটি বায়ু কী?
A
পূর্বা বায়ুB
উত্তর-পূর্ব বাণিজ্য বায়ুC
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুD
উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ুClick an option to check your answer
Q. 155
উত্তর পশ্চিম ভারতে যে পদ্ধতিতে লু বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে স্থান উত্তপ্ত করে, তা কী?
A
বিকিরণB
পরিচলনC
অ্যাডভেকশনD
পরিবহণClick an option to check your answer
Q. 156
উত্তপ্ত ভূপৃষ্ঠ দীর্ঘ তরঙ্গরূপে বায়ুমণ্ডলকে কীভাবে তাপ বিকিরণ করে?
A
ইনফ্রারেড রশ্মিB
দৃশ্যমান রশ্মিC
এক্স-রেD
অতিবেগুনি রশ্মিClick an option to check your answer
Q. 157
এল নিনোর প্রভাবে কোথায় প্রচুর বৃষ্টি হয়?
A
ব্রাজিলB
প্রশান্ত মহাসাগরC
আটাকামাD
চিলিClick an option to check your answer
Q. 158
আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক কখন হয়?
A
রাতেB
দুপুরেC
সন্ধ্যায়D
ভোরবেলায়Click an option to check your answer
Q. 159
বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে কী ঘটে?
A
বায়ুর গতিবেগ কমেB
বৃষ্টিপাত কমেC
বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়D
বায়ুর গতি স্থির থাকেClick an option to check your answer
Q. 160
ক্ষুব্ধমণ্ডল বা অশান্তমণ্ডল কোন স্তরটি?
A
ট্রপোস্ফিয়ারB
মেসোস্ফিয়ারC
আয়নোস্ফিয়ারD
স্ট্র্যাটোস্ফিয়ারClick an option to check your answer
Q. 161
কোনো বস্তুগত মাধ্যম ছাড়া একটি পদার্থ থেকে অন্য পদার্থে তাপের সঞ্চালনের পদ্ধতিকে কী বলা হয়?
A
বিকিরণB
কনভেকশনC
পরিচলনD
পরিবহণClick an option to check your answer
Q. 162
গ্রিন হাউস গ্যাস মিথেন (CH4)-এর উৎস কী?
A
সমুদ্রB
বনভূমিC
জলাভূমিD
পার্বত্য অঞ্চলClick an option to check your answer
Q. 163
অ্যানিমোমিটার কী কাজে ব্যবহৃত হয়?
A
আর্দ্রতা পরিমাপের কাজেB
বায়ুচাপ পরিমাপের কাজেC
বায়ুপ্রবাহের গতিবেগ পরিমাপের কাজেD
তাপমাত্রা পরিমাপের কাজেClick an option to check your answer
Q. 164
সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ কত?
A
1013.25 মিলিবারB
1050 মিলিবারC
1020 মিলিবারD
1000 মিলিবারClick an option to check your answer
Q. 165
এক্সোস্ফিয়ারে প্রাধান্য বেশি যে গ্যাসগুলির তা কী?
A
হাইড্রোজেন ও হিলিয়ামB
CO2 ও CH4C
অক্সিজেন ও নাইট্রোজেনD
N2 ও O2Click an option to check your answer
Q. 166
ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে?
A
পূর্বা বায়ুB
আয়ন বায়ুC
উত্তরের বায়ুD
পশ্চিমা বায়ুClick an option to check your answer
Q. 167
স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বা ল্যাপস রেট কোথায় দেখা যায়?
A
মেসোস্ফিয়ারB
আয়নোস্ফিয়ারC
ট্রপোস্ফিয়ারD
স্ট্র্যাটোস্ফিয়ারClick an option to check your answer
Q. 168
আন্টার্কটিকার ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ‘মৌক্তিক মেঘ' কখন দেখা যায়?
A
শরতেB
গ্রীষ্মেC
শীতকালেD
বসন্তেClick an option to check your answer
Q. 169
ঘূর্ণবাতের চক্ষুর বাইরের অংশে 10 থেকে 15 কিমি পর্যন্ত অংশকে কী বলা হয়?
A
চক্ষুপ্রাচীরB
চক্ষু কেন্দ্রC
চক্রবাতD
মেঘমালার প্রাচীরClick an option to check your answer
Q. 170
ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতার মধ্যে বায়ুমণ্ডলের 90% জলীয় বাষ্প থাকে?
A
10 কিমিB
5 কিমিC
15 কিমিD
20 কিমিClick an option to check your answer
Q. 171
বায়ুচাপ বলয়গুলি ছোটো ছোটো কোশের আকারে অবস্থান করলে তাকে কী বলা হয়?
A
বায়ুচাপ রেখাB
বায়ুচাপ কক্ষC
বায়ুচাপ বলয়D
বায়ুচাপ স্থানClick an option to check your answer
Q. 172
ফিলিপিন্স দ্বীপপুঞ্জে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কোন নামে পরিচিত?
A
টাইফুনB
সাইক্লোনC
ব্যাগুইD
হ্যারিকেনClick an option to check your answer
Q. 173
ধান জমি থেকে উৎপন্ন ওজোন ধ্বংসকারী গ্যাসটি কী?
A
সিএফসিB
কার্বন ডাইঅক্সাইডC
মিথেনD
নাইট্রাস অক্সাইডClick an option to check your answer
Q. 174
সমভাবাপন্ন জলবায়ু কোথায় দেখা যায়?
A
মুম্বাইB
কলকাতাC
দিল্লিD
বিশাখাপত্তনমClick an option to check your answer
Q. 175
বায়ুদূষণকারী সমস্ত উপাদানের আধিক্য বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়?
A
আয়নোস্ফিয়ারB
মেসোস্ফিয়ারC
ট্রপোস্ফিয়ারD
স্ট্র্যাটোস্ফিয়ারClick an option to check your answer
Q. 176
উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় প্রদত্ত কোন্ স্তরে?
A
ট্রপোস্ফিয়ারB
মেসোস্ফিয়ারC
স্ট্র্যাটোস্ফিয়ারD
আয়নোস্ফিয়ারClick an option to check your answer
Q. 177
পৃথিবীর গায়ে লেগে থাকা চাদরের মতো গ্যাসীয় আস্তরণ কী বলা হয়?
A
মেঘB
আকাশC
বায়ুমণ্ডলD
মহাশূন্যClick an option to check your answer
Q. 178
CFC গ্যাসের বাণিজ্যিক নাম কী?
A
মিথেন গ্যাসB
ফ্রেয়ন গ্যাসC
অক্সিজেন গ্যাসD
সেলফন গ্যাসClick an option to check your answer
Q. 179
ট্রপোপজের বিস্তৃতি প্রায় কত?
A
10 kmB
3 kmC
7 kmD
5 kmClick an option to check your answer
Q. 180
গ্যাসের অনুপাত অনুসারে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি?
A
আয়নোস্ফিয়ারB
ট্রপোস্ফিয়ারC
মেসোস্ফিয়ারD
হেটেরোস্ফিয়ারClick an option to check your answer
Q. 181
জেট বায়ুপ্রবাহ আবিষ্কার করেন কে?
A
আলবার্ট আইন্সটাইনB
কার্ল গুডম্যানC
মাইকেল ফ্যারাডেD
ওয়াসাবুরো ওইশিClick an option to check your answer
Q. 182
বায়ুমণ্ডলে ধুলিকণার পরিমাণ কখন বেশি হয়?
A
গ্রীষ্মকালেB
বসন্তকালেC
শীতকালেD
বর্ষাকালেClick an option to check your answer
Q. 183
বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?
A
আয়নোস্ফিয়ারB
স্ট্র্যাটোস্ফিয়ারC
মেসোস্ফিয়ারD
ট্রপোস্ফিয়ারClick an option to check your answer
Q. 184
ডোলড্রাম কোথায় অবস্থিত?
A
দক্ষিণ গোলার্ধেB
নিরক্ষীয় মণ্ডলেC
উত্তর গোলার্ধেD
আর্কটিক অঞ্চলেClick an option to check your answer
Q. 185
ক্যাটাবেটিক বায়ু একপ্রকার কী?
A
স্থিতিশীল বায়ুB
ক্রান্তীয় বায়ুC
সাময়িক বায়ুD
স্থায়ী বায়ুClick an option to check your answer
Q. 186
বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে কি ঘটে?
A
বৃষ্টিপাত হয়B
মেঘ সৃষ্টি হয়C
জলীয় বাষ্প ঘনীভূত হয়D
অণু ও পরমাণু ভেঙে ধনাত্মক ইলেকট্রনে পরিণত হয়Click an option to check your answer
Q. 187
পৃথিবীর সমচাপমানের স্থানগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যোগ করা হয়, তাকে কী বলে?
A
সমান্তরাল রেখাB
সমান রেখাC
সমচাপ রেখাD
সমপ্রেষ রেখাClick an option to check your answer
Q. 188
বৈপরীত্য উত্তাপ কোথায় লক্ষ্য করা যায়?
A
মেসোস্ফিয়ারB
ট্রপোস্ফিয়ারC
স্ট্র্যাটোস্ফিয়ারD
আয়নোস্ফিয়ারClick an option to check your answer
Q. 189
বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে?
A
স্ট্র্যাটোস্ফিয়ারB
ট্রপোস্ফিয়ারC
আয়নোস্ফিয়ারD
মেসোস্ফিয়ারClick an option to check your answer
Q. 190
থার্মোস্ফিয়ারের নিম্নস্তরকে কী বলা হয়?
A
মেসোস্ফিয়ারB
স্ট্র্যাটোস্ফিয়ারC
ট্রপোস্ফিয়ারD
আয়নোস্ফিয়ারClick an option to check your answer
Q. 191
বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় কোন পদ্ধতিতে?
A
বিকিরণB
পরিবহণC
অ্যাডভেকশনD
পরিচলনClick an option to check your answer
Q. 192
কে ওজোন গ্যাসের সংকেত O3 উদ্ভাবন করেন?
A
স্কোনবিB
জে এল সোরেটC
ফারমেনD
গ্যালিলিওClick an option to check your answer
Q. 193
দক্ষিণ গোলার্ধের 40° থেকে 60° অক্ষরেখার মাঝে কোন বায়ু প্রবাহিত হয়?
A
আয়ন বায়ুB
পশ্চিমা বায়ুC
ক্রান্তীয় বায়ুD
পূর্ব বায়ুClick an option to check your answer
Q. 194
যে জলবায়ু অঞ্চলে রাতকে ‘ক্রান্তীয় শীতকাল' বলা হয়, তা কোনটি?
A
নিরক্ষীয় জলবায়ুB
তাপমণ্ডলC
মেরু জলবায়ুD
সুমেরু জলবায়ুClick an option to check your answer
Q. 195
বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100 শতাংশে পৌঁছায় কোথায়?
A
শিশিরাঙ্কB
তুষারাঙ্কC
বরফাঙ্কD
বৃষ্টিরাঙ্কClick an option to check your answer
Q. 196
উষ্ণ স্থানীয় বায়ুকে স্পেনে কী বলা হয়?
A
লুB
ফনC
লেভেচেD
মিস্ট্রালClick an option to check your answer
Q. 197
ওজোন গহ্বর মাপার যন্ত্রের নাম কী?
A
পলসার মিটারB
গ্যাস চেম্বারC
ডবসন স্পেকট্রোফটোমিটারD
স্ক্যান মিটারClick an option to check your answer
Q. 198
পৃথিবীতে কতটি বায়ুচাপ বলয় আছে?
A
7B
8C
6D
5Click an option to check your answer
Q. 199
মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কী বলা হয়?
A
টর্নেডোB
হ্যারিকেনC
সাইক্লোনD
টুইস্টারClick an option to check your answer
Q. 200
ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাতকে কী বলা হয়?
A
উইলি উইলিB
টাইফুনC
হ্যারিকেনD
সাইক্লোনClick an option to check your answer
Q. 201
মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রির তুলনায় কীভাবে হয়?
A
উষ্ণ হয়B
একই থাকেC
কোনও পার্থক্য হয় নাD
শীতল হয়Click an option to check your answer
Q. 202
মৌসুমি বায়ুপ্রবাহকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়?
A
আয়ন বায়ুB
পশ্চিমা বায়ুC
মেরু বায়ুD
প্রদেশীয় বায়ুClick an option to check your answer
Q. 203
বায়ুমণ্ডলে ধোঁয়া ও ধুলিকণার পরিমাণ বাড়িয়ে দেয় কোন প্রক্রিয়া?
A
প্রাকৃতিক গ্যাসB
ধূলিকণাC
জলীয় বাষ্পD
দুষণClick an option to check your answer
Q. 204
বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে কৃত্রিম উপগ্রহের কক্ষপথ স্থাপিত হয়েছে?
A
মেসোস্ফিয়ারB
এক্সোস্ফিয়ারC
ট্রপোস্ফিয়ারD
স্ট্র্যাটোস্ফিয়ারClick an option to check your answer
Q. 205
পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী অতি বিধ্বংসী ঝড়ের নাম কী?
A
টাইফুনB
টর্নেডোC
সাইক্লোনD
হ্যারিকেনClick an option to check your answer
Q. 206
পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় কত?
A
50%B
25%C
34%D
75%Click an option to check your answer
Q. 207
চিনসাগরে বিধ্বংসী ঝড়কে কী বলা হয়?
A
সাইক্লোনB
ট্রপিক্যাল স্টর্মC
টাইফুনD
হ্যারিকেনClick an option to check your answer
Q. 208
‘বৃষ্টিচ্ছায় অঞ্চল' শব্দটি কোন বৃষ্টিপাতের সাথে সম্পর্কিত?
A
শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতB
বৃষ্টিC
ঘূর্ণবাতজনিত বৃষ্টিD
পরিচলন বৃষ্টিপাতClick an option to check your answer
Q. 209
যে সর্বশেষ বায়ুমণ্ডলীয় স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কমে সেটি হল?
A
মেসোস্ফিয়ারB
স্ট্র্যাটোস্ফিয়ারC
আয়নোস্ফিয়ারD
ট্রপোস্ফিয়ারClick an option to check your answer
Q. 210
পৃথিবীতে আগত সৌরশক্তিকে কী বলা হয়?
A
সৌর বিকিরণB
তাপ বিকিরণC
সৌর শক্তিD
ইনসোলেশনClick an option to check your answer
Q. 211
রেড ইন্ডিয়ানরা যে বায়ুকে 'তুষারভক্ষক' নামকরণ করেছে, তা কী?
A
হ্যারিকেনB
চিনুকC
উইলি উইলিD
মিস্ট্রালClick an option to check your answer
Q. 212
ভূপৃষ্ঠ সূর্য থেকে সর্বাধিক তাপশোষণ করে কখন?
A
রাতের বেলাB
সন্ধ্যায়C
ভোরেD
দুপুরেClick an option to check your answer
Q. 213
এরোসল কাকে বলে?
A
বায়ুস্থিত ভাসমান ধূলিকণার কলয়েডীয় রূপB
জলীয় বাষ্পC
বাতাসের কণাD
কৃত্রিম কণাClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding