Multiple Choice Questions
Previous Year Question Paper 2017
Practice Questions with Answers
Total 36 questions available
Q. 1
বার্খান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয়।
A
শুB
অClick an option to check your answer
Q. 2
পৃথিবীর _______ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়।
A
কেন্দ্র বহির্মুখী (centrifugal)B
পৃথিবীC
মাধ্যাকর্ষণD
গ্রাভিটেশনালClick an option to check your answer
Q. 3
15' x 15' অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূ-বৈচিত্রসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল (RF) হল —
A
1 : 50,000B
1 : 2,50,000C
1 : 1,00,000D
1 : 25,000Click an option to check your answer
Q. 4
ভারতের নবীনতম রাজ্যটি হল —
A
ছত্তিশগড়B
তেলেঙ্গানাC
গোয়াD
উত্তরাখণ্ডClick an option to check your answer
Q. 5
প্লাস্টিক কোন ধরনের বর্জ্য ?
A
জৈব-বিরোধী বর্জ্যB
অবর্জনাC
জৈব-অভঙ্গুর বর্জ্যD
অজৈব-অভঙ্গুর বর্জ্যClick an option to check your answer
Q. 6
যে-উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো।
A
পরিসীমাB
জলবিভাজিকাC
অঙ্গরাজ্যD
বিভাগClick an option to check your answer
Q. 7
যে-যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয় —
A
ব্যারোমিটারB
অ্যানিমোমিটারC
হাইগ্রোমিটারD
থার্মোমিটারClick an option to check your answer
Q. 8
উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়।
A
শুB
অClick an option to check your answer
Q. 9
হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে _______ বলে।
A
ডেলটাB
গিরিখাতC
ক্যানিওনD
এসকারClick an option to check your answer
Q. 10
শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এয়ার কন্ডিশনার) ব্যবহারের ফলে বায়ুমন্ডলে ________ গ্যাস নির্গত হয়।
A
ক্লোরোফ্লুরোকার্বন (CFC)B
হাইড্রোফ্লুরোকার্বন (HFC)C
কার্বন ডাইঅক্সাইডD
মিথেনClick an option to check your answer
Q. 11
ভারতে অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসেবে চাষ করা হয়।
A
অB
শুClick an option to check your answer
Q. 12
ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়।
A
শুB
অClick an option to check your answer
Q. 13
এল নিনোর প্রভাব দেখা যায় —
A
সুমেরু মহাসাগরেB
আটলান্টিক মহাসাগরেC
প্রশান্ত মহাসাগরেD
ভারত মহাসাগরেClick an option to check your answer
Q. 14
ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি ?
A
নেঘাB
মানাপাসC
বীরঙ্গাD
খারদুংলাClick an option to check your answer
Q. 15
বর্জ্যব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল —
A
বর্জ্যের পরিমাণগত হ্রাসB
বর্জ্যের পুনর্ব্যবহারC
বর্জ্যের পুনর্নবীকরণD
সবগুলিই প্রযোজ্যClick an option to check your answer
Q. 16
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত ?
A
বঙ্গোপসাগরB
গঙ্গা-পদ্মা-মেঘনা ব-দ্বীপেC
অস্ট্রেলিয়াD
কোস্টাল ভারতClick an option to check your answer
Q. 17
যে-প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে —
A
মহিভাবক আলোড়নB
গিরিজনি আলোড়নC
বহির্জাত প্রক্রিয়াD
অন্তর্জাত প্রক্রিয়াClick an option to check your answer
Q. 18
সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা কত ?
A
50%B
75%C
100%D
30%Click an option to check your answer
Q. 19
উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল —
A
পশ্চিমী ঝঞ্ঝাB
কালবৈশাখীC
লুD
আঁধিClick an option to check your answer
Q. 20
ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয় ?
A
অনিয়মিত স্রোতB
ঠাণ্ডা সমুদ্রস্রোতC
উষ্ণ সমুদ্রস্রোতD
মধ্যম স্রোতClick an option to check your answer
Q. 21
ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল —
A
পশ্চিমবঙ্গB
বিহারC
মহারাষ্ট্রD
উত্তরপ্রদেশClick an option to check your answer
Q. 22
দেবপ্রয়াগে ভাগীরথী ও _______ নদীর মিলনে গঙ্গানদীর সৃষ্টি হয়েছে।
A
কুমায়ুনB
অলকানন্দাC
বৃহদীশ্বরীD
নমরীClick an option to check your answer
Q. 23
ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ।
A
শুB
অClick an option to check your answer
Q. 24
ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ ?
A
লাল মৃত্তিকাB
কৃষ্ণ মৃত্তিকাC
রেড ক্লেD
বালু মৃত্তিকাClick an option to check your answer
Q. 25
বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে _______ বলে।
A
জলমগ্নB
আবির্ভাবC
পর্যায়নD
সমতলীকরণClick an option to check your answer
Q. 26
কোনো স্থানের উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি _______ গোলার্ধে অবস্থিত।
A
পশ্চিমB
পূর্বC
দক্ষিণD
উত্তরClick an option to check your answer
Q. 27
ভারতের 'সিলিকন ভ্যালি' বলা হয় —
A
কলকাতাকেB
বেঙ্গালুরুকেC
চেন্নাইকেD
দিল্লিকেClick an option to check your answer
Q. 28
হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল —
A
হিলিয়াম স্তরB
আণবিক নাইট্রোজেন স্তরC
হাইড্রোজেন স্তরD
পারমাণবিক অক্সিজেন স্তরClick an option to check your answer
Q. 29
________ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়।
A
চেন্নাইB
তামিলনাড়ুC
কোয়াম্বাটোরD
বেঙ্গালুরুClick an option to check your answer
Q. 30
ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল —
A
2 নং জাতীয় সড়কB
6 নং জাতীয় সড়কC
7 নং জাতীয় সড়কD
1 নং জাতীয় সড়কClick an option to check your answer
Q. 31
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে-জোয়ার সৃষ্টি হয় তাকে বলে —
A
পেরিজি জোয়ারB
অ্যাপোজি জোয়ারC
ভরা কোটালD
মরা কোটালClick an option to check your answer
Q. 32
কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে ?
A
ডিলি-কোলকাতা রুটB
সোনালী চতুর্ভূজC
প্রধান জাতীয় সড়কD
মধ্য প্রদেশ সড়কClick an option to check your answer
Q. 33
লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল —
A
দ্রবণ ক্ষয়B
অবঘর্ষ ক্ষয়C
ঘর্ষণ ক্ষয়D
জলপ্রবাহ ক্ষয়Click an option to check your answer
Q. 34
ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল —
A
ফালিচাষB
জলসেচC
ঝুমচাষD
পশুচারণClick an option to check your answer
Q. 35
ওজোনস্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়।
A
শুB
অClick an option to check your answer
Q. 36
সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।
A
শুB
অClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding