Multiple Choice Questions
Previous Year Question Paper 2018
Practice Questions with Answers
Total 36 questions available
Q. 1
শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে-সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে —
A
ভাবরB
খাদারC
বেটD
ভাঙ্গরClick an option to check your answer
Q. 2
মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হল ‘প্লাটফর্ম’।
A
শুB
অClick an option to check your answer
Q. 3
ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল —
A
SPOTB
IRSC
StationD
LANDSATClick an option to check your answer
Q. 4
পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে —
A
হোয়াংহোর মোহানায়B
নীলনদের মোহানায়C
সিন্ধুনদের মোহানায়D
মিসিসিপি-মিসৌরির মোহানায়Click an option to check your answer
Q. 5
পেট্রোরসায়ন শিল্পকে ‘আধুনিক শিল্পদানব’ আখ্যা দেয়া হয়।
A
শুB
অClick an option to check your answer
Q. 6
বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে ?
A
স্ট্র্যাটোস্ফিয়ারB
থার্মোস্ফিয়ারC
ট্রপোস্ফিয়ারD
মেসোস্ফিয়ারClick an option to check your answer
Q. 7
জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়।
A
অB
শুClick an option to check your answer
Q. 8
ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো।
A
ইন্দিরা গান্ধী প্রকল্পB
মহাত্মা গান্ধী সেচ প্রকল্পC
উত্তরবঙ্গ সেচ প্রকল্পD
দামোদর ভ্যালি কর্পোরেশনClick an option to check your answer
Q. 9
মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে —
A
180°B
120°C
90°D
360°Click an option to check your answer
Q. 10
মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয় —
A
টাইফুনB
হ্যারিকেনC
সাইক্লোনD
টুইস্টারClick an option to check your answer
Q. 11
সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত ?
A
আর্গB
সান্ধাC
পৃথিবীD
সাহারাClick an option to check your answer
Q. 12
বায়ুমন্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে _________ বলে।
A
উচ্চমানB
তাপ প্রবাহC
বৈপরিত্য উপত্যাকাD
ঘূর্ণনClick an option to check your answer
Q. 13
শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘনকুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল —
A
গিনি উপকূলB
পেরু উপকূলC
ফ্লোরিডা উপকূলD
নিউফাউন্ডল্যান্ড উপকূলClick an option to check your answer
Q. 14
দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি ?
A
কাবেরীB
তাম্রপর্ণীC
গোদাবরীD
মহানদিClick an option to check your answer
Q. 15
উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে —
A
উত্তর-দক্ষিণ করিডোরB
উত্তর-মধ্য করিডরC
পূর্ব-পশ্চিম করিডোরD
সোনালি চতুর্ভূজClick an option to check your answer
Q. 16
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়।
A
অB
শুClick an option to check your answer
Q. 17
শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় —
A
"V" আকৃতির উপত্যকাB
মন্থকূপC
ধান্দD
ক্যানিয়নClick an option to check your answer
Q. 18
উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে —
A
মেসোস্ফিয়ারB
এক্সোস্ফিয়ারC
আয়নোস্ফিয়ারD
স্ট্র্যাটোস্ফিয়ারClick an option to check your answer
Q. 19
ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে —
A
সুন্দরবনB
মরু অঞ্চলC
গাঙ্গেয় সমভূমিD
পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালেClick an option to check your answer
Q. 20
বায়ুর চাপ ফটিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়।
A
শুB
অClick an option to check your answer
Q. 21
বিহার ও ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়।
A
শুB
অClick an option to check your answer
Q. 22
প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়।
A
শুB
অClick an option to check your answer
Q. 23
2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে সাক্ষরতার হার _______ শতাংশ।
A
৭৮.৫B
৭১.৩C
৭৪.৪D
৮০.১Click an option to check your answer
Q. 24
হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমন্তরাল ফাটলগুলিকে ________ বলে।
A
ফাটনB
ক্রেভাসC
ফাটলD
ব্রেকClick an option to check your answer
Q. 25
সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি ?
A
ফিশB
উদ্ভিদC
নির্গতD
প্ল্যাঙ্কটনClick an option to check your answer
Q. 26
যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে _______ বলে।
A
অজৈব বর্জ্যB
জৈব ভঙ্গুর বজ্রC
পচনশীল বজ্রD
প্লাস্টিক বর্জ্যClick an option to check your answer
Q. 27
________ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ।
A
শিলংB
ডার্জিলিংC
কলকাতাD
গোয়ারClick an option to check your answer
Q. 28
নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় —
A
উত্তরপ্রদেশB
অন্ধ্রপ্রদেশC
মধ্যপ্রদেশD
বিহারClick an option to check your answer
Q. 29
কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়।
A
জনসংখ্যাB
মৌসুমিC
ভূ-বৈচিত্র্যসূচকD
রাজনৈতিকClick an option to check your answer
Q. 30
নিম্নলিখিত বর্জ্যপদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য —
A
সবকটিই প্রযোজ্যB
প্লাস্টিক বর্জ্যC
অ্যালুমিনিয়াম পাতD
কৃত্রিম রবার বর্জ্যClick an option to check your answer
Q. 31
গম হল একটি —
A
জায়িদ শস্যB
পানীয় ফসলC
খারিফ শস্যD
রবি শস্যClick an option to check your answer
Q. 32
ভারতে একটি লবণাক্ত হ্রদর উদাহরণ হল —
A
প্যাংগং হ্রদB
ডাল হ্রদC
ভীমতালD
লেকটাক হ্রদClick an option to check your answer
Q. 33
________ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক ‘মিয়েন্ডর’ নামে পরিচিত।
A
ব্রহ্মপুত্রB
মিয়েনড্রেসC
সিন্ধুD
গঙ্গাClick an option to check your answer
Q. 34
একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো।
A
থোরিয়ামB
ইউরেনিয়ামC
মিথেনD
প্লুটোনিয়ামClick an option to check your answer
Q. 35
ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় ?
A
কাজিরাঙাB
বান্ধবগড়C
গির অরণ্যেD
কোনিপুরClick an option to check your answer
Q. 36
ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহানা দিয়ে নদীতে প্রবেশ করে, একে _________ বলা হয়।
A
বন্যাB
বানডাকা বা জোয়ারি বানC
ফ্লাডD
আঁধারClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding