Multiple Choice Questions
পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ
Practice Questions with Answers
Total 229 questions available
Q. 1
প্রোটিন, প্রোটোপ্লাজম, নিউক্লিক অ্যাসিড, ক্লোরোফিল ইত্যাদির গঠনের প্রধান উপাদান-
A
নাইট্রোজেনB
ক্যালশিয়ামC
ম্যাগনেশিয়ামD
হিলিয়ামClick an option to check your answer
Q. 2
ফুসফুস ক্যানসারের জন্য দায়ী গ্যাসটি কী?
A
হাইড্রোজেনB
ক্যানসার আক্রান্ত ফুসফুসC
কার্বন ডাইঅক্সাইডD
র্যাডনClick an option to check your answer
Q. 3
UNFPA-এর বর্তমান নামটি কী?
A
ইউনাইটেড নেশন্স পপুলেশন ফান্ডB
ইউনাইটেড নেশন্স ফান্ড ফর পপুলেশনC
ইউনাইটেড নেশন্স ফান্ড ফর পারসোনাল অ্যাক্টিভিটিসD
ইউনাইটেড নেশন্স ফিনান্সিয়াল প্রপার্টিClick an option to check your answer
Q. 4
কোনো একটি জন ঘনত্বের এক্সপোনেনশিয়াল বৃদ্ধি প্রকাশ করা হয়, তা হল?
A
এক্সপোনেনশিয়াল দশাB
J আকৃতির গ্রাফC
প্ল্যাটিউ দশাD
S আকৃতির গ্রাফClick an option to check your answer
Q. 5
সুন্দাল্যান্ডে মোট কতটি সংবহনকলাযুক্ত উদ্ভিদ প্রজাতি আছে?
A
40,000B
35,000C
25,000D
30,000Click an option to check your answer
Q. 6
অধিকমাত্রায় মৃত্তিকাদূষণ ঘটায় কী?
A
সিসা, আর্সেনিক, ক্যাডমিয়ামB
পাথরC
ক্যালশিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামD
লোহা, তামা, রূপোClick an option to check your answer
Q. 7
যে উদ্ভিদটি নাইট্রোজেনের ঘাটতি মেটাতে পতঙ্গ ভক্ষণ করে, তা হল-
A
সূর্যমুখীB
সর্পগন্ধাC
নয়নতারাD
কলশপত্রীClick an option to check your answer
Q. 8
যে ধাতব কণাগুলি জলদূষণ ঘটায়, সেগুলি কী?
A
ম্যাগনেসিয়াম ও রূপোB
সোডিয়াম ও পটাশিয়ামC
লোহা ও তামাD
সিসা ও পারদClick an option to check your answer
Q. 9
সিমলিপাল, সুন্দরবন, মানস হল কী?
A
চিড়িয়াখানাB
অভয়ারণ্যC
জাতীয় উদ্যানD
বায়োস্ফিয়ার রিজার্ভClick an option to check your answer
Q. 10
মানুষের ক্রিয়াকলাপে নাইট্রোজেনের যে যৌগগুলি পরিবেশে বৃদ্ধি পাচ্ছে, তা হল-
A
N₂OB
NOC
NH3D
সবগুলিClick an option to check your answer
Q. 11
রেড পান্ডা শিকারের মূল কারণ কি?
A
মাংসB
লোমশ চামড়াC
হাড়D
দাঁতClick an option to check your answer
Q. 12
সাবান বা ডিটারজেন্টে উপস্থিত যে রাসায়নিকটি সবচেয়ে বেশি জলদূষণ ঘটায় তা কী?
A
নাইট্রেটB
সালফেটC
ফসফেটD
ক্ষারClick an option to check your answer
Q. 13
জৈবরূপে বিয়োজিত হয় না কোনটি?
A
চামড়াB
কাঠC
প্লাস্টিকD
কাগজClick an option to check your answer
Q. 14
একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হল-
A
অ্যাজোটোব্যাকটরB
মাইকোব্যাকটেরিয়ামC
নাইট্রোসোমোনাসD
নাইট্রোব্যাকটরClick an option to check your answer
Q. 15
পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটি পাওয়া যায়, সেটি হল-
A
কার্বন ডাইঅক্সাইডB
অক্সিজেনC
হাইড্রোজেনD
নাইট্রোজেনClick an option to check your answer
Q. 16
COD-এর পুরো নাম কী?
A
কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডB
কমন অক্সিজেন ডেভেলপমেন্টC
কমন অক্সিজেন ডায়লগD
কেমিক্যাল অক্সিজেন ডেভেলপমেন্টClick an option to check your answer
Q. 17
জলবাহিত একটি রোগের উদাহরণ কী?
A
হেপাটাইটিসB
হামC
ম্যালেরিয়াD
বসন্তClick an option to check your answer
Q. 18
ওজোন স্তরটি আবহমণ্ডলের কত উচ্চতায় দেখা যায়?
A
300-400 কিমিB
20-50 কিমিC
100-200 কিমিD
5-10 কিমিClick an option to check your answer
Q. 19
সারা পৃথিবীর জনসংখ্যা ১০০ কোটি ছুঁয়েছিল কোন বছরে?
A
১৬২০ খ্রিস্টাব্দেB
১৭৩০ খ্রিস্টাব্দেC
১৮৩০ খ্রিস্টাব্দেD
১৯৩০ খ্রিস্টাব্দেClick an option to check your answer
Q. 20
সিগময়েড বৃদ্ধির গ্রাফের প্রারম্ভিক দশাকে কি বলা হয়?
A
S আকৃতির গ্রাফB
ল্যাগ দশাC
হাইপারবোলিকD
লগ দশাClick an option to check your answer
Q. 21
পশ্চিমবঙ্গের যে সংরক্ষিত অঞ্চলে রেড পান্ডা পাওয়া যায়, তা কোনটি?
A
ময়ূর ঝরণা হাতি রিজার্ভB
সজনেখালি অভয়ারণ্যC
সিঙ্গলিলা জাতীয় পার্কD
কোনোটিই নয়Click an option to check your answer
Q. 22
সাধারণ জলে দ্রাব্য অক্সিজেনের পরিমাণ কত?
A
10 ppmB
3 ppmC
8 ppmD
1 ppmClick an option to check your answer
Q. 23
ভারতীয় পার্লামেন্টে জীববৈচিত্র্য আইন (Biological Diversity Act) কবে পাশ হয়?
A
2000 সালেB
2002 সালেC
1992 সালেD
1996 সালেClick an option to check your answer
Q. 24
সিউডোমোনাস হল একপ্রকার-
A
ইউরিফাইং ব্যাকটেরিয়াB
নাইট্রিফাইং ব্যাকটেরিয়াC
ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াD
অ্যামোনিফাইং ব্যাকটেরিয়াClick an option to check your answer
Q. 25
অ্যারোসলের ব্যাস সাধারণত কত হয়?
A
15 মাইক্রনের বেশিB
1-5 মাইক্রনC
5-15 মাইক্রনD
1 মাইক্রনের কমClick an option to check your answer
Q. 26
ক্যাশমিয়ার উল প্রস্তুত হয় কোন প্রাণীর থেকে?
A
বাঘB
ছাগলC
খরগোশD
গরুClick an option to check your answer
Q. 27
প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি?
A
কার্বন ডাইঅক্সাইডB
নাইট্রোজেন ডাইঅক্সাইডC
পারঅক্সি-অ্যাসিটাইল নাইট্রেটD
ক্লোরোফ্লুরোকার্বনClick an option to check your answer
Q. 28
ক্যানসার সৃষ্টিকারী জিনকে কী বলা হয়?
A
ট্রান্সজিনB
অঙ্কজিনC
স্পিটজিনD
কোনোটিই নয়Click an option to check your answer
Q. 29
ম্যানগ্রোভ জাতীয় বনভূমি দেখা যায় কোথায়?
A
পাহাড়ি অঞ্চলেB
লবণাক্ত জলাভূমিতেC
মালভূমি অঞ্চলেD
শুষ্ক মরু অঞ্চলেClick an option to check your answer
Q. 30
মৃত্যুর হারের সাপেক্ষে জন্মের হারের শতকরা অনুপাতকে কি বলা হয়?
A
ভাইটাল ইনডেক্সB
মোট গণনাC
জনসংখ্যার হারD
জনসংখ্যার ঘনত্বClick an option to check your answer
Q. 31
ব্রংকাইটিসের লক্ষণগুলো কি?
A
কাশি ও কফB
দমবন্ধভাবC
নাক অবরুদ্ধD
সবগুলি সঠিকClick an option to check your answer
Q. 32
মাটিদূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয় -
A
মাছেরB
প্লাস্টিকC
কেঁচোরD
কাঁকড়ারClick an option to check your answer
Q. 33
ভারতের বিলুপ্তপ্রায় উদ্ভিদ হল-
A
আম, জাম, কাঁঠালB
ধান, গম, বাজরাC
সুন্দরী, কলসপত্রী, চন্দনD
শিমূল, অর্জুন, তেঁতুলClick an option to check your answer
Q. 34
সিঙ্গলিলা জাতীয় পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
A
মালদাB
দক্ষিণ চব্বিশ পরগণাC
দার্জিলিংD
কোচবিহারClick an option to check your answer
Q. 35
JFM-এর পুরো কথাটি হল-
A
জেনেটিক ফরেস্ট ম্যানেজমেন্টB
জাঙ্গল ফায়ার ম্যানেজমেন্টC
জুলজিক্যাল ফরেস্ট ম্যানেজমেন্টD
জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টClick an option to check your answer
Q. 36
বর্তমানে পৃথিবীর জনস্ফীতি হার কোথায়?
A
হ্রাসের দিকেB
বৃদ্ধির দিকেC
একই প্রকারD
এদের কোনোটিই নয়Click an option to check your answer
Q. 37
CFC গ্যাস কোন উৎস থেকে নির্গত হয়?
A
তেল শোধনাগারB
যানবাহনের ধোঁয়াC
ফ্রিজ তৈরির কারখানাD
ধোঁয়াশাClick an option to check your answer
Q. 38
'প্রোজেক্ট-টাইগার' ভারতীয় সরকারের কোন বছর শুরু হয়?
A
1973 খ্রিস্টাব্দেB
1992 খ্রিস্টাব্দেC
1983 খ্রিস্টাব্দেD
1967 খ্রিস্টাব্দেClick an option to check your answer
Q. 39
ভারতে বনাঞ্চলের মাত্রা কত?
A
91%B
19%C
64%D
52%Click an option to check your answer
Q. 40
বন্যপ্রাণ নিরাপত্তা আইন (Wild life Protection Act)-এর সূচনা হয় কবে?
A
1982 সালেB
1992 সালেC
1962 সালেD
1972 সালেClick an option to check your answer
Q. 41
ব্যাসিলাস মাইকয়ডিস (Bacillus mycoides) হল একপ্রকার-
A
ইউরিফাইং ব্যাকটেরিয়াB
মিথোজীবী ব্যাকটেরিয়াC
অ্যামোনিফাইং ব্যাকটেরিয়াD
ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াClick an option to check your answer
Q. 42
শব্দদূষণের সবচেয়ে মারাত্মক ফল কী?
A
সম্পূর্ণ বধিরতাB
অডিটরি নার্ভের ক্ষতিC
হাত-পা কাঁপাD
কানে কম শোনাClick an option to check your answer
Q. 43
শব্দদূষণে কানের যে অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তা হল?
A
ভাল্ড-এর অঙ্গB
রেটিনাC
ইয়ার ড্রামD
অর্গান অফ কর্টিClick an option to check your answer
Q. 44
কোনো প্রজাতিকে জাতীয় পার্কে বা অভয়ারণ্যে সংরক্ষণ করা হলে তাকে কী বলা হয়?
A
কিস্টোন প্রজাতিB
ইন-সিটু সংরক্ষণC
এক্স-সিটু সংরক্ষণD
জাতীয় পার্ক বা অভয়ারণ্যে সংরক্ষণClick an option to check your answer
Q. 45
কোন গ্যাসের ঘনত্ব শিল্প এলাকায় বেশি থাকে?
A
সালফার ডাইঅক্সাইড গ্যাসেরB
নিয়ন গ্যাসেরC
আর্গন গ্যাসেরD
অক্সিজেন গ্যাসেরClick an option to check your answer
Q. 46
কলেরা কী প্রকার রোগ?
A
জলবাহিত রোগB
বায়ুবাহিত রোগC
মৃত্তিকাবাহিত রোগD
কৃমিবাহিত রোগClick an option to check your answer
Q. 47
অদ্রাব্য জলদূষকের একটি উদাহরণ কী?
A
লবণB
আর্সেনিকC
হাইড্রোজেন সালফাইডD
প্লাস্টিকClick an option to check your answer
Q. 48
বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রাগত শতাশ বেড়েছে প্রায়-
A
0.5°CB
0.7°CC
0.4°CD
0.6°CClick an option to check your answer
Q. 49
যে গ্যাসটির অপসারণে উদ্ভিদ সাহায্য করে সেটি কী?
A
হাইড্রোজেনB
অক্সিজেনC
নাইট্রোজেনD
কার্বন ডাই অক্সাইডClick an option to check your answer
Q. 50
জীববৈচিত্র্যকে তাদের মূল প্রাকৃতিক বাসস্থানে বা পরিবেশের বাইরে বজায় রাখার পদ্ধতিকে কী বলা হয়?
A
বায়োকনজারভেশনB
এক্স-সিটু কনজারভেশনC
ইন-সিটু সংরক্ষণD
জৈব সংরক্ষণClick an option to check your answer
Q. 51
জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন-
A
ডব্লিউ জি রোসেনB
লামার্কC
চার্লস ডারউইনD
আজিম্মারম্যানClick an option to check your answer
Q. 52
জলের BOD বৃদ্ধির ফলে কী নির্দেশ করে?
A
জলদূষণB
পরিশ্রুত জলC
অতিরিক্ত খনিজের উপস্থিতিD
পানীয় জলClick an option to check your answer
Q. 53
ভারতে সংরক্ষিত অঞ্চল হিসেবে জাতীয় উদ্যানের সংখ্যা কত?
A
90B
62C
72D
102Click an option to check your answer
Q. 54
ভূগর্ভস্থ জলে দূষণের প্রধান উৎস কী?
A
ক্যাডমিয়ামB
পারদC
আর্সেনিকD
ফুরিনClick an option to check your answer
Q. 55
উদ্ভিদের যে অংশ সাধারণত বায়ুদূষণ ঘটায় তা কোনটি?
A
ফুলB
ফলC
পরাগরেণুD
পাতাClick an option to check your answer
Q. 56
কারসিনোজেন ক্যানসার সৃষ্টি করতে পারে কেন?
A
এগুলি কোশ বিভাজন বন্ধ করে দেয়B
এগুলি শরীরের অনাক্রম্যতন্ত্রকে ধ্বংস করতে পারেC
এগুলি DNA-র পরিবর্তন ঘটাতে পারেD
এগুলি জীবাণু সংক্রমণ বাড়িয়ে দেয়Click an option to check your answer
Q. 57
জীববৈচিত্র্য দিবস কোন দিনে উদ্যাপন করা হয়?
A
5 জুনB
22 মেC
22 মার্চD
29 নভেম্বরClick an option to check your answer
Q. 58
পেরিয়ার জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A
পশ্চিমবঙ্গB
উত্তরপ্রদেশC
কেরলD
অসমClick an option to check your answer
Q. 59
PAN-এর পুরো নাম কী?
A
প্যারা অ্যাসিটাইল নাইট্রেটB
পারঅক্সি-অ্যাসিড নাইট্রেটC
প্যারা অ্যাসিডিক নাইট্রোজেনD
পারঅক্সি-অ্যাসিটাইল নাইট্রেটClick an option to check your answer
Q. 60
ভারতে প্রাপ্ত উদ্ভিদ প্রজাতির মোট সংখ্যা পৃথিবীর উদ্ভিদ প্রজাতির কত শতাংশ?
A
10%B
12%C
13%D
11%Click an option to check your answer
Q. 61
জীববৈচিত্র্যের প্রাচুর্যযুক্ত বাস্তুতান্ত্রিক অঞ্চলকে কী বলা হয়?
A
গ্লোবাল এলাকাB
হটস্পটC
ব্লু জোনD
গ্রিন স্পটClick an option to check your answer
Q. 62
জলে উপস্থিত একটি প্রোটোজোয়ার নাম কী?
A
এন্টামিবা হিস্টোলাইটিকাB
সালমোনেল্লা টাইফিC
ভিব্রিও কলেরিD
কোনোটিই নয়Click an option to check your answer
Q. 63
যে বছর গোরুমারা সংরক্ষিত অরণ্য জাতীয় উদ্যান-রূপে ঘোষিত হয়, তা কোন বছর?
A
1989B
1994C
1992D
2001Click an option to check your answer
Q. 64
ইউট্রোফিকেশন সমস্যার ফলে জলে কী বৃদ্ধি পায়?
A
শৈবালB
মসজাতীয় উদ্ভিদC
জানD
ছত্রাকClick an option to check your answer
Q. 65
বর্তমানে ভারতে জীববৈচিত্র্যের ভৌগোলিক অঞ্চলের সংখ্যা কত?
A
20টিB
10টিC
4টিD
30টিClick an option to check your answer
Q. 66
মাটির দূষণ ঘটায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত কী?
A
গরম জলB
খনিজ তেলC
তেজস্ক্রিয় বর্জ্য পদার্থD
ফ্লাই অ্যাশClick an option to check your answer
Q. 67
জলদূষণ পরিমাপের জন্য ব্যবহৃত ব্যাকটেরিয়াটি কী?
A
ই. কোলাইB
থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যানস্C
ব্যাসিলাস সাবটিলিসD
রাইজোবিয়ামClick an option to check your answer
Q. 68
শুঁটি-জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটিতে যে উপাদানটি বৃদ্ধি পায়, সেটি হল-
A
সালফার ডাইঅক্সাইডB
কার্বন ডাইঅক্সাইডC
নাইট্রোজেনD
অক্সিজেনClick an option to check your answer
Q. 69
বর্তমান পৃথিবীতে মোট জীবপ্রজাতির সংখ্যা কত? (নেচার পত্রিকা, ১৯১১)
A
8.7 মিলিয়নB
13.5 মিলিয়নC
5.7 মিলিয়নD
1 মিলিয়নClick an option to check your answer
Q. 70
অম্লবৃষ্টির প্রধান উপাদান কোনটি?
A
সাইট্রিক অ্যাসিড ও টারটারিক অ্যাসিডB
ম্যালিক অ্যাসিড ও ফরমিক অ্যাসিডC
হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হাইড্রোফ্লুরিক অ্যাসিডD
সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডClick an option to check your answer
Q. 71
ফুসফুসীয় টিউবারকুলোসিসের জন্য দায়ী ব্যাকটেরিয়াটি কী?
A
ই. কোলাইB
মাইকোব্যাকটেরিয়ামC
স্ট্রেপটোকক্কাসD
স্ট্যাফাইলোকক্কাসClick an option to check your answer
Q. 72
COD-এর সাহায্যে কী মাপা হয়?
A
জলদূষণের মাত্রাB
মৃত্তিকাদূষণের মাত্রাC
শব্দদূষণের মাত্রাD
কোনোটিই নয়Click an option to check your answer
Q. 73
ভারতের সিংহ সংরক্ষিত হয় কোন অঞ্চলে?
A
জলদাপাড়া জাতীয় উদ্যানেB
করবেট জাতীয় উদ্যানC
গির অরণ্যেD
পশ্চিমঘাটের অরণ্যেClick an option to check your answer
Q. 74
কোনো নির্দিষ্ট অঞ্চলের বা দেশের মোট জনসংখ্যাকে ওই অঞ্চলের বা দেশের মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে পাওয়া যায়?
A
জনসংখ্যা ঘনত্বB
জনসংখ্যা আয়তনC
জনসংখ্যা বৃদ্ধির পরিমাণD
ধারণ ক্ষমতাClick an option to check your answer
Q. 75
হটস্পট ধারণাটির প্রবর্তক কে ছিলেন?
A
নরম্যান মায়ার্সB
রিচার্ড ডারউইনC
ডেভিড সিম্পসনD
মেয়ারClick an option to check your answer
Q. 76
স্বল্পোন্নত দেশগুলিতে জলদূষণ প্রধানত কী কারণে ঘটে?
A
কৃষিকাজ থেকেB
শিল্পের উপজাত দ্রব্য থেকেC
তাপবিদ্যুৎ কেন্দ্র থেকেD
মানুষ ও গবাদিপশুর বর্জ্য পদার্থ থেকেClick an option to check your answer
Q. 77
একটি দীর্ঘকালীন শ্বাসতন্ত্রীয় রোগ কী?
A
নিউমোনিয়াB
অ্যাজমাC
ক্যানসারD
কোনোটিই নয়Click an option to check your answer
Q. 78
ভারতের বিলুপ্তপ্রায় প্রাণী হল-
A
হাতি, গন্ডার, হরিণB
গৃহপালিত বিড়াল, বেজিC
ভারতীয় বাঘ, কস্তুরি মৃগD
বাঘ, সিংহ, হায়েনাClick an option to check your answer
Q. 79
বিশ্ব ক্যানসার দিবস কখন পালিত হয়?
A
১ মার্চB
১৩ জুনC
৫ ডিসেম্বরD
৪ ফেব্রুয়ারিClick an option to check your answer
Q. 80
আমাদের দেশে জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে কোনটি পরিগণিত হয়েছে?
A
নীলগিরি পর্বতB
পূর্বঘাটC
আরাবল্লী পর্বতD
পশ্চিমঘাটClick an option to check your answer
Q. 81
দেহের কলাকোশ অনিয়ন্ত্রিভাবে বিভাজিত হয়ে সারাদেহে ছড়িয়ে পড়াকে কী বলা হয়?
A
অ্যাপোপটিসিসB
মেটাস্ট্যাসিসC
হাইপোস্ট্যাটিসD
কোনোটিই নয়Click an option to check your answer
Q. 82
DDT কী ধরনের পদার্থ?
A
জৈব সারB
ইনসেক্টিসাইডC
অজৈব সারD
কোনোটিই নয়Click an option to check your answer
Q. 83
ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি?
A
কানহা জাতীয় উদ্যানB
করবেট জাতীয় উদ্যানC
বন্দিপুর জাতীয় উদ্যানD
পেরিয়ার জাতীয় উদ্যানClick an option to check your answer
Q. 84
বায়োস্ফিয়ার রিজার্ভে কোন অংশগুলি দেখা যায়?
A
কোর অঞ্চলB
বাফার অঞ্চলC
ট্রানসিট অঞ্চলD
সবগুলি সঠিকClick an option to check your answer
Q. 85
ভারতে পরিবেশ সংকটের মূল কারণ কী?
A
জনসংখ্যা বৃদ্ধিB
খাদ্যের অভাবC
শিক্ষার অভাবD
সম্পদের অভাবClick an option to check your answer
Q. 86
কৃষিকাজে মৃত্তিকাদূষণ রোধের সবচেয়ে ভালো উপায় কী?
A
অর্গ্যানিক ফার্মিংB
কেমিক্যাল ফার্মিংC
ইন-অর্গ্যানিক ফার্মিংD
ট্র্যাক্টরের ব্যবহারClick an option to check your answer
Q. 87
সালফার ডাইঅক্সাইডের একটি প্রাকৃতিক উৎস কী?
A
আগ্নেয়গিরিB
রাসায়নিক কারখানাC
জলাশয়D
বজ্রবিদ্যুৎClick an option to check your answer
Q. 88
সারা বিশ্বে জীববৈচিত্র্যের হটস্পটের মোট সংখ্যা কত?
A
44টিB
14টিC
24টিD
34টিClick an option to check your answer
Q. 89
রাষ্ট্রপুঞ্জের সমীক্ষা অনুযায়ী ২০২৫ সালে পৃথিবীর মোট জনসংখ্যা কত হবে?
A
৫.৮ বিলিয়নB
৬.৮ বিলিয়নC
৯.৮ বিলিয়নD
৮.২ বিলিয়নClick an option to check your answer
Q. 90
ভবনগর অভয়ারণ্য যে রাজ্যে অবস্থিত, তা হল-
A
পশ্চিমবঙ্গB
গুজরাটC
মধ্যপ্রদেশD
মহারাষ্ট্রClick an option to check your answer
Q. 91
'এক্স-সিটু' কনজারভেশনের উদাহরণ কী?
A
চিড়িয়াখানাB
সংরক্ষিত বনC
জাতীয় উদ্যানD
বীজ-ব্যাংকClick an option to check your answer
Q. 92
WWF-এর পুরো কথাটি কি?
A
ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিকশানB
ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারC
ওয়ার্ল্ড ওয়াইড ফোরামD
ওয়ার্ল্ড ওয়েটেড ফরেস্টClick an option to check your answer
Q. 93
ফুসফুসীয় কলাকোশ বিনষ্টকারী যে রোগে ফুসফুসের সম্প্রসারণশীলতা কমে যায়, তা কী?
A
অ্যাজমাB
সায়ানোসিসC
সিস্টিক ফাইব্রোসিসD
এমফাইসিমাClick an option to check your answer
Q. 94
মূল প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ নিজস্ব পরিবেশে কোনো প্রজাতিকে সংরক্ষণ করলে তাকে কী বলা হয়?
A
ইন-সিটু কনজারভেশনB
বায়োকনজারভেশনC
এক্স-সিটু কনজারভেশনD
ক্রায়োপ্রিজারভেশনClick an option to check your answer
Q. 95
বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত?
A
78.09B
20.6C
0.03D
1.80Click an option to check your answer
Q. 96
র্যাডন গ্যাস যে তেজস্ক্রিয় মৌল থেকে উৎপন্ন হয়?
A
থোরিয়ামB
রাডিয়ামC
ইউরেনিয়ামD
প্লুটোনিয়ামClick an option to check your answer
Q. 97
মাটির গঠন ও জলধারণ ক্ষমতা বৃদ্ধি করে কোনটি?
A
কীটপতঙ্গB
আগাছাC
জৈব সারD
রাসায়নিক সারClick an option to check your answer
Q. 98
অসমের কাজিরাঙ্গা অরণ্য যে প্রাণীর সংরক্ষণের জন্য খ্যাত, তা কী?
A
সিংহB
একশৃঙ্গ গন্ডারC
হাতিD
হরিণClick an option to check your answer
Q. 99
ভারতে পার্থেনিয়াম-এর আগমন ঘটে-
A
বাংলাদেশ থেকে পাট আমদানির সময়েB
আমেরিকা থেকে গম আমদানির সময়েC
অস্ট্রেলিয়া থেকে ধান আমদানির সময়েD
ভারত থেকে পাট আমদানির সময়েClick an option to check your answer
Q. 100
জীবসংখ্যার অনিয়ন্ত্রিত বৃদ্ধি লক্ষ করা যায় কোন পরিস্থিতিতে?
A
একটি স্থির ধারণ ক্ষমতাতেB
পরিবেশগত বাধার অনুপস্থিতিতেC
প্রচুর পরিবেশগত বাধার উপস্থিতিতেD
জৈবিক ক্ষমতার অনুপস্থিতিতেClick an option to check your answer
Q. 101
ভারতে আর্সেনিকের সমস্যা কোথায় সবচেয়ে বেশি?
A
মহারাষ্ট্র ও তামিলনাডুB
পশ্চিমবঙ্গ ও বিহারেC
উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশD
ওড়িশা ও অন্ধ্রপ্রদেশClick an option to check your answer
Q. 102
কায়িক পরিশ্রম করলে ফুসফুসীয় বায়ুচলন কী হয়?
A
হ্রাস পায়B
বৃদ্ধি পায়C
সম্পূর্ণভাবে বন্ধ হয়D
অপরিবর্তিত থাকেClick an option to check your answer
Q. 103
যে সারটি মাটির অম্লতা কমায় তা কী?
A
পটাশঘটিত সারB
সুফলা সারC
ইউরিয়াঘটিত সারD
ফসফরাসঘটিত সারClick an option to check your answer
Q. 104
ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখি হল-
A
ধনেশB
টিয়াC
ফিঙেD
রাজহাঁসClick an option to check your answer
Q. 105
বায়ুতে O2-এর পরিমাণ কত?
A
৫.৬০%B
১৬.৩০%C
১৪%D
২০.৯৩%Click an option to check your answer
Q. 106
পৃথিবীতে মহাজীববৈচিত্র্য দেশের সংখ্যা কত?
A
13টিB
10টিC
30টিD
20টিClick an option to check your answer
Q. 107
ধানচাষের জমিতে অ্যাজোলা ব্যবহার করলে মাটিতে কোনটির পরিমাণ বাড়ে?
A
সালফারB
পটাশC
নাইট্রোজেনD
ফসফরাসClick an option to check your answer
Q. 108
ব্রংকাইটিসের কারণ কি?
A
ব্যাকটেরিয়াB
ভাইরাসC
ধোঁয়াD
সবগুলি সঠিকClick an option to check your answer
Q. 109
সুন্দরবনে ম্যানগ্রোভ উদ্ভিদের সংখ্যা প্রায় কত?
A
64B
200C
100D
400Click an option to check your answer
Q. 110
নীচের কোন কীটনাশকটি উদ্ভিদ থেকে পাওয়া যায়?
A
লিন্ডেনB
পাইরেথ্রামC
BHCD
ম্যালাথিয়নClick an option to check your answer
Q. 111
CO, SO₂ এবং NO গ্যাসগুলোকে কী বলা হয়?
A
প্রাথমিক দূষণকারী পদার্থB
প্রগৌণ দূষণকারী পদার্থC
গৌণ দূষণকারী পদার্থD
এগুলির কোনোটিই নয়Click an option to check your answer
Q. 112
H₂O₂, PAN এবং HNO₃ গ্যাসগুলোকে কী বলা হয়?
A
প্রাথমিক দূষণকারী পদার্থB
প্রগৌণ দূষণকারী পদার্থC
গৌণ দূষণকারী পদার্থD
এগুলির কোনোটিই নয়Click an option to check your answer
Q. 113
রেড ডেটা বুক তৈরি করে কোন সংস্থা?
A
FAOB
IUCNC
WWFD
UNESCOClick an option to check your answer
Q. 114
গন্ডার নিম্নলিখিত কোন রাজ্যে একটি উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ?
A
অসমB
ত্রিপুরাC
উত্তরাখন্ডD
মিজোরামClick an option to check your answer
Q. 115
হটস্পট অঞ্চলে সংবহনকলাযুক্ত এনডেমিক উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?
A
1700B
1800C
1500D
1600Click an option to check your answer
Q. 116
ধোঁয়াশা সৃষ্টি হয় কীভাবে?
A
ধোঁয়ার সঙ্গে জলীয় বাষ্প মিশেB
ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশেC
ধোঁয়ার সঙ্গে ধুলো মিশেD
ধোঁয়ার সঙ্গে অম্ল মিশেClick an option to check your answer
Q. 117
ইউরিয়া সার মাটিতে যে উপাদানটির অভাব পূরণ করে তা হল কী?
A
সালফারB
নাইট্রোজেনC
তামাD
ফসফরাসClick an option to check your answer
Q. 118
ফুসফুসের বায়ু চলাচলের পথে প্রদাহ কোন রোগে দেখা যায়?
A
ব্রংকাইটিসB
হাইপোক্সিয়াC
অ্যাসবেস্টসিসD
যক্ষ্মাClick an option to check your answer
Q. 119
বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রে যে অঞ্চলটি থাকে, তাকে কী বলা হয়?
A
রিজার্ভ অঞ্চলB
বাফার অঞ্চলC
কোর অঞ্চলD
ভিজিটর অঞ্চলClick an option to check your answer
Q. 120
গোরুমারা সংরক্ষিত অরণ্য কখন প্রতিষ্ঠিত হয়?
A
1992 সালেB
1949 সালেC
1895 সালেD
1954 সালেClick an option to check your answer
Q. 121
বায়ুতে সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রধান উৎস কী?
A
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রB
রাসায়নিক শিল্পC
জলবিদ্যুৎ কেন্দ্রD
তাপবিদ্যুৎ কেন্দ্রClick an option to check your answer
Q. 122
MAB-এর পুরো কথাটি কী?
A
ম্যান অ্যান্ড বায়োলজি প্রোগ্রামB
ম্যামালস অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামC
ম্যামালস অ্যান্ড বায়োলজি প্রোগ্রামD
ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামClick an option to check your answer
Q. 123
সুন্দরবনে বাঘের সংখ্যা হ্রাসের কারণ কী?
A
বসতি অঞ্চলের বিনাশB
বন পরিচালনে ব্যর্থতাC
চোরাশিকারD
সবগুলি সঠিকClick an option to check your answer
Q. 124
২০০১ থেকে ২০১০-এর মধ্যে ভারতবর্ষের শতকরা কতভাগ কৃষিজমি বাসভূমিতে পরিবর্তিত হয়েছে?
A
২%B
৩%C
৪%D
১%Click an option to check your answer
Q. 125
পশ্চিমবঙ্গের যে জেলায় বেথুয়াডহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অবস্থিত তা কোনটি?
A
জলপাইগুড়িB
নদিয়াC
উত্তর চব্বিশ পরগণাD
বীরভূমClick an option to check your answer
Q. 126
চাপড়ামারি সংরক্ষিত অরণ্য (1895) যে বছর অভয়ারণ্য-রূপে ঘোষিত হয়, তা কী?
A
1995B
1998C
2014D
কোনোটিই নয়Click an option to check your answer
Q. 127
মটর গাছের মূলে বসবাসকারী জীবাণুটি হল-
A
ক্ল্যামাইডোমোনাসB
অ্যাজোটোব্যাকটরC
রাইজোবিয়ামD
নস্টকClick an option to check your answer
Q. 128
সারা বিশ্বে প্রতিবছর যতসংখ্যক মানবশিশু ভূমিষ্ট হয় (UNFPA), তা কত?
A
১০০ মিলিয়নB
১৫০ মিলিয়নC
১৩০ মিলিয়নD
১৮০ মিলিয়নClick an option to check your answer
Q. 129
শ্বাসনালী ও ব্রংকাসের সংকোচনে শ্বাসক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তাকে কি বলা হয়?
A
স্ট্যাফাইলোকক্কাসB
অ্যাজমাC
নিউমোনিয়াD
র্যাডনClick an option to check your answer
Q. 130
জমির অম্লত্ব বাড়ে কোন গাছ লাগালে?
A
ধানচাষB
শাকসবজির চাষC
চিরহরিৎ বৃক্ষD
ইউক্যালিপটাসClick an option to check your answer
Q. 131
আমাদের দেশের জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা কে নিয়ন্ত্রণ করে?
A
কেন্দ্রীয় সরকারB
অন্যান্যC
স্থানীয় সংস্থাD
রাজ্য সরকারClick an option to check your answer
Q. 132
গন্ডার পাওয়া যায় পশ্চিমবঙ্গের কোথায়?
A
সুন্দরবনেB
বেথুয়াডহরিতেC
জলদাপাড়ায়D
পুরুলিয়ার জঙ্গলেClick an option to check your answer
Q. 133
রেড ডেটা বুক-এর তথ্যগুলি কি সম্পর্কে?
A
সুন্দরবনের বাঘ-সংক্রান্তB
লোহিত সাগরের প্রাণী-সংক্রান্তC
বিপন্ন প্রাণী-সংক্রান্তD
ভারতে বনাঞ্চলের মাত্রাClick an option to check your answer
Q. 134
ওয়াইল্ড লাইফ সপ্তাহ কোন মাসের প্রথম সপ্তাহে পালিত হয়?
A
অক্টোবরB
জানুয়ারিC
এপ্রিলD
জুলাইClick an option to check your answer
Q. 135
সর্বাধিক জৈববিবর্ধন ঘটে যে কীটনাশকের তা কী?
A
ক্লোরিনেটেড হাইড্রোকার্বনB
নাইট্রোজেনঘটিত সারC
অর্গানো ফসফেটD
অর্গানো সালফেটClick an option to check your answer
Q. 136
১১ জুলাই দিনটিতে আমরা কোন দিনটি পালন করি?
A
বিশ্ব জলাভূমি দিবসB
বিশ্ব AIDS দিবসC
বিশ্ব জনসংখ্যা দিবসD
বিশ্ব পরিবেশ দিবসClick an option to check your answer
Q. 137
নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?
A
অক্সিজেনB
নাইট্রোজেন ডাইঅক্সাইডC
মিথেনD
কার্বন ডাইঅক্সাইডClick an option to check your answer
Q. 138
রেফ্রিজারেশনে এবং এয়ারকন্ডিশন শিল্প থেকে উদ্ভূত প্রধান বায়ুদূষক কোনটি?
A
CFCB
H₂O₂C
PAND
SO₂Click an option to check your answer
Q. 139
বন্যপ্রাণ নিরাপত্তা আইন (Wild life Protection Act)-1972, প্রথম সংশোধন করা হয় কোন সালে?
A
2011B
1991C
1981D
2001Click an option to check your answer
Q. 140
শব্দদূষণের ফলে কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়?
A
কেবল শারীরিক রোগB
কেবল মানসিক রোগC
শারীরিক ও মানসিক উভয় প্রকারের রোগD
দাঁতের রোগClick an option to check your answer
Q. 141
প্রকৃতিতে মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার প্রধান উৎস কী?
A
আগ্নেয়গিরির উদ্গিরণB
জলাজমিতে থাকা অণুজীবদের অবাত শ্বসনC
পশুর প্রস্রাব থেকে ব্যাকটেরিয়ার উৎপাদনD
সাইক্লোনClick an option to check your answer
Q. 142
মাটিতে বসবাসকারী নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হল-
A
ডায়াটমB
নস্টকC
ক্লসট্রিডিয়ামD
অ্যানাবিনাClick an option to check your answer
Q. 143
যে প্রজাতি সংখ্যায় স্বল্প হলেও অন্য প্রজাতি তথা বাস্তুতন্ত্রকে গভীরভাবে প্রভাবিত করে, তাকে কী বলা হয়?
A
সুন্দরবনের বাঘB
বিরল প্রজাতিC
কিস্টোন প্রজাতিD
লুপ্তপ্রায় প্রজাতিClick an option to check your answer
Q. 144
অ্যামিবিয়াসিস ও জিয়ার্ডিয়াসিস কী ধরনের রোগ?
A
প্রোটোজোয়াঘটিত রোগB
ব্যাকটেরিয়াঘটিত রোগC
শৈবালঘটিত রোগD
কোনোটিই নয়Click an option to check your answer
Q. 145
বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্যের সমূহ ক্ষতিসাধন করে যে গাছ, সেটি হল-
A
অশ্বথথ, শালB
ইউক্যালিপটাসC
পাথরকুচি, বেগোনিয়াD
পার্থেনিয়াম, কচুরিপানাClick an option to check your answer
Q. 146
কোন প্রকার শস্যচাষে মাটির উর্বরতা বাড়ে?
A
ডালB
ধানC
গমD
বাজরাClick an option to check your answer
Q. 147
বাতাসের যে উপাদানটিকে উদ্ভিদ ও প্রাণী সাধারণত সরাসরি গ্রহণ করতে পারে না, তা হল-
A
অক্সিজেনB
নাইট্রোজেনC
কার্বন ডাইঅক্সাইডD
কোনোটিই নয়Click an option to check your answer
Q. 148
গাড়িতে শব্দদূষণ রোধে ব্যবহৃত হয় কী?
A
কনডেনসারB
সাইলেনসারC
কমপ্রেসারD
কনভারটারClick an option to check your answer
Q. 149
সক্রিয় ও নিষ্ক্রিয় ধূমপানের কারণে কোন ক্যানসার হতে পারে?
A
বৃক্কের ক্যানসারB
ফুসফুসের ক্যানসারC
কিডনির ক্যানসারD
কোনোটিই নয়Click an option to check your answer
Q. 150
জলের BOD বৃদ্ধি পেলে দ্রবীভূত অক্সিজেন (DO)-এর মাত্রা কী হয়?
A
হ্রাস পায়B
বৃদ্ধি পায়C
অপরিবর্তিত থাকেD
সবগুলিই সঠিকClick an option to check your answer
Q. 151
জৈবরাসায়নিক জলদূষক বলতে বোঝায় কী?
A
বালিB
জৈব পদার্থC
মৃত্তিকাD
ডিটারজেন্টClick an option to check your answer
Q. 152
সিকিম, অসম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরাংশের অন্তর্ভুক্ত হটস্পট অঞ্চলটি কী?
A
ইন্দো-বার্মাB
সুন্দাল্যান্ডC
পশ্চিমঘাটD
পূর্ব হিমালয়Click an option to check your answer
Q. 153
অত্যধিক জনসংখ্যা বৃদ্ধিকে কী বলা হয়?
A
জন বিস্ফোরণB
জন সম্প্রসারণC
জনসংকোচনD
জন উন্নয়নClick an option to check your answer
Q. 154
বাতাসে নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাণ হল-
A
0.08B
20.6C
78.08D
1.4Click an option to check your answer
Q. 155
ভারতে কচুরিপানার অনুপ্রবেশ কোন দেশ থেকে হয়েছে?
A
দক্ষিণ আমেরিকাB
জাপানC
অস্ট্রেলিয়াD
আফ্রিকাClick an option to check your answer
Q. 156
গ্রিনল্যান্ডের বরফ স্তরে যে ধাতুর দূষণ দেখা গেছে সেটি কোনটি?
A
পারদB
লোহাC
ক্রোমিয়ামD
সিসাClick an option to check your answer
Q. 157
SPM-এর একটি উদাহরণ কী?
A
পরাগরেণুB
প্লাস্টিকC
সিসাD
অ্যারোসলClick an option to check your answer
Q. 158
উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত ভেষজ উদ্ভিদ কোনটি?
A
সর্পগন্ধাB
পেয়ারাC
আম গাছD
সিনকোনাClick an option to check your answer
Q. 159
বিশ্ব অ্যাজমা দিবস কখন পালিত হয়?
A
৬ জুনB
৫ মেC
১২ নভেম্বরD
৫ সেপ্টেম্বরClick an option to check your answer
Q. 160
জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনে কোন গ্যাস তৈরি হয়?
A
হাইড্রোজেন সালফাইড গ্যাসB
নাইট্রিক অক্সাইড গ্যাসC
ক্লোরোফ্লুরোকার্বন গ্যাসD
কার্বন মনোক্সাইড গ্যাসClick an option to check your answer
Q. 161
গোরুমারা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A
মধ্যপ্রদেশB
পশ্চিমবঙ্গC
উত্তরপ্রদেশD
কেরলClick an option to check your answer
Q. 162
BOD-এর সাহায্যে কী মাপা হয়?
A
নাইট্রোজেনের চাহিদাB
হাইড্রোজেনের চাহিদাC
CO₂-এর চাহিদাD
অক্সিজেনের চাহিদাClick an option to check your answer
Q. 163
বিপদগ্রস্ত প্রজাতির তালিকা কোন সংস্থা থেকে প্রকাশিত হয়?
A
IUCNB
UNOC
BNCD
WWFClick an option to check your answer
Q. 164
সংরক্ষণের একটি আধুনিক ব্যবস্থা কী?
A
সংরক্ষিত অরণ্যB
জাতীয় উদ্যানC
বায়োস্ফিয়ার রিজার্ভD
অভয়ারণ্যClick an option to check your answer
Q. 165
মাটির দূষণের কারণ কী?
A
অম্লতা বৃদ্ধিB
লবণাক্ততা বৃদ্ধিC
উভয়ইD
কোনোটিই নয়Click an option to check your answer
Q. 166
প্রজাতির বিভিন্নতা সৃষ্টি হয় কী কারণে?
A
জিনগত জীববৈচিত্র্যের জন্যB
বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের জন্যC
উদ্ভিদ বৈচিত্র্যের জন্যD
প্রাণী বৈচিত্র্যের জন্যClick an option to check your answer
Q. 167
ভারতে ভূপৃষ্ঠের কত শতাংশ অঞ্চল অধীন?
A
8%B
6%C
2%D
4%Click an option to check your answer
Q. 168
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি?
A
নাইট্রোজেনB
কয়লাC
মিথেনClick an option to check your answer
Q. 169
পানীয় জলের pH-এর অনুমোদিত মান কত?
A
6.5-8.5B
3.5-5.5C
9.5-11.5D
12.5-3.5Click an option to check your answer
Q. 170
ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাসটি?
A
কার্বন ডাইঅক্সাইডB
নাইট্রোজেনC
ক্লোরোফ্লুরোকার্বনD
অক্সিজেনClick an option to check your answer
Q. 171
কোনো স্থানের জনসংখ্যা যে মাধ্যমে হ্রাস পায়, তা হল?
A
সাইকোলজিB
বায়োগ্রাফিC
জন্মের হারD
মৃত্যুর হারClick an option to check your answer
Q. 172
বায়ুমণ্ডলের ওজোন স্তরটি কোন স্তরে অবস্থিত?
A
মেসোস্ফিয়ারেB
এক্সোস্ফিয়ারেC
স্ট্র্যাটোস্ফিয়ারেD
ট্রোপোস্ফিয়ারেClick an option to check your answer
Q. 173
বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক মাত্রা কত?
A
0.03 শতাংশB
0.3 শতাংশC
0.01 শতাংশD
0.1 শতাংশClick an option to check your answer
Q. 174
ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় পড়ে না-
A
বন্য কুকুর, বন্য গাধা, বাইসনB
ইঁদুর, কাক, বাদুড়C
হরিণ, হাতি, গন্ডারD
বাঘ, সিংহ, হায়েনাClick an option to check your answer
Q. 175
শৈবাল নিঃসৃত ক্ষতিকর টক্সিনের নাম কী?
A
নিউরোটক্সিনB
ফাইলোটক্সিনC
অক্সিটোসিনD
ফাইব্রিনClick an option to check your answer
Q. 176
পদ্মজানাইডু হিমালয়ান জুলজিকাল পার্ক পশ্চিমবঙ্গের যে জেলায় অবস্থিত-
A
জলপাইগুড়িB
দার্জিলিংC
মেদিনীপুরD
কোচবিহারClick an option to check your answer
Q. 177
নিম্নলিখিত দেশগুলির মধ্যে যে দেশটি জৈববৈচিত্র্যে সবথেকে বেশি সমৃদ্ধ সেটি হল-
A
ব্রাজিলB
ইরানC
বাংলাদেশD
সুদানClick an option to check your answer
Q. 178
নাইট্রোজেন মোচনকারী একটি ব্যাকটেরিয়া হল-
A
রাইজোবিয়ামB
থায়োব্যাসিলাসC
ডায়াটমD
নস্টকClick an option to check your answer
Q. 179
শব্দদূষণ পরিমাপের একক কী?
A
ডেসিবেলB
মিলিবেলC
ডেকাবেলD
সেন্টিবেলClick an option to check your answer
Q. 180
ভারতের সবচেয়ে বেশি সরীসৃপ পাওয়া যায় কোথায়?
A
হিমালয়েB
পশ্চিমঘাট অঞ্চলেC
রেড পান্ডার হাড়D
সাঙ্ঘাতিক মালভূমিClick an option to check your answer
Q. 181
জীববৈচিত্র্যপূর্ণ দেশগুলির মধ্যে অন্যতম হল-
A
কানাডা, জাপান, নরওয়েB
বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কাC
ভারত, মাদাগাস্কার, অস্ট্রেলিয়াD
উত্তর কোরিয়া, ইরান, লিবিয়াClick an option to check your answer
Q. 182
জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক পার্থিব হার কত?
A
৪.২%B
৩.২%C
১.২%D
২.২%Click an option to check your answer
Q. 183
একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের জীবপ্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে কী বলা হয়?
A
আলফা বৈচিত্র্যB
জিন বৈচিত্র্যC
বিটা বৈচিত্র্যD
গামা বৈচিত্র্যClick an option to check your answer
Q. 184
নাইট্রোজেন মাটির উর্বরতা-
A
হ্রাস করেB
বৃদ্ধি করেC
একই রাখেD
কোনোটিই নয়Click an option to check your answer
Q. 185
জলদূষণ সবচেয়ে বেশি কোন শিল্পে ঘটে?
A
ইস্পাত শিল্পB
আকরিক শিল্পC
ইলেকট্রনিক শিল্পD
কাগজ ও চর্মশিল্পClick an option to check your answer
Q. 186
বেশি পরিমাণে শব্দ শোষণ করে এমন বৃক্ষ কোনটি?
A
নিম, তেঁতুল, অশোকB
আম, জাম, লিচুC
পাইন, ফার, দেবদারুD
কাঁঠাল, পেয়ারা, সজিনাClick an option to check your answer
Q. 187
ফুসফুসের কলাকোশের অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে ফুসফুসের কাজে বাধা সৃষ্টি হলে, তাকে কী বলা হয়?
A
সিস্টিক ফাইব্রোসিসB
এমফাইসিমাC
ফুসফুসীয় যক্ষ্মাD
ফুসফুসীয় ক্যানসারClick an option to check your answer
Q. 188
বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত?
A
০.০৪%B
৫.৬০%C
৪.৮০%D
৪.৫০%Click an option to check your answer
Q. 189
অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপাদনকে বলে-
A
অ্যামোনিফিকেশনB
ডিনাইট্রিফিকেশনC
ক্যালশিফিকেশনD
নাইট্রিফিকেশনClick an option to check your answer
Q. 190
যে উৎসেচকের সাহায্যে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করে-
A
নাইট্রোজিনেজB
গ্যালাকটেজC
পেকটিনেজD
অ্যামাইলেজClick an option to check your answer
Q. 191
নীচের কোনটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়?
A
ডিনাইট্রিফিকেশনB
অ্যামোনিফিকেশনC
ইউট্রোফিকেশনD
নাইট্রিফিকেশনClick an option to check your answer
Q. 192
বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণকারী নীলাভ-সবুজ শৈবাল হল-
A
ক্লসট্রিডিয়ামB
অ্যাজোটোব্যাকটরC
অ্যানাবিনাD
রাইজোবিয়ামClick an option to check your answer
Q. 193
পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত?
A
0.01 ppmB
0.09 ppmC
0.15 ppmD
0.05 ppmClick an option to check your answer
Q. 194
ভারতে যত শতাংশ উদ্ভিদ প্রজাতি এনডেমিক, তা কত?
A
প্রায় 44%B
প্রায় 22%C
প্রায় 33%D
প্রায় 11%Click an option to check your answer
Q. 195
2015 সালের সুমারি অনুযায়ী বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা কত?
A
106B
2000C
1000D
86Click an option to check your answer
Q. 196
এদেশে বাস্তুতান্ত্রিক সমস্যার সৃষ্টি করেছে যে বিদেশি উদ্ভিদ তা হল?
A
পাথরকুচি ও বেগোনিয়াB
লজ্জাবতী ও আকন্দC
পার্থেনিয়াম ও কচুরিপানাD
জাম ও কলাClick an option to check your answer
Q. 197
ক্রায়োসংরক্ষণে উপাদানটিকে ধীরে ধীরে ঠান্ডা করা হয়, তাকে বলে-
A
জেনেটিক ডাইভারসিটিB
প্রজাতিগত বৈচিত্র্যC
ভিট্রিফিকেশনD
ইউট্রোফিকেশনClick an option to check your answer
Q. 198
যে কম্পাঙ্কের শব্দ শোনা যায় তা কত?
A
1-20 হার্জB
20-20,000 হার্জC
5,00,000-10,00,000 হার্জD
30,000-2,00,000 হার্জClick an option to check your answer
Q. 199
বিজ্ঞানের যে শাখায় জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে তার সম্পর্কিত আলোচনা করা হয়, তাকে কি বলা হয়?
A
ক্যালিগ্রাফিB
বায়োগ্রাফিC
সাইকোলজিD
ডেমোগ্রাফিClick an option to check your answer
Q. 200
বৃষ্টির জলের pH-এর মান কত হলে তাকে অম্লবৃষ্টি বলা হয়?
A
5.0-এর কমB
6.0-এর কমC
4.0-এর কমD
8.0-এর বেশিClick an option to check your answer
Q. 201
হ্যালিডে আইল্যান্ড বন্যপ্রাণী অভায়রণ্য কোথায় অবস্থিত?
A
সুন্দরবন, পশ্চিমবঙ্গB
মহারাষ্ট্রC
কেরালাD
গোয়াClick an option to check your answer
Q. 202
ক্যানসার সৃষ্টি করতে পারে এমন উপাদানটি কী?
A
ফর্ম্যালডিহাইডB
পরাগরেণুC
আর্সেনিকD
কোনোটিই নয়Click an option to check your answer
Q. 203
জলাভূমিতে থাকা অণুজীব দ্বারা উদ্ভূত হয় কোনটি?
A
বিউটেনB
মিথেনC
এলিনভারD
অ্যারোসলClick an option to check your answer
Q. 204
ইউট্রোফিকেশন কোনটি বোঝায়?
A
বায়োম্যাগনিফিকেশনB
কয়লার দহনের ফলেC
যানবাহন থেকে নির্গত ধোঁয়াD
জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধিClick an option to check your answer
Q. 205
নাইট্রোজেন সংবন্ধকরণের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি করে কোন প্রকার উদ্ভিদ?
A
শাকপাতাজাতীয় উদ্ভিদB
ধানজাতীয় উদ্ভিদC
গমজাতীয় উদ্ভিদD
মটরজাতীয় উদ্ভিদClick an option to check your answer
Q. 206
অজৈব সার ব্যবহারে জমির কী ক্ষতি হয়?
A
অম্লত্ব বৃদ্ধি পায়B
লবণাক্ততা বৃদ্ধি পায়C
অম্লত্ব হ্রাস পায়D
লবণাক্ততা হ্রাস পায়Click an option to check your answer
Q. 207
অভয়ারণ্য IUCN-এর কোন বিভাগের অন্তর্গত?
A
IB
IVC
IIID
IIClick an option to check your answer
Q. 208
জলে ফাইটোপ্ল্যাঙ্কটনের দ্রুত বৃদ্ধির ফলে ঘনত্ব বাড়াকে কী বলে?
A
ব্যাকটেরিয়াল ব্লুমB
অ্যালগাল ব্লুমC
প্রোটোজোয়াল ব্লুমD
ফাংগাল ব্লুমClick an option to check your answer
Q. 209
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলটি অবস্থিত-
A
সুন্দরবনেB
মেদিনীপুরেC
জলপাইগুড়িD
রাজমহলClick an option to check your answer
Q. 210
শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাসরীতিকে বলা হয়-
A
সিমবায়োসিসB
অ্যামোনিফিকেশনC
নাইট্রিফিকেশনD
ডিনাইট্রিফিকেশনClick an option to check your answer
Q. 211
নীলগিরি বায়োস্ফিয়ার সংরক্ষিত অঞ্চলটি অবস্থিত-
A
ওড়িশার বনাঞ্চলেB
কর্ণাটকের বনাঞ্চলেC
দার্জিলিংD
সিকিমের বনাঞ্চলেClick an option to check your answer
Q. 212
মাটির নাইট্রেট বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্রিয়ায় প্রথমে অ্যামোনিয়া এবং পরে মুক্ত নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। এই প্রক্রিয়াকে বলে-
A
অ্যামোনিফিকেশনB
নাইট্রিফিকেশনC
ডিনাইট্রিফিকেশনD
সিমবায়োসিসClick an option to check your answer
Q. 213
যে প্রাবল্যের শব্দে সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি পায়, তা কত dB-এর উপরে?
A
110 dBB
85 dBC
90 dBD
65 dBClick an option to check your answer
Q. 214
পুনঃচক্রীকরণ সম্ভব নয় কোনটির?
A
অ্যালুমিনিয়ামB
কাচC
কয়লাD
কাগজClick an option to check your answer
Q. 215
UNESCO-এর MAB প্রোগ্রামে যে ধারণাটি সংরক্ষিত হয় তা কী?
A
জাতীয় উদ্যানB
সংরক্ষিত অরণ্যC
বায়োস্ফিয়ার রিজার্ভD
অভয়ারণ্যClick an option to check your answer
Q. 216
মেলঘাট অভয়ারণ্য যে রাজ্যে অবস্থিত, তা হল?
A
পশ্চিমবঙ্গB
উড়িষ্যাC
মধ্যপ্রদেশD
মহারাষ্ট্রClick an option to check your answer
Q. 217
ফুসফুসের বায়ুথলি চুপসে গেলে, তাকে কী বলা হয়?
A
অ্যাটেলেক্টটাসিসB
সায়ানোসিসC
অ্যাজমাD
প্লুরিসিClick an option to check your answer
Q. 218
আলফা বৈচিত্র্য বলতে কী বোঝায়?
A
কমিউনিটি বৈচিত্র্যB
প্রজাতি বৈচিত্র্যC
জেনেটিক বৈচিত্র্যD
প্রাণীদের মধ্যে বৈচিত্র্যClick an option to check your answer
Q. 219
জলে খুব বেশি মাত্রায় ইউট্রোফিকেশন সমস্যার সৃষ্টি করে কোন যৌগ?
A
সালফেট যৌগB
ফসফেট যৌগC
কার্বন যৌগD
নাইট্রেট যৌগClick an option to check your answer
Q. 220
শুক্রাণু, ডিম্বাণু, বীজ বা উদ্ভিদ অংশ -196°C উয়তায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করার পদ্ধতিটি কী?
A
এক্স-সিটু কনজারভেশনB
ক্রায়োপ্রিজারভেশনC
ইন-সিটু কনজারভেশনD
বায়ো কনজারভেশনClick an option to check your answer
Q. 221
পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত উদ্ভিদ কী?
A
সপুষ্পক উদ্ভিদB
মস জাতীয় উদ্ভিদC
ছত্রাক-জাতীয় উদ্ভিদD
শৈবাল-জাতীয় উদ্ভিদClick an option to check your answer
Q. 222
যে প্রভাবকটি জনসংখ্যা বৃদ্ধির বিপরীতে কাজ করে, তা হল?
A
জনসংখ্যার বৃদ্ধিB
সম্পৃক্ত বিন্দু ও ধারণ ক্ষমতাC
পরিবেশগত বাধাD
জনসংখ্যার চাপClick an option to check your answer
Q. 223
ফুসফুস ক্যানসারের প্রধান কারণটি কী?
A
শ্বাসনালীB
র্যাডনC
ধূমপানD
অ্যাসবেস্টসClick an option to check your answer
Q. 224
নিরক্ষীয় অঞ্চল থেকে প্রজাতি বিলুপ্তির প্রধান কারণ কী?
A
জলবায়ু পরিবর্তনB
ভূমিকম্পC
অরণ্য ধ্বংসD
ভূমিক্ষয়Click an option to check your answer
Q. 225
প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণের উদাহরণ কোনটি?
A
জাতীয় উদ্যানB
বীজ-ব্যাংকC
চিড়িয়াখানাD
আরবোরেটামClick an option to check your answer
Q. 226
প্রাকৃতিক বৃক্ককে কী বলা হয়?
A
পাহাড়B
প্রস্রবণকেC
জলাভূমিকেD
সমুদ্রকেClick an option to check your answer
Q. 227
পরিবেশের একটি গুরুত্বপূর্ণ বিয়োজক হল-
A
ভাইরাসB
প্রাণীC
উদ্ভিদD
ব্যাকটেরিয়াClick an option to check your answer
Q. 228
একটি বিষাক্ত শ্বাসরোধকারী গ্যাসের নাম কী?
A
অক্সিজেনB
কার্বন মনোক্সাইডC
কার্বন ডাইঅক্সাইডD
নাইট্রোজেনClick an option to check your answer
Q. 229
অম্লবৃষ্টির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোনটি?
A
পোর্সেলিন দ্রব্যসামগ্রীB
কাচের তৈরি শিল্পদ্রব্যC
মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শনD
কাঠের তৈরি ঘরবাড়িClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding