Multiple Choice Questions
Previous Year Question Paper 2025
Practice Questions with Answers
Total 32 questions available
Q. 1
কোনো এক দম্পতির পর পর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ ?
A
100%B
0%C
50%D
75%Click an option to check your answer
Q. 2
নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট?
A
সিউডোমোনাসB
নাইট্রোসোমোনাসC
নাইট্রোব্যাক্টরD
রাইজোবিয়ামClick an option to check your answer
Q. 3
YyRR ও YYR : জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো-
A
2:1B
2:2C
1:4D
1:2Click an option to check your answer
Q. 4
ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কী ?
A
অত্যধিক হারে বংশবৃদ্ধিB
সীমিত বাসস্থানC
প্রাকৃতিক দুর্যোগD
প্রাকৃতিক নির্বাচনClick an option to check your answer
Q. 5
একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট এরূপ একটি জেনোটাইপের উদাহরণ হলো BBrr ।
A
সত্যB
মিথ্যাClick an option to check your answer
Q. 6
ইতর পরাগযোগ সম্পর্কিত নীচের কতগুলি বক্তব্য সঠিক ?
A
4B
2C
1D
3Click an option to check your answer
Q. 7
চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো-
A
কর্নিয়া, কোরয়েড, লেন্স, রেটিনাB
কর্নিয়া, অ্যাকুয়াস হিউমর, লেন্স, ভিট্রিয়াস হিউমরC
ক্লেরা, কোরয়েড, আইরিস, রেটিনাD
অ্যাকুয়াস হিউমর, আইরিস, ভিট্রিয়াস হিউমর, কোরয়েডClick an option to check your answer
Q. 8
নীচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম ?
A
গ্রাহক → স্নায়ুকেন্দ্র → অন্তর্বাহী স্নায়ু → বহির্বাহী স্নায়ু → কারকB
গ্রাহক → কারক → স্নায়ুকেন্দ্র → অন্তর্বাহী স্নায়ু → বহির্বাহী স্নায়ুC
গ্রাহক → বহির্বাহী স্নায়ু → কারক → স্নায়ুকেন্দ্র → অন্তর্বাহী স্নায়ুD
গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → বহির্বাহী স্নায়ু → কারকClick an option to check your answer
Q. 9
প্রাণীকোশের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে।
A
সত্যB
মিথ্যাClick an option to check your answer
Q. 10
মানবদেহে মোট _________ জোড়া করোটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান।
A
৩০B
৩৫C
৪৩D
৫৫Click an option to check your answer
Q. 11
বিপাকক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন।
A
মিথ্যাB
সত্যClick an option to check your answer
Q. 12
জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো
A
পচা পাতাB
কাগজC
ক্লোরিনযুক্ত কীটনাশকD
জীবজন্তুর মলমূত্রClick an option to check your answer
Q. 13
প্রদত্ত কোন্ জোড়াটি সমসংস্থ অঙ্গ নয় ?
A
মানুষের হাত ও ঘোড়ার অগ্রপদB
ঘোড়ার অগ্রপদ ও তিমির ফ্লিপারC
পাখির ডানা ও তিমির ফ্লিপারD
পাখির ডানা ও পতঙ্গের ডানাClick an option to check your answer
Q. 14
JFM এর মূল ভূমিকা কী ?
A
জীববৈচিত্র্য সংরক্ষণB
জলাশয় সংরক্ষণC
বনভূমি সংরক্ষণD
খাদ্য সংরক্ষণClick an option to check your answer
Q. 15
YYRR, yyRR, YYRr এবং YyRR জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন ?
A
yyRRB
YyRRC
YYRRD
YYRrClick an option to check your answer
Q. 16
নীচের কোন্ বাক্যটি সঠিক নয়?
A
অ্যাড্রেনালিন হার্দ-উৎপাদ হ্রাস করে।B
ইনসুলিন গ্লাইকোজেনেসিসের হার বাড়ায়।C
প্রোজেস্টেরন গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি, অমরার গঠন ও সন্তান প্রসব নিয়ন্ত্রণ করে।D
থাইরক্সিন দেহের বিপাক নিয়ন্ত্রণ করে।Click an option to check your answer
Q. 17
নীচের কোন্ ক্রসটিতে F₁ জনুতে লম্বা ও বেঁটে বৈশিষ্ট্যের অনুপাতটি হবে ?
A
Tt x ttB
TT × TtC
Tt × TtD
TT x ttClick an option to check your answer
Q. 18
বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নীচের কোন্ জোড়টি সঠিক?
A
বিশ্ব উন্নায়ন এবং জলবায়ুর পরিবর্তন — আরশোলাB
দূষণ — একশৃংগ গণ্ডারC
বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ — মৌরলা মাছD
চোরাশিকার — শকুনClick an option to check your answer
Q. 19
নীচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো : দ্বীপভূমির নিমজ্জন, লবণাম্বু উদ্ভিদ ধ্বংস, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, খাদ্য-খাদকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত।
A
লবণাম্বু উদ্ভিদ ধ্বংসB
দ্বীপভূমির নিমজ্জনC
খাদ্য-খাদকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাতD
সুন্দরবনের পরিবেশগত সমস্যাClick an option to check your answer
Q. 20
প্রাণীর ___________ শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়।
A
ভূমিকাB
ধোঁয়াC
মুলতানিD
লোমClick an option to check your answer
Q. 21
ইক্যুয়াসের অগ্রপদে চারটি ও পশ্চাত্পদে তিনটি আঙ্গুল উপস্থিত ছিল।
A
সত্যB
মিথ্যাClick an option to check your answer
Q. 22
বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কী হতে পারে ?
A
XXB
xᶜ⁺xᶜ/xᶜxᶜC
XYClick an option to check your answer
Q. 23
বিসদৃশ শব্দটি বেছে লেখো– হাইপোথ্যালামাস, পনস্, মেডালা, অবলংগাটা, সেরিবেলাম
A
পনস্B
মেডালাC
সেরিবেলামD
হাইপোথ্যালামাসClick an option to check your answer
Q. 24
সোয়ান কোশের কাজ কী ?
A
ক্রোমোজোমের বিভাজন সঠিকভাবে পরিচালনা করাB
লবণাক্ততা বৃদ্ধি করাC
মেডুলারী আবরন উৎপাদন করাD
ক্লোরোসিস সৃষ্টি করাClick an option to check your answer
Q. 25
দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়।
A
মিথ্যাB
সত্যClick an option to check your answer
Q. 26
কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় ?
A
খাদ্যের উৎস মৌচাক থেকে 100 মিটারের বেশি হলে ওয়াগল নৃত্য দেখা যায়।B
ওয়াগল নৃত্য ইংরেজি ‘8’ সংখ্যার ন্যায়।C
ওয়াগল নৃত্যটির অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে।D
ওয়াগল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে।Click an option to check your answer
Q. 27
ব্যক্তিজনি ___________ কে পুনরাবৃত্তি করে।
A
জাতিজনিB
জেনেটিকC
প্রজননD
নিউক্লিয়ারClick an option to check your answer
Q. 28
মিলার ও উরের পরীক্ষায় নীচের কোন্ বিক্রিয়কটি ব্যবহৃত হয় নি?
A
NH₃B
H₂SC
CH₄D
H₂Click an option to check your answer
Q. 29
রেডপান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হল ক্যাপটিভ ব্রিডিং।
A
মিথ্যাB
সত্যClick an option to check your answer
Q. 30
___________ বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।
A
সেন্ট্রোমিয়ারB
ক্রোমোজোমC
টেলোমিয়ারD
মাইক্রোটিউবিউলClick an option to check your answer
Q. 31
DNA তে নাইট্রোজেনযুক্ত ক্ষারক-যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক?
A
G ≡ CB
A – TC
G = CD
A ≡ TClick an option to check your answer
Q. 32
চোরাশিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হল প্রাণীর _____________।
A
মাংসB
প্রজননC
অঙ্গ / বিক্রিClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding