Q. 1
‘বাজে বায়ু আসি’ কবিতায় বাতাসকে কীভাবে দেখানো হয়েছে?
A
বিদ্রুপকারীB
ঠাণ্ডাC
স্নিগ্ধD
মৃদুClick an option to check your answer
Q. 2
‘দিবসরাত্রি নূতন যাত্রী’ দ্বারা কী বোঝানো হয়েছে?
A
নতুন ক্রেতা-বিক্রেতাB
পশুপাখিC
বিকালের বাজারD
সন্ধ্যার আয়োজনClick an option to check your answer
Q. 3
‘নূতন করিয়া বসা আর ভাঙা পুরোনো হাটের মেলা’ বলতে কী বোঝানো হয়েছে?
A
পুরোনো মেলা ভেঙে গেছেB
হাট বন্ধ হয়ে গেছেC
নতুন ও পুরোনো মানুষ আসা-যাওয়াD
নতুন দোকান খোলা হয়েছেClick an option to check your answer
Q. 4
হাট কীভাবে খোলা আছে?
A
মুক্ত আকাশের মাঝেB
মুক্ত বাতাসের মাঝেC
মুক্ত গাছের মাঝেClick an option to check your answer
Q. 5
ঘরে ফেরার বেলা সবাই কী করে?
A
গল্প করেB
ঘুরতে যায়C
কেউ কাঁদে বা গাঁটের কড়ি বাঁধেClick an option to check your answer
Q. 6
সন্ধ্যায় হাটে কেন প্রদীপ জ্বলে না?
A
জল নেইB
আলো লাগে নাC
মানুষ থাকে নাD
কেউ যত্ন নেয় নাClick an option to check your answer
Q. 7
‘বিকালবেলায় বিকায় হেলায়’ অংশের অর্থ কী?
A
বিকালে পণ্য বিক্রি হয়B
বিকেলে লোকজন আসেC
বিকালে দোকান খোলেD
বিকালে বাজার বন্ধ হয়Click an option to check your answer
Q. 8
‘মাল চেনাচিনি, দর জানাজানি’—এখানে কিসের কথা বলা হয়েছে?
A
খেলা ধুলাB
বাজার বন্ধC
পণ্যের দর-কষাকষিD
গান বাজানোClick an option to check your answer
Q. 9
দূরে দূরে গ্রামে কী হয়?
A
দীপ জ্বলে ওঠেB
বৃষ্টি হয়C
খুব ভিড় হয়Click an option to check your answer
Q. 10
হাট সাধারণত কতটি গ্রামের মাঝখানে বসে?
A
পাঁচটি গ্রামB
পনেরোটি গ্রামC
দশ-বারোটি গ্রামD
সাতটি গ্রামClick an option to check your answer
Q. 11
‘চিরকাল একই খেলা’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
A
জীবনচক্র অবিরত চলেB
বাজার বন্ধ হয়ে গেছেC
খেলা বন্ধ হয়ে গেছেD
হাট বন্ধ হয়ে গেছেClick an option to check your answer
Q. 12
_______ হাটে-রাত্রি নামিল একক কাকের ডাক।
A
বিজনB
নিরাশাC
নির্জনClick an option to check your answer
Q. 13
কোথায় কাকের ডাক শোনা যায়?
A
নির্জন হাটেB
নির্জন জঙ্গলেC
নির্জন বাড়িতেClick an option to check your answer
Q. 14
দিনের বেলায় হাটে চেনা-অচেনার ভিড়ে কীসের অন্ত
থাকে না?
A
ঘুরে বেড়ানোরB
খেলারC
কথারClick an option to check your answer
Q. 15
বিকালবেলায় হাট সারা হলে কী ঘটে?
A
সবাই খেলা করেB
যে যার ঘরে ফিরে যায়C
সবাই গল্প করেClick an option to check your answer
Q. 16
‘পসরা ছুটে এপারের ক্রেতা’ কথাটির অর্থ কী?
A
বিক্রেতারা দ্রুত পণ্য সাজায়B
দোকান বন্ধ করে চলে যায়C
বাজার বন্ধ থাকেD
ক্রেতারা দ্রুত কেনাকাটা করেClick an option to check your answer
Q. 17
‘একক কাকের ডাকে’ কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে?
A
সকালB
দুপুরC
রাতD
সন্ধ্যাClick an option to check your answer
Q. 18
‘হিসাব নাহি রে’ কথাটি কেন বলা হয়েছে?
A
কারণ পণ্য নেইB
কারণ ক্রেতা-বিক্রেতা বদলে যায়C
কারণ হাটে সমস্যা আছেD
কারণ বাজার বন্ধClick an option to check your answer
Q. 19
‘শত হাতে সহি পরখের ছল’ কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে?
A
দোকান সাজানোB
খেলার সময়C
পণ্য বিক্রয়D
অনেকের পরীক্ষা-নিরীক্ষাClick an option to check your answer
Q. 20
নির্জন হাটে রাত্রি নামিল / একক _______ ডাকে।
A
কাকেরB
বকেরC
শালিখেরClick an option to check your answer
Q. 21
সকালবেলার তাজা ফল বিকালবেলায় কীভাবে বিক্রি হয়?
A
কম দামে বিক্রি হয়B
বেশি দামে বিক্রি হয়C
অবহেলায় বিক্রি হয়Click an option to check your answer
Q. 22
কবিতায় ‘বকের পাখায় আলোক লুকায়’—এখানে ‘বক’ কী বোঝানো হয়েছে?
A
গাছB
হাওয়াC
নদীD
পাখিClick an option to check your answer
Q. 23
নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস / পার্শ্বে ______ শাখে।
A
পাকুড়B
অশ্বত্থC
বটClick an option to check your answer
Q. 24
হাটে কোন্ সময়ে ঝাঁট পড়ে না?
A
রাত্রিবেলায়B
সকালবেলায়C
দুপুরবেলায়Click an option to check your answer
Q. 25
______ সেথা জ্বলে না প্রদীপ।
A
সন্ধ্যায়B
দুপুরC
সকালClick an option to check your answer
Q. 26
ওপারের লোক পসরা নামালে এপারের লোক কী করে?
A
সেদিকে ছুটে যায়B
সবাই বসে থাকেC
ঘরে চলে যাইClick an option to check your answer
Q. 27
কবিতায় ‘কত না ছিন্ন চরণচিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে’—এটি কী বোঝায়?
A
নদীর ঢেউB
গাছপালাC
মানুষের চলাচলD
পশুপাখির পদচিহ্নClick an option to check your answer
Q. 28
দিবসেতে যেথা কত ______ চেনা অচেনার ভিড়ে।
A
কলগানB
কোলাহলC
কলরোলClick an option to check your answer
Q. 29
হাটের দোচালা কেমন বর্ণিত হয়েছে?
A
ঝকঝকেB
মুদিল নয়ানC
উজ্জ্বলD
ভাঙ্গাClick an option to check your answer
Q. 30
কানাকড়ি নিয়ে কত ______।
A
টানাটানিB
চেনাচেনিC
জানাজানিClick an option to check your answer
Q. 31
কবিতায় ‘কত কে আসিল, কত বা আসিছে’ অংশটি কী নির্দেশ করে?
A
দোকানের সংখ্যাB
ফলের প্রকারC
আগত মানুষের সংখ্যাD
পশুপাখির সংখ্যাClick an option to check your answer
Q. 32
বকের পাখায় _______ লুকায় ছাড়িয়া পুবের মাঠ।
A
সূর্যB
আলোকC
দিবসClick an option to check your answer
Q. 33
হাটে বিক্রেতারা কখন খালি হাতে ফিরে যায়?
A
সন্ধ্যায়B
হানাহানি হলেC
যখন লাভ হয়D
সবসময়Click an option to check your answer
Q. 34
খোলা আছে হাট _______ বাতাসে।
A
বহুB
মুক্তC
জীর্ণClick an option to check your answer
Q. 35
দিনব্যাপী হাটে কী ধরনের পরিবেশ থাকে?
A
কোলাহলপূর্ণB
আধাসুন্যC
শান্তD
নির্জনClick an option to check your answer
Q. 36
‘খোলা আছে হাট মুক্ত বাতাসে’ অংশে কী বোঝানো হয়েছে?
A
হাটে বাধা নেইB
হাটে বাতাস প্রবাহিত হয় নাC
হাট বন্ধ হয়ে গেছেD
হাট সবসময় খোলা থাকেClick an option to check your answer
Q. 37
‘শিশির-বিমল প্রভাতের ফল’ বলতে কবি কী বুঝিয়েছেন?
A
সন্ধ্যার ছায়াB
সকালের পরিষ্কার আবহাওয়াC
ভোরের ঠাণ্ডাD
বিকালের আলোClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding