Multiple Choice Questions
মানুষের শরীর
Practice Questions with Answers
Total 60 questions available
Q. 1
মানব হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠে পেশির প্রাচীর সবচেয়ে পুরু?
A
বাম অলিন্দB
বাম নিলয়C
ডান অলিন্দD
ডান নিলয়Click an option to check your answer
Q. 2
১ ফুট সমান কত মিটার?
A
১.০৪২ মিটারB
০.৫১২ মিটারC
০.৩০৪৮ মিটারD
০.৯৯১ মিটারClick an option to check your answer
Q. 3
অচল অস্থিসন্ধি কোথায় দেখা যায়?
A
দাঁত ও করোটির সন্ধিতেB
কাঁধের সন্ধিতেC
হাঁটুর সন্ধিতেD
আঙুলেClick an option to check your answer
Q. 4
শ্লেষ্মা বা কফ কোথায় দেখা যায়?
A
মস্তিষ্কেB
ফুসফুসেC
নাক ও গলায়D
পাকস্থলীতেClick an option to check your answer
Q. 5
পৃথিবীর বাতাসের পাঁচ ভাগের এক ভাগ কোন গ্যাস?
A
হাইড্রোজেনB
কার্বন ডাই-অক্সাইডC
নাইট্রোজেনD
অক্সিজেনClick an option to check your answer
Q. 6
শরীরের ওপরের অংশ থেকে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে —
A
ধমনিB
ঊর্ধ্ব মহাশিরাC
নিম্ন মহাশিরাD
শিরাClick an option to check your answer
Q. 7
রক্তের জীবাণুনাশক উপাদান কোনটি?
A
শ্বেত রক্তকণিকাB
লোহিত কণিকাC
প্লেটলেটD
রক্তজালকClick an option to check your answer
Q. 8
মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থিসন্ধি থাকে তা কী?
A
স্যাডলB
বল ও সকেটC
ঘূর্ণন সন্ধিD
হিঞ্জClick an option to check your answer
Q. 9
মানুষের মাথার করোটিতে মোট কতটি অস্থি থাকে?
A
১৮টিB
২৪টিC
১২টিD
২২টিClick an option to check your answer
Q. 10
মানব হৃদপিণ্ডের সবচেয়ে বড়ো প্রকোষ্ঠ কোনটি?
A
বাম অলিন্দB
ডান নিলয়C
ডান অলিন্দD
বাম নিলয়Click an option to check your answer
Q. 11
হৃদপিণ্ডের ওপরের ডানদিকের কুঠুরির নাম কী?
A
বাম অলিন্দB
ডান অলিন্দC
বাম নিলয়D
ডান নিলয়Click an option to check your answer
Q. 12
রক্তের সবচেয়ে বড় উপাদান কোনটি?
A
প্লাজমাB
শ্বেত কণিকাC
প্লেটলেটD
লোহিত কণিকাClick an option to check your answer
Q. 13
অণুচক্রিকার কাজ কী?
A
রক্ত জমাট বাঁধায় সাহায্য করাB
রোগ প্রতিরোধC
হরমোন তৈরিD
রক্ত বহনClick an option to check your answer
Q. 14
অতিরিক্ত কাশি থাকলে শরীরের কোন অঙ্গে সমস্যা থাকতে পারে?
A
হৃদপিণ্ডB
ফুসফুসC
পাকস্থলীD
যকৃতClick an option to check your answer
Q. 15
রক্ত জমাট বাঁধাতে সাহায্যকারী প্রোটিন কোনটি?
A
ইনসুলিনB
অ্যাড্রেনালিনC
গ্লুকোজD
প্রোথ্রম্বিনClick an option to check your answer
Q. 16
ঐচ্ছিক পেশি কোনটি?
A
হৃদপেশিB
কঙ্কাল পেশিC
মসৃণ পেশিD
অন্তঃপ্রবাহী পেশিClick an option to check your answer
Q. 17
ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে রক্তপ্রবাহ নিয়ন্ত্রণ করে কোন কপাটিক?
A
চতুষ্পত্র কপাটিকB
ত্রিপত্র কপাটিকC
একপত্র কপাটিকD
দ্বিপত্র কপাটিকClick an option to check your answer
Q. 18
পেশিকে হাড়ের সঙ্গে সংযুক্ত করে কোনটি?
A
টেনডনB
লিগামেন্টC
শিরাD
অস্থিClick an option to check your answer
Q. 19
বুকের খাঁচা ফুলে গেলে কী ঘটে?
A
নিঃশ্বাসB
প্রশ্বাসC
জ্বরD
হেঁচকিClick an option to check your answer
Q. 20
দেহভর সূচক ১৬ থেকে ১৮.৫ হলে কী বলা হয়?
A
কম ওজন বিশিষ্টB
স্থূলC
অতিরিক্ত ওজনD
স্বাভাবিকClick an option to check your answer
Q. 21
পাকস্থলীর পেশির ধরন কী?
A
হৃৎপেশিB
ঐচ্ছিক পেশিC
কঙ্কাল পেশিD
আন্তরযন্ত্রীয় পেশিClick an option to check your answer
Q. 22
বাতাস থেকে অক্সিজেন টেনে নেয় কোন অঙ্গ?
A
যকৃতB
হৃদপিণ্ডC
পাকস্থলীD
ফুসফুসClick an option to check your answer
Q. 23
বায়ুথলির গায়ে কী থাকে?
A
স্নায়ুB
রক্তজালকC
লোহিত কণিকাD
পেশিClick an option to check your answer
Q. 24
শ্বাসকার্যে সাহায্যকারী পেশিটি কোনটি?
A
মধ্যচ্ছদাB
কঙ্কালপেশিC
হৃৎপেশিD
অস্থিপেশিClick an option to check your answer
Q. 25
শ্বাসরঞ্জকে উপস্থিত খনিজ পদার্থ কোনটি?
A
লোহাB
ক্যালসিয়ামC
সোডিয়ামD
দস্তাClick an option to check your answer
Q. 26
হৃৎপিণ্ডের সবচেয়ে বড় প্রকোষ্ঠ কোনটি?
A
ডান নিলয়B
বাম নিলয়C
বাম অলিন্দD
ডান অলিন্দClick an option to check your answer
Q. 27
হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত কোন পথে যায়?
A
শিরাB
নাড়িC
ধমনিD
ফুসফুসClick an option to check your answer
Q. 28
হৃদপিণ্ডের গতি বেড়ে গেলে কী হয়?
A
রক্তচাপ কমে যায়B
রক্তচাপ বাড়েC
হিমোগ্লোবিন বাড়েD
রক্ত কমে যায়Click an option to check your answer
Q. 29
মধ্যচ্ছদা কোথায় অবস্থান করে?
A
হৃৎপিণ্ডের পাশেB
পাকস্থলীর ওপরেC
ফুসফুসের নীচেD
ফুসফুসের পাশেClick an option to check your answer
Q. 30
লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
A
১২০ দিনB
৩০ দিনC
১৮০ দিনD
৬০ দিনClick an option to check your answer
Q. 31
মানব হৃদপিণ্ড প্রতি মিনিটে গড়ে কতবার স্পন্দিত হয়?
A
৯০–৯৫ বারB
১০০–১১০ বারC
৭০–৮০ বারD
৪০–৫০ বারClick an option to check your answer
Q. 32
মানুষের হৃৎপিণ্ডে মোট কতটি প্রকোষ্ঠ থাকে?
A
৪ টিB
২ টিC
৫ টিD
৩ টিClick an option to check your answer
Q. 33
শ্বাসনালী দুভাগে ভাগ হয়ে কী তৈরি করে?
A
শিরাB
ক্লোমশাখাC
ধমনিD
ব্রঙ্কিওলClick an option to check your answer
Q. 34
সবশেষের সূক্ষ্ম শ্বাসনালিকাকে কী বলা হয়?
A
ব্রঙ্কিওলB
ট্র্যাকিয়াC
ব্রঙ্কাসD
ফুসফণুClick an option to check your answer
Q. 35
ডান ফুসফুসে কতটি খণ্ড থাকে?
A
৪টিB
৩টিC
৫টিD
২টিClick an option to check your answer
Q. 36
লিম্ফোসাইট কী তৈরি করে?
A
হরমোনB
অ্যান্টিবডিC
এনজাইমD
প্লাজমাClick an option to check your answer
Q. 37
অস্থিসন্ধির ভেতরে কী ধরনের পদার্থ থাকে?
A
হাড়B
রক্তC
বাতাসD
তরলClick an option to check your answer
Q. 38
হিঞ্জ সন্ধি কোথায় দেখা যায়?
A
গোড়ালিতেB
কনুইতেC
আঙুলেD
ঘাড়েClick an option to check your answer
Q. 39
বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়?
A
কনুইতেB
আঙুলেC
কোমরেD
হাঁটুতেClick an option to check your answer
Q. 40
শরীরের ওপরের অংশ থেকে অবিশুদ্ধ রক্ত যে রক্তবাহের মাধ্যমে হৃদপিণ্ডে প্রবেশ করে, তার নাম কী?
A
ঊর্ধ্ব মহাশিরাB
নিম্ন মহাশিরাC
ধমনিD
শিরাClick an option to check your answer
Q. 41
পাকরসে কোন পদার্থ জীবাণুনাশক হিসেবে কাজ করে?
A
GlucoseB
NaClC
O₂D
HClClick an option to check your answer
Q. 42
শিরা ও ধমনির মাঝে কী থাকে?
A
রক্তজালকB
ফুসফুসC
টেনডনD
হৃৎপিণ্ডClick an option to check your answer
Q. 43
বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়?
A
কোমরেB
কবজিতেC
কনুইতেD
হাঁটুতেClick an option to check your answer
Q. 44
স্যাডল সন্ধি কোথায় দেখা যায়?
A
কনুইতেB
বুড়ো আঙুলেC
হাঁটুতেD
কাঁধেClick an option to check your answer
Q. 45
অস্থি দেহের কী কাজে সাহায্য করে?
A
অক্সিজেন পরিবহনB
রক্তচলাচলC
কাঠামো গঠন ও ভার বহনD
হজমClick an option to check your answer
Q. 46
দরজার কবজার মতো যে অস্থিসন্ধি তা কী নামে পরিচিত?
A
বল ও সকেটB
জয়েন্ট ডিস্কC
স্যাডলD
হিঞ্জClick an option to check your answer
Q. 47
বাম ফুসফুসে কতটি খণ্ড থাকে?
A
৩টিB
৫টিC
৪টিD
২টিClick an option to check your answer
Q. 48
রক্তের ‘পাম্পিং স্টেশন’ বলা হয় কাকে?
A
যকৃতB
ফুসফুসC
হৃৎপিণ্ডD
পাকস্থলীClick an option to check your answer
Q. 49
পাঁজরের অস্থি ও স্টারনামের সন্ধি কেমন ধরনের?
A
হিঞ্জB
সম্পূর্ণ সচলC
সম্পূর্ণ অচলD
আংশিক সচলClick an option to check your answer
Q. 50
হিমোগ্লোবিন মানুষের রক্তের কোন উপাদানে থাকে?
A
শ্বেত কণিকাB
লোহিত রক্তকণিকাC
রক্তজালকD
প্লাজমাClick an option to check your answer
Q. 51
মানবদেহে স্টারনামের সংখ্যা কতটি?
A
১টিB
২টিC
৩টিD
৫টিClick an option to check your answer
Q. 52
শরীরের নিচের অংশ থেকে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডে আনে —
A
ধমনিB
ঊর্ধ্ব মহাশিরাC
শিরাD
নিম্ন মহাশিরাClick an option to check your answer
Q. 53
মস্তিষ্ক থেকে নির্দেশ যে পথে মাংসপেশিতে পৌঁছায়, তার নাম কী?
A
শিরাB
স্নায়ুC
ধমনিD
হাড়Click an option to check your answer
Q. 54
অস্থি কী ধরনের কলা?
A
রেচন কলাB
সংযোজক কলাC
আবরণী কলাD
স্নায়ু কলাClick an option to check your answer
Q. 55
প্রতি ফুসফুসে প্রায় কতটি বায়ুথলি থাকে?
A
২০ কোটিB
৫ কোটিC
১০ কোটিD
১ কোটিClick an option to check your answer
Q. 56
ঐচ্ছিক পেশিকে আর কী বলা হয়?
A
অন্তঃপ্রবাহী পেশিB
হজম পেশিC
হৃদপেশিD
অস্থিপেশিClick an option to check your answer
Q. 57
নখ ভেঙে যাওয়া ও নিচে সাদা দাগ হওয়ার কারণ কী?
A
জলের অভাবB
দুধের অভাবC
ক্যালসিয়ামের অভাবD
ফ্লুওরাইডের বিষক্রিয়াClick an option to check your answer
Q. 58
শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কী?
A
রক্ত জমাট বাঁধাB
জীবাণু ধ্বংস করাC
অক্সিজেন পরিবহনD
হরমোন তৈরিClick an option to check your answer
Q. 59
কোন গ্যাসকে প্রাণবায়ু বলা হয়?
A
হাইড্রোজেনB
কার্বন ডাই-অক্সাইডC
অক্সিজেনD
নাইট্রোজেনClick an option to check your answer
Q. 60
পূর্ণবয়স্ক মানুষের শরীরে মোট কতটি অস্থি থাকে?
A
২০২ টিB
২০৬ টিC
২০৮ টিD
২০৪ টিClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding