Multiple Choice Questions
শিলা ও খনিজ পদার্থ
Practice Questions with Answers
Total 39 questions available
Q. 1
কয়লার প্রধান ব্যবহার কী কাজে হয়?
A
রান্নায়B
বিদ্যুৎ উৎপাদনেC
গাড়ি তৈরিতেD
রাস্তা নির্মাণেClick an option to check your answer
Q. 2
এল.পি.জি.-এর পুরো রূপ কী?
A
লাইন প্রেসার গ্যাসB
লিকুইড পিউরিফায়ার গ্যাসC
লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাসD
লাইট পেট্রোল গ্যাসClick an option to check your answer
Q. 3
কোন শিলায় ছিদ্র দেখা যায়?
A
চুনাপাথরB
পিউমিসC
গ্রানাইটD
শেলClick an option to check your answer
Q. 4
পৃথিবীর ওপরের পৃষ্ঠের বেশিরভাগ অংশ গঠিত হয়েছে কোন শিলা দিয়ে?
A
আগ্নেয় ও পরিবর্তিতB
পাললিক ও গ্রানাইটC
পাললিক ও আগ্নেয়D
পাললিক ও রূপান্তরিতClick an option to check your answer
Q. 5
CNG-এর পুরো নাম কী?
A
কার্বন নিউ গ্যাসB
কমপ্রেসড ন্যাচারাল গ্যাসC
ক্লিন ন্যাচারাল গ্যাসD
কনসেন্ট্রেটেড নিউ গ্যাসClick an option to check your answer
Q. 6
তরল সোনা নামে পরিচিত পদার্থ কোনটি?
A
সোনাB
মিথেনC
পেট্রোলিয়ামD
বিউটেনClick an option to check your answer
Q. 7
গ্রানাইট কী ধরনের শিলা?
A
রূপান্তরিত পাললিক শিলাB
আগ্নেয় শিলাC
পাললিক শিলাD
পরিবর্তিত শিলাClick an option to check your answer
Q. 8
আকরিক থেকে ধাতু নিষ্কাশন কী ধরনের পরিবর্তন?
A
ভৌত পরিবর্তনB
জৈব পরিবর্তনC
জলীয় পরিবর্তনD
রাসায়নিক পরিবর্তনClick an option to check your answer
Q. 9
কাঁসা ও পিতল কী ধরনের ধাতু?
A
খনিজ ধাতুB
মিশ্র ধাতুC
পাললিক ধাতুD
বিশুদ্ধ ধাতুClick an option to check your answer
Q. 10
রান্নার বাসনপত্র নির্মাণে কোন ধাতু বেশি ব্যবহৃত হয়?
A
লোহাB
অ্যালুমিনিয়ামC
সোনাD
দস্তাClick an option to check your answer
Q. 11
কয়লার প্রধান উপাদান কী?
A
মিথেনB
কার্বনC
নাইট্রোজেনD
হাইড্রোজেনClick an option to check your answer
Q. 12
মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি কোনটি?
A
পেট্রোলB
প্রাকৃতিক গ্যাসC
খনিজ তেলD
কয়লাClick an option to check your answer
Q. 13
মুদ্রা তৈরির জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
A
রুপোB
দস্তাC
সোনাD
তামাClick an option to check your answer
Q. 14
প্রকৃতিতে মৌল অবস্থায় পাওয়া একটি ধাতু কোনটি?
A
লোহাB
তামাC
সোনাD
দস্তাClick an option to check your answer
Q. 15
তামা ও টিন মিশে যে সংকর ধাতু তৈরি হয় তা কী?
A
অ্যালয় স্টিলB
তামা দস্তাC
ব্রোঞ্জD
পিতলClick an option to check your answer
Q. 16
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
A
মিথেনB
কার্বন ডাইঅক্সাইডC
বিউটেনD
প্রোপেনClick an option to check your answer
Q. 17
গ্রানাইট পরিবর্তিত হয়ে কোন শিলা তৈরি হয়?
A
নিসB
মার্বেলC
স্লেটD
শেলClick an option to check your answer
Q. 18
পাললিক শিলা কীভাবে গঠিত হয়?
A
সাগরের নোনাজল জমেB
লাভা ঠান্ডা হয়েC
তাপ ও চাপ ছাড়াইD
পলি জমাট বেঁধেClick an option to check your answer
Q. 19
কোন শিলায় জীবাশ্ম বেশি দেখা যায়?
A
পাললিক শিলাB
পরিবর্তিত শিলাC
আগ্নেয় শিলাD
গ্রানাইটClick an option to check your answer
Q. 20
আর্দ্র বায়ুতে তামার বর্ণ কী হয়ে যায়?
A
হলুদB
লালC
সবুজD
কালোClick an option to check your answer
Q. 21
জীবের দেহাবশেষ থেকে কোন জ্বালানি তৈরি হয়?
A
বায়োগ্যাসB
প্রাকৃতিক গ্যাসC
কয়লাD
পেট্রোলিয়ামClick an option to check your answer
Q. 22
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
A
মিথেনB
কার্বন ডাইঅক্সাইডC
প্রোপেনD
বিউটেনClick an option to check your answer
Q. 23
লোহার প্রধান আকরিকের নাম কী?
A
হেমাটাইটB
গ্যালেনাC
বক্সাইটD
ক্যালসাইটClick an option to check your answer
Q. 24
খনিজ তেল সাধারণত কোন শিলায় সঞ্চিত থাকে?
A
শেলB
বেলেপাথরC
নিসD
মার্বেলClick an option to check your answer
Q. 25
রান্নার গ্যাস এল.পি.জি.-তে প্রধানত কী থাকে?
A
মিথেনB
বিউটেনC
তরল প্রোপেনD
কার্বন ডাই-অক্সাইডClick an option to check your answer
Q. 26
শিলা গঠনকারী প্রধান উপাদান কী?
A
বালিB
জলC
খনিজD
গ্যাসClick an option to check your answer
Q. 27
মরিচার রং কী রকম?
A
হলুদB
লালচেC
সবুজD
কালোClick an option to check your answer
Q. 28
নিচের কোন জ্বালানি সবচেয়ে কম দূষণ ঘটায়?
A
কাঠB
প্রাকৃতিক গ্যাসC
খনিজ তেলD
কয়লাClick an option to check your answer
Q. 29
কালো হিরে নামে পরিচিত জ্বালানি কোনটি?
A
গ্রাফাইটB
কয়লাC
পেট্রোলিয়ামD
গ্যাসClick an option to check your answer
Q. 30
কাঁসা ও পিতল কোন কোন ধাতুর সংমিশ্রণে গঠিত হয়?
A
তামা ও সোনাB
লোহা ও দস্তাC
তামা ও টিন / দস্তাD
দস্তা ও টিনClick an option to check your answer
Q. 31
পৃথিবীর গভীরে পাথর কী অবস্থায় থাকে?
A
বাষ্পীয় অবস্থায়B
কঠিন অবস্থায়C
তরল অবস্থায়D
গ্যাসীয় অবস্থায়Click an option to check your answer
Q. 32
নীস্ শিলা কোন শিলা রূপান্তরিত হয়ে গঠিত হয়?
A
গ্রানাইটB
শেলC
চুনাপাথরD
মার্বেলClick an option to check your answer
Q. 33
জীবাশ্ম জ্বালানি পোড়ালে কোন গ্যাস বেশি উৎপন্ন হয়?
A
নাইট্রোজেনB
অক্সিজেনC
কার্বন ডাইঅক্সাইডD
কার্বন মনোঅক্সাইডClick an option to check your answer
Q. 34
পিতল কী ধাতুর সংমিশ্রণে তৈরি হয়?
A
লোহা + দস্তাB
অ্যালুমিনিয়াম + দস্তাC
তামা + টিনD
তামা + দস্তাClick an option to check your answer
Q. 35
অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কোনটি?
A
হেমাটাইটB
ক্যালসাইটC
পাইটাইটD
বক্সাইটClick an option to check your answer
Q. 36
জীবাশ্ম জ্বালানির একটি উদাহরণ কী?
A
চুনাপাথরB
স্লেটC
বালুD
কয়লাClick an option to check your answer
Q. 37
জীবাশ্মের আর একটি নাম কী?
A
ফসিলB
ম্যাগমাC
লাভাD
মিনারালClick an option to check your answer
Q. 38
পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি কোনটি?
A
গ্যাসB
কয়লাC
কাঠD
খনিজ তেলClick an option to check your answer
Q. 39
গ্রানাইট কী ধরনের শিলা?
A
পরিবর্তিত শিলাB
আগ্নেয় শিলাC
পাললিক শিলাD
জৈব শিলাClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding