Multiple Choice Questions
তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি
Practice Questions with Answers
Total 25 questions available
Q. 1
SI পদ্ধতিতে চাপের একক কী?
A
জুলB
পাস্কালC
কেলভিনD
নিউটনClick an option to check your answer
Q. 2
গ্যাস বা তরলের গতিশীলতা সম্পর্কে সূত্র প্রদান করেন কোন বিজ্ঞানী?
A
ওমB
বারনৌলিC
আইনস্টাইনD
নিউটনClick an option to check your answer
Q. 3
ঘাতের SI একক কী?
A
ডাইনB
ওয়াটC
জুলD
নিউটনClick an option to check your answer
Q. 4
বারনৌলির নীতি প্রয়োগ করা হয় কোন যন্ত্রে?
A
থার্মোমিটারB
ব্যারোমিটারC
স্প্রেয়ার/অ্যাটোমাইজারD
পাম্পClick an option to check your answer
Q. 5
তরল বা গ্যাসের প্রবাহের অভিমুখ কী নিয়ন্ত্রণ করে?
A
আয়তনB
তাপমাত্রাC
ঘনত্বD
চাপের পার্থক্যClick an option to check your answer
Q. 6
বলের প্রভাবকে কোন ভৌত রাশি দ্বারা পরিমাপ করা হয়?
A
ত্বরণB
বেগC
চাপD
ঘাতClick an option to check your answer
Q. 7
বাঁধের নিচের অংশ চওড়া করা হয় কেন?
A
নিচে চাপ বেশিB
আকারের ভারসাম্যC
নিচে চাপ কমD
উপরে চাপ বেশিClick an option to check your answer
Q. 8
দুটি কাগজের মাঝে জোরে ফুঁ দিলে কাগজ দুটি কী করে?
A
জোড়া লেগে যায়B
জ্বলে যায়C
দূরে সরে যায়D
ওপরে উঠে যায়Click an option to check your answer
Q. 9
একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কী বলা হয়?
A
বলB
ঘাতC
শক্তিD
চাপClick an option to check your answer
Q. 10
বল অপরিবর্তিত থাকলে চাপ ও ক্ষেত্রফলের সম্পর্ক কী?
A
পরিবর্তনশীলB
সমানুপাতিকC
কোন সম্পর্ক নেইD
ব্যস্তানুপাতিকClick an option to check your answer
Q. 11
কোথায় বায়ুচাপ সবচেয়ে বেশি হয়?
A
সমুদ্রপৃষ্ঠেB
পাহাড়ের চূড়ায়C
মরুভূমিতেD
আকাশেClick an option to check your answer
Q. 12
পতাকায় হাওয়া লাগলে ঢেউ খেলা কোন নীতির উদাহরণ?
A
শব্দ নীতিB
চাপ নীতিC
নিউটনের সূত্রD
বারনৌলির নীতিClick an option to check your answer
Q. 13
জলের গভীরতা বাড়লে চাপের পরিমাণ কী হয়?
A
অপরিবর্তিত থাকেB
সবদিকে কমে যায়C
সবদিকে বাড়েD
কমে যায়Click an option to check your answer
Q. 14
তরলের পার্শ্বচাপ কিসের ওপর নির্ভর করে?
A
সময়B
গভীরতাC
আকারD
তাপমাত্রাClick an option to check your answer
Q. 15
জলের গভীরতা বাড়লে চাপ কী হয়?
A
কমে যায়B
বেড়ে যায়C
অপরিবর্তিত থাকেD
অদৃশ্য হয়Click an option to check your answer
Q. 16
বিজ্ঞানের ভাষায় গতিশীল তরল বা গ্যাসকে কী বলা হয়?
A
শক্তিবাহB
প্রবাহকC
প্রবাহীD
চাপবাহClick an option to check your answer
Q. 17
পার্শ্বচাপের প্রভাবে কী ঘটে?
A
জল দেয়াল ছিদ্র দিয়ে বের হয়B
জল পাত্রে ঘূর্ণি তোলেC
জল উপরে উঠে যায়D
জল জমে যায়Click an option to check your answer
Q. 18
কিলোপাস্কাল কী ধরনের একক?
A
শক্তিরB
তাপমাত্রারC
দৈর্ঘ্যেরD
চাপেরClick an option to check your answer
Q. 19
তরলের চাপ কোন বিষয়ের উপর নির্ভর করে?
A
বলB
গভীরতাC
তাপমাত্রাD
আয়তনClick an option to check your answer
Q. 20
গ্যাস বা তরল বেশি বেগে চললে সেখানে কী হয়?
A
চাপ কমে যায়B
কিছু হয় নাC
চাপ সমান থাকেD
চাপ বাড়েClick an option to check your answer
Q. 21
একটি পাঁচতলা বাড়ির পঞ্চম তলে কল থেকে জল কেমন পড়ে?
A
ধীরেB
দ্রুতC
একই রকমD
বেশি চাপ দিয়েClick an option to check your answer
Q. 22
১ কিলোপাস্কাল সমান কত পাস্কাল?
A
১০০০০ পাস্কালB
১০০০ পাস্কালC
১০০ পাস্কালD
১ পাস্কালClick an option to check your answer
Q. 23
সমান বল প্রয়োগে কোন বস্তুতে চাপ কম হবে?
A
একই রকম থাকবেB
বেশি ক্ষেত্রফলযুক্ত বস্তুতেC
ঘনত্ব বেশি হলেD
কম ক্ষেত্রফলযুক্ত বস্তুতেClick an option to check your answer
Q. 24
বায়ু যে সর্বমুখী চাপ দেয় তা কে প্রমাণ করেন?
A
গ্যালিলিওB
আর্কিমিডিসC
অটো ভন গেরিকD
নিউটনClick an option to check your answer
Q. 25
বায়ুর চাপ মাপার যন্ত্র কোনটি?
A
থার্মোমিটারB
স্পিডোমিটারC
গ্যালভানোমিটারD
ব্যারোমিটারClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding