Multiple Choice Questions
প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চার নানাদিক
Practice Questions with Answers
Total 60 questions available
Q. 1
মৌর্য আমলের বিখ্যাত রাজনীতিবিষয়ক গ্রন্থ কোনটি?
A
নীতিশাস্ত্রB
চন্দ্রনীতিC
কৌটিল্যীয় অর্থশাস্ত্রD
অষ্টাধ্যায়ীClick an option to check your answer
Q. 2
পুরাণ' শব্দের অর্থ কী?
A
কল্পনাB
পুরোনোC
ইতিহাসD
ধর্মগ্রন্থClick an option to check your answer
Q. 3
দেওঘরের দশাবতার মন্দির কোন যুগে নির্মিত হয়?
A
চোল যুগB
মোর্য যুগC
গুপ্ত যুগD
পাল যুগClick an option to check your answer
Q. 4
গন্ধার শিল্পে কোন সভ্যতার প্রভাব লক্ষ্য করা যায়?
A
রোমান ও চীনাB
গ্রিক ও রোমানC
ভারতীয় ও চিনাD
ভারতীয় ও আরবClick an option to check your answer
Q. 5
জৈনরা গণিত বিদ্যাকে কী নামে ডাকত?
A
সংখ্যায়নB
গণনাC
অঙ্কশাস্ত্রD
পরিমাপClick an option to check your answer
Q. 6
বৌদ্ধদের আবাসিক শিক্ষাকেন্দ্র কী নামে পরিচিত ছিল?
A
বিদ্যালয়B
আশ্রমC
বিহারD
পাঠশালাClick an option to check your answer
Q. 7
মৃচ্ছকটিকম' শব্দের অর্থ কী?
A
মাটির ছোট গাড়িB
যুদ্ধের গল্পC
ছোট কাব্যD
দুঃখের কাহিনিClick an option to check your answer
Q. 8
মহাভারতের আদি নাম কী ছিল?
A
ধর্মকাব্যB
জয়কাব্যC
ভারতকথাD
মহাকাব্যClick an option to check your answer
Q. 9
বৈদিক যুগে যেসব শিক্ষক বিনামূল্যে পাঠদান করতেন, তাঁদের কী বলা হত?
A
ব্রাহ্মণB
উপাধ্যায়C
অধ্যাপকD
আচার্যClick an option to check your answer
Q. 10
মৃচ্ছকটিকম'-এর দুটি প্রধান চরিত্র কারা?
A
রোহসেন ও বসন্তসেনাB
অর্জুন ও দ্রৌপদীC
কুমার ও সুমতিD
রাম ও সীতাClick an option to check your answer
Q. 11
পাণিনির লেখা ব্যাকরণের নাম কী?
A
ভাষাভাষাB
রূপমালাC
অষ্টাধ্যায়ীD
ব্যাকরণসূত্রClick an option to check your answer
Q. 12
চিকিৎসাশাস্ত্রে প্রায় ৭০০ ঔষধি গাছের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
A
অষ্টাধ্যায়ীB
চরক সংহিতাC
পঞ্চতন্ত্রD
শুশ্রুত সংহিতাClick an option to check your answer
Q. 13
চন্দ্রকেতুগড় প্রত্নস্থলটি কোথায় অবস্থিত?
A
হুগলিB
দক্ষিণ ২৪ পরগনাC
উত্তর ২৪ পরগনাD
মেদিনীপুরClick an option to check your answer
Q. 14
বিশাখদত্তের রচিত দুটি নাটকের নাম কী?
A
কুমারসম্ভব ও ঋতুসংহারB
অভিজ্ঞান ও মেঘদূতC
মুদ্রারাক্ষস ও দেবীচন্দ্রগুপ্তমD
রঘুবংশ ও শাকুন্তলমClick an option to check your answer
Q. 15
বুদ্ধচরিত' কাব্যের রচয়িতা কে?
A
ভাসB
কালিদাসC
পাণিনিD
অশ্বঘোষClick an option to check your answer
Q. 16
একজন নারী উপাধ্যায়কে কী বলা হত?
A
উপাধ্যায়ীB
গুরুC
শিক্ষিকাD
উপাধ্যায়াClick an option to check your answer
Q. 17
মোগলমারি বৌদ্ধবিহার আবিষ্কার করেন কে?
A
ড. অমিত রায়B
ড. সুভাষ মিত্রC
ড. রমেশ ঘোষD
ড. অশোক দত্তClick an option to check your answer
Q. 18
রাজা বিম্বিসারের রাজবৈদ্য কে ছিলেন?
A
জীবকB
চরকC
নাগার্জুনD
শুশ্রুতClick an option to check your answer
Q. 19
গুপ্ত যুগের পরে যে শিক্ষাআরম্ভ অনুষ্ঠান প্রচলিত হয়, তার নাম কী?
A
উপনয়নB
দীক্ষাC
শিক্ষাD
বিদ্যারম্ভClick an option to check your answer
Q. 20
প্রাচীন ভারতের সাধারণ মানুষের মুখের ভাষা ছিল—
A
পালি ও প্রাকৃতB
সংস্কৃত ও ছান্দস্C
পালি ও অর্ঘ্যD
সংস্কৃত ও তামিলClick an option to check your answer
Q. 21
বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কিসের উপর ভিত্তি করে ছিল?
A
রাজকীয় নিয়ন্ত্রণB
স্কুল ব্যবস্থাC
পাঠ্যপুস্তকD
গুরু-শিষ্য সম্পর্কClick an option to check your answer
Q. 22
বিজ্ঞান' কথার অর্থ কী?
A
আবিষ্কার করাB
বিশেষভাবে জ্ঞানার্জন করাC
পরীক্ষা করাD
প্রয়োগ করাClick an option to check your answer
Q. 23
কালিদাসের দুটি বিখ্যাত কাব্যের নাম কী?
A
কুমারসম্ভব ও গীতগোবিন্দB
অষ্টাধ্যায়ী ও রঘুবংশC
মেঘদূত ও কুমারসম্ভবD
শাকুন্তলম ও চরকসংহিতাClick an option to check your answer
Q. 24
সংস্কৃত ভাষার ধর্মশাস্ত্রগুলির প্রধান বিষয় কী ছিল?
A
ধর্মীয় আচারB
ইতিহাসC
জাতি ও বর্ণব্যবস্থার ব্যাখ্যাD
পুরাণ কাহিনিClick an option to check your answer
Q. 25
ঋকবেদের ভাষাকে কী বলা হয়?
A
প্রাকৃতB
সংস্কৃতC
পালিD
ছান্দস্Click an option to check your answer
Q. 26
পল্লব আমলে কোথায় রথমন্দির নির্মিত হয়েছিল?
A
তামিলক্কমB
কांचीC
মহাবলীপুরমD
অজন্তাClick an option to check your answer
Q. 27
পঞ্চতন্ত্র' গল্পগ্রন্থের রচয়িতা কে?
A
চরকB
শীলভদ্রC
বিষ্ণুশর্মাD
পাণিনিClick an option to check your answer
Q. 28
উপবেদ' নামে পরিচিত কোন শাস্ত্র?
A
চিকিৎসাশাস্ত্রB
গণিতC
দর্শনD
সাহিত্যClick an option to check your answer
Q. 29
গুহাবাস কী?
A
কাঠের কুটিরB
পাহাড় কেটে তৈরি কৃত্রিম গুহাC
মাটির ঘরD
প্রকৃত গুহাClick an option to check your answer
Q. 30
তামিল সাহিত্যের দুটি বিখ্যাত মহাকাব্য কোন দুটি?
A
গাথাসপ্তশতী ও অষ্টাধ্যায়ীB
শিলপ্পাদিকারম ও মণিমেখলাইC
কুমারসম্ভব ও অভিজ্ঞানD
মেঘদূত ও শকুন্তলাClick an option to check your answer
Q. 31
চন্দ্রকেতুগড় কোন ধরনের শিল্পের জন্য পরিচিত?
A
ব্রোঞ্জ শিল্পB
টেরাকোটাC
কাঠের কাজD
ভাস্কর্যClick an option to check your answer
Q. 32
মথুরা শিল্পে প্রধানত কী বিষয় উপস্থাপিত হয়েছে?
A
কৃষিকাজB
বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্মC
রাজনীতিD
যুদ্ধClick an option to check your answer
Q. 33
মৌর্য সম্রাটরা কাদের জন্য গুহাবাস তৈরি করেছিলেন?
A
আজীবিকদেরB
ব্রাহ্মণদেরC
বৌদ্ধদেরD
জৈনদেরClick an option to check your answer
Q. 34
রত্নাবলী' নাটকটির রচয়িতা কে?
A
শূদ্রকB
রাজা হর্ষবর্ধনC
কালিদাসD
ভাসClick an option to check your answer
Q. 35
শবব্যবচ্ছেদ বা মড়াকাটার বিষয়ে কোন গ্রন্থে আলোচনা রয়েছে?
A
অমরকোষB
গাথাসপ্তশতীC
চরক সংহিতাD
শুশ্রুত সংহিতাClick an option to check your answer
Q. 36
বিশল্যকরণী' কী?
A
একটি দেবতাB
একটি নদীC
একটি তীরD
একটি ঔষধি গাছClick an option to check your answer
Q. 37
যে শিক্ষক বেতন নিয়ে একটি নির্দিষ্ট বিষয় পড়াতেন, তিনি কে ছিলেন?
A
গুরুB
উপাধ্যায়C
পুরোহিতD
প্রাজ্ঞClick an option to check your answer
Q. 38
গুপ্ত যুগের চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
A
অজন্তা গুহার চিত্রB
এলোরা গুহাC
মহাবলীপুরমের রথD
খজুরাহো মন্দিরClick an option to check your answer
Q. 39
ব্রহ্মগুপ্ত রচিত জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গ্রন্থ কোনটি?
A
অমরকোষB
সূর্যসিদ্ধান্তC
পঞ্চসিদ্ধান্তD
ব্রহ্মসিদ্ধান্তClick an option to check your answer
Q. 40
রামায়ণে মোট কতটি শ্লোক আছে?
A
১৮ হাজারB
২৪ হাজারC
১২ হাজারD
৩০ হাজারClick an option to check your answer
Q. 41
গাথাসপ্তশতীর রচয়িতা কে ছিলেন?
A
অশ্বঘোষB
ভর্তৃহরিC
শূদ্রকD
হালClick an option to check your answer
Q. 42
মাদুরাই শহরে যে তামিল সাহিত্য সম্মেলন হতো, তা কী নামে পরিচিত?
A
সমিতিB
সংঘC
সভাD
সঙ্গমClick an option to check your answer
Q. 43
বিদ্যারম্ভ অনুষ্ঠানের উদ্দেশ্য কী ছিল?
A
বেদ পাঠB
আশ্রম প্রবেশC
পোশাক প্রদানD
অক্ষর পরিচয়Click an option to check your answer
Q. 44
‘কৃষিপরাশর’ গ্রন্থে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে?
A
স্থাপত্যB
গণিতC
চিকিৎসাD
কৃষিবিজ্ঞানClick an option to check your answer
Q. 45
প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ কোনটি?
A
সাঁচীB
অমরাবতীC
ধামেকD
এলোরাClick an option to check your answer
Q. 46
মহাভারতকে কী বলা হয়?
A
দ্বিতীয় বেদB
সর্বশাস্ত্রC
পঞ্চমবেদD
পৌরাণিক কাব্যClick an option to check your answer
Q. 47
মহাভারত মোট কতটি পরিচ্ছেদে বিভক্ত?
A
১৬টিB
২০টিC
১২টিD
১৮টিClick an option to check your answer
Q. 48
সাতবাহন যুগের দুটি বিখ্যাত চৈত্য কোথায় অবস্থিত?
A
অমরাবতী ও কুশীনগরB
পাটনা ও বারাণসীC
এলোরা ও কান্যকুব্জD
নাসিক ও কার্লেClick an option to check your answer
Q. 49
পতঞ্জলির লেখা ব্যাক্যের নাম কী?
A
অষ্টাধ্যায়ীB
ব্যাকরণসূত্রC
ভাষাভাষাD
মহাভাষ্যClick an option to check your answer
Q. 50
কোন লিপি থেকে দেবনাগরী লিপির উৎপত্তি হয়েছে?
A
প্রাকৃতB
পালিC
খরোষ্ঠীD
ব্রাহ্মীClick an option to check your answer
Q. 51
খ্রিস্টীয় প্রথম শতকের বিখ্যাত বৌদ্ধ গণিতবিদ কে ছিলেন?
A
ব্রহ্মগুপ্তB
বরাহমিহিরC
আর্যভট্টD
নাগার্জুনClick an option to check your answer
Q. 52
প্রথম শূন্যের ব্যবহার করেন কে?
A
পাণিনিB
চরকC
আর্যভট্টD
শুশ্রুতClick an option to check your answer
Q. 53
অমরসিংহের লেখা বিখ্যাত অভিধানটির নাম কী?
A
শব্দসাগরB
শব্দকোষC
অমরকোষD
সংস্কৃতকোষClick an option to check your answer
Q. 54
দশকুমারচরিত' গ্রন্থের লেখক কে?
A
দণ্ডীB
কালিদাসC
শূদ্রকD
ভাসClick an option to check your answer
Q. 55
নিচের কোনটি প্রাচীন ভারতের বিখ্যাত মহাবিহার নয়?
A
উজ্জয়িনীB
বিক্রমশীলC
নালন্দাD
বলভীClick an option to check your answer
Q. 56
তক্ষশিলা কোন মহাজনপদের রাজধানী ছিল?
A
কোশলB
অবন্তিC
গন্ধারD
মগধClick an option to check your answer
Q. 57
মৃচ্ছকটিকম' নাটকটি কে রচনা করেন?
A
ভাসB
হালC
বিষ্ণুগুপ্তD
শূদ্রকClick an option to check your answer
Q. 58
মোগলমারি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত?
A
বর্ধমানB
দাঁতনC
রায়গঞ্জD
বাঁকুড়াClick an option to check your answer
Q. 59
প্রাচীন ভারতের পরিবেশচিন্তার প্রধান বিষয় কোনটি ছিল না?
A
বনB
গাছপালাC
পশুপাখিD
নদীClick an option to check your answer
Q. 60
প্রাচীন ভারতে কোন দুটি লিপি প্রচলিত ছিল?
A
নাগরী ও সংস্কৃতB
পালি ও প্রাকৃতC
হিন্ধি ও তামিলD
ব্রাহ্মী ও খরোষ্ঠীClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding