Q. 1
৩৫৮৯ সালে পৃথিবীতে কী আবিষ্কৃত হয়েছে যা মাধ্যাকর্ষণকে প্রভাবিত করে না?
A
কৃত্রিম পাখনাB
মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলমC
মৃত্যুঞ্জয় টনিকD
যান্ত্রিক ঘড়িClick an option to check your answer
Q. 2
“ও মশাই, এমন বিকট শব্দ করছেন কেন?” – কোন কাজকে তারা ‘বিকট শব্দ’ মনে করেছিল?
A
গণেশ গলা ছেড়ে গানের শব্দB
গণেশ গলা ছেড়ে চিৎকার করাC
গণেশ গলা ছেড়ে ঝগড়া করাClick an option to check your answer
Q. 3
কবিতা পড়ার সময় গ্রহ কেমন দেখানো হয়েছে?
A
সবুজ, গাঢ় নীল জল, ফিরোজা আকাশB
নীল, লাল, হলুদC
সাদা, কালো, হলুদD
লাল, নীল, সবুজClick an option to check your answer
Q. 4
অর্থ অপরিবর্তিত রেখে নিন্নরেখাঙ্কিত শব্দগুলির পরিবর্তে নতুন শব্দ বসাও:
লোকে গান গাইতে লেগেছে, কবিতা মকসো করছে।
লোকে গান গাইতে লেগেছে, কবিতা মকসো করছে।
A
অপ্রয়োজনীয়B
পৃথিবীটাC
রঙ্গ তামাশাD
অভ্যাসClick an option to check your answer
Q. 5
পুলিশম্যান কবিতা পড়ে কী অনুভব করল?
A
নাচলোB
হাসলোC
কিছু বুঝতে পারল নাD
মুগ্ধ হলোClick an option to check your answer
Q. 6
সঠিক সমার্থক শব্দ নির্বাচন করো।
আন্দোলন
আন্দোলন
A
সংগ্রামB
নকলC
বিশ্বClick an option to check your answer
Q. 7
গণেশ কোন স্থানে আশ্রয় নিয়েছিল?
A
হিমালয়ের গিরিগুহাB
রূপকুণ্ড ল্যাবC
অ্যান্ড্রোমিডাD
কলকাতাClick an option to check your answer
Q. 8
রেখাঙ্কিত পদগুলির কারক ও বিভন্তি নির্ণয় করো :
আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি।
আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি।
A
কর্মকারক, কে বিভক্তি৷B
সম্বন্ধপদ, এর বিভক্তি৷C
কর্তৃকারক, শুন্য বিভক্তি৷D
কর্মকারক, শূন্য বিভক্তি৷Click an option to check your answer
Q. 9
সঠিক সমার্থক শব্দ নির্বাচন করো।
পৃথিবী
পৃথিবী
A
নকলB
বিশ্বC
সংগ্রামClick an option to check your answer
Q. 10
এক সপ্তাহ পরে কে উপস্থিত হন গণেশের ডেরায়?
A
গণেশের ছেলেB
বিজ্ঞানীC
পুলিশ কর্মকর্তাD
রাষ্ট্রপুঞ্জের মহাসচিবClick an option to check your answer
Q. 11
গণেশ কেন হিমালয়ের গিরিগুহায় একা বসে ছিলেন?
A
গান গাইতেB
সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্যC
ছবি আঁকতেD
কবিতা পড়তেClick an option to check your answer
Q. 12
অর্থ অপরিবর্তিত রেখে নিন্নরেখাঙ্কিত শব্দগুলির পরিবর্তে নতুন শব্দ বসাও:
হিমালয় যে খুব নির্জন জায়গা, তা নয়।
হিমালয় যে খুব নির্জন জায়গা, তা নয়।
A
পৃথিবীটাB
জনশূন্যC
সসম্মানেD
অপ্রয়োজনীয়Click an option to check your answer
Q. 13
‘অবজার্ভেটরি’-র বাংলা প্রতিশব্দ -
A
নিরীক্ষণাগারB
গবেষণাগারC
পরীক্ষাগারClick an option to check your answer
Q. 14
গল্পে বলা হয়েছে, বর্তমানে পৃথিবীতে শিশুর কান্না শোনা যায় না কেন?
A
মানুষ আর জন্ম নিচ্ছে নাB
শিশুদের মৃদু কান্নাC
সব শিশু মহাকাশেD
মানুষ মারা যাচ্ছেClick an option to check your answer
Q. 15
মানুষ কেন বর্ষাকালের বৃষ্টি দেখে মেদুর হয় না?
A
কারণ তারা বাইরে যায় নাB
কারণ বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চা নেইC
কারণ বৃষ্টি কমD
কারণ তারা শিশুClick an option to check your answer
Q. 16
তিনজন মানুষের প্রতিক্রিয়া কী ছিল?
A
বিদ্রূপ করলB
বিরক্তC
হাসলোD
মন্ত্রমুগ্ধClick an option to check your answer
Q. 17
“ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে” – ব্যতিক্রমী মানুষটি কে?
A
পুলিশম্যানB
গণেশC
দুটি পাখাওয়ালা লোকClick an option to check your answer
Q. 18
কবিতার পাতা কেমনভাবে ভাসত?
A
ঘুরছে, ফিরছে, পাক খাচ্ছেB
স্থিরC
জল তলেD
মাটিতে পড়েClick an option to check your answer
Q. 19
পিপে কাকে নিয়ে নেমে এল?
A
ছাত্রB
গণেশC
পুলিশম্যানD
বিজ্ঞানীClick an option to check your answer
Q. 20
“ও মশাই, এমন বিকট শব্দ করছেন কেন?” – কারা একথা বলেছিল?
A
দুটি পাখাওয়ালা লোকB
গণেশC
পুলিশম্যানClick an option to check your answer
Q. 21
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশকে কী বললেন?
A
"কবিতা শোনাও"B
"আপনি কী কাণ্ড করেছেন?"C
"ছবি দেখাও"D
"গান শোনাও"Click an option to check your answer
Q. 22
গণেশের মেয়ের বয়স কত?
A
একশো আটষট্টিB
একশো ছেষট্টিC
একশো চুয়াত্তরD
একশো একাত্তরClick an option to check your answer
Q. 23
কোন উড়ান যন্ত্রের উদাহরণ গল্পে দেয়া হয়েছে?
A
হেলিকপ্টারB
বিমানC
রকেটD
ডাইনিদের বাহনClick an option to check your answer
Q. 24
গল্পে বিজ্ঞানীর বাড়াবাড়ি সম্পর্কে গণেশ কী মনে করে?
A
একটি সীমা থাকা উচিতB
কমানো উচিতC
সীমাহীন হওয়া উচিতD
বন্ধ করা উচিতClick an option to check your answer
Q. 25
পৃথিবীতে মানুষ দীর্ঘজীবী হয়েছে কেন?
A
খাদ্য ওষুধের কারণেB
কৃত্রিম আকাশের কারণেC
মহাকাশ গবেষণার কারণেD
মৃত্যুঞ্জয় টনিকের কারণেClick an option to check your answer
Q. 26
৩৫৮৯ সালের সময়ে মানুষেরা কোথায় ল্যাবরেটরি স্থাপন করেছে?
A
মঙ্গল এবং শুক্রB
পৃথিবীC
বৃহস্পতিD
চাঁদ, মঙ্গল, শুক্রগ্রহClick an option to check your answer
Q. 27
গণেশের বড় ছেলে কত বয়সী?
A
একশো আটষট্টিB
একশো চুয়াত্তরC
একশো একাত্তরD
একশো ছেষট্টিClick an option to check your answer
Q. 28
রেখাঙ্কিত পদগুলির কারক ও বিভন্তি নির্ণয় করো :
গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল।
গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল।
A
অধিকরণ কারক, এ বিভক্তি।B
কর্তৃকারক, শুন্য বিভক্তি৷C
সম্বন্ধপদ, এর বিভক্তি৷D
কর্মকারক, শূন্য বিভক্তি৷Click an option to check your answer
Q. 29
গণেশের কাগজগুলোতে কী ছিল?
A
ছবিB
কবিতাC
গানD
গবেষণাপত্রClick an option to check your answer
Q. 30
গণেশের গানের প্রতিক্রিয়া কেমন হয়েছিল?
A
মানুষ নাচতে লাগলB
কেউ শুনল নাC
সবাই প্রশংসা করলD
দুটো লোক ধমক দিয়ে বলল বিকট শব্দClick an option to check your answer
Q. 31
অর্থ অপরিবর্তিত রেখে নিন্নরেখাঙ্কিত শব্দগুলির পরিবর্তে নতুন শব্দ বসাও:
গণেশকে সসম্ভ্রমে অভিবাদন জানিয়ে বলল।
গণেশকে সসম্ভ্রমে অভিবাদন জানিয়ে বলল।
A
সসম্মানেB
রঙ্গ তামাশাC
অপ্রয়োজনীয়D
পৃথিবীটাClick an option to check your answer
Q. 32
এককথায় লেখো :
মৃত্যুকে জয় করেছে যে —
মৃত্যুকে জয় করেছে যে —
A
গতিশীলB
মৃত্যুঞ্জয়C
মহাসচিবD
প্রতিরোধীClick an option to check your answer
Q. 33
একজন মহিলা গণেশের ছবি দেখে কী বললেন?
A
গান ভালোB
এটি সার্কিট ডিজাইনC
ছবি সুন্দরD
ছবিটি জ্বলে উঠেছেClick an option to check your answer
Q. 34
গল্পের তথ্য অনুসারে মৃত্যুপ্তয় টনিক আবিষ্কার হয়েছিল -
A
৩৫৮৯ সালেB
৩৪৩৯ সালেC
৩৫০০ সালেClick an option to check your answer
Q. 35
গণেশের স্ত্রী কোথায় কাজ করতেন?
A
কলকাতা বিশ্ববিদ্যালয়B
এভারেস্টC
হিমালয়D
ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রClick an option to check your answer
Q. 36
“গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে” – গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে?
A
তার তিন ছেলে ও এক মেয়েরB
দুটি পাখাওয়ালা লোকC
কোনোটিই নয়Click an option to check your answer
Q. 37
মৃত্যুঞ্জয় টনিক খাওয়ার ফলে গণেশ কী হয়েছে?
A
অমরB
দূর্বলC
খুব বুদ্ধিমানD
বয়স কমেছেClick an option to check your answer
Q. 38
রেখাঙ্কিত পদগুলির কারক ও বিভন্তি নির্ণয় করো :
তার গানের গলা বেশ ভালোই।
তার গানের গলা বেশ ভালোই।
A
অধিকরণ কারক, এ বিভক্তি।B
সম্বন্ধপদ, এর বিভক্তি৷C
কর্তৃকারক, শুন্য বিভক্তি৷D
কর্মকারক, শূন্য বিভক্তি৷Click an option to check your answer
Q. 39
গণেশ কবিতা লিখে কোথায় ভাসিয়ে দিত?
A
আগুনেB
মাটিতেC
বাতাসেD
নদীতেClick an option to check your answer
Q. 40
রেখাঙ্কিত পদগুলির কারক ও বিভন্তি নির্ণয় করো :
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তাঁর বিমান থেকে নামলেন।
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তাঁর বিমান থেকে নামলেন।
A
কর্মকারক, শূন্য বিভক্তি৷B
কর্তৃকারক, শুন্য বিভক্তি৷C
অপাদান কারক, থেকে অনুসর্গ৷D
সম্বন্ধপদ, এর বিভক্তি৷Click an option to check your answer
Q. 41
রেখাঙ্কিত পদগুলির কারক ও বিভন্তি নির্ণয় করো :
আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে।
আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে।
A
সম্বন্ধপদ, এর বিভক্তি৷B
অধিকরণ কারক, এ বিভক্তি।C
কর্তৃকারক, শুন্য বিভক্তি৷D
কর্মকারক, শূন্য বিভক্তি৷Click an option to check your answer
Q. 42
পুলিশম্যানের বয়স কত?
A
একশো চুয়াত্তরB
একশো আটষট্টিC
একশো একান্নD
একশো ছেষট্টিClick an option to check your answer
Q. 43
অর্থ অপরিবর্তিত রেখে নিন্নরেখাঙ্কিত শব্দগুলির পরিবর্তে নতুন শব্দ বসাও:
কেউ ঠাট্টা বিদ্রুপ করল না।
কেউ ঠাট্টা বিদ্রুপ করল না।
A
পৃথিবীটাB
অপ্রয়োজনীয়C
রঙ্গ তামাশাD
সসম্মানেClick an option to check your answer
Q. 44
পরদিন আরও কতজন লোক আসে গণেশের কাছে?
A
পাঁচজনB
দশজনC
চারজনD
দুইজনClick an option to check your answer
Q. 45
পরের দিন পুলিশম্যান কাকে নিয়ে এল?
A
ছাত্রB
স্ত্রী ও মাC
সহকর্মীD
বন্ধু ও ভাইClick an option to check your answer
Q. 46
রেখাঙ্কিত পদগুলির কারক ও বিভন্তি নির্ণয় করো :
ও মশাই, অমন বিকট শব্দ করছেন কেন?
ও মশাই, অমন বিকট শব্দ করছেন কেন?
A
সম্বন্ধপদ, এর বিভক্তি৷B
অধিকরণ কারক, এ বিভক্তি।C
কর্মকারক, শূন্য বিভক্তি৷D
কর্তৃকারক, শুন্য বিভক্তি৷Click an option to check your answer
Q. 47
গণেশের সন্তানরা কী করতেন?
A
যান্ত্রিক মানুষB
কৃতী বিজ্ঞানীC
শিল্পীD
কবিClick an option to check your answer
Q. 48
গল্পে মানুষের মধ্যে কোন চর্চা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে?
A
বিজ্ঞানB
কবিতা, গান, ছবি আঁকাC
গণিতD
খেলাClick an option to check your answer
Q. 49
গণেশের স্ত্রী কোথায় গিয়েছিলেন?
A
পৃথিবীB
চাঁদC
মঙ্গলD
অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জেClick an option to check your answer
Q. 50
“লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল” – এখানে কার কথা বলা হয়েছে?
A
পুলিশম্যানB
গণেশC
দুটি পাখাওয়ালা লোকD
কোনোটিই নয়Click an option to check your answer
Q. 51
এককথায় লেখো :
অন্ত নেই যার —
অন্ত নেই যার —
A
প্রতিরোধীB
মহাসচিবC
অনন্তD
মৃত্যুঞ্জয়Click an option to check your answer
Q. 52
অর্থ অপরিবর্তিত রেখে নিন্নরেখাঙ্কিত শব্দগুলির পরিবর্তে নতুন শব্দ বসাও:
ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না।
ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না।
A
রঙ্গ তামাশাB
পৃথিবীটাC
অপ্রয়োজনীয়D
সসম্মানেClick an option to check your answer
Q. 53
গণেশ ছবি আঁকছিল কোথায়?
A
মহাকাশেB
শহরের বাড়িতেC
সমুদ্রের তলেD
পাহাড়ের গায়েClick an option to check your answer
Q. 54
এককথায় লেখো :
প্রতিরোধ করে যে -
প্রতিরোধ করে যে -
A
মৃত্যুঞ্জয়B
প্রতিরোধীC
মহাসচিবD
গতিশীলClick an option to check your answer
Q. 55
এককথায় লেখো :
মহান যে সচিব —
মহান যে সচিব —
A
মৃত্যুঞ্জয়B
গতিশীলC
মহাসচিবD
প্রতিরোধীClick an option to check your answer
Q. 56
সঠিক সমার্থক শব্দ নির্বাচন করো।
কৃত্রিম
কৃত্রিম
A
বিশ্বB
নকলC
সংগ্রামClick an option to check your answer
Q. 57
পুলিশম্যান গণেশকে কী বলে অভিবাদন করল?
A
"স্যার, পরীক্ষা করো"B
"স্যার, আমি আপনার ছাত্র ছিলাম"C
"স্যার, গান শোনাই"D
"স্যার, ছবি আঁকো"Click an option to check your answer
Q. 58
এককথায় লেখো :
গতিবেগ আছে যার —
গতিবেগ আছে যার —
A
প্রতিরোধীB
মৃত্যুঞ্জয়C
মহাসচিবD
গতিশীলClick an option to check your answer
Q. 59
অর্থ অপরিবর্তিত রেখে নিন্নরেখাঙ্কিত শব্দগুলির পরিবর্তে নতুন শব্দ বসাও:
দুনিয়াটা বেঁচে যাবে।
দুনিয়াটা বেঁচে যাবে।
A
রঙ্গ তামাশাB
পৃথিবীটাC
অপ্রয়োজনীয়D
সসম্মানেClick an option to check your answer
Q. 60
পাগলা গণেশ কোন কারণে ব্যতিক্রমী মানুষ?
A
তিনি বিজ্ঞান এবং মানবিকতার সমন্বয় করেছেনB
শুধুই বিজ্ঞান অধ্যাপকC
শুধু ছবি আঁকতেনD
শুধু গান গাইতেনClick an option to check your answer
Q. 61
সভ্যসমাজ থেকে দুরে পালিয়ে গিয়ে গণেশ আশ্রয় নিয়েছিলেন -
A
মহাকাশেB
হিমালয়ের গিরিগুহায়C
গভীর জঙ্গলেClick an option to check your answer
Q. 62
রেখাঙ্কিত পদগুলির কারক ও বিভন্তি নির্ণয় করো :
আকাশে একটা পিপে ভাসছিল।
আকাশে একটা পিপে ভাসছিল।
A
কর্মকারক, শূন্য বিভক্তি৷B
অধিকরণ কারক, এ বিভক্তি।C
সম্বন্ধপদ, এর বিভক্তি৷D
কর্তৃকারক, শুন্য বিভক্তি৷Click an option to check your answer
Q. 63
“পাগলা গণেশ” একটি _____ বিষয়ক গল্প।
A
বিজ্ঞানB
রুপকথাC
কল্পবিজ্ঞানClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding