Multiple Choice Questions
কুতুব মিনারের কথা
Practice Questions with Answers
Total 42 questions available
Q. 1
আহমদাবাদ শহরটি কোন রাজার নামানুসারে হয়েছে?
A
রাজা কুতুবুদ্দিন আইবকB
রাজা আহমেদC
রাজা আলাউদ্দিন খিলজিClick an option to check your answer
Q. 2
কুতুব মিনারের কোন বৈশিষ্ট্য পৃথিবীর অন্য মিনারে পাওয়া যায় না?
A
শুধু ব্যালকনিB
শুধু উচ্চতাC
প্রপোরশন ও তলার সামঞ্জস্যD
শুধু গায়ের নকশাClick an option to check your answer
Q. 3
মিনারের গায়ে ‘বাঁশি’ ও ‘কোণে’ নকশার সঙ্গে আরও কী রয়েছে?
A
সারি সারি লতা-পাতা, ফুলের মালা, চক্রB
শুধুই লতা-পাতাC
শুধুই আরবি লেখাD
কোনো নকশা নেইClick an option to check your answer
Q. 4
আহমদাবাদ শহরটি কোন রাজ্যের রাজধানী?
A
পশ্চিমবঙ্গB
মুম্বাইC
গুজরাতClick an option to check your answer
Q. 5
কুতুব মিনারের নকশা তৈরি করেছেন কোন শিল্পীরা?
A
হিন্দুB
বৌদ্ধC
মুসলিমD
জৈনClick an option to check your answer
Q. 6
হুমায়ুনের সমাধিতে কি মিনারিকা ছিল?
A
ছিল নাB
অজানাC
আংশিক ছিলD
ছিলClick an option to check your answer
Q. 7
দ্বিতীয় তলার নকশা কী?
A
শুধু কোণB
শুধু বাঁশিC
বাঁশি ও কোণD
লতা-পাতাClick an option to check your answer
Q. 8
কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন?
A
কুতুবুদ্দিন আইবকB
ফিরোজ তুঘলকC
আলাউদ্দিন খিলজিClick an option to check your answer
Q. 9
তৃতীয় তলার নকশা কী?
A
শুধু বাঁশিB
বাঁশি ও কোণC
শুধু কোণD
ফুলের মালাClick an option to check your answer
Q. 10
মিনারের গায়ের নকশা কোন নকশার মাধ্যমে সম্পন্ন?
A
সবগুলোB
বাঁশি ও কোণC
ফুলের মালাD
লতা-পাতা ও চক্রClick an option to check your answer
Q. 11
কুতুব মিনারের কতটি তলা আছে?
A
৬B
৩C
৪D
৫Click an option to check your answer
Q. 12
তাজমহলের মিনারিকা কেমন?
A
নাইB
কুতুবের সমকক্ষC
খুব সাদামাটাD
চমৎকার ও জটিলClick an option to check your answer
Q. 13
হিন্দু ও মুসলিম শিল্পের সমন্বয় কত বছর ধরে অটুট আছে?
A
১০০০ বছরB
২০০ বছরC
৮০০ বছরD
৫০০ বছরClick an option to check your answer
Q. 14
আলাউদ্দিন খিলজি কুতুবের দ্বিগুণ উচ্চতার মিনার গড়তে চেয়েছিলেন কেন?
A
নিজের নাম স্মরণীয় রাখতেB
তাজমহলের চেয়ে বড় করতেC
আরও বড় সৌন্দর্য্য দেখাতেD
হুমায়ুনকে প্রতিযোগিতা দেখাতেClick an option to check your answer
Q. 15
কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার বানানোর সাহস দেখিয়েছিলেন যে একমাত্র শাসক তিনি হলেন –
A
আকবরB
আলাউদ্দিন খিলজিC
লর্ড ক্যানিংD
হুমায়ুনClick an option to check your answer
Q. 16
প্রথম তলায় কোন নকশা আছে?
A
শুধু বাঁশিB
লতা-পাতাC
শুধু কোণD
বাঁশি ও কোণClick an option to check your answer
Q. 17
কুতুব মিনার নামটি কার নামানুসাবে রাখা হয়েছে?
A
আলাউদ্দিন খিলজিB
কুতুবুদ্দিন আইবকC
ফিরোজ তুঘলকClick an option to check your answer
Q. 18
মিনারের গায়ে বাঁশি ও কোণের উপর দিয়ে কী খোদাই করা হয়েছে?
A
শুধু লতা-পাতাB
কেবল চক্রC
লতা-পাতা, ফুলের মালা, চক্রD
শুধু আরবি লেখাClick an option to check your answer
Q. 19
অশোক স্তম্ভ দিল্লিতে আনেন –
A
ফিরোজ তুগলকB
সিকন্দর লোদিC
ইংরেজরাClick an option to check your answer
Q. 20
কোন সম্রাট অশোক স্তম্ভ' কে দিল্লি নিয়ে এসেছিলেন?
A
কুতুবুদ্দিন আইবকB
আলাউদ্দিন খিলজিC
ফিরোজ তুঘলকClick an option to check your answer
Q. 21
কুতুব মিনারের কারুকার্যে কোন সংস্কৃতির মিলন ধরা পড়েছে?
A
হিন্দু-মুসলিমB
জৈন-হিন্দুC
মুসলিম-বৌদ্ধD
হিন্দু-বৌদ্ধClick an option to check your answer
Q. 22
কুতুব মিনারের মেরামত কে করেছিলেন?
A
সৈয়দ আহমেদB
ফিরোজ তুগলকC
সিকন্দর লোদীD
আলাউদ্দিন খিলজিClick an option to check your answer
Q. 23
বজ্রাঘাতে কুতুব মিনারের ভেঙে যাওয়া চতুর্থও পঞ্চম তলা সোৎসাহে মেরামত করে দেন –
A
আলাউদ্দিন খিলজিB
মহম্মদ বিন তুগলকC
ফিরোজ তুগলকD
গিয়াসুদ্দিন তুগলকClick an option to check your answer
Q. 24
আহমদাবাদের বেগম রানি সিপ্রির মসজিদে মিনারিকা কেমন?
A
কুতুবের সমানB
সুন্দর ও মধুরদর্শনC
ছিল নাD
খুব সাদামাটাClick an option to check your answer
Q. 25
হিন্দু-মুসলিম মিলনের স্থাপত্য কতদিন অটুট আছে?
A
৫০০ বছরB
১০০ বছরC
প্রথম দিন থেকেইD
২০০ বছরClick an option to check your answer
Q. 26
মিনারের খোদাইয়ের সঙ্গে কোন ভাষার লেখা মিশানো হয়েছে?
A
আরবিB
হিন্দিC
তামিলD
ফার্সিClick an option to check your answer
Q. 27
মিনারিকা এবং মিনারের প্রধান পার্থক্য কী?
A
মিনার স্বতন্ত্র, মিনারিকা অন্য ইমারতের অংশB
উভয় স্বতন্ত্রC
উভয় অংশD
উভয় স্বতন্ত্র নয়Click an option to check your answer
Q. 28
কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করেছেন -
A
হুমায়ুনB
ফিরোজ তুগলকC
আলাউদ্দিন খিলজিD
সিকন্দর লোদীClick an option to check your answer
Q. 29
আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম –
A
ইমারতB
মিনারিকাC
মিনারD
মিনারেটClick an option to check your answer
Q. 30
মিনারের অপটিমাম সাইজের মানে কী?
A
যত বড় ভালোB
আকারের কোনো গুরুত্ব নেইC
যত ছোট ভালোD
বড় হলে খারাপ, ছোট হলে খারাপClick an option to check your answer
Q. 31
কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনো থাকে, কখনো থাকে না, তার নাম -
A
স্তম্ভB
পিলারC
গম্বুজD
মিনারেটClick an option to check your answer
Q. 32
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনারের নাম কী?
A
লালকেল্লাB
কুতুব মিনারC
তাজমহলClick an option to check your answer
Q. 33
মিনারের পরিকল্পনা করেছেন
A
ইংরেজB
হিন্দুC
মুসলিমD
ফরাসিClick an option to check your answer
Q. 34
মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে, তাকে বলে -
A
স্তম্ভB
মিনারেটC
গম্বুজD
পিলারClick an option to check your answer
Q. 35
কুতুব মিনারের দ্বিতীয় তলাতে আছে শুধু -
A
বাঁশিB
কঙ্কণC
কোণD
বলয়Click an option to check your answer
Q. 36
ইংরেজদের নির্মিত স্থাপত্য কোনটি কুতুবের সঙ্গে পাল্লা দিতে পারেনি?
A
সেক্রেটারিয়েট, রাজভবন, ভিক্টোরিয়া মেমোরিয়ালB
হুমায়ুনের সমাধিC
আহমদাবাদের মসজিদD
তাজমহলClick an option to check your answer
Q. 37
মিনারের সৌন্দর্য বৃদ্ধির জন্য শিল্পী কী করেছেন?
A
এক তলায় সব নকশা রেখেছেনB
নকশা বাদ দিয়েছেনC
প্রপোরশন ভুলে তৈরি করেছেনD
কয়েকটি তলায় ভাগ করে সামঞ্জস্য রেখেছেনClick an option to check your answer
Q. 38
মিনারিকাকে কোথায় স্থাপন করা হয়?
A
শুধু মসজিদেB
স্বতন্ত্র স্তম্ভ হিসেবেC
শুধু সমাধিতেD
মসজিদ, সমাধি বা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবেClick an option to check your answer
Q. 39
চতুর্থ ও পঞ্চম তলার নকশা কেন জানা যায় না?
A
নির্মাণ হয়নিB
অন্য স্থাপত্যে স্থানান্তরিতC
গোপন রাখা হয়েছেD
ভেঙে গেছেClick an option to check your answer
Q. 40
কুতুব মিনারের স্থপতি কতটা সাহসী ছিলেন?
A
অত্যন্ত সাহসীB
সাহসী নয়C
অল্প সাহসীD
সাধারণClick an option to check your answer
Q. 41
কুতুবের স্থাপত্যকে কারা প্রশংসা করেছেন?
A
হুমায়ুনB
আলাউদ্দিন খিলজিC
সিকন্দর লোদীD
কানিংহাম, ফার্গুসন, কার স্টিফেন, সৈয়দ আহমেদClick an option to check your answer
Q. 42
কুতুব মিনারকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মিনার বলেছে কে?
A
তুরানিরাB
ফরাসিরাC
ইংরেজরাD
ইরানিরাClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding