Q. 1
"তুমি পাখির মতো পাশে দাঁড়াও" বাক্যটির মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন?
A
পাখির মতো হিংস্র হওয়াB
পাখির মতো একা থাকাC
পাখির মতো উড়ানD
পাখির মতো নিঃস্বার্থ সাহায্য করাClick an option to check your answer
Q. 2
কবিতার মধ্যে কোন সময়ের উল্লেখ করা হয়েছে?
A
শুধু রাতB
সকাল, সন্ধ্যা, রাতC
দুপুরD
শুধু দিনClick an option to check your answer
Q. 3
কবিতায় "ভালোবেসে দাঁড়াও" বলার উদ্দেশ্য কী?
A
নিজের প্রতি ভালোবাসা দেখানোB
কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি ভালোবাসা দেখানোC
নিঃস্বার্থ প্রেম দেখানোD
সহানুভূতি এবং ভালোবাসার মাধ্যমে সাহায্য করাClick an option to check your answer
Q. 4
"মানুষই ফাঁদ পাতছে" বাক্যাংশে কবি কি বোঝাতে চেয়েছেন?
A
মানুষ পৃথিবীকে সুন্দর করছেB
মানুষ একে অপরকে ভালোবাসছেC
মানুষ নিজেদের সমস্যা তৈরি করছেD
মানুষ কোনো বিপদে পড়েছেClick an option to check your answer
Q. 5
কবিতায় "তুমি পাখির মতো পাশে দাঁড়াও" কেন পাখির উদাহরণ দেওয়া হয়েছে?
A
পাখি আক্রমণ করেB
পাখি অসংকুচিত এবং সহানুভূতিশীলC
পাখি মানুষের মতো নয়D
পাখি একা থাকেClick an option to check your answer
Q. 6
কবি "দাঁড়াও" কবিতার মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন?
A
দুঃখের সময় একা থাকতেB
মানুষকে একে অপরকে সাহায্য করতেC
আলাদা হওয়ার কথা বলাD
হিংসাত্মক পৃথিবী দেখানোClick an option to check your answer
Q. 7
"মানুষ বড়ো একলা" এই ভাবনাটি কীকে নির্দেশ করে?
A
আত্মবিশ্বাসের অভাবB
একটুকু আনন্দC
সামাজিক বিচ্ছিন্নতা এবং একাকীত্বD
পৃথিবীর সৌন্দর্যClick an option to check your answer
Q. 8
"মানুষ বড়ো একলা" কথাটি কি নির্দেশ করে?
A
মানুষের একাকীত্বB
অন্যদের সহানুভূতির প্রতি আকুলতাC
সমাজের সহানুভূতির অভাবD
এই পৃথিবীর অবহেলাClick an option to check your answer
Q. 9
"মানুষ বড়ো কাঁদছে" বাক্যাংশের মাধ্যমে কবি কি বুঝাতে চেয়েছেন?
A
আনন্দ এবং সুখB
সমাজের বিরোধিতাC
ঈশ্বরের ক্রোধD
মানুষের দুঃখ ও কষ্টClick an option to check your answer
Q. 10
কবিতার মধ্যে "মানুষ বড়ো কাঁদছে" বাক্যাংশের মাধ্যমে কী প্রকাশ করা হয়েছে?
A
আনন্দের মুহূর্তB
ভালোবাসার প্রতি আহ্বানC
মানুষের শক্তিD
দুঃখের সময়ের অনুভূতিClick an option to check your answer
Q. 11
কবিতার "তুমি তাহার পাশে এসে দাঁড়াও" বাক্যটির অর্থ কী?
A
একে অপরকে সহায়তা করাB
বিরোধিতা করাC
একে অপরকে দূরে রাখাD
একা থাকাই শ্রেয়Click an option to check your answer
Q. 12
কবিতার মাধ্যমে কবি কী চায়?
A
বিচ্ছিন্নতাB
একক জীবনযাত্রাC
মৃত্যুকে উদযাপনD
মানুষের মধ্যে ভালোবাসা ও সহানুভূতিClick an option to check your answer
Q. 13
কবির এই কবিতায় "তুমি" শব্দের মাধ্যমে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে?
A
কবিকেB
পাঠক বা মানুষকেC
প্রকৃতিকেD
একজন বিশেষ ব্যক্তিকেClick an option to check your answer
Q. 14
কবিতায় "এসে দাঁড়াও ভেসে দাঁড়াও" এর মাধ্যমে কবি কী চাচ্ছেন?
A
মানুষের পাশে দাঁড়াতেB
সমাজের বিরোধিতা করতেC
কোনো কাজে সফলতা পেতেD
একা হয়ে যাওয়ার জন্যClick an option to check your answer
Q. 15
কবিতায় "তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও" কেন বলা হয়েছে?
A
কোনো বিষয়ের প্রতি অদৃষ্টবাদী মনোভাব প্রকাশB
স্বার্থপর হওয়ার জন্যC
একে অপরকে সহায়তা করার জন্যD
একলা থাকার জন্যClick an option to check your answer
Q. 16
কবি "দাঁড়াও" কবিতার মাধ্যমে কোন সামাজিক পরিবর্তন চাচ্ছেন?
A
অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধিB
মানুষের মধ্যে ভালোবাসা ও সহযোগিতা বৃদ্ধিC
হিংসা বৃদ্ধিD
একক জীবনধারা প্রচলনClick an option to check your answer
Q. 17
"তুমি তাহার পাশে এসে দাঁড়াও" বলার মাধ্যমে কবি কি বার্তা দিতে চেয়েছেন?
A
একা থাকতে বলাB
দুঃখের কথা না বলাC
একে অপরকে অস্বীকার করাD
একে অপরকে সাহায্য করাClick an option to check your answer
Q. 18
কবি "দাঁড়াও" কবিতায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কী আহ্বান জানিয়েছেন?
A
সকলকে বঞ্চিত করাB
মানুষের মতো আচরণ করাC
ভালোবাসা দিয়ে সহায়তা করাD
একা থাকার জন্যClick an option to check your answer
Q. 19
কবি "দাঁড়াও" কবিতায় কি ধরনের অনুভূতির প্রকাশ করেছেন?
A
আনন্দ ও উৎসাহB
রাগ ও অভিমানC
দুঃস্বপ্নD
সহানুভূতি ও দুঃখClick an option to check your answer
Q. 20
কবি "দাঁড়াও" কবিতায় কোথায় পাঠককে দাঁড়াতে বলেছেন?
A
মানুষের পাশেB
দূর থেকেC
নিজের পাশেD
সমাজের বাইরেClick an option to check your answer
Q. 21
কবি "দাঁড়াও" কবিতার মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন?
A
দুঃখের সময় একা থাকতেB
আলাদা হওয়ার কথা বলাC
মানুষকে একে অপরকে সাহায্য করতেD
হিংসাত্মক পৃথিবী দেখানোClick an option to check your answer
Q. 22
কবি "দাঁড়াও" কবিতায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কী আহ্বান জানিয়েছেন?
A
ভালোবাসা দিয়ে সহায়তা করাB
মানুষের মতো আচরণ করাC
সকলকে বঞ্চিত করাD
একা থাকার জন্যClick an option to check your answer
Q. 23
"মানুষ বড়ো একলা" এই ভাবনাটি কীকে নির্দেশ করে?
A
পৃথিবীর সৌন্দর্যB
আত্মবিশ্বাসের অভাবC
সামাজিক বিচ্ছিন্নতা এবং একাকীত্বD
একটুকু আনন্দClick an option to check your answer
Q. 24
কবিতার "তুমি তাহার পাশে এসে দাঁড়াও" বাক্যটির অর্থ কী?
A
একে অপরকে দূরে রাখাB
বিরোধিতা করাC
একে অপরকে সহায়তা করাD
একা থাকাই শ্রেয়Click an option to check your answer
Q. 25
কবিতায় "এসে দাঁড়াও ভেসে দাঁড়াও" এর মাধ্যমে কবি কী চাচ্ছেন?
A
একা হয়ে যাওয়ার জন্যB
কোনো কাজে সফলতা পেতেC
সমাজের বিরোধিতা করতেD
মানুষের পাশে দাঁড়াতেClick an option to check your answer
Q. 26
"মানুষ বড়ো একলা" কথাটি কি নির্দেশ করে?
A
অন্যদের সহানুভূতির প্রতি আকুলতাB
সমাজের সহানুভূতির অভাবC
এই পৃথিবীর অবহেলাD
মানুষের একাকীত্বClick an option to check your answer
Q. 27
কবি "দাঁড়াও" কবিতায় কি ধরনের অনুভূতির প্রকাশ করেছেন?
A
সহানুভূতি ও দুঃখB
আনন্দ ও উৎসাহC
রাগ ও অভিমানD
দুঃস্বপ্নClick an option to check your answer
Q. 28
কবিতার মধ্যে "মানুষ বড়ো কাঁদছে" বাক্যাংশের মাধ্যমে কী প্রকাশ করা হয়েছে?
A
ভালোবাসার প্রতি আহ্বানB
দুঃখের সময়ের অনুভূতিC
মানুষের শক্তিD
আনন্দের মুহূর্তClick an option to check your answer
Q. 29
"মানুষই ফাঁদ পাতছে" বাক্যাংশে কবি কি বোঝাতে চেয়েছেন?
A
মানুষ নিজেদের সমস্যা তৈরি করছেB
মানুষ পৃথিবীকে সুন্দর করছেC
মানুষ একে অপরকে ভালোবাসছেD
মানুষ কোনো বিপদে পড়েছেClick an option to check your answer
Q. 30
"মানুষ বড়ো কাঁদছে" বাক্যাংশের মাধ্যমে কবি কি বুঝাতে চেয়েছেন?
A
ঈশ্বরের ক্রোধB
আনন্দ এবং সুখC
সমাজের বিরোধিতাD
মানুষের দুঃখ ও কষ্টClick an option to check your answer
Q. 31
কবি "দাঁড়াও" কবিতায় কোথায় পাঠককে দাঁড়াতে বলেছেন?
A
দূর থেকেB
মানুষের পাশেC
সমাজের বাইরেD
নিজের পাশেClick an option to check your answer
Q. 32
কবিতার মধ্যে কোন সময়ের উল্লেখ করা হয়েছে?
A
শুধু দিনB
শুধু রাতC
সকাল, সন্ধ্যা, রাতD
দুপুরClick an option to check your answer
Q. 33
"তুমি তাহার পাশে এসে দাঁড়াও" বলার মাধ্যমে কবি কি বার্তা দিতে চেয়েছেন?
A
একা থাকতে বলাB
একে অপরকে অস্বীকার করাC
একে অপরকে সাহায্য করাD
দুঃখের কথা না বলাClick an option to check your answer
Q. 34
কবিতায় "ভালোবেসে দাঁড়াও" বলার উদ্দেশ্য কী?
A
নিজের প্রতি ভালোবাসা দেখানোB
নিঃস্বার্থ প্রেম দেখানোC
সহানুভূতি এবং ভালোবাসার মাধ্যমে সাহায্য করাD
কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি ভালোবাসা দেখানোClick an option to check your answer
Q. 35
কবিতায় "তুমি পাখির মতো পাশে দাঁড়াও" কেন পাখির উদাহরণ দেওয়া হয়েছে?
A
পাখি মানুষের মতো নয়B
পাখি আক্রমণ করেC
পাখি একা থাকেD
পাখি অসংকুচিত এবং সহানুভূতিশীলClick an option to check your answer
Q. 36
"তুমি পাখির মতো পাশে দাঁড়াও" বাক্যটির মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন?
A
পাখির মতো হিংস্র হওয়াB
পাখির মতো নিঃস্বার্থ সাহায্য করাC
পাখির মতো একা থাকাD
পাখির মতো উড়ানClick an option to check your answer
Q. 37
কবির এই কবিতায় "তুমি" শব্দের মাধ্যমে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে?
A
কবিকেB
পাঠক বা মানুষকেC
একজন বিশেষ ব্যক্তিকেD
প্রকৃতিকেClick an option to check your answer
Q. 38
কবিতার মাধ্যমে কবি কী চায়?
A
বিচ্ছিন্নতাB
মৃত্যুকে উদযাপনC
একক জীবনযাত্রাD
মানুষের মধ্যে ভালোবাসা ও সহানুভূতিClick an option to check your answer
Q. 39
কবি "দাঁড়াও" কবিতার মাধ্যমে কোন সামাজিক পরিবর্তন চাচ্ছেন?
A
মানুষের মধ্যে ভালোবাসা ও সহযোগিতা বৃদ্ধিB
হিংসা বৃদ্ধিC
একক জীবনধারা প্রচলনD
অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধিClick an option to check your answer
Q. 40
কবিতায় "তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও" কেন বলা হয়েছে?
A
কোনো বিষয়ের প্রতি অদৃষ্টবাদী মনোভাব প্রকাশB
স্বার্থপর হওয়ার জন্যC
একে অপরকে সহায়তা করার জন্যD
একলা থাকার জন্যClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding