Multiple Choice Questions
শিকল-পরার গান
Practice Questions with Answers
Total 21 questions available
Q. 1
‘বন্ধ ঘরের বন্ধনীতে করছ বিশ্ব গ্রাস’ — এই লাইনটির অর্থ কী?
A
শোষণ ছড়ানোB
দমনের মাধ্যমে শাসনC
বন্ধ ঘরD
কারাগারে বন্দীClick an option to check your answer
Q. 2
কাজী নজরুল ইসলামের কোন্ কাব্যগ্রন্থে 'শিকলপরার গান' কবিতাটি রয়েছে?
A
প্রলয়শিখাB
বিষের বাঁশিC
অগ্নিবীণাD
ফণীমনসাClick an option to check your answer
Q. 3
কবিতায় কারা 'শিকলবাঁধা পা নয়, শিকলভাঙা কল'?
A
শোষকগণB
মুক্তিকামী মানুষC
শাসকগণD
বন্দীরাClick an option to check your answer
Q. 4
মুক্তি-পথের অগ্রদূতের চরণ-বন্দনা' কী বোঝায়?
A
বন্দীদশার প্রতি শ্রদ্ধাB
বন্দীদের সাহায্যC
যুদ্ধের প্রস্তুতিD
মুক্তির যাত্রার সম্মানClick an option to check your answer
Q. 5
কবিতায় 'বাঁধন-ভয়' বলতে কী বোঝানো হয়েছে?
A
স্বাধীনতার সঙ্কেতB
বদ্ধ ঘরC
শারীরিক শিকলD
শোষণ ও দমনের ভয়Click an option to check your answer
Q. 6
‘লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা’ — এখানে ‘লাঞ্ছনা’ কী?
A
শান্তিB
অপমানC
বিজয়D
সম্মানClick an option to check your answer
Q. 7
কবি কেন ‘মাভৈঃ-বিজয়মন্ত্র বলহীনের বল’ আনবে বলছেন?
A
নিরস্ত্রদের জন্যB
শক্তিহীনদের জন্যC
শক্তিশালীদের জন্যD
যুদ্ধের জন্যClick an option to check your answer
Q. 8
শিকল-পরা ছল' বলতে কবি কী বোঝিয়েছেন?
A
শারীরিক শিকলবাধB
স্বাধীনতার প্রতীকC
শিকল পরার ভানD
মানসিক শিকলবাধClick an option to check your answer
Q. 9
“শিকল তোদের করব রে বিকল।” — ‘তোদের’ বলতে কাদের কথা বলা হয়েছে?
A
ভারতবাসীর কথাB
ভারতবর্ষের শাসকের কথাC
ইংরেজ শাসকের কথাClick an option to check your answer
Q. 10
ফাঁসি পরে আনব হাসি মৃত্যু-জয়ের ফল' — এর অর্থ কী?
A
মৃত্যুকে হাস্যকর মনে করাB
মৃত্যুর পর বিজয়C
মৃত্যু ভয়ানকD
মৃত্যুকে পরাজিত করাClick an option to check your answer
Q. 11
‘ক্রন্দন নয়, বন্ধন এই শিকল-ঝঞ্ঝনা’ — কবির কী বোঝানো?
A
সংগ্রাম নয়B
কান্না ও সংগ্রাম একসাথেC
কান্না ভালো, বন্ধন খারাপD
কান্না নয়, সংগ্রামClick an option to check your answer
Q. 12
কবিতার মূল বার্তা কী?
A
শাসকদের প্রতি ভয় দেখানোB
দমন ও শোষণ মেনে নেওয়াC
দমনের বিরুদ্ধে বিদ্রোহD
শান্তিতে বসবাস করাClick an option to check your answer
Q. 13
‘বন্ধনী’ শব্দের অর্থ হল —
A
ঘেরাটোপB
ফন্দিC
বাঁধাD
মাঠClick an option to check your answer
Q. 14
কবিতায় 'ভয়-দেখানো ভূতের মোরা করব সর্বনাশ' বলতে কী বোঝানো হয়েছে?
A
প্রকৃত শাসনB
দমনকারী শাসকের ভয়C
মানুষের ভয়D
প্রকৃত ভূতClick an option to check your answer
Q. 15
“বাঁধন-ভয়কে করবো মোরা জয়” – কারা এই ভয়কে জয় করবে?
A
বৃদ্ধ মানুষেরাB
ছোটো ছেলেমেয়ের দলC
স্বাধীনতাকামী মানুষেরাD
ইংরেজরাClick an option to check your answer
Q. 16
কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
A
বাংলাদেশের চট্রগ্রামেB
বর্ধমান জেলার চুরুলিয়াC
পুরুলিয়ায়Click an option to check your answer
Q. 17
শিকল পরেই শিকল তোদের করব রে বিকল' — এখানে 'বিকল' শব্দের অর্থ কী?
A
শক্তিশালীB
মুক্তিC
দুর্বলD
দমিতClick an option to check your answer
Q. 18
কবিতায় ‘শিকলভাঙা কল’ দ্বারা কী বোঝানো হয়েছে?
A
বেঁধে রাখা পাB
মুক্তিপ্রাপ্ত পাC
ব্যথিত পাD
শিকল পরা পাClick an option to check your answer
Q. 19
বাঁধন পরেই বাঁধন-ভয়কে করব মোরা জয়' — এটি কী সংকেত দেয়?
A
ভয়কে পরাজিত করতেB
বন্ধন বজায় রাখতেC
শিকল পরতেD
ভয়কে গ্রহণ করতেClick an option to check your answer
Q. 20
কবিতায় ‘আবার বজ্রানল জ্বলবে’ বলতে কী বোঝানো হয়েছে?
A
আগুন জ্বলবেB
ধ্বংস আসবেC
শান্তি আসবেD
বিপ্লব আবার আসবেClick an option to check your answer
Q. 21
প্রলয়শিখা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
A
নেতাজি সুভাষচন্দ্র বসুB
কাজী নজরুল ইসলামC
ল্যাংস্টন হিউজD
রবীন্দ্রনাথ ঠাকুরClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding