Multiple Choice Questions
পৃথিবীর অন্দরমহল
Practice Questions with Answers
Total 65 questions available
Q. 1
পৃথিবীর সবচেয়ে পুরু স্তর কোনটি?
A
কেন্দ্রমণ্ডলB
শিলামণ্ডলC
গুরুমণ্ডলD
ভূত্বকClick an option to check your answer
Q. 2
কেন্দ্রমণ্ডলে লোহা ও নিকেলের প্রাধান্য থাকার কারণে একে কী বলা হয়?
A
নিফেB
রেপিত্তিC
কনরাডD
সিমাClick an option to check your answer
Q. 3
NiFe আসলে কী বোঝায়?
A
সিমাB
অ্যাস্থেনোস্ফিয়ারC
কেন্দ্রমণ্ডলD
সিয়ালClick an option to check your answer
Q. 4
চাপ বাড়লে পদার্থের ঘনত্ব কী হয়?
A
কমেB
শূন্য হয়C
বাড়েD
অপরিবর্তিত থাকেClick an option to check your answer
Q. 5
গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তিরেখা আছে?
A
লেহম্যানB
মোহোরোভিসিকC
রেপিত্তিD
গুটেনবার্গClick an option to check your answer
Q. 6
মোহোরোভিসিক বিযুক্তিরেখা ও গুটেনবার্গ বিযুক্তিরেখার মাঝের স্তরটি কী?
A
গুরুমণ্ডলB
কেন্দ্রমণ্ডলC
বহিঃকেন্দ্রমণ্ডলD
শিলামণ্ডলClick an option to check your answer
Q. 7
জুল ভার্নের লেখা পৃথিবীবিখ্যাত কল্পবিজ্ঞানের গল্পটির নাম কী?
A
Twenty Thousand LeaguesB
The Invisible ManC
Journey to the Centre of the EarthD
Around the WorldClick an option to check your answer
Q. 8
গুরুমণ্ডলের অপর নাম কী?
A
ক্রোফেসিমাB
ম্যান্টলC
বিক্ষুব্ধমণ্ডলD
অ্যাস্থেনোস্ফিয়ারClick an option to check your answer
Q. 9
অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা কত?
A
5100-6370 কিমিB
2000-2900 কিমিC
0-2900 কিমিD
2900-5100 কিমিClick an option to check your answer
Q. 10
গুরুমণ্ডলের বাইরের অংশকে কী বলা হয়?
A
সিয়ালB
ক্রোফেসিমাC
সিমাD
নিফেClick an option to check your answer
Q. 11
পৃথিবীর গভীরতম সোনার খনি কোনটি?
A
রবিনসন ডিপB
সুন্দা খাতC
মারিয়ানা খাতClick an option to check your answer
Q. 12
পৃথিবীর গভীরতম খনি কোনটি?
A
কয়লার খনিB
সিলভার খনিC
রাশিয়ার কোলাD
সোনার খনিClick an option to check your answer
Q. 13
উষ্ণ প্রস্রবণের জল গরম হওয়ার কারণ কী?
A
সৌরশক্তিB
ভূতাপ শক্তিC
অগ্ন্যুৎপাতD
বায়ুর চাপClick an option to check your answer
Q. 14
পৃথিবীর অভ্যন্তরভাগের তাপমাত্রা প্রতি কত মিটার গভীরে 1° সে করে বাড়ে?
A
33 মিটারB
25 মিটারC
50 মিটারD
40 মিটারClick an option to check your answer
Q. 15
ভূত্বকের কত শতাংশ অক্সিজেনের দ্বারা গঠিত?
A
47 শতাংশB
35 শতাংশC
21 শতাংশD
50 শতাংশClick an option to check your answer
Q. 16
বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে কোন বিযুক্তিরেখা?
A
রেপিত্তিB
কনরাডC
গুটেনবার্গD
লেহম্যানClick an option to check your answer
Q. 17
পৃথিবীর কেন্দ্রের চাপ ভূত্বকের তুলনায় কত গুণ ভারী?
A
30 লক্ষ গুণB
10 লক্ষ গুণC
40 লক্ষ গুণD
20 লক্ষ গুণClick an option to check your answer
Q. 18
পৃথিবীর ব্যাসার্ধ কত?
A
4500 কিমিB
6370 কিমিC
5000 কিমিD
7000 কিমিClick an option to check your answer
Q. 19
পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত?
A
5.5 গ্রাম/ঘনসেমিB
11 গ্রাম/ঘনসেমিC
7.5 গ্রাম/ঘনসেমিD
13.5 গ্রাম/ঘনসেমিClick an option to check your answer
Q. 20
পৃথিবীর গড় ঘনত্ব কত?
A
7.5 গ্রাম/ঘনসেমিB
5.5 গ্রাম/ঘনসেমিC
11 গ্রাম/ঘনসেমিD
2.6 গ্রাম/ঘনসেমিClick an option to check your answer
Q. 21
ভূ-অভ্যন্তর সম্পর্কে সঠিক ধারণা কী থেকে পাওয়া যায়?
A
গুরুমণ্ডলB
ভূত্বকC
অ্যাস্থেনোস্ফিয়ারD
ভূকম্পন তরঙ্গClick an option to check your answer
Q. 22
সিয়াল ও সিমা স্তরের মাঝে কোন বিযুক্তিরেখা অবস্থিত?
A
মোহোরোভিসিকB
রেপিত্তিC
অ্যাস্থেনোস্ফিয়ারD
কনরাডClick an option to check your answer
Q. 23
অ্যাস্থেনোস্ফিয়ারের অপর নাম কী?
A
গুটেনবার্গB
ক্রোফেসিমাC
সিয়ালD
বিক্ষুব্ধমণ্ডলClick an option to check your answer
Q. 24
ভূ-অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে কী বলা হয়?
A
ম্যাগমাB
সিমাC
সিয়ালD
লাভাClick an option to check your answer
Q. 25
পৃথিবীর কঠিন বহিরাবরণকে কী বলা হয়?
A
কেন্দ্রমণ্ডলB
ভূত্বকC
শিলামণ্ডলD
গুরুমণ্ডলClick an option to check your answer
Q. 26
পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ গুরুমণ্ডল অধিকার করে আছে?
A
84%B
50%C
70%D
90%Click an option to check your answer
Q. 27
ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তিরেখা রয়েছে?
A
মোহোরোভিসিকB
রেপিত্তিC
অ্যাস্থেনোস্ফিয়ারD
কনরাডClick an option to check your answer
Q. 28
পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত গ্রাম/ঘন সেমি?
A
7B
13C
9D
11Click an option to check your answer
Q. 29
ভূ-অভ্যন্তরের কোন অংশটিকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়?
A
গুরুমণ্ডলB
সিয়ালC
ক্রোফেসিমাD
ঊর্ধ্ব গুরুমণ্ডলClick an option to check your answer
Q. 30
অ্যাস্থেনোস্ফিয়ারে শিলা কোন অবস্থায় থাকে?
A
তরলB
সান্দ্রC
কঠিনD
বাষ্পClick an option to check your answer
Q. 31
ভূ-অভ্যন্তর সম্পর্কে ধারণা কীভাবে পাওয়া যায়?
A
ভূত্বকB
শিলামণ্ডলC
ভূকম্পন তরঙ্গD
লাভাClick an option to check your answer
Q. 32
অগ্ন্যুৎপাতের মাধ্যমে নির্গত অর্ধগলিত সান্দ্র পদার্থকে কী বলে?
A
সিলিকাB
পাথরC
ম্যাগমাD
লাভাClick an option to check your answer
Q. 33
ভূত্বক গঠনকারী প্রধান উপাদান কোনটি?
A
অক্সিজেনB
লোহাC
সিলিকনD
ম্যাগনেশিয়ামClick an option to check your answer
Q. 34
গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি অবস্থিত?
A
মোহোরোভিসিকB
কনরাডC
গুটেনবার্গD
লেহম্যানClick an option to check your answer
Q. 35
পৃথিবীর অন্দরমহল বলতে কী বোঝায়?
A
ভূত্বকB
কেন্দ্রমণ্ডলC
গুরুমণ্ডলD
ভূগর্ভClick an option to check your answer
Q. 36
পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ প্রধানত কোন দুটি উপাদানে গঠিত?
A
সিলিকন ও ম্যাগনেশিয়ামB
সিলিকন ও লোহাC
ম্যাগনেশিয়াম ও অ্যালুমিনিয়ামD
লোহা ও নিকেলClick an option to check your answer
Q. 37
ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত?
A
6.0-7.0 গ্রাম/ঘনসেমিB
4.0-5.0 গ্রাম/ঘনসেমিC
1.0-2.0 গ্রাম/ঘনসেমিD
2.6-3.3 গ্রাম/ঘনসেমিClick an option to check your answer
Q. 38
‘Journey to the Centre of the Earth’ বইটির লেখক কে?
A
সত্যজিৎ রায়B
রবীন্দ্রনাথ ঠাকুরC
জুল ভার্নেD
জুলিয়াস ভার্নান্দেসClick an option to check your answer
Q. 39
সবচেয়ে দ্রুতগামী ভূমিকম্প তরঙ্গ কোনটি?
A
L তরঙ্গB
P তরঙ্গC
S তরঙ্গD
T তরঙ্গClick an option to check your answer
Q. 40
কেন্দ্রমণ্ডল অত্যন্ত ভারী কোন উপাদান দিয়ে তৈরি?
A
নিকেল ও লোহাB
ম্যাগনেশিয়ামC
অক্সিজেনD
সিলিকনClick an option to check your answer
Q. 41
শিলামণ্ডলের গভীরতা কত?
A
100 কিমিB
2900 কিমিC
5100 কিমিD
60 কিমিClick an option to check your answer
Q. 42
মহাদেশীয় ভূত্বক কোন শিলায় গঠিত?
A
গ্রানাইটB
ম্যাগনেশিয়ামC
ব্যাসল্টD
নিকেলClick an option to check your answer
Q. 43
মহাসাগরীয় ভূত্বক প্রধানত কোন শিলা দ্বারা গঠিত?
A
ডায়োরাইটB
শেলC
ব্যাসল্টD
গ্রানাইটClick an option to check your answer
Q. 44
ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে কোন বিযুক্তিরেখা রয়েছে?
A
অ্যাস্থেনোস্ফিয়ারB
মোহোরোভিসিকC
রেপিত্তিD
কনরাডClick an option to check your answer
Q. 45
ভূ-অভ্যন্তরের বেশিরভাগ অংশ জুড়ে কোন স্তরটি আছে?
A
কেন্দ্রমণ্ডলB
অ্যাস্থেনোস্ফিয়ারC
গুরুমণ্ডলD
সিয়ালClick an option to check your answer
Q. 46
পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি?
A
কয়লার খনিB
রাশিয়ার কোলাC
সোনার খনিD
সিলভার খনিClick an option to check your answer
Q. 47
শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরে থাকা বিশেষ স্তরটির নাম কী?
A
কনরাডB
রেপিত্তিC
অ্যাস্থেনোস্ফিয়ারD
নিফেClick an option to check your answer
Q. 48
পৃথিবীর সৃষ্টি থেকে বর্তমানকাল পর্যন্ত সময়কালকে কী বলা হয়?
A
জৈবিক সময়কালB
ভূত্বকীয় সময়কালC
মহাকাশীয় সময়কালD
ভূতাত্ত্বিক কালClick an option to check your answer
Q. 49
সিয়াল কোন শিলা দ্বারা গঠিত?
A
ব্যাসল্টB
শেলC
গ্রানাইটD
ডায়োরাইটClick an option to check your answer
Q. 50
ভূ-অভ্যন্তরের দুর্বল স্তর কোনটি?
A
শিলামণ্ডলB
ব্যাসল্টC
নিফেD
অ্যাস্থেনোস্ফিয়ারClick an option to check your answer
Q. 51
পৃথিবীপৃষ্ঠ থেকে কেন্দ্রের গভীরতা কত?
A
7200 কিমিB
5100 কিমিC
6370 কিমিD
2900 কিমিClick an option to check your answer
Q. 52
ভূকম্পনের কেন্দ্র থেকে প্রথম যে তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছায় তা কী?
A
S তরঙ্গB
L তরঙ্গC
R তরঙ্গD
P তরঙ্গClick an option to check your answer
Q. 53
মহাদেশের নীচে ভূত্বকের গড় গভীরতা কত?
A
40 কিমিB
100 কিমিC
60 কিমিD
70 কিমিClick an option to check your answer
Q. 54
গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে কোন খনিজের উপস্থিতি বেশি?
A
ম্যাগনেশিয়ামB
নিকেলC
অক্সিজেনD
ক্রোমিয়ামClick an option to check your answer
Q. 55
5100 কিমি থেকে 6370 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম কী?
A
বহিঃকেন্দ্রমণ্ডলB
ক্রোফেসিমাC
অন্তঃকেন্দ্রমণ্ডলD
গুরুমণ্ডলClick an option to check your answer
Q. 56
কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা প্রায় কত?
A
4000°সেB
6000°সেC
5000°সেD
3000°সেClick an option to check your answer
Q. 57
পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা কত?
A
15°সেB
10°সেC
20°সেD
25°সেClick an option to check your answer
Q. 58
মহাসাগরের নীচে ভূত্বক গড়ে কত গভীরতায় অবস্থিত?
A
15 কিমিB
10 কিমিC
3 কিমিD
5 কিমিClick an option to check your answer
Q. 59
ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তিরেখা আছে?
A
মোহোরোভিসিকB
গুটেনবার্গC
লেহম্যানD
কনরাডClick an option to check your answer
Q. 60
সিয়াল স্তরটি কোন জাতীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত?
A
ব্যাসল্টB
সিলিকনC
ক্লোমিয়ামD
গ্রানাইটClick an option to check your answer
Q. 61
কোন ভূমিকম্প তরঙ্গ যে-কোনো মাধ্যমের মধ্য দিয়ে চলতে পারে?
A
L তরঙ্গB
R তরঙ্গC
S তরঙ্গD
P তরঙ্গClick an option to check your answer
Q. 62
ভূপৃষ্ঠের সবচেয়ে বেশি ক্রিয়াশীল তরঙ্গ কোনটি?
A
L তরঙ্গB
T তরঙ্গC
P তরঙ্গD
S তরঙ্গClick an option to check your answer
Q. 63
ভূ-অভ্যন্তরের কোন স্তরে ভূমিকম্প তরঙ্গের গতিবেগ সর্বনিম্ন হয়?
A
অ্যাস্থেনোস্ফিয়ারB
গুরুমণ্ডলC
শিলামণ্ডলD
কেন্দ্রমণ্ডলClick an option to check your answer
Q. 64
গুরুমণ্ডল স্তরটি ভূপৃষ্ঠ থেকে কত কিমি পর্যন্ত বিস্তৃত?
A
2900B
2000C
6370D
5100Click an option to check your answer
Q. 65
গুটেনবার্গ ও লেহম্যান বিযুক্তির মধ্যবর্তী স্তরটি কী?
A
বহিঃকেন্দ্রমণ্ডলB
অ্যাস্থেনোস্ফিয়ারC
অন্তঃকেন্দ্রমণ্ডলD
গুরুমণ্ডলClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding