Multiple Choice Questions
অণুজীবের জগৎ
Practice Questions with Answers
Total 77 questions available
Q. 1
এক গ্রাম মাটিতে অণুজীবের সংখ্যা প্রায় কত?
A
200 কোটিB
100 কোটিC
50 কোটিD
10 কোটিClick an option to check your answer
Q. 2
থার্মোফিলিক ব্যাকটেরিয়া কত তাপমাত্রায় বংশবিস্তার করে?
A
75°CB
50°CC
100°CD
25°CClick an option to check your answer
Q. 3
ল্যাকটোব্যাসিলাস-এর বৃদ্ধির জন্য পছন্দসই তাপমাত্রা কত?
A
37°CB
40°CC
30°CD
25°CClick an option to check your answer
Q. 4
জীবাণুদের দ্রুত বৃদ্ধি ও ভালোভাবে বেঁচে থাকার জন্য উপযুক্ত তাপমাত্রা কী?
A
25°C-38°CB
15°C-25°CC
38°C-50°CD
20°C-30°CClick an option to check your answer
Q. 5
অ্যান্টিবায়োটিক প্রয়োগে যাদের সংক্রমণ আটকানো যায়, তারা কে?
A
ছত্রাকB
আদ্যপ্রাণীC
ব্যাকটেরিয়াD
ভাইরাসClick an option to check your answer
Q. 6
কোনো পাত্রে বায়ুশূন্য করে খাদ্য সংরক্ষণকে কী বলা হয়?
A
FermentationB
CanningC
PasteurizationD
RefrigerationClick an option to check your answer
Q. 7
রাইজোবিয়াম যে গাছের বৃদ্ধিতে সাহায্য করে, তা কী?
A
পেঁয়াজB
আলুC
চালD
মটরClick an option to check your answer
Q. 8
হেপাটাইটিস রোগের সংক্রমণ কীভাবে ঘটে?
A
মৌখিকভাবেB
জীবাণুর দ্বারাC
বাহক দ্বারাD
রক্ত সঞ্চালনের মাধ্যমেClick an option to check your answer
Q. 9
অ্যামিবার গমনাঙ্গ কী?
A
ফ্ল্যাজেলাB
ক্ষণপদC
রাইবোজোমD
সিলিয়াClick an option to check your answer
Q. 10
ইলেকট্রন মাইক্রোস্কোপ কখন আবিষ্কার হয়?
A
1940-এর দশকেB
1930-এর দশকেC
1950-এর দশকেD
1960-এর দশকেClick an option to check your answer
Q. 11
প্রদত্ত যে অণুজীবটির কোশপ্রাচীর থাকে, তা কী?
A
ভাইরাসB
ব্যাকটেরিয়াC
প্রোটিস্টাD
ফাঙ্গিClick an option to check your answer
Q. 12
নীচের যে রোগটি ভাইরাসঘটিত, সেটি কী?
A
AIDSB
টাইফয়েডC
কলেরাD
টিটেনাসClick an option to check your answer
Q. 13
ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রথম কে প্রমাণ করেন?
A
লিউয়েনহকB
লুই পাস্তুরC
রবার্ট কখD
চার্লস ডারউইনClick an option to check your answer
Q. 14
একটি এককোশী ছত্রাকের নাম কী?
A
মিউকরB
ক্যান্ডিডাC
ইস্টD
পেনিসিলিয়ামClick an option to check your answer
Q. 15
ভাইরাসে কোন কোশীয় গঠন থাকে?
A
কোনো কোশীয় গঠন নেইB
বহুকোশী গঠনC
এককোশী গঠনD
এমন গঠন যা কোশের মতোClick an option to check your answer
Q. 16
কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী?
A
এসচেরিচিয়া কোলাইB
স্ট্যাফাইলোকক্কাসC
ভিব্রিও কলেরিD
সালমোনেলা টাইফিClick an option to check your answer
Q. 17
মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহের নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি করতে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া?
A
স্ট্রেপ্টোমাইসিনB
অ্যাজোটোব্যাকটরC
ক্লসট্রিডিয়ামD
রাইজোবিয়ামClick an option to check your answer
Q. 18
প্রদত্ত যে অণুজীবটিতে মাইসেলিয়াম দেখা যায়, সেটি কী?
A
অ্যাসপারগিলাসB
মিউকরC
পেনিসিলিয়ামD
ক্যান্ডিডাClick an option to check your answer
Q. 19
তরকারির খোসা থেকে বিকল্প জ্বালানি তৈরি করে কোন ব্যাকটেরিয়া?
A
নাইট্রোসোমোনাসB
ল্যাকটোব্যাসিলাসC
রাইজোবিয়ামD
মিথানোজেনিক ব্যাকটেরিয়াClick an option to check your answer
Q. 20
খাদ্য সংরক্ষণের ফলে কী রোধ হয়?
A
খাদ্যের মিষ্টতা বৃদ্ধিB
খাদ্যের অপচয়C
খাদ্যের গুণমান বৃদ্ধিD
খাদ্যের টক্সিন বৃদ্ধিClick an option to check your answer
Q. 21
অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ছত্রাকটি কী?
A
মিউকরB
পেনিসিলিয়ামC
অ্যাসপারগিলাসD
ক্যান্ডিডাClick an option to check your answer
Q. 22
জৈব বাহকের মাধ্যমে যে রোগের অণুজীব আমাদের দেহে প্রবেশ করে, তা কী?
A
হেপাটাইটিসB
টিউবারকুলোসিসC
ম্যালেরিয়াD
ডায়ারিয়াClick an option to check your answer
Q. 23
টিটেনাস রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী?
A
ক্লসট্রিডিয়াম টিটেনিB
মাইকোব্যাকটেরিয়ামC
এসচেরিচিয়া কোলাইD
ভিব্রিও কলেরিClick an option to check your answer
Q. 24
মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক কী?
A
ডক্সিসাইক্লিনB
নিওমাইসিনC
পেনিসিলিনD
স্ট্রেপ্টোমাইসিনClick an option to check your answer
Q. 25
সিলিয়াযুক্ত আদ্যপ্রাণীটি কোনটি?
A
অ্যামিবাB
প্যারামেসিয়ামC
ফ্ল্যাজেলাD
ইউগ্লিনাClick an option to check your answer
Q. 26
বায়োফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত ব্যাকটেরিয়া কোনটি?
A
রাইজোবিয়ামB
অ্যাজোটোব্যাকটরC
নাইট্রোসোমোনাসD
ক্লসট্রিডিয়ামClick an option to check your answer
Q. 27
ভাইরাস কী ধরনের পরজীবী?
A
অক্ষতিকারক পরজীবীB
খাবারের পরজীবীC
স্বাস্থ্যের জন্য উপকারীD
রোগসৃষ্টিকারী পরজীবীClick an option to check your answer
Q. 28
ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত?
A
প্ল্যান্টিB
ফাঙ্গিC
মোনেরাD
প্রোটিস্টাClick an option to check your answer
Q. 29
জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায় কোনটি?
A
ভাইরাসB
প্রোটিস্টাC
ব্যাকটেরিয়াD
ছত্রাকClick an option to check your answer
Q. 30
আমরা খালি চোখে দেখতে পাই কোন জীবটি?
A
ক্যান্ডিডাB
পেনিসিলিয়ামC
অ্যাগারিকাসD
মিউকরClick an option to check your answer
Q. 31
প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন কে?
A
রবার্ট কখB
লুই পাস্তুরC
এডওয়ার্ড জেনারD
আলেকজান্ডার ফ্লেমিংClick an option to check your answer
Q. 32
ম্যালেরিয়া, আমাশয়, কালাজ্বর ইত্যাদির মূলে কী রয়েছে?
A
ছত্রাকB
আদ্যপ্রাণীC
ভাইরাসD
ব্যাকটেরিয়াClick an option to check your answer
Q. 33
পানীয় জলের মাধ্যমে যে রোগটি সংক্রামিত হয়ে থাকে, তা কী?
A
কলেরাB
এডসC
টিটেনাসD
ডায়ারিয়াClick an option to check your answer
Q. 34
তিনটি ছত্রাকঘটিত রোগের নাম কী?
A
ম্যালেরিয়া, কালাজ্বর, অ্যামিবিয়াসিসB
নিউমোনিয়া, ডিপথেরিয়া, টাইফয়েডC
অ্যালার্জি, দাদ, হাজা, ছুলিD
ইনফ্লুয়েঞ্জা, AIDS, পোলিওClick an option to check your answer
Q. 35
আদ্যপ্রাণীদের কোন গোষ্ঠী অন্তর্ভুক্ত?
A
প্রোটিস্টাB
প্ল্যান্টিC
মোনেরাD
ফাঙ্গিClick an option to check your answer
Q. 36
জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন?
A
চার্লস ডারউইনB
লুই পাস্তুরC
এডওয়ার্ড জেনারD
রবার্ট কখClick an option to check your answer
Q. 37
দুধকে দই-এ পরিণত করে কোন ব্যাকটেরিয়া?
A
স্ট্রেপ্টোমাইসিনB
রাইজোবিয়ামC
অ্যাজোটোব্যাকটরD
ল্যাক্টোব্যাসিলাসClick an option to check your answer
Q. 38
অণুজীবদের দ্রুত বংশবিস্তার ঘটে কোথায়?
A
স্যাঁতসেঁতে ভেজা স্থানেB
শুষ্ক স্থানেC
উষ্ণ স্থানেD
ঠান্ডা স্থানেClick an option to check your answer
Q. 39
প্রদত্ত ছত্রাক প্রতিনিধিগুলির মধ্যে আণুবীক্ষণিক ছত্রাকটি কোনটি?
A
পেনিসিলিয়ামB
ঈস্টC
মোল্ডD
শৈবালClick an option to check your answer
Q. 40
রাইবোজোম কোশ অঙ্গাণু কোথায় দেখা যায়?
A
ব্যাকটেরিয়ার কোশেB
প্রোটিস্টা কোশেC
শৈবালের কোশেD
ভাইরাসেClick an option to check your answer
Q. 41
মানবদেহের অস্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কী?
A
স্ট্রেপ্টোকোক্কাসB
স্যালমোনেলা টাইফিC
ভিব্রিও কলেরিD
এসচেরিচিয়া কোলাইClick an option to check your answer
Q. 42
টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী?
A
পাসটুরেলাB
এসচেরিচিয়া কোলাইC
সালমোনেলা টাইফিD
স্ট্যাফাইলোকক্কাসClick an option to check your answer
Q. 43
‘ব্যাকটেরিয়া’ শব্দটি প্রথম প্রচলন করেন কে?
A
রবার্ট কখB
এডওয়ার্ড জেনারC
লুই পাস্তুরD
এরেনবার্গClick an option to check your answer
Q. 44
ছত্রাকের মাইসেলিয়াম গঠনকারী একক কী?
A
হাইফিB
নিউক্লিয়াসC
কোশপ্রাচীরD
রাইবোজোমClick an option to check your answer
Q. 45
অ্যালার্জি একটি কী ধরনের রোগ?
A
ছত্রাকঘটিতB
আদ্যপ্রাণীঘটিতC
ভাইরাসঘটিতD
ব্যাকটেরিয়া ঘটিতClick an option to check your answer
Q. 46
জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন?
A
রবার্ট কখB
লুই পাস্তুরC
এডওয়ার্ড জেনারD
আলেকজান্ডার ফ্লেমিংClick an option to check your answer
Q. 47
একটি বহুকোশী শৈবালের নাম কী?
A
কোলেওথ্রিকB
অ্যাসপেরগিলাসC
স্পাইরোগাইরাD
ক্ল্যাডোফোরাClick an option to check your answer
Q. 48
ব্যাকটেরিয়া কোশে কোন প্রকৃতির রাইবোজোম থাকে?
A
60SB
80SC
70SD
50SClick an option to check your answer
Q. 49
নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কোনটি?
A
অ্যাজোটোব্যাকটরB
ক্লসট্রিডিয়ামC
স্ট্রেপটোমাইসিনD
রাইজোবিয়ামClick an option to check your answer
Q. 50
অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত জীব?
A
প্ল্যান্টিB
মোনেরাC
প্রোটিস্টাD
ফাঙ্গিClick an option to check your answer
Q. 51
একটি এককোশী পরজীবী প্রাণীর নাম কী?
A
অ্যামিবাB
জিয়ার্ডিয়াC
মনোসিস্টিসD
ট্রাইকোনিম্ফাClick an option to check your answer
Q. 52
নীচের যে রোগটি ব্যাকটেরিয়াজনিত, সেটি কী?
A
এডসB
জলাতঙ্কC
নিউমোনিয়াD
ইনফ্লুয়েঞ্জাClick an option to check your answer
Q. 53
বিজ্ঞানী এডওয়ার্ড জেনার কোন রোগের টীকা আবিষ্কার করেন?
A
নিউমোনিয়াB
টাইফয়েডC
বসন্ত রোগD
ইনফ্লুয়েঞ্জাClick an option to check your answer
Q. 54
ভাইরাস কথাটির শব্দগত অর্থ কী?
A
অণুজীবB
বিষC
রোগD
জীবাণুClick an option to check your answer
Q. 55
ইনফ্লুয়েঞ্জা একটি কী ধরনের রোগ?
A
আদ্যপ্রাণী ঘটিতB
ব্যাকটেরিয়া ঘটিতC
ভাইরাসঘটিতD
ছত্রাকঘটিতClick an option to check your answer
Q. 56
একটি সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ কী?
A
ক্লসট্রিডিয়ামB
রাইজোবিয়ামC
NostocD
অ্যাজোটোব্যাকটরClick an option to check your answer
Q. 57
শুক্রাণুকার একটি ভাইরাসের নাম কী?
A
এইচআইভিB
ফাজ ভাইরাসC
ডেঙ্গু ভাইরাসD
পোলিও ভাইরাসClick an option to check your answer
Q. 58
ফ্ল্যাজেলাযুক্ত স্বভোজী প্রোটিস্টা কোনটি?
A
প্যারামেসিয়ামB
নক্লেইয়াC
অ্যামিবাD
ইউগ্লিনাClick an option to check your answer
Q. 59
লাইকেন জীবজগতের কোন প্রকার আন্তঃসম্পর্কের উদাহরণ?
A
পরজীবিতাB
মিথোজীবিতাC
সহাবস্থানD
যৌথ সম্পর্কClick an option to check your answer
Q. 60
পরিবেশে যেসব জীবদের আমরা খালি চোখে দেখতে পাই না, তাদের কী বলা হয়?
A
অণুজীবB
মাইক্রোবসC
প্রাণীD
জীবাণুClick an option to check your answer
Q. 61
ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরের প্রধান উপাদান কী?
A
কিটিনB
সেলুলোজC
পেপটাইডোগ্লাইক্যানD
লিপিডClick an option to check your answer
Q. 62
জিয়ার্ডিয়াসিস রোগটি কী ধরনের রোগ?
A
ভাইরাসঘটিতB
ছত্রাকঘটিতC
আদ্যপ্রাণীঘটিতD
ব্যাকটেরিয়াজনিতClick an option to check your answer
Q. 63
শিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কী?
A
অ্যাজোটোব্যাকটরB
রাইজোবিয়ামC
স্ট্রেপ্টোকোক্কাসD
নাইট্রোসোমোনাসClick an option to check your answer
Q. 64
ছত্রাকের দেহের সূত্রাকার অংশকে কী বলা হয়?
A
কোশপ্রাচীরB
হাইফিC
মাইসেলিয়ামD
নিউক্লিয়াসClick an option to check your answer
Q. 65
ব্যাকটেরিয়ার মধ্যে কোন নিউক্লিক অ্যাসিড থাকে?
A
DNA (ডি-অক্সি-রাইবো নিউক্লিক অ্যাসিড)B
ভাইরাল এনজাইমC
RNAD
প্রোটিনClick an option to check your answer
Q. 66
ভাইরাসের দেহে কোন দুটি দশা দেখা যায়?
A
জীবাণু এবং কোশB
বহিঃকোশীয় এবং অন্তঃকোশীয়C
এককোশী এবং বহুকোশীD
স্যাঁতসেঁতে এবং শুষ্কClick an option to check your answer
Q. 67
যক্ষ্মা ও কলেরার জন্য দায়ী ব্যাকটেরিয়া কাকে বর্ণনা করেন?
A
এডওয়ার্ড জেনারB
রবার্ট কখC
লুই পাস্তুরD
চার্লস ডারউইনClick an option to check your answer
Q. 68
ইউগ্লিনা কীতে সক্ষম?
A
খাদ্য সংশ্লেষেB
অ্যামোনিয়া তৈরি করতেC
পানীয় তৈরি করতেD
বংশবিস্তার করতেClick an option to check your answer
Q. 69
ছত্রাকঘটিত রোগের উদাহরণ কী?
A
ডায়ারিয়াB
ম্যালেরিয়াC
দাদD
হেপাটাইটিসClick an option to check your answer
Q. 70
হিমোগ্লোবিন তৈরিতে কোন ভিটামিন কাজ করে?
A
ভিটামিন AB
ভিটামিন B12C
ভিটামিন CD
ভিটামিন DClick an option to check your answer
Q. 71
অণুজীবরা কোন তাপমাত্রায় জীবনধারণ করতে পারে?
A
25°C-38°CB
50°C-75°CC
38°C-50°CD
10°C-25°CClick an option to check your answer
Q. 72
পৃথিবীর সকল জীবের মধ্যে আদিমতম জীব কী?
A
ভাইরাসB
অণুজীবC
ব্যাকটেরিয়াD
ফাঙ্গিClick an option to check your answer
Q. 73
কুষ্ঠ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কী?
A
রাইজোবিয়ামB
মাইকোব্যাকটেরিয়াম লেপ্রিC
এসচেরিচিয়া কোলাইD
স্ট্রেপ্টোকোক্কাসClick an option to check your answer
Q. 74
প্রথম অণুবীক্ষণ যন্ত্রে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন কে?
A
লুই পাস্তুরB
চার্লস ডারউইনC
লিভেনহিকD
এডওয়ার্ড জেনারClick an option to check your answer
Q. 75
টাইফয়েড রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কী?
A
স্ট্যাফাইলোকক্কাসB
বটুলিনামC
স্যালমোনেলা টাইফিD
এশ্চেরেচিয়া কোলাইClick an option to check your answer
Q. 76
বাতাসের নাইট্রোজেনকে সরাসরি শোষণ করে যে ব্যাকটেরিয়া, সেটি কী?
A
অ্যাজোটোব্যাকটরB
সিউডোমোনাসC
ক্লসট্রিডিয়ামD
মাইকোব্যাকটেরিয়ামClick an option to check your answer
Q. 77
দাদ, হাজা, ছুলি প্রভৃতি রোগ সৃষ্টিকারী অণুজীবটি কী?
A
ভাইরাসB
ব্যাকটেরিয়াC
আদ্যপ্রাণীD
ছত্রাকClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding