বল ও চাপ
Organized Learning Materials
Total 43 note items organized in 1 categories
📋
43General Notes & Introduction
Click to collapse
General Notes & Introduction
43 items
ভৌত পরিবেশ 1.1 বল ও চাপ
প্রশ্নের মান - ১
১. ঘনত্বের SI একক কী? উত্তরঃ ঘনত্বের SI একক হলো কিলোগ্রাম/ঘনমিটার। ২. চাপের SI একক কী? উত্তরঃ চাপের SI একক হলো নিউটন/...
১১. বস্তুর ওপর যেই বলের প্রভাবে ত্বরণ হয় তা কী? উত্তরঃ বস্তুর ওপর যেই বলের প্রভাবে ত্বরণ হয়, তা হলো অভিকর্ষ বল। ১২. প্...
২১. প্লবতা বস্তুকে কোন দিকে ঠেলে দেয়? উত্তরঃ প্লবতা বস্তুকে উপরের দিকে ঠেলে দেয়। ২২. বল দ্বিগুণ হলে ত্বরণ কী হবে? উত্...
৩১. ঘনত্বের SI একক কী? উত্তরঃ ঘনত্বের SI একক হলো কিলোগ্রাম প্রতি ঘনমিটার। ৩২. ঘর্ষণ বল কোন বিষয়ে নির্ভর করে না? উত্তর...
৪১. বায়ুর চাপে জল পারদ অপেক্ষা কত গুণ ওপরে উঠতে পারে? উত্তরঃ বায়ুর চাপে জল পারদ অপেক্ষা ১৩.১৫ গুণ বেশি ওপরে উঠতে পারে।...
প্রশ্নের মান - ২/৩
প্রশ্নের তালিকা প্রশ্নের মান - ২/৩ ১. বল কাকে বলে? ২. নিউটনের তিনটি গতিসূত্র বর্ণনা করো।****(V.V.I) ৩. বিজ্ঞানী নিউটনের...
১. বল কাকে বলে? উত্তর: বাইরে থেকে যে শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো স্থির বস্তুকে চলতে বাধ্য করা হয়, অথবা কোনো গতিশীল বস...
২. নিউটনের তিনটি গতিসূত্র বর্ণনা করো।****(V.V.I) উত্তর: ১৬৮৭ সালে স্যার আইজ্যাক নিউটন তার অমর গ্রন্থ "ফিলোসোফিয়া ন্যাচ...
৩. বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র অনুযায়ী, বল ও বেগের মধ্যে কী সম্পর্ক রয়েছে?** উত্তর: নিউটনের প্রথম গতিসূত্র থেকে বোঝা যা...
৪. নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী, বলের মান ও ত্বরণের মধ্যে কী সম্পর্ক রয়েছে, তা বর্ণনা করো।** উত্তর: নিউটনের দ্বি...
৫. ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো। ***(V.V.I) উত্তর: নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী, প্র...
৬. 1 নিউটন (1 N) বল কাকে বলে?** উত্তর: যে পরিমাণ বল ১ কেজি ভরের বস্তুর ওপর প্রয়োগ করলে ১ মিটার প্রতি সেকেন্ড বেগের পরিব...
৭. SI এবং CGS পদ্ধতিতে বলের একক কী?****(V.V.I)*** উত্তর: SI পদ্ধতিতে বল পরিমাপের একক হলো নিউটন (N)।অন্যদিকে, CGS পদ্ধতিত...
৮. ঘর্ষণ বল কাকে বলে?** উত্তর: যখন একটি তল অপর একটি তলের সংস্পর্শে এসে সেই তলের সাপেক্ষে চলতে শুরু করে বা চলার চেষ্টা কর...
৯. ঘর্ষণ বল কীভাবে এবং কোথায় সৃষ্টি হয়?** উত্তর: যখন সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হয় বা সৃষ্টির...
১০. স্থির অবস্থায় ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ কী? একটি উদাহরণ দাও।** উত্তর: যখন কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হলেও বস্তুটি কো...
১১. গতিশীল অবস্থায় ঘর্ষণ কী?****(V.V.I) উত্তর: যখন কোনো বস্তুতে বল প্রয়োগ করার ফলে তা কোনো তলের ওপর চলতে থাকে, তখন বস্...
১২. স্থিত ঘর্ষণ এবং গতিশীল ঘর্ষণের মধ্যে কোনটির মান বেশি এবং কেন? ** উত্তর: একই শর্তে দুটি নির্দিষ্ট তলের ক্ষেত্রে, স্থ...
১৩. স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কোন বিষয়গুলোর ওপর নির্ভর করে এবং কোন বিষয়গুলোর ওপর নির্ভর করে না?** উত্তর: স...
১৪. ‘সাইকেলের চাকায় যে ব্রেক-শু থাকে, সেটির চওড়া যত বেশি হবে, ব্রেক প্রয়োগ করে চলন্ত সাইকেল তত সহজে থামানো যাবে’- এই উক্...
১৫. ঘর্ষণজনিত সুবিধাগুলি উল্লেখ করো।*** উত্তর: i. ঘর্ষণ থাকায় আমরা হাঁটা চলা করতে সক্ষম হই। ii. হাত দিয়ে আমরা কোনো কিছু...
১৬. ঘর্ষণজনিত অসুবিধাগুলি লেখো।** উত্তর: i. যন্ত্রপাতি চালানোর সময় ঘর্ষণের বিরুদ্ধে কাজ করতে হয়, যার ফলে শক্তির অপচয় ঘটে...
১৭. ঘনত্ব কাকে বলে? ঘনত্বের CGS এবং SI এককগুলির সংজ্ঞা লেখো। ****(V.V.I) উত্তর: কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্...
১৮. একক আয়তন বলতে কী বোঝায়? ** উত্তর: যে পরিমাণ স্থান বা জায়গা কোনো পদার্থ দখল করে, সেটি আয়তন হিসেবে পরিচিত। তরল পদা...
১৯. তরলের চাপ কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। উত্তর: তরলের মধ্যে কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলবিশিষ্ট যে সমতলে তরল লম্...
২০. পারদের ঘনত্ব 13.6 গ্রাম/সিসি কাকে বলে?*** উত্তর: পারদের ঘনত্ব 13.6 গ্রাম/সিসি মানে হলো, 1 ঘন সেন্টিমিটার আয়তনের পার...
২১. কোনো পাত্রের তলদেশে ফুটো দিয়ে বেরিয়ে আসা তরলের বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?* উত্তর: কোনো পাত্রের তলদেশের ফু...
২২. কোনো স্থানে তরলের চাপ কি শুধুমাত্র নিচের দিকে ক্রিয়া করে? ব্যাখ্যা করো। উত্তর: তরলের চাপ শুধুমাত্র নিচের দিকে প্রভা...
২৩. একটি লোহার টুকরো জলে ডুবে যায়, তবে লোহার তৈরি জাহাজ জলে কেন ভাসে?**** উত্তর: একটি লোহার টুকরো জলে ডুবে যায়, কিন্তু...
২৪. বায়ুর চাপ কাকে বলে? *** উত্তর: কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল যে বল লম্বভাবে প্রয়োগ করে, সেটি...
২৫. প্লবতা বলতে কী বোঝায় ? এর বৈশিষ্ট্যগুলি লেখো। *** উত্তর: যখন কোনো বস্তুকে তরলে ডুবানো হয়, তখন তরলটি ওই বস্তুর ওপর এ...
২৬. প্লবতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?***(V.V.I) উত্তর: যখন কোনো বস্তুকে তরলে ডোবানো হয়, তখন ওই তরলটি বস্তুর ওপর এক...
২৭. বস্তুর প্রকৃত ওজন ও আপাত ওজন বলতে কী বোঝায়? ** উত্তর: ❑ প্রকৃত ওজন: যখন কোনো বস্তুর উপর কোনো বাহ্যিক প্রভাব কাজ...
২৮. ভাসন এবং নিমজ্জন বলতে কী বোঝায়? এর শর্তসমূহ কী কী?**** উত্তর: ❑ ভাসন (Flotation): যখন কোনো অদ্রবণীয় বস্তু তরলে...
২৯. অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিদিসের নীতি প্রযোজ্য হয় না কেন? *** উত্তর: অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ...
৩০. আর্কিমিডিসের নীতি কী?****(V.V.I) উত্তর: যখন কোনো কঠিন পদার্থকে একটি স্থির প্রবাহী পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ...
৩১. লাইফবেল্ট কী এবং এটি কেন ব্যবহৃত হয়?****(V.V.I) উত্তর: লাইফবেল্ট একটি বায়ু পূর্ণ রবারের থলি, যা সাধারণত স্টিমার বা...
৩২. বল ও চাপের মধ্যে দুটি পার্থক্য লেখো।****(V.V.I) উত্তর:-...
৩৩. স্থির ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য লেখো।*** উত্তর: i. ঘর্ষণ বল সবসময় দুটি সংস্পর্শে থাকা তলের মধ্যে সমান্তরালভাবে ক্রিয়...
৩৪. একটি ছোটো পেরেকে টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়। অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটা স্টিলের বাটি বালতির জলে ভেস...