Q. 1
“আমি একবার যাব নরেশ?”—এখানে কে কোথায় যেতে চেয়েছিলেন?
A
হীরু প্রধান শিক্ষকের কাছেB
নরেশ চন্দ্রনাথের কাছেC
নিশানাথ হীরুর কাছেD
মাস্টারমশাই চন্দ্রনাথের কাছেClick an option to check your answer
Q. 2
‘তমসা-পারাবার’ শব্দের অর্থ কী?
A
গভীর শূন্যতাB
শান্ত নদীC
আলো ঝলমলে সমুদ্রD
অন্ধকার সমুদ্রClick an option to check your answer
Q. 3
“সেকেন্ড প্রাইজ নেওয়া আমি বিনীথ মাই ডিগ্নিটি মনে করি”—এখানে ‘ডিগ্নিটি’ মানে কী?
A
বিদ্রোহB
অসন্তোষC
মর্যাদাবোধD
অহংকারClick an option to check your answer
Q. 4
‘চন্দ্রনাথ’ গল্পের কথকের নাম কী?
A
রমেনB
হীরুC
নিশানাথD
নরেশClick an option to check your answer
Q. 5
চন্দ্রনাথের মুখের কোন অংশে প্রথম চোখ পড়ে?
A
কপালB
চোখC
মোটা নাকD
ঠোঁটClick an option to check your answer
Q. 6
কথক বিকেল কতটার ট্রেনে মামার বাড়ি থেকে ফিরে আসেন?
A
চারটাB
ছয়টাC
পাঁচটাD
তিনটাClick an option to check your answer
Q. 7
“চন্দ্রনাথের দাদা নতশিরে নীরবে দাঁড়াইয়া রহিলেন”—এর কারণ কী ছিল?
A
ভাইয়ের প্রশ্নে বিস্মিত হনB
ভাইয়ের অসুস্থতাC
ভাইয়ের কাছ থেকে এমন উত্তর আশা করেননিD
ভাইয়ের উপহার প্রত্যাখ্যানClick an option to check your answer
Q. 8
“এই দাম্ভিকটা যেন ফেল হয়”—উক্ত ভাবনার প্রকাশ কার মধ্যে দেখা যায়?
A
হীরুB
নিশানাথC
নরেশD
প্রধান শিক্ষকClick an option to check your answer
Q. 9
“তোমার বউদি বলত…”—এখানে বউদি কাকে স্বাধীন বলে মনে করতেন?
A
চন্দ্রনাথকেB
নিশানাথকেC
হীরুকেD
নরেশকেClick an option to check your answer
Q. 10
হীরুর সফলতায় চন্দ্রনাথ কী করেছে?
A
অপমান করেছেB
আনন্দ প্রকাশ করেছেC
প্রশংসা করেছেD
উপহাস করেছেClick an option to check your answer
Q. 11
চন্দ্রনাথের নম্বর পাঁচশো-পঁচিশের নিচে হলে, তার কথায় কতজন ফেল করবে?
A
দশজনB
পাঁচজনC
দুইজনD
তিনজনClick an option to check your answer
Q. 12
হেডমাস্টারমশাই গল্পকথককে কী নামে ডাকতেন?
A
চন্দ্রB
নরুC
নরেশD
রামুClick an option to check your answer
Q. 13
চন্দ্রনাথের কপালের ঠিক মধ্যস্থলে কী চিহ্ন ছিল?
A
তারকা চিহ্নB
সাদা রেখাC
গোল দাগD
ত্রিশূল-চিহ্নClick an option to check your answer
Q. 14
‘প্রিয়বরেষু’ শব্দটি চন্দ্রনাথ কী করেছে?
A
দু’বার লিখেছেB
রেখেছেC
লেখেনিD
কেটে দিয়েছেClick an option to check your answer
Q. 15
“এই দাম্ভিকটা যেন ফেল হয়”—এখানে ‘দাম্ভিকটা’ কাকে বলা হয়েছে?
A
প্রধান শিক্ষককেB
চন্দ্রনাথকেC
হীরুকেD
মাস্টারমশাইকেClick an option to check your answer
Q. 16
হেডমাস্টারমশাই কেমন স্বভাবের মানুষ ছিলেন?
A
অহঙ্কারীB
শান্তC
রাগীD
অসহিষ্ণুClick an option to check your answer
Q. 17
“তাই অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি”—এখানে ‘তাহাকে’ বলতে কাকে বোঝানো হয়েছে?
A
গল্পকথকের দাদাB
গল্পকথকের বন্ধুC
গল্পকথকের শিক্ষকD
গল্পকথকের মাClick an option to check your answer
Q. 18
চন্দ্রনাথের পুরস্কার প্রত্যাখ্যানের কারণে স্কুলের কী অবস্থা হয়েছিল?
A
চঞ্চলB
ফাঁকা হয়ে গিয়েছিলC
শান্তD
আনন্দে ভরে গিয়েছিলClick an option to check your answer
Q. 19
স্মৃতিচারণায় চন্দ্রনাথ কী বয়সের ছিল?
A
যুবকB
শিশুC
কিশোরD
বৃদ্ধClick an option to check your answer
Q. 20
হীরু কোন পুরস্কার পাবে বলে চন্দ্রনাথ অনুমান করেছিল?
A
স্কলারশিপB
প্রথম স্থানC
গোল্ড মেডেলD
রাজ্য পুরস্কারClick an option to check your answer
Q. 21
কথকের ঘরের দেওয়ালে কী ছিল?
A
দেওয়ালঘড়িB
রঙিন ছবিC
বড় আয়নাD
বইয়ের তাকClick an option to check your answer
Q. 22
পরীক্ষায় চন্দ্রনাথ পাঁচশো-পঁচিশের নিচে পেলে, নরেশের ফল কী হবে?
A
প্রথম বিভাগB
দ্বিতীয় বিভাগC
ফেলD
তৃতীয় বিভাগClick an option to check your answer
Q. 23
মাস্টারমশাই নরেশকে কী কম করতে বলেছিলেন?
A
ক্রিকেট খেলাB
সাহিত্যচর্চাC
গল্প লেখাD
পড়াশোনাClick an option to check your answer
Q. 24
চন্দ্রনাথ বিদ্যালয়ে সাধারণত কী স্থান পেত?
A
চতুর্থB
দ্বিতীয়C
প্রথমD
তৃতীয়Click an option to check your answer
Q. 25
কথক মামার বাড়ি থেকে ফিরে প্রথম কোথায় যান?
A
চন্দ্রনাথের বাড়িB
স্কুলC
হীরুর বাড়িD
নিজের বাড়িClick an option to check your answer
Q. 26
“সেই তেমনই একা চিন্তাকুল নেত্রে বসিয়া আছেন”—এখানে কাকে বোঝানো হয়েছে?
A
চন্দ্রনাথB
হেডমাস্টারমশাইC
নিশানাথD
নরেশClick an option to check your answer
Q. 27
হীরুর বাড়িতে প্রীতিভোজের আয়োজনের কারণ কী ছিল?
A
হীরুর ফার্স্ট হওয়াB
হীরুর দাদার উৎসবC
হীরুর জন্মদিনD
হীরু স্কলারশিপ পাবেClick an option to check your answer
Q. 28
চন্দ্রনাথের দাদা কেমন স্বভাবের মানুষ ছিলেন?
A
কঠোরB
নির্বিরোধীC
নির্দয়D
রাগীClick an option to check your answer
Q. 29
চন্দ্রনাথদের সম্পত্তি কী ছিল?
A
জমি, বাড়ি ও কিছু বাসনB
শুধু নগদ টাকাC
বড় দোকানD
একখানি কারখানাClick an option to check your answer
Q. 30
হীরুর বাড়ির অনুষ্ঠানে কতজন ডেপুটি উপস্থিত ছিলেন?
A
কেউ নয়B
তিনজনC
দুইজনD
একজনClick an option to check your answer
Q. 31
চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করায় তার দাদা কী মনে করেছিলেন?
A
বিদ্রোহB
অক্ষমতার অপরাধC
অহংকারD
দুর্বলতাClick an option to check your answer
Q. 32
হীরুকে দেওয়া চিঠিতে চন্দ্রনাথ তাকে কী বলে সম্বোধন করেছিল?
A
প্রীতিভাজনেষুB
স্নেহভাজনC
মিত্রেষুD
প্রিয়বরেষুClick an option to check your answer
Q. 33
চন্দ্রনাথের দাদার নাম কী ছিল?
A
নিশানাথবাবুB
অমিয়বাবুC
শ্রীনাথবাবুD
বিজয়বাবুClick an option to check your answer
Q. 34
চন্দ্রনাথ ও হীরুর সঙ্গে কথকের সম্পর্ক কী ছিল?
A
সহপাঠীB
শিক্ষক-ছাত্রC
প্রতিবেশীD
আত্মীয়Click an option to check your answer
Q. 35
কথকের ঘরটি কিসের আলোয় আলোকিত ছিল?
A
লণ্ঠনেরB
চন্দ্রবাতিরC
টেবিল-ল্যাম্পেরD
জানালারClick an option to check your answer
Q. 36
“আমি নিজেই বসিয়া প্রশ্ন করিলাম, কী লিখছিস?”—চন্দ্রনাথ কী লিখছিল?
A
নিজের কবিতাB
প্রশ্নপত্রC
হীরুর নামD
বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ফলাফলClick an option to check your answer
Q. 37
কালপুরুষ নক্ষত্রমণ্ডলের আকৃতি কেমন বলা হয়েছে?
A
খড়্গধারী ভীমাকায়B
কৃশকায়C
সোজাসাপ্টাD
খর্বকায়Click an option to check your answer
Q. 38
“দাদা মুখ তুলিয়া … তমাল গাছ দিকে চাহিলেন”—এখানে কে এইভাবে তাকিয়েছিলেন?
A
নিশানাথB
নরেশC
হীরুD
চন্দ্রনাথClick an option to check your answer
Q. 39
“অলীক কায়াময় ছায়া”—এখানে ‘অলীক’ শব্দের অর্থ কী?
A
স্থায়ীB
মায়াময়C
সত্যD
ভিত্তিহীনClick an option to check your answer
Q. 40
“তোমাকে তিনি একটা স্পেশাল প্রাইজ দেবেন”—কে এই কথা বলেছিলেন?
A
নিশানাথB
সেক্রেটারি মশাইC
হেডমাস্টারমশাইD
মাস্টারমশাইClick an option to check your answer
Q. 41
হীরুদের বাগান কী দিয়ে সাজানো হয়েছিল?
A
কাঁচের প্রদীপB
রঙিন কাপড় ও ঝাড়বাতিC
চিনা লণ্ঠন ও রঙিন কাগজD
রজনীগন্ধা ফুল ও মালাClick an option to check your answer
Q. 42
“হীরুর পত্র পাইয়া কিন্তু অবাক হইয়া গেলাম”—উক্ত অবাক হওয়ার কারণ কী ছিল?
A
হীরুর পাস করাB
হীরুর বাগান সাজানোC
চন্দ্রনাথের অনুমান মিলে যাওয়াD
হীরুর আমন্ত্রণClick an option to check your answer
Q. 43
নরুর লেখা কোথায় প্রকাশিত হয়েছিল?
A
গল্প সংকলনেB
পরীক্ষার খাতায়C
খবরের কাগজেD
স্কুল ম্যাগাজিনেClick an option to check your answer
Q. 44
“আই. সি. এস.” এর পুরো অর্থ কী?
A
ইন্ডিয়ান সিভিল সার্ভিসB
ইন্ডিয়ান স্কুল সার্ভিসC
ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিসD
ইন্ডিয়ান স্টুডেন্ট সার্ভিসClick an option to check your answer
Q. 45
গল্পের কথকের পরীক্ষার ফল কী হয়েছিল?
A
প্রথম বিভাগে পাসB
ফেলC
তৃতীয় বিভাগে কোনোরূপে পাসD
দ্বিতীয় বিভাগে পাসClick an option to check your answer
Q. 46
চন্দ্রনাথের কথা ভাবতে ভাবতে কথক কার কথাও স্মরণ করেন?
A
মাস্টারমশাইয়েরB
দাদারC
স্কুলের সেক্রেটারিরD
হীরুরClick an option to check your answer
Q. 47
“এখন থেকে আই. সি. এস.-এর জন্যে তৈরি হও।” — কে এই কথা বলেছিল?
A
চন্দ্রনাথB
মাস্টারমশাইC
হীরুর কাকাD
প্রধান শিক্ষকClick an option to check your answer
Q. 48
‘চন্দ্রনাথ’ গল্পে সমাধিক্ষেত্রটি কোথায় অবস্থিত?
A
শিয়ালদহেB
বালিগঞ্জেC
কলেজ স্ট্রিটেD
সারকুলার রোডেClick an option to check your answer
Q. 49
বোর্ডিং-এর ফটকের সামনে বসে হেডমাস্টারমশাইয়ের হাতে কী ছিল?
A
হুঁকোB
বইC
ছাতাD
চাClick an option to check your answer
Q. 50
হীরু কী ধরনের পরিবারের ছেলে ছিল?
A
দরিদ্রB
মধ্যবিত্তC
উচ্চবিত্তD
নিম্নবিত্তClick an option to check your answer
Q. 51
কথক চন্দ্রনাথকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
A
শুকতারারB
চাঁদেরC
অরুন্ধতী নক্ষত্রেরD
কালপুরুষ নক্ষত্রমণ্ডলClick an option to check your answer
Q. 52
পরীক্ষার পর গল্পের কথক কোথায় গিয়েছিলেন?
A
কলকাতাB
স্কুলC
মামার বাড়িD
হীরুর বাড়িClick an option to check your answer
Q. 53
স্কুলে যে ফার্স্ট হয়েছিল সে কার আত্মীয় ছিল?
A
সেক্রেটারির ভাইপোB
মাস্টারমশাইয়ের ভাগ্নেC
দাদার বন্ধুর ছেলেD
প্রধান শিক্ষকের ছেলেClick an option to check your answer
Q. 54
সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে কথক কার কথা ভাবছিলেন?
A
চন্দ্রনাথেরB
মাস্টারমশাইয়েরC
হীরুরD
নিশানাথবাবুরClick an option to check your answer
Q. 55
হীরুদের বাগান কে সাজিয়েছিল?
A
হীরুB
হীরুর মাC
হীরুর কাকাD
পেশাদার ডেকোরেটরClick an option to check your answer
Q. 56
চন্দ্রনাথ চলে যাওয়ার আগে কাকে চিঠি দিয়েছিল?
A
মাস্টারমশাইB
হেডমাস্টারকেC
হীরুকেD
নরেশকেClick an option to check your answer
Q. 57
হীরু পরীক্ষায় চন্দ্রনাথের খাতা থেকে কী করেছিল?
A
কিছুই করেনিB
প্রশ্ন করেছিলC
টুকে ছিল তিনটি অঙ্কD
কপি করেছিল দুটি অঙ্কClick an option to check your answer
Q. 58
চন্দ্রনাথ যদি সাড়ে পাঁচশো পায়, তাহলে তার কথায় কতজন ফেল করবে?
A
দশজনB
দুইজনC
একজনD
পাঁচজনClick an option to check your answer
Q. 59
হীরুর কথা মনে হলে আকাশের দিকে তাকিয়ে কথকের কাকে মনে পড়ত?
A
রবিB
মেঘC
চাঁদD
শুকতারাClick an option to check your answer
Q. 60
চন্দ্রনাথ কেন পুরস্কার প্রত্যাখ্যান করেছিল?
A
বিদেশ যাচ্ছিলB
পরীক্ষায় অনুপস্থিত ছিলC
দ্বিতীয় পুরস্কার নিতে চায়নিD
অসুস্থ ছিলClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding