Multiple Choice Questions
কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি
Practice Questions with Answers
Total 50 questions available
Q. 1
“চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ” — এখানে কত গজরাজের কথা বলা হয়েছে?
A
চারB
দশC
ছয়D
আটClick an option to check your answer
Q. 2
'অম্বিকামঙ্গল' কোন কাব্যের অন্য নাম?
A
চণ্ডীমঙ্গলB
ধর্মমঙ্গলC
কৃষ্ণমঙ্গলD
রামায়ণClick an option to check your answer
Q. 3
ঘন ঝড় কেমনভাবে বইছিল?
A
শান্তভাবেB
ধীরে ধীরেC
হুড় হুড় দুড় দুড় ভাবেD
মৃদু ভাবেClick an option to check your answer
Q. 4
“পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী” — এখানে কী বোঝানো হয়েছে?
A
রাত্রি দীর্ঘB
বর্ষা শুরুC
চার ঋতুর নামD
সময়ের বিভেদ নেইClick an option to check your answer
Q. 5
কবিতার শেষে কবির নামোল্লেখকে কী বলা হয়?
A
ভণিতাB
বিস্ময়C
আবেগD
উপসংহারClick an option to check your answer
Q. 6
“অম্বিকামঙ্গল গান শ্রীকবিকঙ্কণ” — কে এই কবির নাম?
A
কালীপ্রসন্নB
কবিকঙ্কণ মুকুন্দরামC
সানন্দ কবিD
কঙ্কণচূড়ামণিClick an option to check your answer
Q. 7
“চণ্ডীর আদেশ পান বীর হনুমান” — চণ্ডীর আদেশে হনুমান কী করেন?
A
মঠ-অট্টালিকা ভাঙেনB
মেঘ সরানC
নদী শুকিয়ে দেনD
শস্য রক্ষা করেনClick an option to check your answer
Q. 8
‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
A
মনসামঙ্গলB
চণ্ডীমঙ্গলC
সীতামঙ্গলD
ধর্মমঙ্গলClick an option to check your answer
Q. 9
‘কলিঙ্গদেশ’ বলতে সাধারণত কোন অঞ্চল বোঝানো হয়?
A
পাঞ্জাবB
পশ্চিম ভারতC
ওড়িশা ও দক্ষিণ দ্রাবিড় অঞ্চলD
উত্তর ভারতClick an option to check your answer
Q. 10
“নিমিষেকে জোড়ে মেঘ গগন-মণ্ডল” — কত সময়ে মেঘে ঢেকে যায় আকাশ?
A
রাত্রেB
একদিনেC
নিমিষেD
সকালেClick an option to check your answer
Q. 11
বৃষ্টির ফলে শস্যের কী অবস্থা হয়?
A
পচে যায়B
ভালো ফলন হয়C
পুড়ে যায়D
রোদে শুকিয়ে যায়Click an option to check your answer
Q. 12
“মেঘে কৈল অন্ধকার” — এর ফলে কী ঘটেছিল?
A
বৃষ্টি বন্ধ ছিলB
কেউ নিজের অঙ্গ দেখতে পায়নিC
সবাই ঘুমিয়ে পড়েছিলD
সূর্য আরও উজ্জ্বল ছিলClick an option to check your answer
Q. 13
কত দিন ধরে নিরবধি বৃষ্টি হয়েছিল?
A
পাঁচ দিনB
তিন দিনC
সাত দিনD
দশ দিনClick an option to check your answer
Q. 14
“হরিত” শব্দের অর্থ কী?
A
ধুলোB
মাটিC
সবুজD
লালClick an option to check your answer
Q. 15
“নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর” — কতদিন ধরে বৃষ্টি চলেছিল?
A
সাত দিনB
ছয় দিনC
পাঁচ দিনD
দশ দিনClick an option to check your answer
Q. 16
“সঘনে চিকুর পড়ে বেঙ্গ-তড়কা বাজ” — এখানে ‘বেঙ্গ-তড়কা’ বলতে কী বোঝানো হয়েছে?
A
সাপ ও ব্যাঙB
বজ্রপাত ও শব্দC
পাখি ও ব্যাঙD
গর্জন ও হুঙ্কারClick an option to check your answer
Q. 17
চারি মেঘে কী রকম বৃষ্টি হচ্ছিল?
A
রিমঝিমB
মৃদুC
মুষলধারেD
টুপটাপClick an option to check your answer
Q. 18
“মেঝ্যাতে পড়য়ে শিল বিদারিয়া চাল” — কীসের আঘাতে চাল ভেঙে যায়?
A
মানুষেরB
শিলাবৃষ্টিরC
বজ্রপাতেরD
বাতাসেরClick an option to check your answer
Q. 19
‘মেঘে কৈল অন্ধকার’ — এই বাক্যটি কবিতায় কয়বার আছে?
A
দুইবারB
চারবারC
একবারD
তিনবারClick an option to check your answer
Q. 20
“চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ” — অষ্ট গজরাজ কী করেন?
A
জল ঢালেনB
ঝড় তোলেনC
বজ্রপাত ঘটানD
শস্য কাটেনClick an option to check your answer
Q. 21
“ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন” — কতটি মেঘের কথা বলা হয়েছে?
A
চারB
দুইC
ছয়D
আটClick an option to check your answer
Q. 22
কবিতাটি কোন অঞ্চলের ঝড়-বৃষ্টির কথা বলে?
A
বঙ্গB
গৌড়C
মিথিলাD
কলিঙ্গClick an option to check your answer
Q. 23
“মেঘে কৈল অন্ধকার” — কে অন্ধকার করেছিল?
A
বৃষ্টিB
সূর্যC
মেঘD
ঝড়Click an option to check your answer
Q. 24
“চারিদিকে বহে ঢেউ পর্বত-বিশাল” — ঢেউ কেমন ছিল?
A
অল্প জলযুক্তB
ছোট ছোটC
পর্বতের মতো বিশালD
সরুClick an option to check your answer
Q. 25
‘ভূজঙ্গ’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
A
সাপB
কাঁকড়াC
মাছD
ব্যাঙClick an option to check your answer
Q. 26
“ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর” — এখানে 'ঈশান' কোন দিক বোঝায়?
A
দক্ষিণB
দক্ষিণ-পূর্বC
উত্তর-পূর্বD
উত্তরClick an option to check your answer
Q. 27
“ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল” — কোন মাসের কথা বলা হয়েছে?
A
পৌষB
অঘ্রাণC
ভাদ্রD
শ্রাবণClick an option to check your answer
Q. 28
“জলে মহী একাকার” — এখানে ‘মহী’ শব্দের অর্থ কী?
A
আকাশB
ঝড়C
নদীD
পৃথিবীClick an option to check your answer
Q. 29
ভাদ্র মাসে কী পড়ার সঙ্গে শিলাবৃষ্টির তুলনা করা হয়েছে?
A
বরইB
কুলC
তালD
পাথরClick an option to check your answer
Q. 30
মুকুন্দ চক্রবর্তী কোন উপাধি লাভ করেন?
A
কবিরত্নB
রচনাচূড়ামণিC
মহাকবিD
কবিকঙ্কণClick an option to check your answer
Q. 31
“বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়” — ‘রড়’ শব্দের অর্থ কী?
A
আত্মহত্যাB
পালিয়ে যাওয়াC
মৃত্যুD
আশীর্বাদClick an option to check your answer
Q. 32
“হুড় হুড় দুড় দুড় বহে ঘন ঝড়” — এই পংক্তিতে কী বর্ণনা করা হয়েছে?
A
শস্যক্ষেতB
ঝড়ের শব্দC
সূর্যের আলোD
বৃষ্টির গন্ধClick an option to check your answer
Q. 33
“উলটিয়া পড়ে শস্য” — শস্য কেন উলটে পড়ে?
A
অতিরিক্ত আলোয়B
খরায়C
মানুষের চাপেD
প্রবল বাতাসেClick an option to check your answer
Q. 34
“চারি মেঘে বরিষে মুষলধারে জল” — চার মেঘে কেমন বৃষ্টি হয়?
A
একটানাB
মুষলধারেC
হালকাD
তীব্রClick an option to check your answer
Q. 35
“জলে মহী একাকার পথ হইল হারা” — মহী ও পথ একাকার হওয়ায় কী বোঝানো হয়েছে?
A
অরণ্য ঢেকে যায়B
আকাশ মেঘে ঢাকেC
মানুষ পথ হারায়D
নদী শুকিয়ে যায়Click an option to check your answer
Q. 36
“উত্তর পবনে মেঘ ডাকে দুর দুর” — কোন দিকের হাওয়ায় মেঘ ডাকে?
A
দক্ষিণB
উত্তরC
পূর্বD
পশ্চিমClick an option to check your answer
Q. 37
“আছুক শস্যের কার্য হেজ্যা গেল ঘর” — এখানে ‘হেজ্যা’ অর্থ কী?
A
শুকিয়ে যাওয়াB
রক্ষাC
পচে যাওয়াD
জমা হওয়াClick an option to check your answer
Q. 38
“ধূলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত” — এখানে কী ধূলায় ঢাকা পড়ে?
A
মন্দিরB
জলাশয়C
গৃহD
শস্যক্ষেতClick an option to check your answer
Q. 39
“গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে” — ‘ভুজঙ্গ’ কেন গর্ত ছেড়ে জলে আসে?
A
রোদ পোহাতেB
বন্যার জলে ভেসেC
শিকার করতেD
নাচ দেখাতেClick an option to check your answer
Q. 40
“প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ” — প্রজারা কেন বিষণ্ণ হয়?
A
রোদে কষ্ট পেয়েB
প্রলয়ের আশঙ্কায়C
শস্য ফলায় নাD
খরা দেখেClick an option to check your answer
Q. 41
“করি-কর সমান বরিষে জলধারা” — জলধারার পরিমাণ কীসের সমান?
A
গঙ্গার স্রোতেরB
হাতির শুঁড়েরC
মেঘের উচ্চতাD
বরফের স্তরেরClick an option to check your answer
Q. 42
“সঘনে চিকুর” — ‘চিকুর’ শব্দের অর্থ কী?
A
ঝড়B
বিজলিC
শব্দD
জলধারাClick an option to check your answer
Q. 43
“উঠে পড়ে ঘরগুলা করে দলমল” — ঘরগুলির কী অবস্থা হয়?
A
রঙিন হয়B
পাহাড়ে উঠে যায়C
গুঁড়িয়ে যায়D
ভেসে চলে যায়Click an option to check your answer
Q. 44
কলিঙ্গে দুর্যোগকালে কোন ঋষির নাম সকলে স্মরণ করেছিল?
A
ব্যাসB
অত্রিC
বশিষ্ঠD
জৈমিনিClick an option to check your answer
Q. 45
‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতার রচয়িতা কে?
A
ভারতচন্দ্রB
বিজয়গুপ্তC
মুকুন্দ চক্রবর্তীD
কালীপ্রসন্নClick an option to check your answer
Q. 46
“দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার” — কেন কেউ নিজের অঙ্গ দেখতে পায় না?
A
অন্ধকারেB
কুয়াশায়C
রোদের কারণেD
আলোয়Click an option to check your answer
Q. 47
“কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনি” — কলিঙ্গবাসীরা কাকে স্মরণ করে?
A
জৈমিনিB
শিবC
বিষ্ণুD
ব্রহ্মাClick an option to check your answer
Q. 48
“মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান” — এই লাইনটি কাকে ঘিরে?
A
ব্রহ্মাকেB
ইন্দ্রকেC
হনুমানকেD
রামকেClick an option to check your answer
Q. 49
“ঈশানে উড়িল মেঘ” — এখানে ‘ঈশান’ বলতে কী বোঝানো হয়েছে?
A
দক্ষিণ দিকB
পূর্ব দিকC
উত্তর-পূর্ব দিকD
পশ্চিম দিকClick an option to check your answer
Q. 50
“করি-কর” শব্দের অর্থ কী?
A
হাতির লেজB
হাতির কানC
হাতির শুঁড়D
হাতির পাClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding