Multiple Choice Questions
নব নব সৃষ্টি
Practice Questions with Answers
Total 60 questions available
Q. 1
হিন্দি গদ্যের উপর কাদের ভাষাগত প্রভাব কম?
A
ইংরেজি ও সংস্কৃতB
তামিল ও হিব্রুC
ফারসি ও সংস্কৃতD
আরবি ও ফারসিClick an option to check your answer
Q. 2
বাঙালি যখন উচ্ছৃঙ্খলতায় যায়, তখন সে কী করে?
A
উপেক্ষা করেB
পরিবর্তন করে নাC
নিজেই আবার বিদ্রোহ করেD
শান্ত থাকেClick an option to check your answer
Q. 3
পদাবলি কীর্তনে শ্রীকৃষ্ণ কী রূপ ধারণ করেছেন?
A
বৈষ্ণব রূপB
মৈথিল রূপC
আর্য রূপD
কানু রূপClick an option to check your answer
Q. 4
লেখকের মতে, রচনার ভাষা নির্ভর করে—
A
পাঠকের রুচির উপরB
লেখকের ধর্মের উপরC
বিষয়বস্তুর উপরD
লেখকের পছন্দClick an option to check your answer
Q. 5
বাঙালির চরিত্রে কোন বৈশিষ্ট্য স্পষ্টভাবে বিদ্যমান?
A
রক্ষণশীলতাB
নিরপেক্ষতাC
বিদ্রোহD
ভক্তিClick an option to check your answer
Q. 6
পদাবলি কীর্তনের প্রাণ ও দেহ কেমন?
A
আধা-ইউরোপীয়B
বিদেশি প্রভাবময়C
ধর্মীয়D
খাঁটি বাঙালিClick an option to check your answer
Q. 7
আরবি-ফারসি ভাষা থেকে নতুন শব্দ আসবে কি?
A
সমান হারে আসবেB
মাঝেমধ্যে আসবেC
আর আসবে নাD
খুব বেশি আসবেClick an option to check your answer
Q. 8
বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি কী বলা হয়েছে?
A
পদাবলি কীর্তনB
নাটকC
উপন্যাসD
মঙ্গলকাব্যClick an option to check your answer
Q. 9
লেখকের মতে, এসব পুরোনো শব্দের ভবিষ্যৎ কী?
A
ত্রুটিপূর্ণ হবেB
সংরক্ষিত থাকবেC
মুছে যাবেD
নতুন মেয়াদ পাবেClick an option to check your answer
Q. 10
বাউলের ভক্ত, মুরশিদিয়ার আশিক ও পদাবলির রাধা—এদের মধ্যে কী মিল?
A
অঞ্চলগতB
ধর্মীয়C
ভাষাগতD
চরিত্র ও রূপClick an option to check your answer
Q. 11
লেখকের মতে, ইংরেজি চর্চা বন্ধ করার সময় কবে আসবে?
A
এখনও আসেনিB
এখনইC
শিক্ষানীতির পরD
আগামী দশকেClick an option to check your answer
Q. 12
হিন্দি ভাষায় সাহিত্যিকেরা কী প্রচেষ্টা করছেন?
A
বিদেশি শব্দ তাড়ানোB
হিন্দি শিক্ষার বিস্তারC
দেশি শব্দ নিষিদ্ধD
ইংরেজি শেখানোClick an option to check your answer
Q. 13
লেখকের মতে, আরব-ইরানে হঠাৎ কোনো বড় জ্ঞান-বিজ্ঞানের চর্চা শুরু হয়ে বাংলাকে প্রভাবিত করবে কি?
A
নিশ্চয়ই করবেB
সম্ভব নয়C
সময় সাপেক্ষD
হয়তোClick an option to check your answer
Q. 14
রবীন্দ্রনাথ কোন ধরনের শব্দ ব্যবহারে স্বচ্ছন্দ ছিলেন?
A
ইংরেজিB
সংস্কৃতC
চীন ভাষাD
আরবি-ফারসিClick an option to check your answer
Q. 15
হরপ্রসাদ শাস্ত্রী আরবি-ফারসি শব্দ বিরোধিতা করাকে কী বলতেন?
A
প্রয়াসB
উন্নয়নC
আহাম্মকীD
বিপদClick an option to check your answer
Q. 16
উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে জড়িত?
A
উর্দু নিজস্বB
ফারসিC
আরবিD
সংস্কৃতClick an option to check your answer
Q. 17
চণ্ডী' ও 'হুতোম' কোন বিষয়ে প্রাসঙ্গিক?
A
পুরোনো বাংলা ভাষাB
অভিধান প্রয়োগC
উপন্যাসD
কাব্যগ্রন্থClick an option to check your answer
Q. 18
লেখক কেন বলেন ‘নূতন আমদানিও বন্ধ করা যাবে না’?
A
ভাষার চাহিদা মেটে নাB
শব্দের দাম বেশিC
শব্দ ভুলে যায়D
বাংলা ভাষা শক্তিশালীClick an option to check your answer
Q. 19
পাঠান-মোগল যুগে বাংলা ভাষায় কোন দুটি ভাষার প্রভাব পড়ে?
A
ইংরেজি ও ফরাসিB
হিন্দি ও উর্দুC
হিব্রু ও সংস্কৃতD
আরবি ও ফারসিClick an option to check your answer
Q. 20
সংস্কৃত ভাষা নতুন শব্দ গঠনে কী করে?
A
ফারসি থেকে নেয়B
আরবি থেকে নেয়C
ইংরেজি থেকে নেয়D
নিজস্ব ভাণ্ডারে খোঁজেClick an option to check your answer
Q. 21
কিছু লেখক নতুন শব্দ না এনে কোথা থেকে শব্দ নিচ্ছেন?
A
অভিধানB
বিদেশি সাহিত্যC
পুরোনো বাংলা সাহিত্যD
তদ্ভব শব্দClick an option to check your answer
Q. 22
নজরুল কোন শব্দটি বাংলায় এনেছেন?
A
আলাপB
বন্ধুC
শহিদD
কবিClick an option to check your answer
Q. 23
লেখকের মতে বিলিতি ওষুধের ব্যবহার কেমন?
A
কেউ ব্যবহার করেন নাB
কমে যাচ্ছেC
প্রায় সকলেই খানD
কেবল শহরেClick an option to check your answer
Q. 24
সংস্কৃত ভাষা কোন যুগের ভাষা?
A
প্রাচীন যুগেরB
উপনিবেশিক যুগেরC
মধ্যযুগেরD
আধুনিক যুগেরClick an option to check your answer
Q. 25
লেখক ভবিষ্যৎ সম্পর্কে কী বলেন?
A
ইউরোপীয় শব্দ আরও ঢুকবেB
বাংলা নির্ভর হয়ে উঠবেC
বিদেশি শব্দ বন্ধ হবেD
সংস্কৃত ফিরে আসবেClick an option to check your answer
Q. 26
‘আলাল’ ও ‘হুতোম’-এর ভাষা কেমন ছিল?
A
বিদেশি ভাষা নির্ভরB
প্রচলিত বাংলাC
বিশেষ উদ্দেশ্যে নির্মিতD
উচ্চতর সাহিত্যিকClick an option to check your answer
Q. 27
নিচের কোনটি প্রাচীন আত্মনির্ভর ভাষা নয়?
A
হিব্রুB
আবেস্তাC
বাংলাD
গ্রিকClick an option to check your answer
Q. 28
পরবর্তী যুগে বাংলা ভাষায় শব্দ এসেছে কোন ভাষার মাধ্যমে?
A
হিন্দির মাধ্যমেB
সংস্কৃতC
ইংরেজির মাধ্যমেD
ফারসিClick an option to check your answer
Q. 29
লেখকের মতে পৃথিবীতে কোন জিনিসটি অসম্ভব নয়?
A
চেষ্টা করাB
ভাষা শিক্ষাC
শব্দ গ্রহণD
অনুবাদClick an option to check your answer
Q. 30
সংস্কৃত ভাষায় বিদেশি শব্দের পরিমাণ কেমন?
A
খুব বেশিB
মাঝারিC
খুব কমD
অজানাClick an option to check your answer
Q. 31
লেখকের মতে, সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে কী হবে?
A
আরবি-ফারসি ফিরে আসবেB
শব্দভাণ্ডার সমৃদ্ধ হবেC
ভাষার বিকাশ ঘটবেD
প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবClick an option to check your answer
Q. 32
বাংলা ভাষায় আরবি ও ফারসি শব্দ কোন প্রয়োজনে এসেছে?
A
আইন-আদালতের কাজেB
কৃষিকাজC
ধর্মীয় আচারD
রন্ধনপ্রণালীClick an option to check your answer
Q. 33
লেখকের মতে শ্রীরাধা কেমন রূপে চিত্রিত?
A
তেলেগু নারীB
আর্য বধূC
খাঁটি বাঙালি মেয়েD
ব্রজবালাClick an option to check your answer
Q. 34
নিচের কোন ভাষাটি ঈষৎ পরবর্তী যুগের বলে উল্লেখ আছে?
A
আরবিB
হিন্দিC
সংস্কৃতD
ফারসিClick an option to check your answer
Q. 35
কোন ভাষার সৌন্দর্যে ভারতীয় আর্যগণ বেশি আকৃষ্ট হয়েছিলেন?
A
তুর্কিB
সংস্কৃতC
আরবিD
ফারসিClick an option to check your answer
Q. 36
পশ্চিম বাংলায় আরবি-ফারসি ভাষার অবস্থা কেমন?
A
চর্চা বাড়ছেB
প্রায় বন্ধC
জনপ্রিয়D
মধ্যম পর্যায়েClick an option to check your answer
Q. 37
লেখক ‘চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারব না’—কেন বলেছেন?
A
লেখকের আগ্রহ নেইB
প্রচেষ্টা দীর্ঘমেয়াদিC
লেখক অসুস্থD
কাজটি খুব সহজClick an option to check your answer
Q. 38
হিব্রু ভাষা কোন ধরনের ভাষা?
A
জটিলB
আত্মনির্ভরC
অনিয়মিতD
আধুনিকClick an option to check your answer
Q. 39
কোন দুটি ভাষা আত্মনির্ভরশীল নয় বলে লেখক উল্লেখ করেছেন?
A
হিব্রু ও গ্রিকB
ফারসি ও উর্দুC
ইংরেজি ও বাংলাD
সংস্কৃত ও আরবিClick an option to check your answer
Q. 40
যদি কেউ “প্রাচীন ঐতিহ্য”র দোহাই দিয়ে বাধা দেয়, বাঙালি কী করে?
A
মেনে চলেB
বিদ্রোহ করেC
মান্য করেD
এড়িয়ে যায়Click an option to check your answer
Q. 41
কোন ভাষাকে আত্মনির্ভরশীল বলা হয়েছে?
A
বাংলাB
ফারসিC
সংস্কৃতD
ইংরেজিClick an option to check your answer
Q. 42
কোন বিষয়ে শব্দ চাহিদা পূরণে ইংরেজি অপরিহার্য?
A
প্রযুক্তি ও বিজ্ঞানB
সংগীত ও কাব্যC
সাহিত্য ও উপন্যাসD
কৃষি ও পরিবেশClick an option to check your answer
Q. 43
লেখক 'বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ' — এই প্রশ্নকে কী বলেছেন?
A
তাত্ত্বিকB
প্রাসঙ্গিকC
গুরুত্বপূর্ণD
অবান্তরClick an option to check your answer
Q. 44
লেখক কী কারণে ইংরেজি চর্চার পক্ষে?
A
বাংলা কঠিনB
বাংলা বই নেইC
শব্দ বেশি লাগেD
টেকনিক্যাল শব্দের অভাবClick an option to check your answer
Q. 45
এখন পুরোনো আরবি-ফারসি শব্দ সহজে বোঝা সম্ভব হচ্ছে কেন?
A
বিশ্ববিদ্যালয়ে পুরোনো বাংলা পড়ানো হচ্ছেB
অনুবাদ বেশি হয়েছেC
বাংলা সহজ হয়েছেD
বিদেশি প্রভাব কমেছেClick an option to check your answer
Q. 46
রেলের ইঞ্জিন চালানো বিষয়ে বাংলায় কী নেই?
A
শিক্ষকB
প্রশিক্ষণC
উপযুক্ত বইD
ছবিClick an option to check your answer
Q. 47
সংস্কৃত ভাষা নতুন শব্দ গঠনে কোন কৌশল ব্যবহার করে?
A
সংস্কারB
শব্দ বিকৃতিC
অনুবাদD
ধাতু পরিবর্তনClick an option to check your answer
Q. 48
“ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না” —এই বক্তব্যে কী বোঝানো হয়েছে?
A
জাতিগত চেতনা একB
বাঙালি হিন্দু-মুসলমান আলাদাC
চরিত্র নির্ভর করে ধর্মেD
ধর্মই মূল চরিত্রClick an option to check your answer
Q. 49
পুরোনো আরবি-ফারসি শব্দ ব্যবহারে আগে সমস্যা ছিল কেন?
A
লেখক চাইতেন নাB
ছাত্ররা বুঝত নাC
শব্দ নিষিদ্ধ ছিলD
বাংলা বদলে গিয়েছিলClick an option to check your answer
Q. 50
লেখকের মতে, সংস্কৃত ভাষা কেমন ভাষা?
A
অস্বাভাবিকB
স্বয়ংসম্পূর্ণC
আধা-নির্ভরD
পরনির্ভরClick an option to check your answer
Q. 51
লেখক কোন দুটি জিনিসের সঙ্গে বিদেশি শব্দ থাকার তুলনা করেছেন?
A
আলু ও কপিB
ছাতা ও জুতোC
চিনি ও চাD
জল ও বাতাসClick an option to check your answer
Q. 52
বিদ্যাসাগর সাধু রচনায় কোন ধরনের শব্দ ব্যবহার করতেন না?
A
আরবি-ফারসিB
তদ্ভবC
সংস্কৃতD
ইংরেজিClick an option to check your answer
Q. 53
বাংলা ভাষায় সংস্কৃত শব্দ ঢোকার কারণ কী?
A
পাণ্ডিত্যB
আরবি চর্চাC
সংস্কৃত চর্চাD
ইংরেজি অনুবাদClick an option to check your answer
Q. 54
আমরা অন্য ভাষার চর্চা করলেও কী বাংলায় ঢুকবেই?
A
শব্দB
উপসর্গC
অর্থD
রীতিClick an option to check your answer
Q. 55
সংস্কৃত ভাষা কি কখনও বিদেশি শব্দ গ্রহণ করেছে?
A
প্রচুর করেB
অল্প পরিমাণে করেছেC
নাD
সবসময় করেClick an option to check your answer
Q. 56
বাংলা ভাষা প্রয়োজনে ও অপ্রয়োজনে কী গ্রহণ করেছে?
A
উপসর্গB
উপনিবেশিক ভাষাC
বাগধারাD
বিদেশি শব্দClick an option to check your answer
Q. 57
নিচের কোন তিন ভাষার শব্দ বাংলায় বেশি ঢুকেছে?
A
আরবি, ফারসি, ইংরেজিB
হিব্রু, গ্রীক, সংস্কৃতC
হিন্দি, সংস্কৃত, জার্মানD
তামিল, সংস্কৃত, ওড়িয়াClick an option to check your answer
Q. 58
কোন ধরনের আরবি-ফারসি শব্দ বাংলা ভাষায় বহুকাল থাকবে বলে মনে করেন লেখক?
A
অনুবাদকৃতB
নূতন আমদানিকৃতC
শব্দভাণ্ডারবর্জিতD
ইতিমধ্যে প্রবেশকৃতClick an option to check your answer
Q. 59
উর্দু ভাষাকে ফারসির অনুকরণ থেকে কিছুটা মুক্ত করতে কে সচেষ্ট হয়েছিলেন?
A
রবীন্দ্রনাথB
ইকবালC
বঙ্কিমচন্দ্রD
মওলানা আজাদClick an option to check your answer
Q. 60
বাঙালি যখন সত্য-শিব-সুন্দরের সন্ধান পায়, তখন সে কী করে?
A
গ্রহণ করেB
উপেক্ষা করেC
ত্যাগ করেD
অস্বীকার করেClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding