Multiple Choice Questions
পশ্চিমবঙ্গ - প্রাকৃতিক পরিবেশ
Practice Questions with Answers
Total 80 questions available
Q. 1
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
A
কানচনজঙ্ঘাB
ঠাকুরানC
গর্গাবুরুD
সান্দাকফুClick an option to check your answer
Q. 2
পশ্চিমবঙ্গের প্রাচীনতম ভূখণ্ড কোনটি?
A
গঙ্গা সমভূমিB
তরাইC
ডুয়ার্সD
মালভূমি অঞ্চলClick an option to check your answer
Q. 3
সুন্দরবন কোন অঞ্চলে অবস্থিত?
A
পর্বত্য অঞ্চলB
সক্রিয় বদ্বীপ অঞ্চলC
রিগোলিথ অঞ্চলD
শুষ্ক অঞ্চলClick an option to check your answer
Q. 4
উত্তরবঙ্গের বৃহত্তম নদীর নাম কী?
A
তিস্তাB
মহানন্দাC
জলঢাকাD
তোর্সাClick an option to check your answer
Q. 5
সুন্দরবনের বিখ্যাত প্রাণী কোনটি?
A
হরিণB
কুমিরC
রয়াল বেঙ্গল টাইগারD
চিতাClick an option to check your answer
Q. 6
উত্তরবঙ্গের নদীগুলির একটি বৈশিষ্ট্য কী?
A
কেবল বর্ষাকালে প্রবাহিতB
জলসেচে ব্যবহার হয়C
বরফগলা জলে পুষ্টD
সমুদ্র থেকে উৎপন্নClick an option to check your answer
Q. 7
পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটি?
A
বক্সাদুয়ারB
ডুয়ার্সC
কোচবিহারD
জলপাইগুড়িClick an option to check your answer
Q. 8
খোয়াই ভূমিরূপ কোথায় দেখা যায়?
A
ল্যাটেরাইট অঞ্চলেB
পাহাড়েC
বালি অঞ্চলেD
পলিযুক্ত অঞ্চলেClick an option to check your answer
Q. 9
পশ্চিমবঙ্গের মালভূমির সর্বোচ্চ অংশ কী?
A
সান্দাকফুB
রানিগঞ্জC
গর্গাবুরুD
ঠাকুরানClick an option to check your answer
Q. 10
রডোডেনড্রন উদ্ভিদ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে দেখা যায়?
A
পার্বত্য অঞ্চলB
উপকূল অঞ্চলC
সমতলভূমিD
মালভূমি অঞ্চলClick an option to check your answer
Q. 11
উত্তরবঙ্গের সমভূমির নবীন পলিগঠিত অংশকে কী বলা হয়?
A
দিয়ারাB
ভাবরC
খোয়াইD
তালClick an option to check your answer
Q. 12
মালভূমি অঞ্চলের ছোট ছোট টিলাকে স্থানীয় ভাষায় কী বলা হয়?
A
পাহাড়B
ঢিবিC
ডুংরিD
গড়Click an option to check your answer
Q. 13
পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় সাধারণত কবে দেখা যায়?
A
জুন-জুলাইB
ডিসেম্বর-জানুয়ারিC
এপ্রিল-মেD
সেপ্টেম্বর-অক্টোবরClick an option to check your answer
Q. 14
দুরবিন্দারা পর্বতশ্রেণির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
A
ঋষিলাB
সান্দাকফুC
দাউহিলD
গর্গাবুরুClick an option to check your answer
Q. 15
সুন্দরবন অঞ্চলে যে বিশেষ ধরনের উদ্ভিদ দেখা যায় তা কী?
A
চিরসবুজB
ঝোপজাতC
কনিফারD
ম্যানগ্রোভClick an option to check your answer
Q. 16
গোরুমারা ও জলদাপাড়া কী?
A
উপকূল অঞ্চলB
নদীঘেরা অঞ্চলC
জাতীয় উদ্যানD
অভয়ারণ্যClick an option to check your answer
Q. 17
পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে জলসম্পদের পরিমাণ সবচেয়ে বেশি?
A
দক্ষিণবঙ্গB
মালভূমিC
উত্তরবঙ্গD
উপকূল অঞ্চলClick an option to check your answer
Q. 18
পশ্চিমবঙ্গে লবণাক্ত মাটি কোথায় দেখা যায়?
A
নদী উপত্যকাB
উত্তরবঙ্গC
উপকূল অঞ্চলD
মালভূমি অঞ্চলClick an option to check your answer
Q. 19
জলদাপাড়া অভয়ারণ্যে কোন বিরল প্রাণী দেখা যায়?
A
রয়াল বেঙ্গল টাইগারB
হাতিC
চিতাবাঘD
একশৃঙ্গ গণ্ডারClick an option to check your answer
Q. 20
পশ্চিমবঙ্গের কোন জেলায় বালিয়াড়ি ভূমিরূপ দেখা যায়?
A
পূর্ব মেদিনীপুরB
হাওড়াC
পুরুলিয়াD
কোচবিহারClick an option to check your answer
Q. 21
পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা নদী বিভক্ত হয়েছে?
A
হাওড়াB
মালদাC
নদিয়াD
মুরশিদাবাদClick an option to check your answer
Q. 22
পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি কী ধরনের?
A
শীতপ্রধানB
নাতিশীতোষ্ণC
মৌসুমিD
গ্রীষ্মপ্রধানClick an option to check your answer
Q. 23
পশ্চিমবঙ্গে শীতকালীন ঝড়বৃষ্টিকে কী বলা হয়?
A
পশ্চিমি ঝঞ্ঝাB
কালবৈশাখীC
পূবালি ঝড়D
বর্ষার গর্জনClick an option to check your answer
Q. 24
মালদা জেলার দক্ষিণের নবীন পলিগঠিত ভূমিকে কী বলা হয়?
A
দিয়ারাB
বদলিপাড়াC
দোআঁশD
তরাইClick an option to check your answer
Q. 25
মামা-ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত?
A
দার্জিলিংB
পুরুলিয়াC
জলপাইগুড়িD
বীরভূমClick an option to check your answer
Q. 26
কোন নদীকে পশ্চিমবঙ্গে ‘দুঃখের নদী’ বলা হয়?
A
দামোদরB
তিস্তাC
গঙ্গাD
কংসাবতীClick an option to check your answer
Q. 27
পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক বৃষ্টিপাত হয়?
A
দার্জিলিংB
জলপাইগুড়িC
মালদাD
আলিপুরদুয়ারClick an option to check your answer
Q. 28
দামোদর নদীর উৎস কোথায়?
A
মৈত্রাবাহুB
খামারপাত পাহাড়C
অযোধ্যা পাহাড়D
গর্গাবুরুClick an option to check your answer
Q. 29
কোন উদ্ভিদটি সরলবর্গীয়?
A
শালB
রডোডেনড্রনC
গর্জনD
পাইনClick an option to check your answer
Q. 30
কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
A
হুগলিB
গঙ্গাC
দামোদরD
পদ্মাClick an option to check your answer
Q. 31
মালভূমি অঞ্চলের জলবায়ুর প্রকৃতি কেমন?
A
চরমভাবাপন্নB
শীতলC
বর্ষণবিহীনD
স্থিতিশীলClick an option to check your answer
Q. 32
পশ্চিমবঙ্গের মোট বনভূমির পরিমাণ কত শতাংশ?
A
১১.২২%B
১৫.৪৫%C
১৩.৩৮%D
৯.৫৮%Click an option to check your answer
Q. 33
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সাধারণত কোন ধরনের মাটি দেখা যায়?
A
লালB
পলিC
ল্যাটেরাইটD
দোআঁশClick an option to check your answer
Q. 34
মালভূমি অঞ্চলে কোন ধরণের বনভূমি দেখা যায়?
A
কনিফার বনভূমিB
ম্যানগ্রোভ বনভূমিC
চিরসবুজ বনভূমিD
পর্ণমোচী বনভূমিClick an option to check your answer
Q. 35
রাঢ় অঞ্চলের মৃত্তিকা সাধারণত কী ধরণের?
A
ল্যাটেরাইটB
দোআঁশC
পলিD
কালোClick an option to check your answer
Q. 36
তরাই অঞ্চলের যে মাটিতে বার্লি, নুড়ি ও কাঁকর থাকে তাকে কী বলে?
A
ভাবরB
দোআঁশC
বাদামি মাটিD
ল্যাটেরাইটClick an option to check your answer
Q. 37
মাতলা, গোসাবা ও পিয়ালী নদীর জল কেন লবণাক্ত?
A
খরার জন্যB
পাহাড়ি জলধারার জন্যC
উষ্ণতা বেশিD
জোয়ারের জলে পুষ্টClick an option to check your answer
Q. 38
পশ্চিমি ঝঞ্ঝা কোন ঋতুতে লক্ষ করা যায়?
A
বর্ষাকালB
শরৎকালC
শীতকালD
গ্রীষ্মকালClick an option to check your answer
Q. 39
উত্তরবঙ্গের অধিকাংশ নদী কোন দেশে প্রবেশ করেছে?
A
চিনB
বাংলাদেশC
ভারতD
নেপালClick an option to check your answer
Q. 40
প্রাচীন পলল মৃত্তিকাকে কী বলা হয়?
A
ল্যাটেরাইটB
দোআঁশC
খাদরD
ভাঙরClick an option to check your answer
Q. 41
ভারতের মোট জলসম্পদের কত শতাংশ পশ্চিমবঙ্গে অবস্থিত?
A
৭.৫০%B
৬.২০%C
৪.৩০%D
৫.৮০%Click an option to check your answer
Q. 42
তরাই ও ডুয়ার্স অঞ্চল পৃথক হয়েছে কোন নদীর মাধ্যমে?
A
তিস্তাB
মহানন্দাC
জলঢাকাD
রায়গঞ্জClick an option to check your answer
Q. 43
পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তে কোন পর্বতশ্রেণি অবস্থিত?
A
হিমালয়B
সিঙ্গালিলাC
দার্জিলিংD
ডুয়ার্সClick an option to check your answer
Q. 44
কংসাবতী ও কেলেঘাই নদী মিলিত হয়ে কোন নদীর উৎপত্তি ঘটায়?
A
দামোদরB
ভাগীরথীC
রূপনারায়ণD
হলদিClick an option to check your answer
Q. 45
কোন নদীকে 'পশ্চিমবঙ্গের দুঃখ' বলা হয়?
A
দামোদরB
রূপনারায়ণC
গঙ্গাD
তিস্তাClick an option to check your answer
Q. 46
ডুয়ার্স অঞ্চলকে আর কী নামে ডাকা হয়?
A
ভুটানের প্রবেশদ্বারB
সাঁওতাল ভূমিC
পলি অঞ্চলD
জলভূমিClick an option to check your answer
Q. 47
মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি?
A
ময়ূরাক্ষীB
সুবর্ণরেখাC
দামোদরD
কংসাবতীClick an option to check your answer
Q. 48
কার্সিয়াং শহর যে শৈলশিরার ওপর অবস্থিত তা কী?
A
কাঞ্চনজঙ্ঘাB
বাগোরা ডাউহিলC
মহালদিরামD
ডাউহিলClick an option to check your answer
Q. 49
পশ্চিমবঙ্গ ও ওড়িশার সীমানা নির্দেশকারী নদী কোনটি?
A
ময়ূরাক্ষীB
রূপনারায়ণC
সুবর্ণরেখাD
হুগলিClick an option to check your answer
Q. 50
তিলপাড়া ব্যারেজ কোন নদীতে অবস্থিত?
A
ময়ূরাক্ষীB
অজয়C
দামোদরD
কংসাবতীClick an option to check your answer
Q. 51
পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণকারী প্রধান কারণ কী?
A
পাহাড়B
নদীC
অরণ্যD
মৌসুমি বায়ুClick an option to check your answer
Q. 52
কোচবিহার জেলার অবনমিত অঞ্চলকে কী বলা হয়?
A
দোআঁশB
তালC
ডুয়ার্সD
ভাবরClick an option to check your answer
Q. 53
পশ্চিম মেদিনীপুর জেলার একটি পাহাড়ের নাম কী?
A
ঠাকুরানB
গর্গাবুরুC
বাগোরাD
দামদিমClick an option to check your answer
Q. 54
পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি?
A
দক্ষিণ উপকূলB
মালভূমি অঞ্চলC
উত্তরের পার্বত্য অঞ্চলD
গাঙ্গেয় সমভূমিClick an option to check your answer
Q. 55
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন বৃহৎ মালভূমির অংশ?
A
দণ্ডকারণ্য মালভূমিB
মালব মালভূমিC
ছোটোনাগপুর মালভূমিD
মালনাদ মালভূমিClick an option to check your answer
Q. 56
তিস্তা নদীর উৎসস্থল কোনটি?
A
হিমাদ্রিB
গোমুখC
কানচনজঙ্ঘাD
জেমু হিমবাহClick an option to check your answer
Q. 57
পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের পাদদেশীয় সমভূমির নাম কী?
A
মালভূমিB
তরাইC
সমতলভূমিD
ডুয়ার্সClick an option to check your answer
Q. 58
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে কোন ঋতু বিরাজ করে?
A
বর্ষাকালB
গ্রীষ্মকালC
শীতকালD
শরৎকালClick an option to check your answer
Q. 59
পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি?
A
মেদিনীপুরB
পুরুলিয়াC
বীরভূমD
বাঁকুড়াClick an option to check your answer
Q. 60
শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঝড় হয়, তার নাম কী?
A
কালবৈশাখীB
পূবালী ঝড়C
বর্ষার ঝড়D
আশ্বিনের ঝড়Click an option to check your answer
Q. 61
পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে কী?
A
হিমালয়B
সূর্যC
মৌসুমি বায়ুD
জলবায়ু পরিবর্তনClick an option to check your answer
Q. 62
কালিন্দী ও মহানন্দা নদীর মধ্যবর্তী নিম্ন সমতলভূমিকে কী বলা হয়?
A
ভাঙরB
ডুয়ার্সC
দেওয়ানD
তালClick an option to check your answer
Q. 63
তরাই' শব্দের অর্থ কী?
A
উঁচু সমতলভূমিB
পাহাড়ি ভূমিC
স্যাঁতসেঁতে ভূমিD
জলাভূমিClick an option to check your answer
Q. 64
দামোদর নদীর প্রধান শাখাটির নাম কী?
A
অজয়B
হলদিC
কংসাবতীD
মুন্ডেশ্বরীClick an option to check your answer
Q. 65
পশ্চিমবঙ্গের প্রধান মৃত্তিকা কোনটি?
A
পলিমাটিB
কালো মাটিC
বেলে মাটিD
ল্যাটেরাইটClick an option to check your answer
Q. 66
পার্বত্য অঞ্চলের জলবায়ু শীতল প্রকৃতির কারণ কী?
A
গড় উচ্চতা বেশিB
নদীর উৎসস্থলC
বরফ পড়েD
গাছপালা বেশিClick an option to check your answer
Q. 67
নিম্নলিখিত কোন জেলাটি পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত?
A
হুগলিB
পুরুলিয়াC
নদিয়াD
মালদাClick an option to check your answer
Q. 68
পশ্চিমের মালভূমি অঞ্চলের কোন নদী বঙ্গোপসাগরে পড়েছে?
A
কংসাবতীB
দামোদরC
সুবর্ণরেখাD
অজয়Click an option to check your answer
Q. 69
সুন্দরবনের সবচেয়ে বৃহৎ দ্বীপটির নাম কী?
A
মৌসুনীB
গোসাবাC
পূর্বাশাD
সাগর দ্বীপClick an option to check your answer
Q. 70
পড়সল মাটি পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায়?
A
উপকূল অঞ্চলB
সমতলভূমিC
মালভূমিD
পার্বত্য অঞ্চলClick an option to check your answer
Q. 71
পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খালের নাম কী?
A
ক্যানিং খালB
জলপাইগুড়ি খালC
মেদিনীপুর খালD
কৃষ্ণনগর খালClick an option to check your answer
Q. 72
দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কী?
A
রূপনারায়ণB
ভাগীরথীC
হলদিD
কংসাবতীClick an option to check your answer
Q. 73
পশ্চিমবঙ্গের নদী উপত্যকায় সাধারণত কী ধরণের মৃত্তিকা দেখা যায়?
A
কালোB
ল্যাটেরাইটC
বেলেD
পলিClick an option to check your answer
Q. 74
ম্যানগ্রোভ উদ্ভিদে কোন ধরনের মূল দেখা যায়?
A
আঁকড়ানো মূলB
স্তম্ভমূলC
শ্বাসমূলD
পার্শ্বমূলClick an option to check your answer
Q. 75
মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি?
A
অজয়B
কংসাবতীC
দামোদরD
ময়ূরাক্ষীClick an option to check your answer
Q. 76
আশ্বিনের ঝড় সাধারণত কবে দেখা যায়?
A
গ্রীষ্মকালেB
বর্ষাকালেC
শরৎকালেD
শীতকালেClick an option to check your answer
Q. 77
পার্বত্য অঞ্চলের কম উচ্চতায় কী ধরণের উদ্ভিদ দেখা যায়?
A
কনিফারB
নাতিশীতোষ্ণ মিশ্রC
চিরসবুজD
পর্ণমোচীClick an option to check your answer
Q. 78
অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
A
কুমারডোবাB
মৈত্রাবাহুC
গর্গাবুরুD
ঠাকুরানClick an option to check your answer
Q. 79
মহানন্দা করিডর কোথায় অবস্থিত?
A
উত্তর দিনাজপুরB
মালদাC
দক্ষিণ দিনাজপুরD
জলপাইগুড়িClick an option to check your answer
Q. 80
সুন্দরবনের একটি নবগঠিত দ্বীপের নাম কী?
A
হেনরীB
মৈনটC
গোসাবাD
পূর্বাশাClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding