Multiple Choice Questions
জীবন সংগঠনের স্তর - জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য
Practice Questions with Answers
Total 130 questions available
Q. 1
হিমোগ্লোবিন উৎপাদন কোন খনিজ পদার্থের কাজ নয়?
A
কোবল্টB
তামাC
লৌহD
ক্যালশিয়ামClick an option to check your answer
Q. 2
ভিটামিন A-এর অভাবে কোন রোগ হয়?
A
স্কার্ভিB
বেরিবেরিC
রাতকানাD
গ্লসাইটিসClick an option to check your answer
Q. 3
DNA-এর পূর্ণরূপ কী?
A
ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডB
ডিক্সিনিউক্লিক অ্যাসিডC
ডিঅক্সিসাইটোনিউক্লিক অ্যাসিডD
ডিএনএ অ্যাসিডClick an option to check your answer
Q. 4
ভিটামিন E-এর রাসায়নিক নাম কী?
A
অ্যাসকরবিক অ্যাসিডB
রেটিনলC
টোকোফেরলD
থিয়ামিনClick an option to check your answer
Q. 5
দৈনন্দিন ক্যালোরি চাহিদার কত শতাংশ কার্বোহাইড্রেট থেকে পূরণ হয়?
A
30–40%B
80–90%C
60–70%D
40–50%Click an option to check your answer
Q. 6
পেশির সংকোচন-প্রসারণের জন্য কোন দুটি প্রোটিন দায়ী?
A
ইনসুলিন ও গ্লুকাগনB
ট্রিপসিন ও পেপসিনC
অ্যাকটিন ও মায়োসিনD
হিমোগ্লোবিন ও গ্লোবিনClick an option to check your answer
Q. 7
কড ও শার্ক মাছের যকৃৎ তেলে কোন ভিটামিন থাকে?
A
বি ও সিB
এ ও ডিC
ক ও ডিD
এ ও বিClick an option to check your answer
Q. 8
সোডিয়ামের অভাবে দেহে কী হয়?
A
রক্তে গ্লুকোজ বেড়ে যায়B
জ্বর হয়C
রক্তচাপ কমে যায়D
রক্তচাপ বেড়ে যায়Click an option to check your answer
Q. 9
ভিটামিন A-এর অভাবে নিচের কোন রোগগুলি হয়?
A
স্কার্ভি ও গাউটB
রিকেট ও জন্ডিসC
রাতকানা, বিটট স্পট ও ক্যারাটোম্যালেশিয়াD
পোলিও ও ক্যান্সারClick an option to check your answer
Q. 10
প্রোটিনের সাংগঠনিক একক কী?
A
গ্লুকোজB
ভিটামিনC
ফ্যাটি অ্যাসিডD
অ্যামাইনো অ্যাসিডClick an option to check your answer
Q. 11
জীবন্ত কোশ পর্যবেক্ষণ প্রথম কে করেন?
A
ভার্গম্যানB
রবার্ট হুকC
লিউয়েন হকD
শোয়ানClick an option to check your answer
Q. 12
পটাশিয়ামের অভাবে কোন অঙ্গের কর্মক্ষমতা ব্যাহত হয়?
A
হৃৎপিণ্ডB
মস্তিষ্কC
যকৃতD
বৃক্কClick an option to check your answer
Q. 13
যে যৌগ থেকে জীবদেহে ভিটামিন সৃষ্টি হয়, তাকে কী বলা হয়?
A
প্রোভিটামিনB
ভিটামিনC
অ্যান্টিভিটামিনD
সহউৎসেচকClick an option to check your answer
Q. 14
ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে?
A
কেসিনB
অ্যালবুমিনC
গ্লোবিউলিনD
গ্লুটামিনClick an option to check your answer
Q. 15
ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল কী ধরনের বন্ধনে যুক্ত থাকে?
A
গ্লাইকোসাইডিক বন্ধনB
এস্টার বন্ধনC
পেপটাইড বন্ধনD
হাইড্রোজেন বন্ধনClick an option to check your answer
Q. 16
উদ্ভিদদেহে ধাতুযুক্ত পরফাইরিন জাতীয় অণুর নাম কী?
A
থাইরক্সিনB
ক্লোরোফিলC
ফাইটোক্রোমD
হিমোগ্লোবিনClick an option to check your answer
Q. 17
থাইরয়েড গ্রন্থির সঠিক কাজের জন্য কোন খনিজ প্রয়োজন?
A
ম্যাগনেশিয়ামB
আয়োডিনC
সোডিয়ামD
ক্যালশিয়ামClick an option to check your answer
Q. 18
রাইবোজোম গঠনের জন্য নিচের কোন খনিজ পদার্থটি দরকার?
A
জিঙ্কB
ক্লোরিনC
কপারD
ফ্লুওরিনClick an option to check your answer
Q. 19
দেহে প্রবেশকারী জারণধর্মী মূলককে কে অপসারণ করে?
A
হাইড্রোজেনB
নাইট্রোজেনC
সালফারD
কার্বনClick an option to check your answer
Q. 20
DNA-এর দ্বি-তন্ত্রী মডেল প্রকাশ করেন কে?
A
পাস্তুরB
ওয়াটসন ও ক্রিকC
মেন্ডেলD
চারগাফClick an option to check your answer
Q. 21
আত্মঘাতী থলি' নামে কোন অঙ্গাণুকে ডাকা হয়?
A
গলজাই বডিB
লাইসোজোমC
নিউক্লিয়াসD
মাইটোকন্ড্রিয়াClick an option to check your answer
Q. 22
ভিটামিন C-এর অভাবে কোন রোগ হয়?
A
বেরিবেরিB
স্কার্ভিC
রাতকানাD
রিকেটClick an option to check your answer
Q. 23
ভিটামিন B1-এর অভাবে কোন রোগ দেখা যায়?
A
রিকেটB
বেরিবেরিC
পোলিওD
রাতকানাClick an option to check your answer
Q. 24
ATP-কে কী বলা হয়?
A
শক্তির উৎসB
এনার্জি কারেন্সিC
নিউক্লিক অ্যাসিডD
শক্তির ভাণ্ডারClick an option to check your answer
Q. 25
উৎসেচক বা এনজাইম কী জাতীয় যৌগ?
A
প্রোটিনB
কার্বোহাইড্রেটC
নিউক্লিক অ্যাসিডD
লিপিডClick an option to check your answer
Q. 26
নিচের কোনটি একটি পলিস্যাকারাইড?
A
ল্যাকটোজB
ফ্রুক্টোজC
গ্লাইকোজেনD
গ্লুকোজClick an option to check your answer
Q. 27
ডিমে কোন ভিটামিন অনুপস্থিত?
A
ভিটামিন DB
ভিটামিন CC
ভিটামিন AD
ভিটামিন B₁Click an option to check your answer
Q. 28
নিউক্লিওসাইড-এর সঙ্গে কোনটি যুক্ত হলে নিউক্লিওটাইড তৈরি হয়?
A
ফসফেট মূলকB
প্রোটিনC
অ্যামাইনো অ্যাসিডD
গ্লুকোজClick an option to check your answer
Q. 29
কোন খনিজ পদার্থ কো-ফ্যাক্টর হিসেবে উৎসেচকে সাহায্য করে?
A
ম্যাঙ্গানিজB
জিঙ্কC
ক্লোরিনD
আয়োডিনClick an option to check your answer
Q. 30
সেলুলোজ জাতীয় খাদ্যকে এককথায় কী বলা হয়?
A
রাফেজB
প্রোটিনC
ফাইবারD
পলিস্যাকারাইডClick an option to check your answer
Q. 31
আমাদের দেহে অতিরিক্ত গ্লুকোজ কোথায় গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়?
A
হাড় ও রক্তB
পাকস্থলী ও অন্ত্রC
ত্বক ও কিডনিD
যকৃত ও পেশিClick an option to check your answer
Q. 32
চিংড়ি ও কাঁকড়ার শক্ত খোলক কোন উপাদান দিয়ে তৈরি?
A
কার্বোহাইড্রেটB
প্রোটিনC
খনিজD
লিপিডClick an option to check your answer
Q. 33
জীবদেহে গড়ে জলের পরিমাণ কত?
A
৬০–৭০%B
৫০–৬০%C
৩০–৪০%D
৪০–৫০%Click an option to check your answer
Q. 34
ডিমের হলুদ অংশে কোন প্রোটিন থাকে?
A
ফাইব্রিনB
অ্যালবুমিনC
মায়োসিনD
গ্লোবিউলিনClick an option to check your answer
Q. 35
ভিটামিন A-এর অভাবে কোনটি হয় না?
A
দাঁতের ক্ষয়B
শুষ্ক চোখC
রাতকানাD
ত্বকের শুষ্কতাClick an option to check your answer
Q. 36
মানবদেহের সব উৎসেচক সাধারণত কোন প্রকৃতির হয়?
A
শর্করাধর্মীB
প্রোটিনধর্মীC
লিপিডধর্মীD
অজৈবধর্মীClick an option to check your answer
Q. 37
পিত্তরসে উপস্থিত একটি স্বাভাবিক ক্ষার কোনটি?
A
সালফেটB
হাইড্রোক্লোরিক অ্যাসিডC
বাইকার্বনেটD
ক্লোরাইডClick an option to check your answer
Q. 38
কার্বোহাইড্রেট অণুর সাধারণ সংকেত কী?
A
C6H12O6B
Cn(H2O)aC
Cn(HO)2nD
CH3COOHClick an option to check your answer
Q. 39
কোশের প্রোটোপ্লাজমে কত শতাংশ জল থাকে?
A
৬০–৯০%B
৪০–৭০%C
১০–৩০%D
২০–৪০%Click an option to check your answer
Q. 40
বহুশর্করা অণুতে এক শর্করার সংখ্যা সাধারণত কত থাকে?
A
১ বা ২B
১০ বা তার বেশিC
৩–৫D
৬–৯Click an option to check your answer
Q. 41
উচ্চশ্রেণির জীবের বংশগতির জন্য কোন অণু দায়ী?
A
লিপিডB
প্রোটিনC
DNAD
RNAClick an option to check your answer
Q. 42
উচ্চশ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ কোন তরলে বৃদ্ধি পায়?
A
অ্যামনিওটিক তরলB
সেরিব্রো-স্পাইনাল তরলC
প্লাজমাD
কোষরসClick an option to check your answer
Q. 43
হৃৎপিণ্ডের গতি নিয়ন্ত্রণ করা কোন খনিজ পদার্থের কাজ নয়?
A
ক্যালশিয়ামB
সোডিয়ামC
পটাশিয়ামD
ফসফরাসClick an option to check your answer
Q. 44
নিচের কোনটি স্নেহদ্রাব্য ভিটামিন নয়?
A
ভিটামিন DB
ভিটামিন AC
ভিটামিন PD
ভিটামিন EClick an option to check your answer
Q. 45
খাদ্যলবণ থেকে আমরা কোন খনিজটি সবচেয়ে বেশি পরিমাণে পাই?
A
ক্যালশিয়ামB
ফসফরাসC
পটাশিয়ামD
সোডিয়ামClick an option to check your answer
Q. 46
জেলিফিশের দেহে জলের পরিমাণ প্রায় কত?
A
৭০%B
৬০%C
৮০%D
৯০%Click an option to check your answer
Q. 47
রক্তরসে থাকা প্রোটিনগুলিকে কী বলা হয়?
A
হিমোগ্লোবিনB
ফাইব্রিনC
লিপোপ্রোটিনD
প্লাজমা প্রোটিনClick an option to check your answer
Q. 48
ক্যালশিয়ামের অতিরিক্ত অভাবে পেশিতে যে খিঁচুনি হয়, তাকে কী বলে?
A
রিকেটসB
অস্টিওম্যালেশিয়াC
টিট্যানিD
ক্র্যাম্পClick an option to check your answer
Q. 49
মানুষ প্রধানত কোনটি শক্তির উৎস হিসেবে ব্যবহার করে?
A
প্রোটিনB
কার্বোহাইড্রেটC
ভিটামিনD
লিপিডClick an option to check your answer
Q. 50
স্পিরুলিনা কী?
A
একটি প্রোটিনB
একটি শৈবালC
একটি ব্যাকটেরিয়াD
একটি ছত্রাকClick an option to check your answer
Q. 51
ABO রক্তগ্রুপ নির্ধারণকারী অ্যান্টিজেন কোন শ্রেণির যৌগ?
A
প্রোটিনB
লিপিডC
কার্বোহাইড্রেটD
অ্যাসিডClick an option to check your answer
Q. 52
সবাত শ্বসনের কোন ধাপে মুক্ত অক্সিজেন প্রয়োজন হয়?
A
ক্রেবস চক্রB
গ্লাইকোলিসিসC
পেপটাইড সংশ্লেষণD
ইলেকট্রন পরিবহণ শৃঙ্খলClick an option to check your answer
Q. 53
লোহিত কণিকায় কোন প্রোটিনটি অক্সিজেন পরিবহণ করে?
A
মায়োসিনB
ইনসুলিনC
হিমোগ্লোবিনD
অ্যাকটিনClick an option to check your answer
Q. 54
মস্তিষ্ক শক্তির জন্য কোনটি ব্যবহার করে?
A
ফ্যাটB
ভিটামিনC
গ্লুকোজD
অ্যামাইনো অ্যাসিডClick an option to check your answer
Q. 55
প্রোটিন সংশ্লেষের জন্য মোট কত প্রকার অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন?
A
১৫B
১০C
৮D
২০Click an option to check your answer
Q. 56
ট্রাইগ্লিসারাইড গঠিত হয় —
A
অ্যামাইনো অ্যাসিড ও গ্লুকোজB
গ্লুকোজ ও প্রোটিনC
জল ও স্নেহD
ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলClick an option to check your answer
Q. 57
ভিটামিন D-কে কী নামে ডাকা হয়?
A
অ্যান্টি বেরিবেরি ভিটামিনB
অ্যান্টি র্যাকাইটিস ভিটামিনC
অ্যান্টি স্কার্ভিক ভিটামিনD
অ্যান্টি ক্যান্সার ভিটামিনClick an option to check your answer
Q. 58
এক অণু সুক্রোজ ভেঙে কী কী উৎপন্ন হয়?
A
সুক্রোজ ও মালটোজB
গ্লুকোজ ও গ্যালাকটোজC
ফ্রুক্টোজ ও গ্যালাকটোজD
গ্লুকোজ ও ফ্রুক্টোজClick an option to check your answer
Q. 59
প্রোটোপ্লাজম আসলে কোন ধরনের দ্রবণ?
A
জৈব দ্রবণB
ক্ষারীয় দ্রবণC
কলয়েডীয় দ্রবণD
অজৈব দ্রবণClick an option to check your answer
Q. 60
DNA অণুর একটি প্রধান মৌলিক উপাদান কোনটি?
A
লৌহB
ক্লোরিনC
ফসফরাসD
সোডিয়ামClick an option to check your answer
Q. 61
'প্রোটিন বাঁচোয়া খাদ্য' কাকে বলা হয়?
A
মিনারেলB
কার্বোহাইড্রেটC
ফ্যাটি অ্যাসিডD
ভিটামিনClick an option to check your answer
Q. 62
ভিটামিন D-এর অভাবে কোন কোন রোগ হয়?
A
অস্টিওম্যালেশিয়া ও অস্টিওপোরোসিসB
হেপাটাইটিস ও ডায়াবেটিসC
স্কার্ভি ও জন্ডিসD
গ্লসাইটিস ও গাউটClick an option to check your answer
Q. 63
কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত কী?
A
Cn(HO)nB
Cn(H2O)nC
CH2OD
Cn(HO2)nClick an option to check your answer
Q. 64
প্রোটিন অণু গঠিত হয় কোন অণুগুলির দ্বারা?
A
গ্লুকোজB
অ্যামিনো অ্যাসিডC
সুক্রোজD
ফ্যাটি অ্যাসিডClick an option to check your answer
Q. 65
দেহে নাইট্রোজেনের ঘাটতি মানে কী?
A
প্রোটিনের ঘাটতিB
ভিটামিনের ঘাটতিC
শক্তির ঘাটতিD
জলের ঘাটতিClick an option to check your answer
Q. 66
সর্বপ্রথম কোশ কে আবিষ্কার করেন?
A
চার্লস ডারউইনB
লিউয়েন হকC
শ্লেইডেনD
রবার্ট হুকClick an option to check your answer
Q. 67
সবাত শ্বসনের প্রান্তীয় শ্বসনের শেষ ইলেকট্রন গ্রাহক কোনটি?
A
জলB
অক্সিজেনC
হাইড্রোজেনD
কার্বন ডাই-অক্সাইডClick an option to check your answer
Q. 68
কোশপ্রাচীরে প্রধান বহুশর্করাটি কী?
A
সেলুলোজB
শ্বেতসারC
গ্লাইকোজেনD
ডেক্সট্রিনClick an option to check your answer
Q. 69
সাধারণ স্নেহবস্তুর আর্দ্রবিশ্লেষণে কোন দুটি পদার্থ উৎপন্ন হয়?
A
গ্লুকোজ ও ফ্রুক্টোজB
ইউরিয়া ও অ্যামোনিয়াC
অ্যামাইনো অ্যাসিড ও জলD
ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলClick an option to check your answer
Q. 70
শিশুদের ভিটামিন D-এর অভাবে যে রোগ দেখা যায়, তা কী?
A
টিট্যানিB
রিকেটC
বেরিবেরিD
ম্যারাসমাসClick an option to check your answer
Q. 71
এক অণু ল্যাকটোজ ভেঙে কী কী উৎপন্ন হয়?
A
গ্লুকোজ ও গ্যালাকটোজB
গ্যালাকটোজ ও সুক্রোজC
গ্লুকোজ ও সুক্রোজD
গ্লুকোজ ও ফ্রুক্টোজClick an option to check your answer
Q. 72
ভিটামিন A-র অভাবে ত্বকে যে রোগ দেখা যায়, তাকে কী বলে?
A
রিকেটB
স্কার্ভিC
বেরিবেরিD
ফ্রিনোডার্মাClick an option to check your answer
Q. 73
নিচের কোন কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেন ২:১ অনুপাতে থাকে না?
A
ল্যাকটোজB
সুক্রোজC
গ্লুকোজD
র্যামনোজClick an option to check your answer
Q. 74
সবচেয়ে সরল গঠনের অ্যামাইনো অ্যাসিড কোনটি?
A
ট্রিপটোফ্যানB
গ্লাইসিনC
সেরিনD
লিউসিনClick an option to check your answer
Q. 75
ফ্যাটের তাপনমূল্য কত?
A
7.1 কিলোক্যালোরি/গ্রামB
9.3 কিলোক্যালোরি/গ্রামC
4.2 কিলোক্যালোরি/গ্রামD
3.6 কিলোক্যালোরি/গ্রামClick an option to check your answer
Q. 76
প্রাণীদেহে কার্বোহাইড্রেট কী রূপে জমা থাকে?
A
গ্লাইকোজেনB
সেলুলোজC
গ্লুকোজD
শ্বেতসারClick an option to check your answer
Q. 77
নিচের কোন মৌলটি প্রোটিনের একটি আবশ্যিক উপাদান?
A
হাইড্রোজেনB
অক্সিজেনC
নাইট্রোজেনD
সালফারClick an option to check your answer
Q. 78
কতটি বা তার বেশি মোনোস্যাকারাইড মিলে পলিস্যাকারাইড গঠিত হয়?
A
৮টিB
১০টিC
৫টিD
২টিClick an option to check your answer
Q. 79
ভিটামিন A-কে আর কী নামে ডাকা হয়?
A
অ্যান্টি অ্যানিমিক ভিটামিনB
অ্যান্টি জেরপথ্যালামিক ভিটামিনC
অ্যান্টি স্টোমাটাইটিস ভিটামিনD
অ্যান্টি র্যাকাইটিস ভিটামিনClick an option to check your answer
Q. 80
উৎসেচকের প্রোটিন অংশকে কী বলা হয়?
A
হরমোনB
ভিটামিনC
সহউৎসেচকD
অ্যাপোএনজাইমClick an option to check your answer
Q. 81
কোলেস্টেরলের রাসায়নিক সংকেত কী?
A
CH3COOHB
C27H45OHC
C12H22O11D
C6H12O6Click an option to check your answer
Q. 82
দুধে উপস্থিত দ্বি-শর্করাটির নাম কী?
A
গ্লুকোজB
ল্যাকটোজC
সুক্রোজD
ম্যালটোজClick an option to check your answer
Q. 83
কোশবিভাজনের প্রফেজ দশায় কী ঘটে?
A
নিউক্লিও পর্দা অক্ষত থাকেB
নিউক্লিওলাস সৃষ্টি হয়C
নিউক্লিয়াস দ্বিগুণ হয়D
নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাস লুপ্ত হয়Click an option to check your answer
Q. 84
অ্যান্টিবডি গঠনকারী প্রোটিনকে কী বলা হয়?
A
ইনসুলিনB
হিমোগ্লোবিনC
কোলাজেনD
ইমিউনোগ্লোবিউলিনClick an option to check your answer
Q. 85
একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম কী?
A
লিনোলেইক অ্যাসিডB
স্টিয়ারিক অ্যাসিডC
অ্যারাচিডোনিক অ্যাসিডD
ওলিক অ্যাসিডClick an option to check your answer
Q. 86
উদ্ভিদ কোশে কার্বোহাইড্রেট কী রূপে জমা থাকে?
A
শ্বেতসারB
গ্লুকোজC
গ্যালাকটোজD
গ্লাইকোজেনClick an option to check your answer
Q. 87
PEM এর পূর্ণরূপ কী?
A
Protein Efficient MethodB
Protein Energy MalnutritionC
Protein Energy ManagementD
Protein Energy MechanismClick an option to check your answer
Q. 88
নিচের কোনটি একটি খনিজ অ্যাসিড?
A
ল্যাকটিক অ্যাসিডB
সাইট্রিক অ্যাসিডC
হাইড্রোক্লোরিক অ্যাসিডD
অ্যাসকরবিক অ্যাসিডClick an option to check your answer
Q. 89
সামুদ্রিক মাছের তেলে উপস্থিত উপকারী ফ্যাটি অ্যাসিডের নাম কী?
A
লিনোলেইক অ্যাসিডB
ট্রান্স ফ্যাটC
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডD
স্যাচুরেটেড ফ্যাটClick an option to check your answer
Q. 90
কোন প্লাজমা প্রোটিন রক্ততঞ্চনে সহায়তা করে?
A
ফাইব্রিনোজেনB
গ্লোবুলিনC
হিমোগ্লোবিনD
অ্যালবুমিনClick an option to check your answer
Q. 91
লৌহের অভাবে কোন রোগ দেখা দেয়?
A
রিকেটসB
হাইপোটেনশনC
কোষ্ঠকাঠিন্যD
রক্তাল্পতাClick an option to check your answer
Q. 92
রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
A
ভিটামিন B1B
ভিটামিন AC
ভিটামিন DD
ভিটামিন CClick an option to check your answer
Q. 93
কোয়াশিওরকর কী ধরনের রোগ?
A
প্রোটিনের অভাবজনিতB
চর্বির অভাবজনিতC
ভিটামিনের অভাবজনিতD
শর্করার অভাবজনিতClick an option to check your answer
Q. 94
নিচের কোনটি জলে দ্রাব্য ভিটামিন নয়?
A
ভিটামিন CB
ভিটামিন BC
ভিটামিন DD
ভিটামিন PClick an option to check your answer
Q. 95
অ্যারাচিডোনিক অ্যাসিড থেকে কোন হরমোন তৈরি হয়?
A
থাইরক্সিনB
ইনসুলিনC
প্রোস্টাগ্ল্যান্ডিনD
অ্যাড্রিনালিনClick an option to check your answer
Q. 96
ভিটামিন B₁ (থিয়ামিন)-এর অভাবে কোন রোগ হয়?
A
কোষ্ঠকাঠিন্যB
রিকেটC
স্কার্ভিD
বেরিবেরিClick an option to check your answer
Q. 97
গাঠনিক প্রোটিন কোনটি গঠন করে?
A
অন্ত্রB
ত্বক, অস্থি ও কোমলাস্থিC
রক্তD
প্লাজমাClick an option to check your answer
Q. 98
ফসফোলিপিড-এর একটি উপাদান কী?
A
গ্লুকোজB
অ্যামাইনো অ্যাসিডC
ফ্যাটি অ্যাসিডD
ফসফোরিক অ্যাসিডClick an option to check your answer
Q. 99
ক্যালশিয়ামের অভাবে যে হাড় ক্ষয়জনিত রোগ হয় তাকে কী বলে?
A
টিট্যানিB
অস্টিওপোরোসিসC
রিকেটসD
স্কার্ভিClick an option to check your answer
Q. 100
জীবদেহের প্রোটিনে মোট কত ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে?
A
৫টিB
১৫টিC
১০টিD
২০টিClick an option to check your answer
Q. 101
কোন বিজ্ঞানী ভিটামিন আবিষ্কারের কথা প্রথম বলেন?
A
চার্লস ডারউইনB
কাসিমির ফাঙ্কC
গ্রেগর মেন্ডেলD
লুই পাস্তুরClick an option to check your answer
Q. 102
প্রোটিনে নাইট্রোজেন থাকে কত শতাংশ?
A
২০%B
১৬%C
১০%D
১২%Click an option to check your answer
Q. 103
নিচের কোনটি একটি ডাইস্যাকারাইড?
A
রাইবোজB
সেলুলোজC
গ্লুকোজD
ল্যাকটোজClick an option to check your answer
Q. 104
দুধের প্রধান শর্করা কোনটি?
A
ল্যাকটোজB
গ্লাইকোজেনC
মলটোজD
সুক্রোজClick an option to check your answer
Q. 105
প্রোটিনের অভাবে যে রোগটি হয়, সেটি কী?
A
ম্যারাসমাসB
স্কার্ভিC
কোয়াশিওরকরD
বেরিবেরিClick an option to check your answer
Q. 106
মোট কতটি অ্যামাইনো অ্যাসিডকে অপরিহার্য বলা হয়?
A
৭টিB
৬টিC
৯টিD
৮টিClick an option to check your answer
Q. 107
নিচের কোন খাদ্য উপাদানটি দেহে জমা থাকে না?
A
কার্বোহাইড্রেটB
লিপিডC
প্রোটিনD
জলClick an option to check your answer
Q. 108
ভিটামিন B2-এর অভাবে কোন দুটি রোগ হতে পারে?
A
স্টোমাটাইটিস ও গ্লসাইটিসB
গাউট ও সোরিয়াসিসC
রিকেট ও পোলিওD
রাতকানা ও অ্যালার্জিClick an option to check your answer
Q. 109
সমুদ্রযাত্রায় নাবিকদের মধ্যে কোন ভিটামিনের অভাব দেখা দিত?
A
ভিটামিন AB
ভিটামিন CC
ভিটামিন B₁D
ভিটামিন DClick an option to check your answer
Q. 110
মানবদেহে উপস্থিত একটি স্টেরয়েড ধর্মী যৌগ কী?
A
ইস্ট্রোজেনB
হিমোগ্লোবিনC
গ্লুকোজD
ইনসুলিনClick an option to check your answer
Q. 111
জীবদেহে উৎপন্ন টক্সিন অন্য জীবের উপর কী প্রভাব ফেলে?
A
কোনো প্রভাব ফেলে নাB
পুষ্টি জোগায়C
ক্ষতিকারক ভূমিকা রাখেD
শক্তি বৃদ্ধি করেClick an option to check your answer
Q. 112
কার্বোহাইড্রেট-এর ক্যালোরীমূল্য কত?
A
4.2 কিলোক্যালোরি/গ্রামB
5.6 কিলোক্যালোরি/গ্রামC
9.1 কিলোক্যালোরি/গ্রামD
2.1 কিলোক্যালোরি/গ্রামClick an option to check your answer
Q. 113
রেটিনল নামটি কোন ভিটামিনের সঙ্গে সম্পর্কিত?
A
ভিটামিন AB
ভিটামিন DC
ভিটামিন BD
ভিটামিন CClick an option to check your answer
Q. 114
আমাদের দেহের ওজনের কত শতাংশ প্রোটিন?
A
৪০%B
১০%C
২০%D
৩০%Click an option to check your answer
Q. 115
প্রোটিন ও ক্যালোরির অভাবে কোন রোগটি হয়?
A
ম্যারাসমাসB
টিট্যানিC
কোয়াশিওরকরD
রিকেটসClick an option to check your answer
Q. 116
একটি প্রাণিজ শ্বেতসারের নাম কোনটি?
A
ইনুলিনB
শ্বেতসারC
গ্লাইকোজেনD
সেলুলোজClick an option to check your answer
Q. 117
নিচের কোনটি একটি মনোস্যাকারাইড?
A
ফ্রুক্টোজB
সুক্রোজC
মলটোজD
ল্যাকটোজClick an option to check your answer
Q. 118
দাঁত ও অস্থির গঠন বজায় রাখে কোন মৌল, তবে বেশি হলে সমস্যা হয়?
A
আয়রনB
ফ্লুওরিনC
ক্যালশিয়ামD
ক্লোরিনClick an option to check your answer
Q. 119
মসজাতীয় উদ্ভিদের জনন পদ্ধতি নির্ভর করে —
A
অক্সিজেনB
জলC
আলোD
নাইট্রোজেনClick an option to check your answer
Q. 120
অক্সিজেন কীভাবে জীবের কাজে লাগে?
A
তাপ উৎপাদনেB
প্রোটিন গঠনেC
মৌলিক পদার্থ হিসেবেD
জল তৈরিতেClick an option to check your answer
Q. 121
পাকস্থলীর রসে উপস্থিত একটি প্রাকৃতিক অ্যাসিড কোনটি?
A
অ্যাসেটিক অ্যাসিডB
সালফিউরিক অ্যাসিডC
ফসফরিক অ্যাসিডD
হাইড্রোক্লোরিক অ্যাসিডClick an option to check your answer
Q. 122
কোশপর্দার প্রধান উপাদান কোনটি?
A
প্রোটিনB
ফসফোলিপিডC
কার্বোহাইড্রেটD
সেলুলোজClick an option to check your answer
Q. 123
এক গ্রাম কার্বোহাইড্রেট বিপাকে কত কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়?
A
2.5 কিলোক্যালোরিB
4.2 কিলোক্যালোরিC
6.8 কিলোক্যালোরিD
9.3 কিলোক্যালোরিClick an option to check your answer
Q. 124
রক্ত ও লসিকার প্রধান উপাদান কোনটি?
A
চর্বিB
প্রোটিনC
লবণD
জলClick an option to check your answer
Q. 125
ভিটামিন B12-এর অভাবে কোন রোগটি হয়?
A
পার্নিসিয়াস অ্যানিমিয়াB
রিকেটC
স্কার্ভিD
বেরিবেরিClick an option to check your answer
Q. 126
ভিটামিন C কী কাজে সহায়তা করে?
A
চোখের জ্যোতি বাড়ায়B
সংক্রমণ প্রতিরোধ করেC
হাড় শক্ত করেD
হরমোন নিয়ন্ত্রণ করেClick an option to check your answer
Q. 127
PCM এর পূর্ণরূপ কী?
A
Protein Control MechanismB
Protein Cell MalnutritionC
Protein Calori MalnutritionD
Protein Carbo MalnutritionClick an option to check your answer
Q. 128
বয়স্কদের ভিটামিন D-এর অভাবে যে রোগ হয়, তা হলো —
A
কোয়াশিওরকরB
অস্টিওম্যালেসিয়াC
স্কার্ভিD
রিকেটClick an option to check your answer
Q. 129
ক্লোরোফিল কোন ধাতুযুক্ত পরফাইরিন যৌগ?
A
ম্যাঙ্গানিজB
কপারC
লৌহD
ম্যাগনেশিয়ামClick an option to check your answer
Q. 130
আখের রসে উপস্থিত দ্বি-শর্করাটির নাম কী?
A
ফ্রুক্টোজB
ল্যাকটোজC
গ্যালাকটোজD
সুক্রোজClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding