Multiple Choice Questions
জৈবনিক প্রক্রিয়া - সংবহন
Practice Questions with Answers
Total 96 questions available
Q. 1
নিউক্লিয়াসের ভেতরের তরল পদার্থকে কী বলে?
A
লসিকাB
নিউক্লিওপ্লাজমC
সাইটোসলD
প্লাজমাClick an option to check your answer
Q. 2
একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে সাধারণত কত লিটার রক্ত থাকে?
A
২-৩ লিটারB
৫-৬ লিটারC
৩-৪ লিটারD
৭-৮ লিটারClick an option to check your answer
Q. 3
সাইনোভিয়াল তরলে কোন দুটি পদার্থ পিচ্ছিলকারক হিসেবে থাকে?
A
লুব্রিসিন ও হায়ালিউরোনিক অ্যাসিডB
ফ্যাট ও প্রোটিনC
জল ও ইউরিয়াD
লাল রক্তকণিকা ও গ্লুকোজClick an option to check your answer
Q. 4
রক্তে লোহিত ও শ্বেত কণিকার মোট সংখ্যা নির্ধারণকে কী বলে?
A
মোট সংবহনB
সম্পূর্ণ বিশ্লেষণC
টোটাল কাউন্টD
কোশ বিশ্লেষণClick an option to check your answer
Q. 5
অণুচক্রিকা কোন কোশ থেকে উৎপন্ন হয়?
A
লিম্ফোসাইটB
মেগাক্যারিওসাইটC
মনোসাইটD
নিউট্রোফিলClick an option to check your answer
Q. 6
চিংড়ির রক্তের বর্ণ কেন নীল?
A
লোহিত কণিকার জন্যB
হিমোসায়ানিনের জন্যC
অক্সিজেনের জন্যD
হিমোলিম্ফের জন্যClick an option to check your answer
Q. 7
কপাটিকার প্রধান কাজ কী?
A
রক্তে অক্সিজেন বহনB
রক্তপ্রবাহ একমুখী করাC
হৃদস্পন্দন ঘটানোD
কোষ বিভাজনClick an option to check your answer
Q. 8
পতঙ্গদের রক্তপূর্ণ দেহগহ্বরকে কী বলা হয়?
A
সাইনোসিলB
প্লাজমাC
সেলুলোজD
হিমোসিলClick an option to check your answer
Q. 9
ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কোন দুটি শ্বেতকণিকা কাজ করে?
A
লিম্ফোসাইট ও বাসোফিলB
ইওসিনোফিল ও মনোসাইটC
নিউট্রোফিল ও মনোসাইটD
বাসোফিল ও ইওসিনোফিলClick an option to check your answer
Q. 10
শ্বেতকণিকার দুটি প্রধান শ্রেণি কী কী?
A
থ্রম্বোসাইট ও নিউট্রোফিলB
আরবিসি ও ডব্লিউবিসিC
গ্রানুলোসাইট ও আগ্রানুলোসাইটD
প্লাজমা ও সিরামClick an option to check your answer
Q. 11
হিমোগ্লোবিনে উপস্থিত ধাতব মৌলটি কী?
A
ক্যালসিয়ামB
দস্তাC
লোহাD
তামাClick an option to check your answer
Q. 12
শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিক অপেক্ষা বেশি হলে কী হয়?
A
লিউকোসাইটোসিসB
থ্যালাসেমিয়াC
হিমোফিলিয়াD
অ্যানিমিয়াClick an option to check your answer
Q. 13
অণুচক্রিকার গড় আয়ু কত দিন?
A
২–৫ দিনB
৪–১২ দিনC
৩–১০ দিনD
৭–১৫ দিনClick an option to check your answer
Q. 14
রক্তের নিজস্ব রক্ততঞ্চনরোধী বস্তুটির নাম কী?
A
হেপারিনB
গ্লোবিউলিনC
হিস্টামিনD
ফাইব্রিনClick an option to check your answer
Q. 15
নিচের কোন শ্বেতকণিকার সংখ্যা সবচেয়ে বেশি?
A
ইওসিনোফিলB
নিউট্রোফিলC
মনোসাইটD
বাসোফিলClick an option to check your answer
Q. 16
রক্তের পরিমাণ বেড়ে গেলে কী হয়?
A
রক্তচাপ বেড়ে যায়B
শ্বাসপ্রশ্বাস কমে যায়C
হজমশক্তি বেড়ে যায়D
তাপমাত্রা কমে যায়Click an option to check your answer
Q. 17
কোন অমেরুদণ্ডী প্রাণীতে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়?
A
শামুকB
কেঁচোC
আরশোলাD
ঘাসফড়িংClick an option to check your answer
Q. 18
অলিন্দ বা নিলয় সংকোচনের দশাকে কী বলা হয়?
A
সিস্টোলB
ডায়াস্টোলC
সাইটোসিসD
ডায়ালাইসিসClick an option to check your answer
Q. 19
রক্তে বিভিন্ন শ্বেত কণিকার শতকরা হার নির্ধারণকে কী বলা হয়?
A
প্লাজমা পরিমাণB
ডিফারেনসিয়াল কাউন্টC
রক্তচাপ মাপD
হিমোটেস্টClick an option to check your answer
Q. 20
রক্তরসে অ্যামিনো অ্যাসিড ভাণ্ডারকে কী বলা হয়?
A
প্রোটিন পুলB
কোষ পুলC
অ্যামিনো অ্যাসিড পুলD
লিভার পুলClick an option to check your answer
Q. 21
নিচের কোনটি হৃৎপিণ্ডের প্রাচীরের স্তর নয়?
A
হেমোকার্ডিয়ামB
এপিকার্ডিয়ামC
মায়োকার্ডিয়ামD
এন্ডোকার্ডিয়ামClick an option to check your answer
Q. 22
মানবদেহের প্রধান দুটি দেহতরলের নাম কী?
A
প্লাজমা ও লসিকাB
প্রস্রাব ও ঘামC
রক্ত ও জলD
অন্তঃকোশীয় তরল ও বহিঃকোশীয় তরলClick an option to check your answer
Q. 23
অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করে কোন শ্বেতকণিকা?
A
ইওসিনোফিলB
মনোসাইটC
বেসোফিলD
নিউট্রোফিলClick an option to check your answer
Q. 24
নিচের কোন দুটি হৃৎপিণ্ডের গ্রাহক প্রকোষ্ঠ?
A
দুটি নিলয়B
দুটি অলিন্দC
একটি নিলয় ও একটি অলিন্দD
একটি অলিন্দClick an option to check your answer
Q. 25
মানব হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কত?
A
৩টিB
২টিC
৪টিD
৫টিClick an option to check your answer
Q. 26
ঘর্মগ্রন্থিগুলি কোথায় অবস্থান করে?
A
এপিডার্মিসেB
লসিকাগ্রন্থিতেC
ডার্মিস অঞ্চলেD
চর্বি স্তরেClick an option to check your answer
Q. 27
শ্বেত কণিকার গড় আয়ু কত?
A
১–১০ দিনB
১–৫ দিনC
৫–২০ দিনD
১–১৫ দিনClick an option to check your answer
Q. 28
ধমনির অভ্যন্তরীণ স্তর কোন কলা দিয়ে গঠিত?
A
পেশিকলাB
আবরণী কলাC
স্নায়ুকলাD
সংযোজক কলাClick an option to check your answer
Q. 29
SA নোডকে আর কী নামে ডাকা হয়?
A
পেসমেকারB
ভেন্ট্রিকল নোডC
হৃদযন্ত্রD
রিজার্ভ পেসমেকারClick an option to check your answer
Q. 30
হিমোগ্লোবিন গঠিত হয় কোন দুটি অংশ নিয়ে?
A
হিম ও গ্লুকোজB
গ্লোবিন ও জলC
হিম ও রক্তরসD
হিম ও গ্লোবিনClick an option to check your answer
Q. 31
ক্ষুদ্রান্ত্রের ভিলাইয়ে অবস্থিত সূক্ষ্ম লসিকাবাহগুলির নাম কী?
A
অ্যাওটাB
ব্রঙ্কিয়ালC
ল্যাকটিয়ালD
সাইনাসClick an option to check your answer
Q. 32
রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত?
A
৫০–৭০ মিগ্রাB
১০০–১৫০ মিগ্রাC
৮০–১২০ মিগ্রাD
১৪০–১৮০ মিগ্রাClick an option to check your answer
Q. 33
কেঁচোর রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে?
A
প্লেটলেটেB
হাড়ের মধ্যেC
রক্তরসেD
শ্বেত কণিকায়Click an option to check your answer
Q. 34
রক্তরসে অজৈব বস্তুর পরিমাণ কত?
A
১০%B
৫%C
৯%D
৮%Click an option to check your answer
Q. 35
অস্থিসন্ধি কোশে সাইটোপ্লাজমে থাকা তরল পদার্থকে কী বলে?
A
কাইটোপ্লাজমB
প্লাজমাC
সাইটোসলD
নিউক্লিওপ্লাজমClick an option to check your answer
Q. 36
শ্বেত কণিকার অপর নাম কী?
A
এরিথ্রোসাইটB
লিউকোসাইটC
প্লাজমাD
থ্রম্বোসাইটClick an option to check your answer
Q. 37
মুক্ত সংবহনতন্ত্রে রক্ত কোথায় পৌঁছায়?
A
হৃৎপিণ্ডেB
কলাকোশের সরাসরি সংস্পর্শেC
মস্তিষ্কেD
ফুসফুসেClick an option to check your answer
Q. 38
কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্তে হিমোগ্লোবিন রঞ্জক উপস্থিত থাকে?
A
চিংড়িB
শামুকC
কেঁচোD
আরশোলাClick an option to check your answer
Q. 39
রক্ততঞ্চনের জন্য নিচের কোনটি অত্যন্ত প্রয়োজনীয়?
A
ক্যালশিয়ামB
জিঙ্কC
লৌহD
সোডিয়ামClick an option to check your answer
Q. 40
শ্বেতকণিকার সংখ্যা কমে গেলে কোন অবস্থা দেখা যায়?
A
লিউকোসাইটোসিসB
ব্র্যাডিকার্ডিয়াC
থ্রম্বোসাইটোসিসD
লিউকোপেনিয়াClick an option to check your answer
Q. 41
লসিকাবাহের জায়গায় উঁচু ফোলা অংশগুলিকে কী বলা হয়?
A
ফুসফুসB
হৃৎপিণ্ডC
লসিকাগ্রন্থিD
অস্থিমজ্জাClick an option to check your answer
Q. 42
ডায়াস্টোল বলতে কী বোঝায়?
A
বিস্ফোরণ দশাB
সংকোচন দশাC
নির্জীব দশাD
প্রসারণ দশাClick an option to check your answer
Q. 43
পতঙ্গের রক্তকে কী বলা হয়?
A
হিমোপ্লাজমB
হিমোসায়ানিনC
হিমোগ্লোবিনD
হিমোলিম্ফClick an option to check your answer
Q. 44
হৃৎপিণ্ডের ওপর পাতলা আবরণটির নাম কী?
A
থোরাসিক আবরণB
পেরিকার্ডিয়ামC
এন্ডোকার্ডিয়ামD
মায়োকার্ডিয়ামClick an option to check your answer
Q. 45
নিলয়ের প্রাচীরের ঢেউখেলানো পেশিগুলিকে কী বলা হয়?
A
পালমোনারি বল্বB
সাইনোসোইডC
কলামনি কার্নিD
কর্ডা টেন্ডিনাClick an option to check your answer
Q. 46
হৃদপিণ্ডের একটি চক্র সম্পন্ন হতে কত সেকেন্ড সময় লাগে?
A
৩ সেকেন্ডB
২ সেকেন্ডC
১ সেকেন্ডD
৪ সেকেন্ডClick an option to check your answer
Q. 47
ল্যাকটিয়াল কোন খাদ্যবস্তু শোষণ করে?
A
ভিটামিনB
জলC
খনিজD
স্নেহ পদার্থClick an option to check your answer
Q. 48
অত্যধিক পরিমাণে শ্বেতকণিকা বৃদ্ধি পেলে কী রোগ হয়?
A
হিমোফিলিয়াB
লিউকেমিয়াC
ক্যানসারD
হেপাটাইটিসClick an option to check your answer
Q. 49
বহিঃকোশীয় তরলের শতকরা পরিমাণ কত?
A
১০%B
৩৫–৪০%C
৫০%D
২০%Click an option to check your answer
Q. 50
সাইনোভিয়াল তরলের কাজ কী?
A
রক্ত তৈরি করাB
অস্থিসন্ধিতে ঘর্ষণ ও ঝাঁকুনি প্রতিরোধC
শ্বাসপ্রক্রিয়া নিয়ন্ত্রণD
খাদ্য হজমClick an option to check your answer
Q. 51
কোন কোশ থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়?
A
লিম্ফোসাইটB
হিমোসাইটোব্লাস্টC
প্লাজমা কোশD
নিউট্রোফিলClick an option to check your answer
Q. 52
চিংড়ির রক্তে কোন ধাতুর রঞ্জক থাকে?
A
দস্তাB
সোনাC
লোহাD
তামাClick an option to check your answer
Q. 53
রক্তরসে মোট জৈববস্তুর পরিমাণ কত?
A
৯.৫%B
৬.৫%C
৫%D
৮.১%Click an option to check your answer
Q. 54
মানবদেহে মোট ওজনের কত শতাংশ রক্ত থাকে?
A
১১%B
৭%C
৯%D
৫%Click an option to check your answer
Q. 55
রক্তরসে জীবাণুনাশক অণুর নাম কী?
A
বিলিভারডিনB
অ্যান্টিবডিC
গ্লুকোজD
হিমClick an option to check your answer
Q. 56
মহিলাদের প্রতি ঘন মিমি রক্তে লোহিত কণিকার সংখ্যা কত?
A
২৫ লক্ষB
৬৫ লক্ষC
৪৫ লক্ষD
৫৫ লক্ষClick an option to check your answer
Q. 57
হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠগুলিকে কী বলা হয়?
A
হৃদকোষB
অলিন্দC
প্রকোষ্ঠD
নিলয়Click an option to check your answer
Q. 58
কলাকোশীয় তরলের মোট পরিমাণ কত?
A
১০ লিটারB
২০ লিটারC
৫ লিটারD
১৫ লিটারClick an option to check your answer
Q. 59
লসিকা যে নালির মাধ্যমে চলাচল করে তাকে কী বলে?
A
রক্তনালীB
লসিকাবাহC
স্নায়ুবাহD
ঘর্মনালীClick an option to check your answer
Q. 60
রক্তরস হালকা হলুদ বর্ণের কারণ কী?
A
ইউরিয়াB
হিমC
অ্যামিনো অ্যাসিডD
বিলিরুবিনClick an option to check your answer
Q. 61
মানবদেহের লসিকাতে মোট কত শতাংশ জল থাকে?
A
৮৫%B
৭৫%C
৯৪%D
৯০%Click an option to check your answer
Q. 62
অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কম হলে তাকে কী বলে?
A
লিউকেমিয়াB
আর্থ্রাইটিসC
লিউকোসাইটোসিসD
থ্রম্বোসাইটোপেনিয়াClick an option to check your answer
Q. 63
মানব হৃৎপিণ্ডে মোট কয়টি প্রকোষ্ঠ থাকে?
A
চারটিB
তিনটিC
দুইটিD
ছয়টিClick an option to check your answer
Q. 64
হৃৎপিণ্ডের প্রাচীরের স্তর কতটি?
A
৩টিB
৪টিC
৫টিD
২টিClick an option to check your answer
Q. 65
হেপাটিক পোর্টাল শিরা কোন দেহে বর্তমান?
A
পোকামাকড়B
কাঁকড়াC
ব্যাঙD
মানুষClick an option to check your answer
Q. 66
রক্তরসের প্রধান অজৈব উপাদান কোন দুটি?
A
সোডিয়াম ও পটাশিয়াম ক্লোরাইডB
ফ্যাট ও অ্যামিনো অ্যাসিডC
ইউরিয়া ও গ্লুকোজD
ক্যালসিয়াম ও ফসফরাসClick an option to check your answer
Q. 67
মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় কোন প্রাণীতে?
A
আরশোলাB
কেঁচোC
মানুষD
ব্যাঙClick an option to check your answer
Q. 68
CSF-এর পূর্ণরূপ কী?
A
সেরিব্রো স্পাইনাল ফ্লুইডB
সেন্ট্রাল সাইনাস ফ্লুইডC
সেরিব্রাল সাইড ফ্লুইডD
সাইনাস প্লাজমা ফ্লুইডClick an option to check your answer
Q. 69
রক্তসংবহনতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি?
A
হৃদপিণ্ডB
মস্তিষ্কC
বৃক্কD
যকৃতClick an option to check your answer
Q. 70
রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কত?
A
১৬–১৮ গ্রাম %B
৮–১০ গ্রাম %C
১৩–১৪ গ্রাম %D
৫–৭ গ্রাম %Click an option to check your answer
Q. 71
মহাধমনীর কাজ কী?
A
বাম নিলয় থেকে রক্ত ফুসফুসে পাঠানোB
রক্ত পরিশোধনC
ডান নিলয় থেকে রক্ত পাঠানোD
বাম নিলয় থেকে রক্ত সারাদেহে পাঠানোClick an option to check your answer
Q. 72
কোন শ্বেতকণিকা হেপারিন ক্ষরণ করে?
A
মনোসাইটB
বেসোফিলC
নিউট্রোফিলD
লিম্ফোসাইটClick an option to check your answer
Q. 73
রক্তে হিমোগ্লোবিন বা লোহিত কণিকার পরিমাণ কমে গেলে কোন রোগ হয়?
A
লিউকেমিয়াB
থ্রম্বোসাইটোসিসC
অ্যানিমিয়াD
পলিসাইথেমিয়াClick an option to check your answer
Q. 74
দেহের মোট তরলের কত শতাংশ অন্তঃকোশীয় তরল?
A
৩০–৪০%B
১০–২০%C
৬০–৬৫%D
৫০–৫৫%Click an option to check your answer
Q. 75
অর্ধচন্দ্রাকার কপাটিকার সংখ্যা কত?
A
৪টিB
৩টিC
২টিD
৬টিClick an option to check your answer
Q. 76
নিউট্রোফিলের নিউক্লিয়াসে সাধারণত কয়টি লতি থাকে?
A
১–২টিB
১০টির বেশিC
৩–৭টিD
৮–১০টিClick an option to check your answer
Q. 77
লোহিত রক্ত কণিকার অপর নাম কী?
A
লিম্ফোসাইটB
এরিনথ্রোসাইটC
নিউট্রোসাইটD
থ্রম্বোসাইটClick an option to check your answer
Q. 78
অণুচক্রিকাকে আর কী নামে ডাকা হয়?
A
এরিনথ্রোসাইটB
হিমোসাইটC
লিউকোসাইটD
থ্রম্বোসাইটClick an option to check your answer
Q. 79
আন্তঃকোশীয় তরল কী আকারে কোশের ভিতরে থাকে?
A
কঠিনB
কলয়েডীয় দ্রবণC
নির্জীব পদার্থD
গ্যাসীয়Click an option to check your answer
Q. 80
কলামনি কার্নির সঙ্গে যুক্ত পেশিকে কী বলা হয়?
A
ট্রাইকাসপিডB
প্যাপিলারি পেশিC
অ্যাট্রিয়াল মাসলD
ভেন্ট্রিকলClick an option to check your answer
Q. 81
মানবদেহে প্রতিদিন গড়ে কত লিটার মূত্র সৃষ্টি হয়?
A
৩–৪ লিটারB
১–২ লিটারC
০.৫–১ লিটারD
৫–৬ লিটারClick an option to check your answer
Q. 82
লসিকা কিসের পরিবর্তিত রূপ?
A
কলারসB
জলC
রক্তD
হিমClick an option to check your answer
Q. 83
পতঙ্গের রক্তের রং কেমন হয়?
A
লালB
বর্ণহীনC
সবুজD
নীলClick an option to check your answer
Q. 84
লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে কোন রোগ দেখা দেয়?
A
অ্যানিমিয়াB
লিউকোপেনিয়াC
হিমোফিলিয়াD
পলিসাইথেমিয়াClick an option to check your answer
Q. 85
লসিকাগ্রন্থির লিম্ফোসাইট কী কাজ করে?
A
শক্তি সঞ্চয়B
পেশি গঠনC
জীবাণু ধ্বংসD
খাদ্য শোষণClick an option to check your answer
Q. 86
রক্তে রক্ত উৎপাদনকারী কলার নাম কী?
A
হিমোপোয়েটিক কলাB
সংযোজক কলাC
স্নায়ুকলাD
এপিথেলিয়াল কলাClick an option to check your answer
Q. 87
অন্তঃকোশীয় তরল মূলত কী গঠন করে?
A
রক্তB
হিমোগ্লোবিনC
প্লাজমাD
প্রোটোপ্লাজমClick an option to check your answer
Q. 88
লোহিত রক্তকণিকার সংখ্যা পুরুষদের ক্ষেত্রে কত?
A
২০-২৫ লক্ষB
৫০-৫৫ লক্ষC
৬০-৬৫ লক্ষD
৩০-৩৫ লক্ষClick an option to check your answer
Q. 89
মানবদেহের রক্তরসে জলের পরিমাণ আনুমানিক কত?
A
৯৫%B
৮৫%C
৯০–৯১%D
৭০%Click an option to check your answer
Q. 90
বিশ্ব রক্তদাতা দিবসের থিম কী?
A
রক্ত বাঁচায় জীবনB
সেফ ব্লাড ফর সেভিং মাদার্সC
ব্লাড ফর অলD
হেলদি ব্লাড হেলদি লাইফClick an option to check your answer
Q. 91
লসিকাবাহ কোনটির সঙ্গে যুক্ত হয়?
A
নিউরনB
লিভারC
শিরাD
ধমনিClick an option to check your answer
Q. 92
নিচের কোনটি হৃৎপিণ্ডের প্রেরক প্রকোষ্ঠ?
A
SA নোডB
নিলয়C
অলিন্দD
AV নোডClick an option to check your answer
Q. 93
ধমনির মধ্যস্তর কোন ধরনের কলা দিয়ে গঠিত?
A
আবরণী কলাB
সংযোজক কলাC
স্নায়ুকলাD
পেশিকলাClick an option to check your answer
Q. 94
লোহিত কণিকার গড় আয়ু কত দিন?
A
১২০ দিনB
১৮০ দিনC
৯০ দিনD
১৫০ দিনClick an option to check your answer
Q. 95
স্বাভাবিক অবস্থায় মানবদেহের রক্তের pH মাত্রা কত?
A
৭.৩–৭.৪B
৮.২–৮.৫C
৭.৮–৮.০D
৬.৮–৭.০Click an option to check your answer
Q. 96
হৃৎপিণ্ডের ভিতরে অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে কোন কলা থাকে?
A
আবরণী কলাB
স্নায়ুকলাC
সংযোগী কলাD
পেশিকলাClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding