Multiple Choice Questions
জৈবনিক প্রক্রিয়া - শ্বসন
Practice Questions with Answers
Total 90 questions available
Q. 1
শ্বাসঅঙ্গের প্রধান বৈশিষ্ট্য নয় কোনটি?
A
বৃহৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফলB
সিক্ত তলC
পাতলা প্রাচীরD
শুষ্ক পৃষ্ঠClick an option to check your answer
Q. 2
শ্বাসনালীতে যে কোমলাস্থি রিং থাকে তার আকার কেমন হয়?
A
U আকৃতিB
C আকৃতিC
V আকৃতিD
O আকৃতিClick an option to check your answer
Q. 3
স্বল্পদৈর্ঘ্যের দৌড়ে পারদর্শী অ্যাথলিটদের কোন ধরনের পেশিতন্তু বেশি থাকে?
A
লাল তন্তুB
সাদা তন্তুC
স্নায়ুতন্তুD
ধমনিতন্তুClick an option to check your answer
Q. 4
অবাত শ্বসনে কোনটি অক্সিজেন সরবরাহ করে?
A
জলের বাষ্পB
কার্বন ডাই-অক্সাইডC
নাইট্রোজেনD
অক্সিজেনযুক্ত যৌগClick an option to check your answer
Q. 5
এক গ্রাম অণু গ্লুকোজ থেকে কতটি ATP উৎপন্ন হয়?
A
২ ATPB
৩৬ ATPC
৪ ATPD
৩৮ ATPClick an option to check your answer
Q. 6
ফুসফুসের প্রধান কাজ কী?
A
জল থেকে অক্সিজেন শোষণB
সালোকসংশ্লেষC
রক্তকে শীতল রাখাD
বাতাস থেকে অক্সিজেন রক্তে যোগ করাClick an option to check your answer
Q. 7
নিচের কোন প্রাণীদের দেহে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়?
A
চিংড়িB
পাখিC
ব্যাঙD
জিয়ল মাছClick an option to check your answer
Q. 8
পতঙ্গের ট্র্যাকিয়া কোথায় গ্যাসীয় বিনিময় ঘটায়?
A
ফুসফুসেB
কোষপ্রাচীরেC
হিমোলিম্ফ বা হিমোসিলেD
বায়ুথলিতেClick an option to check your answer
Q. 9
রক্ষীকোশ বা Guard Cell কী গঠন করে?
A
ফুলকাB
ল্যারিংসC
স্টোমাটাD
পত্ররন্ধ্রClick an option to check your answer
Q. 10
প্রতি মিনিটে রক্তে প্রায় কত লিটার অক্সিজেন যুক্ত হয়?
A
১০ লিটারB
৫ লিটারC
১ লিটারD
৩ লিটারClick an option to check your answer
Q. 11
সিগারেটের কোন উপাদান ক্যানসার সৃষ্টি করে?
A
সালফারB
কার্বন ডাই-অক্সাইডC
নাইট্রোজেনD
পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনClick an option to check your answer
Q. 12
স্থলে বসবাসকারী প্রাণীদের প্রধান শ্বাস অঙ্গ কোনটি?
A
ফুলকাB
ফুসফুসC
ত্বকD
বায়ুথলিClick an option to check your answer
Q. 13
কই মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের আকৃতি কেমন?
A
বৃক্ষাকৃতিB
কদম ফুলের মতোC
গোলাপ ফুলের মতোD
নলাকারClick an option to check your answer
Q. 14
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন অন্তিম বস্তুটি কী?
A
পাইরুভিক অ্যাসিডB
ল্যাকটিক অ্যাসিডC
গ্লুকোনিক অ্যাসিডD
এসিটিক অ্যাসিডClick an option to check your answer
Q. 15
ক্রেবস চক্রের অপর নাম কী?
A
সাইট্রিক অ্যাসিড চক্রB
গ্লাইকোলাইসিস চক্রC
ল্যাকটিক অ্যাসিড চক্রD
অ্যালকোহল চক্রClick an option to check your answer
Q. 16
অ্যাসিটিক অ্যাসিড সন্ধানে কী উৎপন্ন হয়?
A
দইB
অ্যালকোহলC
ভিনিগারD
পনিরClick an option to check your answer
Q. 17
অ্যাসিটিক অ্যাসিড সন্ধানকারী জীবাণুটির নাম কী?
A
ইস্টB
ল্যাকটোব্যাসিলাসC
অ্যাসিটোব্যাকটরD
সিউডোমোনাসClick an option to check your answer
Q. 18
ফুসফুসের সঙ্গে যুক্ত প্লুরাকে কী বলা হয়?
A
ভিসেরাল প্লুরাB
ডায়াফ্রামC
ইনট্রাপ্লুরাল স্পেসD
প্যারাইটাল প্লুরাClick an option to check your answer
Q. 19
ম্যানগ্রোভ উদ্ভিদে কোন বিশেষ ধরনের মূল দেখা যায়?
A
রেচনমূলB
শ্বাসমূলC
কর্ষিকমূলD
পার্শ্বমূলClick an option to check your answer
Q. 20
প্রান্তীয় শ্বসনের শেষে কী উৎপন্ন হয়?
A
শক্তিB
জলC
অক্সিজেনD
কার্বন ডাই-অক্সাইডClick an option to check your answer
Q. 21
বিউটারিক অ্যাসিড সন্ধানকারী জীবাণুর নাম কী?
A
অ্যাসিটোব্যাকটরB
কুসট্রিডিয়াম বিউটেরিকামC
ল্যাকটোব্যাসিলাসD
ইস্টClick an option to check your answer
Q. 22
শিঙি মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রকে কী বলা হয়?
A
শ্বাসনল বা শ্বাসনালিB
বায়ুথলিC
ট্র্যাকিয়াD
গিল চেম্বারClick an option to check your answer
Q. 23
বাম ফুসফুসে লোবের সংখ্যা কতটি?
A
দুটিB
চারটিC
তিনটিD
একটিClick an option to check your answer
Q. 24
বক্ষপিঞ্জরের কোথায় বহিস্থ ইন্টারকস্টাল পেশি অবস্থান করে?
A
পাঁজরের মাঝেB
পাঁজরের নিচেC
১২ জোড়া পাঁজরের বাইরের দিকেD
ভেতরের দিকেClick an option to check your answer
Q. 25
নিচের কোন দুটি পেশিকে নিশ্বাস পেশি বলা হয়?
A
ক্লোম ও স্টমাকB
ফুসফুস ও প্লুরাC
অন্তঃস্থ ইন্টারকস্টাল ও উদর পেশিD
ত্বক ও মাংসপেশিClick an option to check your answer
Q. 26
অতিরিক্ত শ্বাসযন্ত্র কী ব্যবহার করে?
A
পানির অক্সিজেনB
বাতাসের অক্সিজেনC
মাটি থেকে জলD
সালোকসংশ্লেষের শক্তিClick an option to check your answer
Q. 27
গভীরভাবে নিশ্বাস নিতে গেলে নিচের কোনটির সাহায্য লাগে?
A
প্লুরাB
হৃদপিণ্ডC
পেশিহীনতাD
নিশ্বাস পেশিClick an option to check your answer
Q. 28
কোন রোগে ফুসফুসের অ্যালভিওলাই ধ্বংস হয়ে গ্যাসীয় বিনিময় এলাকা হ্রাস পায়?
A
নিউমোনিয়াB
হাঁপানিC
এম্ফাইসেমাD
ব্রঙ্কাইটিসClick an option to check your answer
Q. 29
মাছের ফুলকা কোথায় অবস্থান করে?
A
হিমোসিলেB
ফুলকা কক্ষ বা গিল চেম্বারেC
মুখগহ্বরেD
বায়ুথলিতেClick an option to check your answer
Q. 30
উদ্ভিদের কোন কোন অঙ্গে শ্বাস গ্রহণের কাজ হয়?
A
পত্ররন্ধ্র, লেন্টিসেল ও স্টোমাটাB
পাতার শিরা, মূল ও কান্ডC
ফুল, কাণ্ড ও বীজD
শিকড়, ফুল ও ফলClick an option to check your answer
Q. 31
শুষ্ক অঞ্চলের উদ্ভিদের পত্ররন্ধ্র কীরকম?
A
সব সময় বন্ধ থাকেB
নিবেশিত অবস্থায় থাকেC
খুব বড় আকৃতিরD
খোলা অবস্থায় থাকেClick an option to check your answer
Q. 32
ওড়ার সময় অতিরিক্ত অক্সিজেন জোগান দেয় কোনটি?
A
বায়ুথলি বা এয়ারস্যাকB
ফুসফুসC
পালকD
হাড়Click an option to check your answer
Q. 33
সবাত শ্বসনে কোনটির প্রয়োজন হয়?
A
নাইট্রোজেনB
অক্সিজেনC
কার্বন ডাই-অক্সাইডD
ক্লোরোফিলClick an option to check your answer
Q. 34
প্রাণায়াম কোন রোগে উপকারী ভূমিকা রাখে?
A
ডায়াবেটিসB
হাঁপানিC
যক্ষ্মাD
টাইফয়েডClick an option to check your answer
Q. 35
মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের আকৃতি কেমন?
A
গোলাপ ফুলের মতোB
নলাকারC
কদম ফুলের মতোD
বৃক্ষের মতোClick an option to check your answer
Q. 36
মধ্যচ্ছদাযুক্ত মেরুদণ্ডী প্রাণী কারা?
A
পাখিB
উভচরC
স্তন্যপায়ী শ্রেণিভুক্ত প্রাণীরাD
পতঙ্গClick an option to check your answer
Q. 37
চিংড়ি ও কাঁকড়ার শ্বাস অঙ্গ কী?
A
ট্র্যাকিয়াB
ফুলকাC
ফুসফুসD
পুস্তক ফুলকাClick an option to check your answer
Q. 38
TCA চক্রের পূর্ণরূপ কী?
A
থার্মাল কার্বন অ্যাসিডB
ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্রC
ট্রাই ক্লোরো অ্যাসিডD
টারবাইন কার্বন অ্যাসিডClick an option to check your answer
Q. 39
কোন সন্ধান আমাদের পেশিতে ঘটে থাকে?
A
বিউটারিক অ্যাসিড সন্ধানB
কোহল সন্ধানC
ল্যাকটিক অ্যাসিড সন্ধানD
অ্যাসিটিক অ্যাসিড সন্ধানClick an option to check your answer
Q. 40
অতিরিক্ত শ্বাসযন্ত্রের কাজ কী?
A
রক্ত বিশুদ্ধ করেB
বাতাস থেকে অক্সিজেন দেহে যুক্ত করেC
কার্বন-ডাই-অক্সাইড শোষণ করেD
তাপমাত্রা নিয়ন্ত্রণ করেClick an option to check your answer
Q. 41
বহিস্থ ইন্টারকস্টাল পেশিগুলি কী?
A
প্রধান হৃদপেশিB
অন্তঃস্থ পেশিC
শিরা পেশিD
প্রশ্বাস পেশিClick an option to check your answer
Q. 42
সবাত শ্বসন কী ধরনের শ্বসন?
A
রাতের শ্বসনB
সম্পূর্ণ কোশীয় শ্বসনC
আংশিক শ্বসনD
ফোটোরেসপিরেশনClick an option to check your answer
Q. 43
EMP পথের পূর্ণরূপ কী?
A
এম্বেডেড মাইটোকন্ড্রিয়া পথB
এনার্জি মেটাবলিক প্রসেসC
এনজাইম মেটাবলিক পাথD
এম্বডেন মেয়ারহফ্ পারনেস পথClick an option to check your answer
Q. 44
লেন্টিসেল উদ্ভিদের কোথায় পাওয়া যায়?
A
মূল, ফল ও কাণ্ডের ত্বকের পেরিডার্ম অংশেB
পাতায়C
কেবল মূলের শীর্ষেD
কাণ্ডের কেন্দ্রেClick an option to check your answer
Q. 45
যে পত্ররন্ধ্র পত্রের বহিঃত্বকের ভিতরে থাকে তাকে কী বলে?
A
অবতল পত্ররন্ধ্রB
মধ্যবর্তী পত্ররন্ধ্রC
উত্তল পত্ররন্ধ্রD
নিবেশিত পত্ররন্ধ্রClick an option to check your answer
Q. 46
কোন পেশিতে ল্যাকটিক অ্যাসিড সন্ধান ঘটে না?
A
বৃক্কB
হৃদপেশিC
যকৃতD
ফুসফুসClick an option to check your answer
Q. 47
পতঙ্গের দেহে শ্বাসছিদ্রকে কী বলা হয়?
A
গিল স্লিটB
স্পাইরাকলC
স্টোমাটাD
লেন্টিসেলClick an option to check your answer
Q. 48
দুটি প্লুরার মাঝের স্থানকে কী বলা হয়?
A
প্লুরা গহ্বরB
মধ্যচ্ছদাC
আন্তঃপ্লুরা স্থানD
প্লুরাল স্পেসClick an option to check your answer
Q. 49
অ্যারোবিক্স করলে হৃৎপিণ্ডের গতি কত শতাংশ পর্যন্ত বাড়তে পারে?
A
৫০-৬০%B
৬০-৮০%C
৮০-৯০%D
৩০-৪০%Click an option to check your answer
Q. 50
উভচরের শ্বাসপ্রক্রিয়ায় কোন তিনটি ঘটনা ঘটে?
A
উৎশ্বাস, প্রশ্বাস, নিশ্বাসB
নিঃশ্বাস, ক্লান্তি, জারণC
প্রশ্বাস, নিঃশ্বাস, পরিশ্রমD
প্রশ্বাস, দহন, নিশ্বাসClick an option to check your answer
Q. 51
পাইরুভিক অ্যাসিড কোন যৌগে রূপান্তরিত হয় ক্রেবস চক্রে যাওয়ার আগে?
A
ল্যাকটিক অ্যাসিডB
অ্যাসিটাইল কো-এC
অ্যাসিটিক অ্যাসিডD
গ্লুকোজClick an option to check your answer
Q. 52
শ্বাসমূলের বায়ু চলাচলে কোন জাতীয় কলা সাহায্য করে?
A
কর্ক কলাB
রক্ষাকলাC
এরেনকাইমা কলাD
পরিবাহী কলাClick an option to check your answer
Q. 53
এক অণু গ্লুকোজ গ্লাইকোলাইসিসে কতটি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে?
A
১টিB
৩টিC
৪টিD
২টিClick an option to check your answer
Q. 54
EMP পথের অপর নাম কী?
A
অপচয় বিপাকB
গ্লাইকোলাইসিসC
সন্ধানD
সালোকসংশ্লেষClick an option to check your answer
Q. 55
TCA চক্রের আবিষ্কর্তা কে?
A
লুই পাস্তুরB
রবার্ট হুকC
ল্যাভয়শিয়েরD
হ্যানস ক্রেবসClick an option to check your answer
Q. 56
কোন শ্বসন পদ্ধতি আলো নির্গমন করতে পারে?
A
বায়োল্যুমিনিসেন্সB
ক্রেবস চক্রC
বিউটারিক সন্ধানD
কোহল সন্ধানClick an option to check your answer
Q. 57
সন্ধান জাতীয় শ্বসনে কীভাবে জারণ ঘটে?
A
হাইড্রোজেন অপসারণের মাধ্যমেB
ক্লোরোফিল ক্ষরণেC
জল উৎপাদনের মাধ্যমেD
কার্বন বর্জনের মাধ্যমেClick an option to check your answer
Q. 58
কোন প্রক্রিয়ায় শ্বসনের মাধ্যমে আলো উৎপন্ন হয়?
A
কার্বন স্থিতিকরণB
বায়োল্যুমিনিসেন্সC
ফটোরেসপিরেশনD
সালোকসংশ্লেষClick an option to check your answer
Q. 59
শ্বাসমূলের ছিদ্রগুলি আসলে কী?
A
মসৃণ ত্বকB
মূলের শিরাC
কাটা পর্দাD
পরিবর্তিত লেন্টিসেলClick an option to check your answer
Q. 60
এক অণু ATP-তে কত কিলোক্যালোরি শক্তি সঞ্চিত থাকে?
A
৩.৫ কিলোক্যালোরিB
৯.২ কিলোক্যালোরিC
১২.০ কিলোক্যালোরিD
৭.৩ কিলোক্যালোরিClick an option to check your answer
Q. 61
শ্বাসমূলের বাইরের ত্বকে যে ছিদ্র থাকে তাকে কী বলা হয়?
A
শ্বাসমূল ছিদ্রB
রন্ধ্রC
গর্তD
প্লুরাClick an option to check your answer
Q. 62
কোহল সন্ধান ঘটায় কোনটি?
A
ল্যাক্টোব্যাসিলাসB
ব্যাসিলাসC
অ্যাসিটোব্যাকটরD
ইস্টClick an option to check your answer
Q. 63
পক্ষীদের শ্বাসক্রিয়ার ধরণ কী ধরনের?
A
দ্বিশ্বসনB
ত্বক শ্বাসনC
একমুখী শ্বাসনD
ব্রাঙ্কিয়াল শ্বাসনClick an option to check your answer
Q. 64
শ্বসনকে ‘কোশীয় দহন’ আখ্যা দেন কে?
A
হুকB
চার্লস ডারউইনC
ল্যাভয়শিয়েরD
পাস্তুরClick an option to check your answer
Q. 65
চিংড়ি ও কাঁকড়ার শ্বাস অঙ্গ কী?
A
ফুলকাB
বায়ুথলিC
ফুসফুসD
ত্বকClick an option to check your answer
Q. 66
ডান ফুসফুসে লোব বা খণ্ডের সংখ্যা কত?
A
তিনটিB
একটিC
চারটিD
দুইটিClick an option to check your answer
Q. 67
ব্যাঙাচির শ্বাস অঙ্গ কোনটি?
A
ত্বকB
ফুসফুসC
ট্র্যাকিয়াD
ফুলকাClick an option to check your answer
Q. 68
সাধারণ শ্বাসক্রিয়ায় প্রতি মিনিটে কত মিলি অক্সিজেন রক্তে যুক্ত হয়?
A
৫০০ মিলিB
৫ লিটারC
৫০ মিলিD
২০০ মিলিClick an option to check your answer
Q. 69
ইলেকট্রন গ্রাহকগুলি কী অনুসারে সাজানো থাকে?
A
ভরB
শক্তিC
Redox potentialD
আকারClick an option to check your answer
Q. 70
ফুসফুসের আবরণীর নাম কী?
A
গ্লটিসB
ব্রংকাসC
প্লুরাD
ল্যারিংসClick an option to check your answer
Q. 71
প্রান্তীয় শ্বসনের সময় অক্সিজেন কী করে?
A
ইলেকট্রন গ্রহণ করেB
শক্তি খরচ করেC
জল উৎপন্ন করেD
কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করেClick an option to check your answer
Q. 72
কোন শ্বাসব্যায়াম প্রাচীন ভারতীয় শাস্ত্রে উল্লেখ আছে?
A
ধ্যানB
সূর্যনমস্কারC
যোগD
প্রাণায়ামClick an option to check your answer
Q. 73
কোন যৌগ ও ATP-এর বিক্রিয়ায় জোনাকি আলো তৈরি হয়?
A
গ্লুকোজB
ল্যাকটোজC
লুসিফেরিনD
পাইরুভিক অ্যাসিডClick an option to check your answer
Q. 74
মাকড়সা ও কাঁকড়াবিছার শ্বাস অঙ্গ কী?
A
পুস্তক ফুলকাB
লেন্টিসেলC
ফুসফুসD
ট্র্যাকিয়াClick an option to check your answer
Q. 75
প্রান্তীয় শ্বসনের অপর নাম কী?
A
ইলেকট্রন স্থানান্তকরণ পদ্ধতিB
গ্লাইকোলাইসিসC
হাইড্রোলাইসিসD
শর্করা বিপাকClick an option to check your answer
Q. 76
বক্ষগহ্বরের সঙ্গে যুক্ত প্লুরা কী নামে পরিচিত?
A
পেরিকার্ডিয়ামB
আন্তঃপ্লুরাC
প্যারাইটাল প্লুরাD
ভিসারাল প্লুরাClick an option to check your answer
Q. 77
প্রান্তীয় শ্বসনের প্রথম ইলেকট্রন গ্রাহক কোনটি?
A
ATPB
NADC
O₂D
FADClick an option to check your answer
Q. 78
TCA চক্র কবে আবিষ্কৃত হয়?
A
1951 সালB
1905 সালC
1925 সালD
1937 সালClick an option to check your answer
Q. 79
ক্লোমশাখার প্রদাহ ও তীব্র কাশি কোন রোগের প্রধান লক্ষণ?
A
টিউবারকিউলোসিসB
নিউমোনিয়াC
ব্রঙ্কাইটিসD
হাঁপানিClick an option to check your answer
Q. 80
পাখিদের বায়ুথলির সংখ্যা কতটি?
A
৯টিB
৮টিC
১০টিD
৭টিClick an option to check your answer
Q. 81
লেন্টিসেলের আকৃতি কিসের মতো?
A
নলাকারB
অস্থিমজ্জাC
উত্তল দর্পণD
উত্তল লেন্সClick an option to check your answer
Q. 82
বিউটারিক অ্যাসিড সন্ধান কোন কাজে লাগে?
A
ল্যাকটিক অ্যাসিড উৎপাদনB
পাট তন্তু নিষ্কাশনC
রাবার তৈরিD
চিনি নিষ্কাশনClick an option to check your answer
Q. 83
এক গ্রাম অণু গ্লুকোজ কত গ্রাম গ্লুকোজ সমান?
A
৮০ গ্রামB
১৮০ গ্রামC
১৮ গ্রামD
১.৮ গ্রামClick an option to check your answer
Q. 84
লিমুলাস বা রাজকাঁকড়ার শ্বাস অঙ্গ কোনটি?
A
পুস্তক ফুলকাB
গিল স্লিটC
শ্বাসনালিD
ফুসফুসClick an option to check your answer
Q. 85
স্টারনোম্যাসটয়েড কোন ধরনের পেশি?
A
অন্তঃস্থ পেশিB
গৌণ প্রশ্বাস পেশিC
প্রধান পেশিD
অন্তঃকর্ণ পেশিClick an option to check your answer
Q. 86
শ্বাসনালীতে কতটি কোমলাস্থি রিং বর্তমান থাকে?
A
২০–২৫টিB
১০–১৫টিC
১৬–২০টিD
৫–৭টিClick an option to check your answer
Q. 87
কোন উপাদান ক্যানসার সৃষ্টি করতে পারে?
A
প্রোটিনB
কার্বোহাইড্রেটC
পলিসাইক্লিক অ্যারোমেটিক উপাদানD
ভিটামিন সিClick an option to check your answer
Q. 88
নিশ্বাস কেমন ধরণের প্রক্রিয়া?
A
বিকল্পশূন্যB
নিষ্ক্রিয়C
স্বতঃস্ফূর্তD
সক্রিয়Click an option to check your answer
Q. 89
প্রশ্বাসের সময় মধ্যচ্ছদার অবস্থান কোথায় যায়?
A
উপরের দিকেB
নিচের দিকে (উদরগহ্বরের দিকে)C
নির্দিষ্ট থাকেD
পাশের দিকেClick an option to check your answer
Q. 90
পতঙ্গের শ্বাস অঙ্গ কী?
A
ফুসফুসB
পুস্তক ফুলকাC
ট্র্যাকিয়াD
লেন্টিসেলClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding