Multiple Choice Questions
আয় আরো বেঁধে বেঁধে থাকি
Practice Questions with Answers
Total 39 questions available
Q. 1
‘আমাদের’ আর পথ নেই কেন?
A
পথ হারিয়েছেB
যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে মানবতার বিপর্যয়C
পথ শেষ হয়ে গেছেD
রাতের অন্ধকারে পথ ভুল করেছেClick an option to check your answer
Q. 2
কবি শঙ্খ ঘোষের জন্ম কত খ্রিস্টাব্দে?
A
১৯৩৩B
১৯৩১C
১৯৩৫D
১৯৩২Click an option to check your answer
Q. 3
‘আমরা বারোমাস কী?’
A
অসুস্থB
লোহার সরু মুখC
ভিখারিD
সুস্থClick an option to check your answer
Q. 4
‘আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে’ কোথায়?
A
কাছেB
কোথাও নাC
দূরেD
কাছে দূরেClick an option to check your answer
Q. 5
‘আমাদের বাঁয়ে’ কী আছে?
A
ধ্বসB
রাস্তাC
বাঁধD
গিরিখাদClick an option to check your answer
Q. 6
কবিতাটির বার্তা কী?
A
সহমর্মিতা ও ঐক্যB
হানাহানির প্রচারC
যুদ্ধের প্রশংসাD
বিভাজন সৃষ্টি করাClick an option to check your answer
Q. 7
‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
A
বাবরের প্রার্থনাB
দিনগুলি রাতগুলিC
জলই পাষাণ হয়ে আছেD
ধূম লেগেছে হৃৎকমলেClick an option to check your answer
Q. 8
কবি আমাদের কীভাবে থাকার কথা বলেছেন?
A
একা একাB
কাছাকাছিC
বেঁধে বেঁধেD
দূরে দূরেClick an option to check your answer
Q. 9
‘আমাদের ঘর কোথায়’?
A
ভেসে গেছেB
কিছুই নেইC
উড়ে গেছেD
হারিয়ে গেছেClick an option to check your answer
Q. 10
‘আমাদের বাঁয়ে গিরিখাদ’ - এর অর্থ কী?
A
সংকটজনক পরিস্থিতিB
স্বাধীনতার লক্ষণC
উন্নতির ইঙ্গিতD
সাফল্যের প্রতীকClick an option to check your answer
Q. 11
‘আমাদের ইতিহাস নেই’ – কবি এখানে কী বোঝাতে চেয়েছেন?
A
ইতিহাস মুছে দেওয়া হচ্ছেB
ইতিহাস ভুলে গেছিC
সবগুলোইD
নতুন ইতিহাস তৈরি হচ্ছেClick an option to check your answer
Q. 12
‘আমাদের মাথায় বোমারু’ – কবিতাটিতে এটি কী প্রতীক?
A
রাজনৈতিক দমননীতিB
যুদ্ধের ভয়াবহতাC
সামরিক শাসনD
সবগুলোইClick an option to check your answer
Q. 13
‘বেঁধে বেঁধে’ কথাটির অর্থ কী?
A
গুছিয়ে থাকাB
গুটিসুটি মেরে থাকাC
বাঁধন দিয়ে থাকাD
সংঘবদ্ধভাবে থাকাClick an option to check your answer
Q. 14
‘আমাদের মাথায় বোমারু’ – এখানে ‘বোমারু’ বলতে কী বোঝানো হয়েছে?
A
দাঙ্গার প্রতীকB
রাজনৈতিক অস্থিরতাC
যুদ্ধবিমানD
বিপজ্জনক অবস্থাClick an option to check your answer
Q. 15
‘আমাদের ঘর গেছে উড়ে’ - এর মাধ্যমে কী বোঝানো হয়েছে?
A
দাঙ্গার প্রভাবB
মানুষের শেকড়হীনতাC
সবগুলোইD
ঘরবাড়ির ধ্বংসClick an option to check your answer
Q. 16
কবিতাটিতে কবি কী আহ্বান জানিয়েছেন?
A
দেশত্যাগ করাB
ঐক্যবদ্ধ থাকাC
আত্মসমর্পণ করাD
দাঙ্গা করাClick an option to check your answer
Q. 17
‘আমাদের মাথায়’ কী আছে?
A
বিমানB
আকাশC
বোমারুD
বোঝাClick an option to check your answer
Q. 18
‘আমরা দোরে দোরে ফিরেছি’ - এই বাক্যে কী বোঝানো হয়েছে?
A
রাজনৈতিক আশ্রয়ের খোঁজB
নিঃস্ব মানুষের ভ্রান্তিC
সবগুলোইD
শরণার্থীদের অবস্থাClick an option to check your answer
Q. 19
শঙ্খ ঘোষের প্রকৃত নাম কী?
A
মহাস্থবির ঘোষB
রূপক মিশ্রC
চিত্তপ্রিয় ঘোষD
রাধানাথ ঘোষClick an option to check your answer
Q. 20
‘আমাদের _____ নেই কোনো’ – শূন্যস্থানে কী বসবে?
A
খাবারB
শান্তিC
পথD
টাকাClick an option to check your answer
Q. 21
‘আমরাও তবে এইভাবে/এ-মুহূর্তে ____ না কি?’ – শূন্যস্থানে কী বসবে?
A
বেঁচে যাবB
মরে যাবC
চলে যাবD
রয়ে যাবClick an option to check your answer
Q. 22
‘আমাদের ডান পাশে’ কী আছে?
A
পাহাড়B
ধ্বসC
জঙ্গলD
নদীClick an option to check your answer
Q. 23
‘হিমানীর বাঁধ’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
A
কঠিন বাস্তবতাB
সবগুলোইC
অচল পরিস্থিতিD
ঠান্ডা হৃদয়Click an option to check your answer
Q. 24
‘আমাদের চোখমুখ ঢাকা’ - এর অর্থ কী?
A
জনগণের চেতনার অভাবB
পরাধীনতাC
নির্বাক অবস্থানD
বিশ্বাসঘাতকতাClick an option to check your answer
Q. 25
কবিতাটির পটভূমি কীসের উপর ভিত্তি করে লেখা?
A
গুজরাট দাঙ্গাB
দেশভাগC
মুক্তিযুদ্ধD
বিশ্বযুদ্ধClick an option to check your answer
Q. 26
কবিতাটির রচনার সময়কাল কী?
A
২০০১B
২০০৩C
২০১০D
১৯৯২Click an option to check your answer
Q. 27
‘আমরা ভিখারি বারোমাস’ – এখানে কবি কী বোঝাতে চেয়েছেন?
A
সামাজিক অবক্ষয়B
অর্থনৈতিক দুরবস্থাC
দারিদ্র্যD
রাজনৈতিক সংকটClick an option to check your answer
Q. 28
‘পায়ে পায়ে হিমানীর বাঁধ’– হিমানী কথার অর্থ কী?
A
লোহাB
জলC
তুষারD
পাথরClick an option to check your answer
Q. 29
‘আমাদের ডান পাশে ধ্বস’ - এই পঙক্তির মাধ্যমে কী বোঝানো হয়েছে?
A
ধর্মীয় বিভেদB
অর্থনৈতিক দুর্দশাC
সবগুলোইD
রাজনৈতিক সংকটClick an option to check your answer
Q. 30
‘আমাদের মাথায় বোমারু’ বলতে কী বোঝানো হয়েছে?
A
চন্দ্রযানB
যুদ্ধবিমানC
পাখিD
উড়োজাহাজClick an option to check your answer
Q. 31
‘আমরা ফিরেছি দোরে দোরে’ – কেন?
A
আশ্রয়ের জন্যB
খাবারের জন্যC
সাহায্য চাওয়ার জন্যD
শান্তির আশ্রয় খোঁজার জন্যClick an option to check your answer
Q. 32
‘আমাদের চোখমুখ ঢাকা’ – এর অর্থ কী?
A
আমরা স্বাধীনB
আমাদের মুখোশ পরানো হয়েছেC
আমরা বিচারবুদ্ধি হারিয়েছিD
আমরা চোখে দেখছি নাClick an option to check your answer
Q. 33
‘জলই পাষাণ হয়ে আছে’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে?
A
অরিজিৎ ও রীণাB
অভীক ও মালঞC
শ্রীজাত ও দূর্বাD
জয়দেব ও সেবন্তীClick an option to check your answer
Q. 34
‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
A
নিহিত পাতাল ছায়াB
জলই পাষাণ হয়ে আছেC
বাবরের প্রার্থনাD
দিনগুলি রাতগুলিClick an option to check your answer
Q. 35
কবিতাটিতে ‘বেঁধে বেঁধে থাকা’ বলতে কী বোঝানো হয়েছে?
A
শাসনব্যবস্থাB
বিচ্ছিন্নতাC
একতাD
সংঘর্ষClick an option to check your answer
Q. 36
কবিতাটি কোন সময়ের বিপর্যয়কে তুলে ধরে?
A
২০০৩ সালের গুজরাট দাঙ্গাB
ভারতের স্বাধীনতা সংগ্রামC
সবগুলোইD
বিশ্বযুদ্ধClick an option to check your answer
Q. 37
কবিতাটির শেষ পঙক্তি কী নির্দেশ করে?
A
কেবল ভয়B
যুদ্ধের অপরিহার্যতাC
মানবতা হারিয়ে যাচ্ছেD
একতা ও সহমর্মিতার প্রয়োজনClick an option to check your answer
Q. 38
‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতার রচয়িতা কে?
A
শঙ্খ ঘোষB
শক্তি চট্টোপাধ্যায়C
সুনীল গঙ্গোপাধ্যায়D
জয় গোস্বামীClick an option to check your answer
Q. 39
আমাদের কী নেই?
A
দুঃখB
টাকাC
পথD
শান্তিClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding