Multiple Choice Questions
অস্ত্রের বিরুদ্ধে গান
Practice Questions with Answers
Total 44 questions available
Q. 1
গান বাঁধবে সহস্র উপায়ে'—এই লাইনটির মানে কী?
A
গান অনেক উপায়ে গাওয়া যাবেB
গান বাহ্যিকভাবে প্রতিরোধ করবেC
গান একটি উপায়ে গাওয়া যাবেD
গান অস্ত্রের শক্তি বাড়াবেClick an option to check your answer
Q. 2
মাথায় কত শকুন বা চিল'—কবি এখানে কার কথা বলেছেন?
A
প্রকৃতির শত্রুরB
অস্ত্রের বিরুদ্ধে প্রতিবাদকারীরC
অস্ত্রধারী মানুষেরD
শান্তিপ্রিয় মানুষেরClick an option to check your answer
Q. 3
ঋষিবালকের মাথায় গোজা আছে ময়ূর পালক'—এটি কী প্রতীক?
A
শান্তির প্রতীকB
গানের প্রতীকC
অস্ত্রের প্রতীকD
হিংসার প্রতীকClick an option to check your answer
Q. 4
অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় ‘গান’ শব্দটি কতবার এসেছে?
A
৬ বারB
৮ বারC
৫ বারD
৭ বারClick an option to check your answer
Q. 5
‘রক্ত মুছি শুধু’—এই লাইনটির মানে কী?
A
অস্ত্রের শক্তি বাড়াবেB
গান দিয়ে রক্ত মুছবেC
অস্ত্রের আঘাত থেকে রক্ত মুছবেD
রক্তপাত ঘটবেClick an option to check your answer
Q. 6
গানের বর্ম আজ পরেছি গায়ে'—কবি কেন গানের বর্ম পরেছেন?
A
গানের শক্তি দিয়ে অস্ত্রের আঘাত প্রতিহত করতেB
শান্তি প্রতিষ্ঠার জন্যC
অস্ত্রের প্রশংসা করার জন্যD
গানের শক্তি বাড়ানোর জন্যClick an option to check your answer
Q. 7
গান তো জানি'—কবি এখানে কী বলতে চেয়েছেন?
A
কবি কিছু গান জানেনB
কবি গান গাইবেনC
কবি গান জানেন নাD
কবি অনেক গান জানেনClick an option to check your answer
Q. 8
আমার শুধু একটা কোকিল'—কবি এখানে কী বোঝাতে চেয়েছেন?
A
শান্তি ও ভালোবাসার প্রতীকB
হিংসার বার্তাC
প্রকৃতির প্রতীকD
অস্ত্রের শক্তি প্রতীকClick an option to check your answer
Q. 9
কবি হাত নাড়িয়ে কী তাড়াতে চান?
A
অস্ত্রB
রক্তপাতC
যুদ্ধD
বুলেটClick an option to check your answer
Q. 10
কবিতায় বর্ণিত ‘আমি’ কে?
A
সাধারণ জনগণB
শান্তিপ্রিয় মানুষC
অস্ত্রধারীD
কবি নিজেClick an option to check your answer
Q. 11
গান বাঁধবে সহস্র উপায়ে'—কবির কী উদ্দেশ্য?
A
গান অস্ত্রের শক্তি বাড়াবেB
গান হাজার কণ্ঠে পৌঁছাবেC
গান গাওয়া শুরু হবেD
গান রক্তপাত ঘটাবেClick an option to check your answer
Q. 12
‘সহস্র উপায়ে গান বাঁধবে’—কবির উদ্দেশ্য কী?
A
গান অস্ত্রের শক্তি বাড়াবেB
গান রক্তপাত ঘটাবেC
গান একে অপরকে একত্রিত করবেD
গান হাজার কণ্ঠে পৌঁছাবেClick an option to check your answer
Q. 13
‘আঁকড়ে’ শব্দের আক্ষরিক অর্থ কী?
A
বন্ধB
খোলাC
জড়িয়েD
ছেড়ে দেওয়াClick an option to check your answer
Q. 14
‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কথক বা কবি কী করতে চান?
A
অস্ত্র ব্যবহার বন্ধ করতে চানB
অস্ত্র ব্যবহার করতে চানC
গান গাইতে চানD
বুলেট তাড়াতে চানClick an option to check your answer
Q. 15
কোকিল কীভাবে বোঝানো হয়েছে?
A
শান্তির প্রতীকB
অস্ত্রের প্রতিবাদC
বসন্তদূতD
গান গায়Click an option to check your answer
Q. 16
‘অস্ত্র’ শব্দটি কবিতায় কতবার এসেছে?
A
৫ বারB
৬ বারC
৩ বারD
৪ বারClick an option to check your answer
Q. 17
‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটির রচনাকাল কী?
A
১৯৯৭ খ্রিস্টাব্দB
১৯৯৬ খ্রিস্টাব্দC
১৯৯৫ খ্রিস্টাব্দD
১৯৯৮ খ্রিস্টাব্দClick an option to check your answer
Q. 18
‘আঁকড়ে ধরে সে খড়কুটো’—এটি কী বোঝায়?
A
শান্তি আঁকড়ে ধরতে হবেB
যুদ্ধ আঁকড়ে ধরতে হবেC
সামান্য সম্বল আঁকড়ে ধরতে হবেD
অস্ত্রের শক্তি আঁকড়ে ধরতে হবেClick an option to check your answer
Q. 19
‘মাথায় গোঁজা ময়ূরপালক’—এটি কী প্রতীক?
A
মানবতার প্রতীকB
অস্ত্রের শক্তিC
শান্তি ও সৌন্দর্যের প্রতীকD
শান্তির প্রতীকClick an option to check your answer
Q. 20
‘বুলেট’ শব্দের আক্ষরিক অর্থ কী?
A
রক্তB
অস্ত্রC
পাথরের গুলিD
বন্দুকের গুলিClick an option to check your answer
Q. 21
বিরুদ্ধে' শব্দের আক্ষরিক অর্থ কী?
A
সাথেB
শান্তিC
অস্ত্রD
বিপরীতেClick an option to check your answer
Q. 22
গানের বর্ম কী করেছে কবির জন্য?
A
কবির শক্তি বাড়িয়েছেB
কবিকে বিপদে ফেলেছেC
কবির মনোবল ধ্বংস করেছেD
কবিকে রক্ষা করেছেClick an option to check your answer
Q. 23
‘হাত নাড়িয়ে বুলেট তাড়াই’—এটি কী বোঝায়?
A
গান দিয়ে বুলেটকে প্রতিহত করাB
বুলেটের প্রশংসা করাC
বুলেটকে উপেক্ষা করাD
বুলেটের শক্তি বৃদ্ধিClick an option to check your answer
Q. 24
রক্ত মুছি শুধু গানের গায়ে'—এই লাইনটি কী বোঝায়?
A
গান মানুষের রক্তপাত ঘটায়B
গান অস্ত্রের শক্তিকে পরাজিত করেC
গান যুদ্ধের প্রশংসা করেD
গান শান্তি প্রতিষ্ঠা করতে পারেClick an option to check your answer
Q. 25
গান দাঁড়াল ঋষিবালক'—কবি এখানে গানের কী রূপ কল্পনা করেছেন?
A
অশুভ শক্তিB
অস্ত্রের প্রতীকC
হিংস্র শক্তিD
শান্তির প্রতীকClick an option to check your answer
Q. 26
অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতার কবি কে?
A
সুকান্ত ভট্টাচার্যB
রবীন্দ্রনাথ ঠাকুরC
শঙ্খ ঘোষD
জয় গোস্বামীClick an option to check your answer
Q. 27
‘পাতার পোষাক’ কাব্যগ্রন্থটির জন্য কবি কোন পুরস্কার পেয়েছেন?
A
সাহিত্য অকাদেমি পুরস্কারB
মঙ্গলাপুর পুরস্কারC
বাংলা সাহিত্যের পুরস্কারD
পদ্মশ্রী পুরস্কারClick an option to check your answer
Q. 28
কবি কীসের বর্ম গায়ে পরেছেন?
A
মানবতার বর্মB
গানের বর্মC
অস্ত্রের বর্মD
শান্তির বর্মClick an option to check your answer
Q. 29
আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি'—কবির এই লাইনের মানে কী?
A
কবি অস্ত্র হাতে সশস্ত্র অবস্থায় এগিয়ে আসবেনB
কবি শান্তির বিপরীতে দাঁড়াবেনC
কবি এককভাবে সংগ্রাম করবেনD
মানবতা এবং ঐক্যবদ্ধ শক্তির প্রতিনিধিত্ব করবেনClick an option to check your answer
Q. 30
‘মাথায় আছে শকুন অথবা চিল’—কবির এই লাইনে কী বোঝানো হয়েছে?
A
অস্ত্রধারী শক্তির উপস্থিতিB
গান ছড়ানোর আহ্বানC
শান্তিপ্রিয় মানুষের উপস্থিতিD
শান্তির জন্য লড়াইClick an option to check your answer
Q. 31
অস্ত্র প্রতিরোধ করতে কবি কী পরেছেন?'
A
মানবতার বর্মB
শান্তির বর্মC
গানের বর্মD
অস্ত্রClick an option to check your answer
Q. 32
আঁকড়ে ধরে সে-খড়কুটো'—এখানে 'খড়কুটো' বলতে কী বোঝানো হয়েছে?
A
গানB
অস্ত্রC
রক্তD
শান্তিClick an option to check your answer
Q. 33
অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে'—কবি এখানে কী বলতে চেয়েছেন?
A
অস্ত্র শক্তি বাড়ানোর কথা বলেছেনB
অস্ত্র গ্রহণ করতে বলেছেনC
অস্ত্র পরিত্যাগ করতে বলেছেনD
অস্ত্রের প্রশংসা করেছেনClick an option to check your answer
Q. 34
‘গান’ শব্দের আক্ষরিক অর্থ কী?
A
গীতিB
অস্ত্রC
শান্তিD
প্রকৃতিClick an option to check your answer
Q. 35
‘গানের গায়ে রক্ত মুছি’—এটি কী বোঝায়?
A
গান রক্তপাত ঘটায়B
গান রক্ত মুছতে সাহায্য করেC
গান মানুষের শরীরে রক্ত দেয়D
গান অস্ত্রের শক্তিকে পরাজিত করেClick an option to check your answer
Q. 36
‘গান দাঁড়াল ঋষিবালক’—ঋষিবালক কী রূপে কল্পনা করা হয়েছে?
A
শান্তির প্রতীকB
অস্ত্রের শক্তিC
গানের শক্তিD
হিংসার প্রতীকClick an option to check your answer
Q. 37
গান বাঁধবে সহস্র উপায়ে'—কবির কী উদ্দেশ্য?
A
গান গাওয়া শুরু হবেB
গান অস্ত্রের শক্তিকে বাড়াবেC
গান রক্তপাত ঘটাবেD
গান সকলকে একত্রিত করবেClick an option to check your answer
Q. 38
অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতার উৎস কী?
A
কবিতার কাব্যগ্রন্থB
ঘুমিয়েছ, ঝাউপাতাC
বাংলার মাটিD
পাতার পোষাকClick an option to check your answer
Q. 39
আঁকড়ে ধরে সে-খড়কুটো'—কবির এই কথার মানে কী?
A
শান্তির গান আঁকড়ে ধরতে হবেB
সংকটময় সময়ে শান্তির গান আঁকড়ে ধরতে হবেC
অস্ত্র আঁকড়ে ধরতে হবেD
অস্ত্রের শক্তি আঁকড়ে ধরতে হবেClick an option to check your answer
Q. 40
তোমায় নিয়ে বেড়াবে গান/ নদীতে, দেশ গাঁয়ে'—কবি এখানে কি বোঝাতে চেয়েছেন?
A
গান শুধুমাত্র শহরে থাকবেB
গান মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবেC
গান শুধুমাত্র গ্রামের মানুষদের কাছে যাবেD
গান সর্বত্র ছড়িয়ে পড়বেClick an option to check your answer
Q. 41
‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার মূল বক্তব্য কী?
A
অস্ত্রের প্রশংসাB
অস্ত্রের শক্তি বাড়ানোC
গান দিয়ে রক্তপাত ঘটানোD
গান দিয়ে অস্ত্রের প্রতিরোধ গড়াClick an option to check your answer
Q. 42
‘বর্ম খুলে দ্যাখো আদুড় গায়ে’—কবি এখানে কী দেখতে বলেছেন?
A
অস্ত্রের শক্তিB
গানের শক্তিC
শান্তিD
অস্ত্রের পরাজয়Click an option to check your answer
Q. 43
‘অস্ত্র’ শব্দের আক্ষরিক অর্থ কী?
A
মানবতাB
হাতিয়ারC
গানD
শান্তিClick an option to check your answer
Q. 44
কবি কী ধরনের গান জানেন?
A
কিছু গানB
একটি-দুটি গানC
একাধিক গানD
অনেক গানClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding