Multiple Choice Questions
Previous Year Question Paper 2024
Practice Questions with Answers
Total 17 questions available
Q. 1
খাগের কলম কখন দেখা যায় ?
A
সরস্বতী পূজার সময়B
হালখাতার সময়C
নববর্ষের সময়D
হাতেখড়ির সময়Click an option to check your answer
Q. 2
‘কাল থেকে সে আনন্দ করছে।’→ ‘কাল থেকে তার আনন্দ করা হচ্ছে।’– এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হল–
A
কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যB
কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যC
ভাববাচ্য থেকে কর্মবাচ্যD
কর্মবাচ্য থেকে ভাববাচ্যClick an option to check your answer
Q. 3
নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশায়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন ?
A
দু’টাকাB
এক টাকাC
আট আনাD
চার আনাClick an option to check your answer
Q. 4
‘নমি পুত্র পিতার চরণে, নিম্নরেখ পদটি হল-
A
কর্তৃকারকB
সম্বোধনপদC
সম্বন্ধপদD
কর্মকারকClick an option to check your answer
Q. 5
‘আই.পি.এল শুরু হল, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে।’– গঠন অনুসারে বাক্যটি–
A
যৌগিক বাক্যB
মিশ্র বাক্যC
সরল বাক্যD
জটিল বাক্যClick an option to check your answer
Q. 6
শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন ?
A
সুনীল গঙ্গোপাধ্যায়B
নিখিল সরকারC
অন্নদাশঙ্কর রায়D
সত্যজিৎ রায়Click an option to check your answer
Q. 7
“ক্ষুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়।”–
A
নীল খিলানেB
ঝড় তুফানেC
পাষাণ স্তূপেD
গগন তলেClick an option to check your answer
Q. 8
‘শাপমুক্ত’ সমস্তপদটির সমাসের নাম–
A
অধিকরণ তৎপুরুষB
কর্ম তৎপুরুষC
করণ তৎপুরুষD
অপাদান তৎপুরুষClick an option to check your answer
Q. 9
“লল্লাটের লেখা তো খন্ডাবে না।”– বক্তা কে ?
A
রাম দাসB
অপূর্বC
গিরীশ মহাপাত্রD
জগদীশ বাবুClick an option to check your answer
Q. 10
ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়–
A
কর্মকর্তৃবাচ্যেB
কর্তৃবাচ্যেC
কর্মবাচ্যেD
ভাববাচ্যেClick an option to check your answer
Q. 11
‘শিশুর শরীর কুসুমের মতো কোমল।’– এই বাক্যে ‘কোমল’ হল–
A
উপমিতB
উপমেয়C
উপমানD
সাধারণ ধর্মClick an option to check your answer
Q. 12
“আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে!”–
A
দূরেB
কাছেইC
অনেক দূরেD
কাছেই দূরেClick an option to check your answer
Q. 13
“যথা বৃহন্নলারূপী কিরীটা,”– ‘কিরীটী’ হলেন–
A
কার্তিকB
ভীমC
রাবণD
অর্জুনClick an option to check your answer
Q. 14
সূর্য উঠলে পদ্ম ফোটে। ‘সূর্য’ হল-
A
অনুক্ত কর্তাB
উপবাক্যীয় কর্তাC
উক্ত কর্তাD
নিরপেক্ষ কর্তাClick an option to check your answer
Q. 15
বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল-
A
বাংলা পারিভাষিক শব্দ বেশিB
বাংলা পারিভাষিক শব্দ কমC
বাংলা ভাষার প্রতি অনীহাD
ইংরেজির প্রতি আকর্ষণClick an option to check your answer
Q. 16
পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন ?
A
পাঞ্জাবিB
গুজরাতিC
মারাঠিD
হিন্দিClick an option to check your answer
Q. 17
নির্দেশক বাক্যের একটি শ্রেণি হল–
A
প্রশ্নবাচক বাক্যB
নঞর্থক বাক্যC
সন্দেহবাচকD
শর্তসাপেক্ষ বাক্যClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding