Multiple Choice Questions
Previous Year Question Paper 2025
Practice Questions with Answers
Total 17 questions available
Q. 1
যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে, তাকে বলে–
A
রূপক কর্মধারয়B
সাধারণ কর্মধারয়C
উপমিত কর্মধারয়D
উপমান কর্মধারয়Click an option to check your answer
Q. 2
আফ্রিকা’ কবিতায় ‘আদিম যুগ’ ছিল –
A
উদ্ভ্রান্তB
শান্তC
আন্তরিকD
অন্ধকারClick an option to check your answer
Q. 3
অনুসর্গ-প্রধান কারক হল–
A
পাঁচ প্রকারB
দুই প্রকারC
চার প্রকারD
তিন প্রকারClick an option to check your answer
Q. 4
‘আবার তোরা মানুষ হ’।’ – বাক্যটি
A
আবেগসূচক বাক্যB
নির্দেশক বাক্যC
প্রার্থনাসূচক বাক্যD
অনুজ্ঞাসূচক বাক্যClick an option to check your answer
Q. 5
“প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান”– ফিনিসিয়ানদের লেখনী কী ছিল ?
A
ব্রোঞ্জের শলাকাB
বাঁশের কঞ্চিC
নল-খাগড়াD
হাড়Click an option to check your answer
Q. 6
কোন্ সমাসে উভয় পদের অর্থ অক্ষুন্ন থাকে ?
A
বহুব্রীহি সমাসেB
দ্বিগু সমাসেC
কর্মধারয় সমাসেD
দ্বন্দ্ব সমাসেClick an option to check your answer
Q. 7
কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন ?
A
১৯৩৬ সালেB
১৯৩৫ সালেC
১৯৪৫ সালেD
১৯৪৬ সালেClick an option to check your answer
Q. 8
বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে, তাকে বলে–
A
যোগ্যতাশূন্যB
যোগ্যতাC
আসত্তিD
আকাঙ্ক্ষাClick an option to check your answer
Q. 9
নদেরচাঁদের বয়স হলো–
A
পয়ত্রিশ বছরB
চল্লিশ বছরC
পঁচিশ বছরD
ত্রিশ বছরClick an option to check your answer
Q. 10
বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল–
A
২৫টিB
দুই ডজনC
তিন ডজনD
এক ডজনClick an option to check your answer
Q. 11
‘বুলবুলিতে ধান খেয়েছে’ ‘বুলবুলি’র সঙ্গে ‘তে’ যুক্ত হয়ে কী কারক হয়েছে ?
A
কর্তৃকারকB
অপাদান কারকC
কর্মকারকD
অধিকরণ কারকClick an option to check your answer
Q. 12
গিরীশ মহাপাত্রের জামার রং ছিল –
A
রামধনুB
লালC
নীলD
গেরুয়াClick an option to check your answer
Q. 13
“তবু লিখছে। লুকিয়ে লিখছে।” -এভাবে লেখার কারণ কী ?
A
এক আনন্দের অনুভূতিতেB
যেন স্বপ্নে পেয়েছেC
যেন ভূতে পেয়েছেD
যেন নেশায় পেয়েছেClick an option to check your answer
Q. 14
“বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন।”– কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল ?
A
চার দণ্ডB
দু’দণ্ডC
পাঁচ দণ্ডD
তিন দণ্ডClick an option to check your answer
Q. 15
রাবণ ইন্দ্রজিৎ-কে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন্ সময় নির্দেশ করেছিলেন ?
A
প্রদোষকালেB
রাত্রেC
প্রভাতেD
অপরাহ্ণেClick an option to check your answer
Q. 16
‘আমি তোমাকে বইটি দিলাম।’– এটি কোন্ বাচ্যের উদাহরণ ?
A
কর্মকর্তৃবাচ্যেরB
ভাববাচ্যেরC
কর্তৃবাচ্যেরD
কর্মবাচ্যেরClick an option to check your answer
Q. 17
ভাববাচ্যে প্রাধান্য পায়—
A
ক্রিয়ার ভাবB
কর্তার ভাবC
কর্মের ভাবD
কর্মকর্তৃবাচ্যেরClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding